এইটকু কি বুঝছো? অনেকের নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে্ কে বুঝো নাই বলো।
❤26🔥4
এখন মাথাটাকে একটু ঠান্ডা করো। কজ এখন যা আসবে দুনিয়ার সব অদ্ভূত জিনিসপত্র। মানে উচ্চারণ করতে গিয়ে কারো দাত ভেঙে যাবে। সুতরাং সাবধানে উচ্চারণ কইরো। আর আমাকে টাইপ করার জন্য একটু সময় দিতে হবে। কজ আমি টাইপিং এ অতটাও এক্সপার্ট না।
❤34🔥5🥰3
শব্দের শেষে-------- প্রত্যয়
অ/ব ---------ষ্ণ
য------ষ্ণ্য
ই-----ষ্ণি
ইক- ---ষ্ণিক
এয়----ষ্ণেয়
বী----- বি্ন
ইমা/ম---- ইমন
মান----মতু্প
বান---বতুপ।
শব্দের শেষে এগুলো থাকে প্রত্যয় কি হবে পাশে দেওয়া আছে। একটু কষ্ট করে মুখস্ত রাখা লাগবে। মনযোগ দিয়ে তিনবার পড়লেই যথেষ্ট। চলো উদাহরণ দিইঃ
নীলিমা = নীল+ ইমন
দেখো শেষে ইমা উচ্চারিত হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? ইমার পরিবর্তে ইমন হবে।
মানব- শেষে ব উচ্চারণ হয়। তাহলে কি হবে?
মনু+ ষ্ণ।
ক্লিয়ার?
অ/ব ---------ষ্ণ
য------ষ্ণ্য
ই-----ষ্ণি
ইক- ---ষ্ণিক
এয়----ষ্ণেয়
বী----- বি্ন
ইমা/ম---- ইমন
মান----মতু্প
বান---বতুপ।
শব্দের শেষে এগুলো থাকে প্রত্যয় কি হবে পাশে দেওয়া আছে। একটু কষ্ট করে মুখস্ত রাখা লাগবে। মনযোগ দিয়ে তিনবার পড়লেই যথেষ্ট। চলো উদাহরণ দিইঃ
নীলিমা = নীল+ ইমন
দেখো শেষে ইমা উচ্চারিত হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? ইমার পরিবর্তে ইমন হবে।
মানব- শেষে ব উচ্চারণ হয়। তাহলে কি হবে?
মনু+ ষ্ণ।
ক্লিয়ার?
❤35🥰5🔥1🤩1
Bangla Phobia।Exam Mate
শব্দের শেষে-------- প্রত্যয় অ/ব ---------ষ্ণ য------ষ্ণ্য ই-----ষ্ণি ইক- ---ষ্ণিক এয়----ষ্ণেয় বী----- বি্ন ইমা/ম---- ইমন মান----মতু্প বান---বতুপ। শব্দের শেষে এগুলো থাকে প্রত্যয় কি হবে পাশে দেওয়া আছে। একটু কষ্ট করে মুখস্ত রাখা লাগবে। মনযোগ দিয়ে তিনবার পড়লেই…
ক্লিয়ার হলে তোমরা বুদ্ধিমান,মেধাবী, প্রেম এর প্রকৃতি প্রত্যয় কি হবে বলো?
❤20
লাস্ট একটা নিয়ম বাকি। কেউ নোট করলে আমাকে দিও। আমি পরে চ্যানেলে আপ করে দিবো। পরে যারা পাইনি তাদের জন্য ও সুবিধা হবে। এখন অনেকগুলো পোস্ট হয়ে গেছে অলরেডি।
❤28
সর্বশেষ রুলসঃ
ইত/ইল/ইষ্ট/তর/তম/র/ল = No change.
শব্দের শেষে এগুলো থাকলে প্রত্যয়ের কোনো পরিবর্তন হয় না।
যেমনঃ কুসুমিত= কুসুম+ ইত। লক্ষ্য করো শব্দের শেষে ইত আছে। তাই সূত্র অনুযায়ী কোনো পরিবর্তন হবে না।
তারপর স্বপ্নিল= স্বপ্ন + ইল।
বুঝছো?
ইত/ইল/ইষ্ট/তর/তম/র/ল = No change.
শব্দের শেষে এগুলো থাকলে প্রত্যয়ের কোনো পরিবর্তন হয় না।
যেমনঃ কুসুমিত= কুসুম+ ইত। লক্ষ্য করো শব্দের শেষে ইত আছে। তাই সূত্র অনুযায়ী কোনো পরিবর্তন হবে না।
তারপর স্বপ্নিল= স্বপ্ন + ইল।
বুঝছো?
🔥28❤6🤔1
ঠিক আছে। এই ছিলো আজকের মতো। আমি যা জানতাম শেয়ার করেছি। কেউ নোট করলে দিও আমাকে। আর সব পড়া+ এই সিস্টেম টা কেমন লাগলো জানিও। অনেক অনেক প্র্যাক্টিস করা লাগবে অবশ্যই। পরে কোনোদিন এই টপিকসের উপর পোল দিবো। এডমিনদের জন্য দোয়া কইরো। আর কারো কোথাও সমস্যা থাকলে জানিও।
❤58🔥7
আচ্ছা ভালো কথা। আমি হয়তো মেসেজগুলো ডিলিট করে দিবো। সো খাতায় তুলে নাও যদি প্রয়োজন হয়।
অনেকগুলো মেসেজ হয়ে গেছে। আচ্ছা কাল পর্যন্ত থাকবে। চিন্তার কারণ নেই
অনেকগুলো মেসেজ হয়ে গেছে। আচ্ছা কাল পর্যন্ত থাকবে। চিন্তার কারণ নেই
❤40😢12🔥3
Bangla Phobia।Exam Mate
ঠিক আছে। এই ছিলো আজকের মতো। আমি যা জানতাম শেয়ার করেছি। কেউ নোট করলে দিও আমাকে। আর সব পড়া+ এই সিস্টেম টা কেমন লাগলো জানিও। অনেক অনেক প্র্যাক্টিস করা লাগবে অবশ্যই। পরে কোনোদিন এই টপিকসের উপর পোল দিবো। এডমিনদের জন্য দোয়া কইরো। আর কারো কোথাও সমস্যা থাকলে জানিও।
মাত্র ৬ জনের ভালোলাগছে? বাকিদের ভালো লাগে নাই মনে হয়?😅😅
🤩27❤25
'উক্তি' এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Anonymous Quiz
12%
√উক্ত+ই
6%
√বচন+ই
42%
√বচ্+তি
39%
√বচ্+ক্তি
❤17🤔7🥰5😱2
😢15❤10🔥5
😢18❤13🤔1
সরি রে। ওটাতে ণ হবে। আমি দ্রুত টাইপ করেছি অনেক। তাই ন হয়ে গিয়েছিলো। অন---অণট হবে। সরি🥺🥺
❤32🔥2
আমি নোট পেয়ে গেছি। আর কারোর নোট পঠানো লাগবে না। ধন্যাবাদ
❤26😱1
গতকালের নোট। যাদের JPG লাগবে তাদের জন্য।
credit : Ayman
credit : Ayman
❤33🥰5