Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
৪.অব্যয়ের বিশেষণঃ যে বিশেষণ পদ অব্যয়পদকে বিশেষিত করে তাকে অব্যয়ের বিশেষণ বলে।

উদাহরণ:
তোমার একটু পরেই আমি এসেছি।
আমাদের মাথা  ঠিক উপরেই উড়ছিল একঝাঁক মশা ।
উদাহরণ  দুটিতে 'একটু' ও 'ঠিক' বিশেষণ দুটি যথাক্রমে 'পরেই' ও 'উপরেই' অব্যয় দুটিকে বিশেষিত করছে। তাই  'একটু' ও 'ঠিক' অব্যয়ের বিশেষণ।
তারপর
☀️ ধিক তারে, শত ধিক র্নিলজ্জ যে জন। দেখো এখানে ধিক এর কিন্তু আলাদা অর্থ নেই। কিন্তু  ধিক শব্দটাকে মডিফাই করেছে কে? শত। তাই এটি অব্যয়ের বিশেষণ।

তবে এই অব্যয়ের বিশেষণ নিয়ে অনেক বিতর্ক আছে। আমরা আপাতত সেদিকে না গিয়েএইটুকু জেনে রাখি।
44🔥2😢2
এইটটুকু যদি বুঝো তাহলে আলহামদুলিল্লাহ। এবার একদম নড়েচড়ে বসো। কঠিন টপিকসে ঢুকবো। ধরো তোমাকে একটা শব্দ দিয়ে বললো বিশেষ্য নাকি বিশেষন বলতে। তখন কি করবো।
30🔥4😢4
বিশেষ্য চেনার উপায়ঃ

১। কি বা কিসের দিয়ে যদি প্রশ্ন করা যায় তাহলে - --বিশেষ্য।
২। বহুবচন হলে বিশেষ্য। যেমনঃ পাখিরা। দেখো রা যুক্ত হয়ে এটি বহুবচন হয়েছে। তাহলে পাখি কোন পদ? অবশ্যই বিশেষ্য।
৩। পদাশ্রিত নির্দেশক (টি, টা,খানা, খানি,ইত্যাদি ইত্যাদি) যদি শব্দের শেষে যুক্ত হয় তাহলে বিশেষ্য। যেমনঃ কলমটি। দেখো টি যুক্ত হয়েছে। তাহলে কোন পদ? বিশেষ্য।
৪। শব্দের শেষে তা, মি,ত্ব, ্য থাকলে বিশেষ্য।

৫। বিভক্তি যুক্ত হলে। যেমন করিমকে। কে বিভক্তি যুক্ত হয়েছে। তাহলে করিম বিশেষ্য।
42🔥9👏2🥰1
বিশেষণ চেনার উপায়ঃ

১। কেমন দিয়ে প্রশ্ন করা যায়। যেমন নীল ফুল। কেমন ফুল? উত্তর হলো নীল।

২.। ইন, ঈক, ইত,ইষ্ট, মতী, বতী, ব্রতী, মান, বান, কুল,তম,তর, প্রবণ, শীল শালী, স্পর্শী, হীন, তম, অনীয়, গত ইত্যাদি যুক্ত থাকলে তা বিশেষণ৷ যেমনঃ বৃহত্তম সাগর, কনিষ্ঠ ভাই ইত্যাদি
37🥰7🔥5
চলো এবার এগুলো অ্যাপ্লাই করে দেখি।বাংলা ভাষায় একই পদে বিশেষ্য এবং বিশেষণ দুটো একসাথে ব্যবহার হতে পারে। এগুলোর কতগুলো উদাহরণ দেখি

☀️ভালো

বিশেষণ রূপ : ভালো বাড়ি পাওয়া কঠিন,
সাইফা ভালো মেয়ে।

বিশেষ্য রূপে : আপন ভালো সবাই চায়।

ভাইয়া কিভবে বুঝলাম ভালো কখন বিশেষ্য হয়েছে আর কখন বিশেষণ? প্রথমটাতে দেখি। ভালো বাড়ি পাওয়া কঠিন। উপরে বলেছি না কেমন দ্বারা প্রশ্ন করা যায় কাকে? বিশেষণ কে। তাই না? তাহলে প্রশ্ন করি।
কেমন বাড়ি পাওয়া কঠিন? উত্তরঃ ভালো। অথ্যাৎ এটাকে কেমন দ্বারা প্রশ্ন করলে মিলে যায়।

২য় টা দেখো কী দ্বারা প্রশ্ন করা যায়। আমরা তো জানি কি দ্বারা প্রশ্ন করা গেলে বিশেষ্য হয়। তাহলে করে দেখি। আপন কি সবাই চাই? উত্তরঃ ভালো।

ক্লিয়ার?
53🥰8
মন্দ

বিশেষণ রূপে : মন্দ কথা বলতে নেই। কেমন কথা? উত্তর মন্দ।
বিশেষ্য রূপে : এখানে কী মন্দটা তুমি দেখলে?(টা যুক্ত আছে। বলেছিলাম টা, টি যুক্ত হলে বিশেষ্য হয়)

পুণ্য

বিশেষণ রূপে : তোমার এই পুণ্য প্রচেষ্টা সফল হোক। কেমন প্রচেষ্টা? উত্তরঃ পুন্য প্রচেষ্টা। তাই বিশেষন
বিশেষ্য রূপে : পুণ্যে মতি হোক। ( বিভক্তি যুক্ত আছে। পুন্যে। তাই বিশেষ্য


নিশীথ

বিশেষণ রূপে : নিশীথ রাতে বাজছে বাঁশি।( কেমন রাতে? উত্তরঃ নিশীথ)

বিশেষ্য রূপে : গভীর নিশীথে প্রকৃতি থাকে নীরব।( এ বিভক্তি যুক্ত আছে। নিশীথে)


ক্লিয়ার কিনা বলো?
48👏4🥰1
বুঝলে বলো তো,

মানুষ চেনা কঠিন। এখানে চেনা কোন পদ? আর কেন?
25🥰1
আচ্ছা যখন বাক্য দেওয়া থাকবে তখন তো বুঝলাম। কিন্তু যদি আমাকে শব্দ দিয়ে বলে কোন পদ? যেমন বললো দরিদ্র কোন পদ? তখন কি করবো।
যদি এমন দেয় তখন আমরা শব্দটার সাথে আরেকটা যুক্তিসঙ্গত বাক্য বা শব্দ যুক্ত করবো। যেমন আমি করলাম দরিদ্র লোক। এবার কিন্ত আমি প্রশ্ন করতে পারবো। কেমন লোক? দরিদ্র লোক। তাহলে দরিদ্র কোন পদ? অবশ্যই বিশেষণ।

বুঝছো?
37🔥5👏1
তারপর বলো,

আহরণ কোন পদ?
20
উত্তপ্ত কোন পদ?
17
বিদ্বান কোন পদ?
19
অধ্যয়ন কোন পদ?
তো আজ এইটুকুই। আমার জ্বর। না হয় চেষ্টা করতাম পুরোটা শেষ করতাম। কেমন লাগলো জানিও। বই খাতা আশেপাশে নেই। ফোনের নোট থেকে করলাম সব। তোমাদের প্র্যক্টিস করতে হবে অনেক অনেক।একদিনে দক্ষ হতে পারবে না৷ এর পর বাকিটুকু শেষ করবো ইন শা আল্লাহ। তবে কবে করবো জানি না। ভালো থেকো। আল্লাহ হাফেজ😇🤲
73😢16🥰1
সৌন্দর্য সকলকেই আকর্ষণ করে। বাক্যে সৌন্দর্য কোন পদ?
Anonymous Quiz
61%
বিশেষ্য
23%
বিশেষণ
8%
সর্বনামের বিশেষণ
8%
বিশেষণের বিশেষণ
🔥1613🥰1
কোন শব্দটা বিশেষ্য?
Anonymous Quiz
21%
চালাক
13%
চতুর
15%
চঞ্চল
51%
চাতুর্য
18😢10🥰3
20🥰2
আল্লাহ এত্ত ভুল? গতকাল তাহলে কি শিখালাম?
😢8
16😢13😱3🔥2
তার হাতের লেখা খুব ভালো। বাক্যে খুব কোন পদ?
Anonymous Quiz
16%
বিশেষণ
23%
বিশেষ্যর বিশেষণ
57%
বিশেষণের বিশেষণ
4%
বিশেষ্য
20🤔5😱5😢5🔥2🥰2
গতকাল একটা ছোট্ট টপিকস শেষ করানো হয় নি। যেটাকে বলা হয় পদান্তর। অর্থ্যাৎ তোমাকে যদি একটা বিশেষ্য শব্দ দিয়ে বলে এর বিশেষণ কি তখন কিভাবে করবো? প্রশ্নব্যাংক খুলেলেই দেখবে এরকম প্রশ্ন অনেক অনেক বার এসেছে। এখন কিছু নিয়ম শিখবো। এগুলো আমি কোনো বইয়ে খুজে পাইনি। বইয়ে জাস্ট একটা ছক দেওয়া আছে এটার। তো শুরু করি। রিসপন্স থাকা বাধ্যতামূলক😇

তবে শুরুতেই বলে রাখি এই নিয়মের ব্যাতিক্রম হয়তো কয়েকটা হতে পারে।
57