Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
বঙ্গবন্ধুর সাথে জেলে ছিলেন?
Anonymous Quiz
18%
মহি
2%
কামরুজ্জামান
2%
আখতার
77%
মহিউদ্দিন
15🔥9😢5👏4🤔2🎉2
ফরিদপুর জেলে বঙ্গবন্ধুর দূর্বলতার কারনে কিসের সমস্যা দেখা দিয়েছিল?
Anonymous Quiz
46%
নাকে
3%
পায়ে
49%
হার্টে
2%
কোমরে
😢29🥰8🤔2
কয়টি চিঠি লিখা হয়েছিল?
Anonymous Quiz
4%
88%
7%
0%
12🔥5👏4🥰2
এক ধরনের ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছিল৷ কোন কোন জায়গার কথা বলা হয়েছে?
Anonymous Quiz
12%
ঢাকা
9%
নারায়ণগঞ্জ
51%
ঢাকা ও ফরিদপুর
28%
ঢাকা ও নারায়ণগঞ্জ
😢38🥰13😱4🔥3🎉1
কিসের মাধ্যমে বঙ্গবন্ধুরা অনশন ভাঙ্গেন?
Anonymous Quiz
10%
ডাব
10%
নারকেলের পানি
3%
পানি
77%
ডাবের পানি
🥰15😱6🔥4
বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান কে?
Anonymous Quiz
26%
শেখ কামাল
14%
শেখ হাসিনা
3%
শেখ নাসের
57%
শেখ রাসেল
👏9😢9🤩75🥰1
আত্মজীবনীতে কখনকার ঘটনা স্হান পেয়েছে?
Anonymous Quiz
21%
১৯৫৫ সালের পর
14%
১৯৫২ সালের
57%
১৯৫৫ সাল পর্যন্ত
8%
১৯৫২ সালের পরের
10🔥6👏4😱2🤔1
🔥11🤔106🥰1🎉1
বিএ ডিগ্রি লাভ করেন?
Anonymous Quiz
66%
Dhaka University
5%
Rajshahi University
28%
Kolkata University
1%
Cumilla University
😱13🔥10😢9🤩5
Score (12)-
1😱1
Qs kemon chilo? 🙂👀
20
তৎসম শব্দ চেনার কৌশল🙂
🥰158
Forwarded from Bangla Phobia।Exam Mate (D I H A N ☘️)
১। প্রমিত বাংলা বানানের নিয়মানুযায়ী ‘ঈ’ ‘ঊ’ ‘ঋ’ এবং এ তিনটি বর্ণের কারচিহ্ন যুক্ত শব্দই তৎসম শব্দ।
২। মূর্ধন্য- ‘ণ’ যুক্ত সব শব্দ তৎসম শব্দ।
৩। যে শব্দের পূর্বে প্র, পরা, অপ, সম, অব, উপ, অতি, অভি প্রভৃতি উপসর্গ যুক্ত থাকে সেগুলো তৎসম শব্দ ।
৪। বিসর্গ যুক্ত শব্দগুলো এবং বিসর্গসন্ধিসাধিত শব্দগুলো তৎসম শব্দ

৫। অব্যয়পদের শেষে ‘ত’ থাকলে তা সাধারণত তৎসম হয়।
৬। শব্দের শেষে তব্য এবং অনীয় তাকলে সেসব শব্দ তৎসম হয়।
৭। সমাসবদ্ধ একটি অংশ তৎসম জানা থাকলে অপর অশংটি এবং সমস্তপদটিও তৎসম হয়।
৮। বহুবচনবাচক শব্দ যেমন গণ, বুন্দ, মন্ডলী, বর্গ, আবলী, গুচ্ছ, রাজি, মালা, রাশি প্রভূতি শব্দ থাকলে তৎসম হয়।
68🥰4🔥1
Forwarded from Emon( •̀_•́ )
CamScanner 06-21-2022 22.50.pdf
3.3 MB
কৃৎ প্রত্যয় নোট & শর্টকাট
23🔥4🥰1
আসসালামু আলাইকুম।
পদ প্রকরণ শুরু করি।??
এত কম রিসপন্স হলে তো ভালোলাগবে না। নাকি আজ না করে পরে কোন একদিন করবো?
61🔥6🥰3
বাক্যে ব্যাবহৃত বিভক্তিযুক্ত ধাতু ও শব্দকে পদ বলে।

পদ দুই প্রকার।
১। অব্যয় পদ
২। সব্যয় পদ।
সব্যয় পদ ৪ প্রকারঃ
১. বিশেষ্য
২. বিশেষণ
৩. সর্বনাম

৪. ক্রিয়া
69🔥7
সবার শুরুতে আলোচনা হলো বিশেষ্য নিয়ে। আমি  ভাববাচক ও গুনবাচক  বিশেষ্য নিয়ে শর্টকাট দিবো। চলো আরো দেখে নিই বিশেষ্যের প্রকারভেদ ও উদাহারন -

১। সংজ্ঞা বাচক বিশেষ্যঃ নজরুল, ওমর, ঢাকা, হিমালয় ইত্যাদি।
২। জাতিবাচক বিশেষ্যঃ মানুষ, গরু, পাখি, নদী, ইংরেজ ইত্যাদি

৩। সমষ্টিবাচক বিশেষ্যঃ সভা, দল, জনতা,সমিতি, ঝাক ইত্যাদি

৪। ভাববাচক বিশেষ্যঃ গমন, দর্শন, ভোজন( বিশেষ শর্টকার্টঃ অন  উচ্চারিত হয় শেষে)

৫। গুনবাচক বিশেষ্যঃ মধুরতা, তারুণ্য, তিক্ততা।  [বিশেষ শর্টকাটঃ য ফল(্য),  তূ, মি, ত্ব, পনা ইত্যাদি থাকে শেষে))]
54🥰6
ভাববাচক ও গুনবাচক বিশেষ্যের উদাহরণ দাও কয়েকটা
বিশেষ্য তেমন কঠিন না। এইটুকুই হলো বিশেষ্য। এখন বিশেষণ শুরু করবো। এখন থেকে হালকা প্যাচের দিকে যাবো।
🔥2414🥰3
যে পদ বাক্যে ব্যাবহৃত হয়ে  অন্য পদের দোষ, গুন, অবস্থা ইত্যাদি নির্দেশ করবে, তাকে বলা হয়  বিশেষণ।

বিশেষণ দুই প্রকার।

১. নাম বিশেষণ
২. ভাব বিশেষন
49🔥5
নাম বিশেষণের প্রকারভেদঃ

☀️রূপ বাচকঃ সবুজ মাাঠ, হলুদ ধান, নীল জামা
☀️গুনবাচকঃ চৌকস লোক, দক্ষ কারিগর, মেধাবী ছাত্র।
☀️অবস্থাবাচকঃ  তাজা মাছ, রোগা ছেলে।

☀️সংখ্যাবাচকঃ  হাজার লোক, দশ টাকা
☀️ক্রমবাচকঃ সত্তর পৃষ্ঠা,  দশম শ্রেণি।
☀️ পরিমাণবাচকঃ সত্তরটনী জাহাজ,  এক কেজি চাল
☀️অংশ বাচকঃ  অর্ধেক সম্পত্তি, সিকি পথ
☀️ উপাদান বাচকঃ মেটে কলসী, বেলে মাটি।
☀️  প্রশ্নবাচকঃ কী অবস্থা?,  কবে আসবে?
☀️অনির্দিষ্টতাজ্ঞপকঃ এই লোক, সেই ছেলে।
55🔥11🤔1😢1