Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
অধ্যয়ন এর বিশেষণ রূপ কোনটি? [জাবিঃ১৭-১৮]
Anonymous Quiz
21%
অধিত
54%
অধীত
20%
অধৃত
5%
আধীত
12😢7🔥2🤔2🥰1
Bangla Phobia।Exam Mate
অধ্যয়ন এর বিশেষণ রূপ কোনটি? [জাবিঃ১৭-১৮]
এখানে বানান নিয়ে একটু প্যাচ করছে।
অধ্যয়নের বিশেষণ রূপ কোনটি? [ইবি-৯-১০]
Anonymous Quiz
4%
পঠিত
24%
অধ্যয়নরত
64%
অধীত
8%
অধ্যয়নকৃত
15🔥7
Bangla Phobia।Exam Mate
অধ্যয়নের বিশেষণ রূপ কোনটি? [ইবি-৯-১০]
অধ্যয়ন কি অন প্রত্যয় নেই? তাহলে নিয়ম অনুযায়ী অন এর বদলে ইত/ত বসার কথা না? তো ভুল করলে কেন?
😢115
কিছু বিশেষ্যের সাথে উয়া প্রত্যয় যোগ করলে বিশেষণ পদ পাওয়া যায়। গাছ+উয়া = গাছুয়া>গেছো।
23
ষ্ণিক/ইক প্রত্যয় যোগ করে বিশেষ্য থেকে বিশেষণ পাওয়া যায়। যেমন: দর্শন+ষ্ণিক(ইক) = দার্শনিক। এক্ষেত্রে প্রথম স্বরটির বৃদ্ধি হয়। যেমন: উপনিবেশ>ঔপনিবেশিক, নিমিত্ত>নৈমিত্তিক। উ>ঔ এবং ই>ঐ হয়েছে।
30🔥5
কারো বুঝতে সমস্যা৷ হচ্ছে??
7
বিশেষ্যের সাথে উক প্রত্যয় যোগে বাংলায় অনেক সময় বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: ভাব -- ভাবুক, মিথ্যে -- মিথ্যুক।
19🔥2🥰1
11
Bangla Phobia।Exam Mate
Photo
Right-
Anonymous Quiz
12%
A
11%
B
8%
C
70%
D
🥰195🔥2😱2
ধা ধাতু থেকে সৃষ্ট বিশেষ্য থেকে বিশেষণ পদ তৈরি করা হলে ধ ব্যঞ্জনটি হ-তে পরিণত হয়। যেমন: বিধান>বিহিত, আধান>আহিত।
27🔥6
বিশেষ্য পদের সাথে “অনীয়, আলি, ইক, ইত, ইষ্ঠ, ঈ, ঈয়,অন্ত, এয়, মান, বান, ইয়া, উয়া প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বিশেষণ হয়ে যায়।
🔥1913🥰2👏2
Bangla Phobia।Exam Mate
বিশেষ্য পদের সাথে “অনীয়, আলি, ইক, ইত, ইষ্ঠ, ঈ, ঈয়,অন্ত, এয়, মান, বান, ইয়া, উয়া প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বিশেষণ হয়ে যায়।
এখন ভাইয়া কখন কোনটা বসাবো? এটা তুমি নিজেই বুঝতে পারবে। কিভাবে? ধরো তোমাকে বললো মানুষ শব্দের বিশেষণ কোনটি?
এখন তুমি মিলাও

☀️মানুষ+অনীয় এটা মানায়? না। মানায় না। অদ্ভুত অর্থ আসে।
মানুষ+আলি= মানুষালি. কখনো কি এখরনের শব্দ শুনেছো?
☀️মানুষ+ইক= মানুষিক। হ্যা। এটা মিলে। এর অর্থ হলো মানুষ্যকৃত বা যা মানুষের পক্ষে স্বাভাবিক ।

এভাবে কোনটার সাথে কোনটা মিলবে তুমি নিজেই বুঝতে পারবে।
25🔥7🤔1
পানি শব্দের বিশেষণ কোনটি? [ইবিঃ৪-৫,১১-১২]
Anonymous Quiz
3%
পান্তা
83%
পানীয়
13%
পেয়
1%
পেনী
20🔥11
ইচ্চা শব্দের বিশেষণ কোনটি? [অনেকবার আসছে। লিখা সম্ভব না]
Anonymous Quiz
4%
ইচ্ছাময়
66%
ঐচ্ছিক
28%
ইচ্ছুক
2%
ইচ্ছিত
🥰24😢12🔥51
Bangla Phobia।Exam Mate
ইচ্চা শব্দের বিশেষণ কোনটি? [অনেকবার আসছে। লিখা সম্ভব না]
মিলাও তো।

ইচ্ছা+অনীয়= মিলে? না। অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+আলী= ইচ্ছালি? অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+ইক= ঐচ্ছিক। মিলে? হ্যা। মিলে যায়। তাহলে উত্তর কি?

বুঝতেছো তো তোমরা?
👏3012😢1
দেশ শব্দের বিশেষণ হলো- [জাবি১৭-১৮]
Anonymous Quiz
75%
দেশীয়
11%
দেশিয়
12%
দেশি
1%
দেয়
🥰185🔥3😢3
Bangla Phobia।Exam Mate
দেশ শব্দের বিশেষণ হলো- [জাবি১৭-১৮]
মিলাও।

দেশ+ অনীয়= মিলে না🚫
দেশ+আলি=🚫
দেশ+ ইক=🚫
দেশ+ ঈয়= দেশীয়. মিলে যায়।
24🥰6
অনাদর শব্দের বিশেষণ কোনটি? [রাবি১৬-১৭]
Anonymous Quiz
7%
অনাবৃত
74%
অনাদৃত
10%
আদর
8%
আদৃত
28🥰2😱2
Bangla Phobia।Exam Mate
অনাদর শব্দের বিশেষণ কোনটি? [রাবি১৬-১৭]
এবার তোমরা মিলিয়ে দেখাও🙂
13