বিশেষ্যের সাথে উক প্রত্যয় যোগে বাংলায় অনেক সময় বিশেষণ পদ পাওয়া যায়। যেমন: ভাব -- ভাবুক, মিথ্যে -- মিথ্যুক।
❤19🔥2🥰1
Bangla Phobia।Exam Mate
Photo
🥰19❤5🔥2😱2
ধা ধাতু থেকে সৃষ্ট বিশেষ্য থেকে বিশেষণ পদ তৈরি করা হলে ধ ব্যঞ্জনটি হ-তে পরিণত হয়। যেমন: বিধান>বিহিত, আধান>আহিত।
❤27🔥6
বিশেষ্য পদের সাথে “অনীয়, আলি, ইক, ইত, ইষ্ঠ, ঈ, ঈয়,অন্ত, এয়, মান, বান, ইয়া, উয়া প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বিশেষণ হয়ে যায়।
🔥19❤13🥰2👏2
Bangla Phobia।Exam Mate
বিশেষ্য পদের সাথে “অনীয়, আলি, ইক, ইত, ইষ্ঠ, ঈ, ঈয়,অন্ত, এয়, মান, বান, ইয়া, উয়া প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বিশেষণ হয়ে যায়।
এখন ভাইয়া কখন কোনটা বসাবো? এটা তুমি নিজেই বুঝতে পারবে। কিভাবে? ধরো তোমাকে বললো মানুষ শব্দের বিশেষণ কোনটি?
এখন তুমি মিলাও
☀️মানুষ+অনীয় এটা মানায়? না। মানায় না। অদ্ভুত অর্থ আসে।
☀মানুষ+আলি= মানুষালি. কখনো কি এখরনের শব্দ শুনেছো?
☀️মানুষ+ইক= মানুষিক। হ্যা। এটা মিলে। এর অর্থ হলো মানুষ্যকৃত বা যা মানুষের পক্ষে স্বাভাবিক ।
এভাবে কোনটার সাথে কোনটা মিলবে তুমি নিজেই বুঝতে পারবে।
এখন তুমি মিলাও
☀️মানুষ+অনীয় এটা মানায়? না। মানায় না। অদ্ভুত অর্থ আসে।
☀মানুষ+আলি= মানুষালি. কখনো কি এখরনের শব্দ শুনেছো?
☀️মানুষ+ইক= মানুষিক। হ্যা। এটা মিলে। এর অর্থ হলো মানুষ্যকৃত বা যা মানুষের পক্ষে স্বাভাবিক ।
এভাবে কোনটার সাথে কোনটা মিলবে তুমি নিজেই বুঝতে পারবে।
❤25🔥7🤔1
❤20🔥11
ইচ্চা শব্দের বিশেষণ কোনটি? [অনেকবার আসছে। লিখা সম্ভব না]
Anonymous Quiz
4%
ইচ্ছাময়
66%
ঐচ্ছিক
28%
ইচ্ছুক
2%
ইচ্ছিত
🥰24😢12🔥5❤1
Bangla Phobia।Exam Mate
ইচ্চা শব্দের বিশেষণ কোনটি? [অনেকবার আসছে। লিখা সম্ভব না]
মিলাও তো।
ইচ্ছা+অনীয়= মিলে? না। অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+আলী= ইচ্ছালি? অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+ইক= ঐচ্ছিক। মিলে? হ্যা। মিলে যায়। তাহলে উত্তর কি?
বুঝতেছো তো তোমরা?
ইচ্ছা+অনীয়= মিলে? না। অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+আলী= ইচ্ছালি? অদ্ভুত অর্থ আসে।
ইচ্ছা+ইক= ঐচ্ছিক। মিলে? হ্যা। মিলে যায়। তাহলে উত্তর কি?
বুঝতেছো তো তোমরা?
👏30❤12😢1
🥰18❤5🔥3😢3
Bangla Phobia।Exam Mate
দেশ শব্দের বিশেষণ হলো- [জাবি১৭-১৮]
মিলাও।
দেশ+ অনীয়= মিলে না🚫
দেশ+আলি=🚫
দেশ+ ইক=🚫
দেশ+ ঈয়= দেশীয়. মিলে যায়।
দেশ+ অনীয়= মিলে না🚫
দেশ+আলি=🚫
দেশ+ ইক=🚫
দেশ+ ঈয়= দেশীয়. মিলে যায়।
❤24🥰6
❤28🥰2😱2
Bangla Phobia।Exam Mate
এবার তোমরা মিলিয়ে দেখাও🙂
অনাদর+ অনীয়=🚫
অনাদর+ আলী=🚫
আনাদর+ইক=🚫
অনাদর+ইত=অনাদৃত। মিলে যায়। অর্থপূর্ণ শব্দ পায়।
অনাদর+ আলী=🚫
আনাদর+ইক=🚫
অনাদর+ইত=অনাদৃত। মিলে যায়। অর্থপূর্ণ শব্দ পায়।
🔥18❤8
ভাইয়া এই রুলস দিয়ে তো সব হয় না৷ আগেই বলেছি। এগুলো মুখস্ত করার জিনিস। তোমাদের কষ্ট কমানের জন্য জাস্ট এই টেকনিকটা। এটা যেহেতু একটা শর্টকার্ট টেকনিক এটা ১০০% কাজ না ও করতে পারে। তবে ৮০% তুমি মিলাতে পারবে। কোনটা মিলবে না সেটা তুমি নিকে দেখেই বুঝবে
❤28🥰5
আচ্ছা শুনো। প্রথমে আগে প্রত্যয় দিয়ে মিলিয়ে দেখবে। যদি প্রত্যয় দিয়ে না মিলে তখন এর আগে যে গুলো দিয়েছিলাম সেগুলো ও যাচাই করবে। যদি প্রত্যয় দিয়ে মিলে যায় তাহলে উপরের রুলসে যাওয়ার দরকার নেই।
🔥16❤10
Bangla Phobia।Exam Mate
বিশেষ্য পদের সাথে “অনীয়, আলি, ইক, ইত, ইষ্ঠ, ঈ, ঈয়,অন্ত, এয়, মান, বান, ইয়া, উয়া প্রত্যয় যুক্ত হলে বিশেষ্য পদ বিশেষণ হয়ে যায়।
অর্থাৎ তুমি এই রুলস দিয়েই ৭০-৮০% সলভ করতে পারো।
❤20
❤19🔥8🥰3
Bangla Phobia।Exam Mate
পৃথিবী শব্দের বিশেষণ-
ভাইয়া এটা তো কোনো প্রত্যয়ের সাথে মিলে না। তাহলে? হ্যা। এগুলোই ব্যাতিক্রম। এখানে তোমার কমনসেন্স কাজে লাগাতে হবে জাস্ট।
❤25🔥5👏2
যাইহোক, এই ছিলো এখনকার মতো। বাসায় বসে গতকালের গুলো আর আজকের এটা প্র্যক্টিস করো। কেমন লাগলো জানিও। আর দোয়া কইরো🤲
❤48🥰7🔥3