Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
কোন বানানটি ভুল?
Anonymous Quiz
16%
করুণ
5%
তরুণ
41%
করুন
37%
স্মরন
11😱11😢3👏2
আজকে আমার মন ভালো নেই। বাক্যে মন কোন পদ?
Anonymous Quiz
21%
বিশেষণ
65%
বিশেষ্য
7%
অব্যয়
7%
যৌগিক ক্রিয়া
🤩101🔥10👏54
আসসালামু আলাইকুম। সবাই প্রস্তুত তো? একটা ঝাকানাকা সাড়া দাও তো..

১২ঃ১০ এ শুরু করছি। সবাই প্রস্তুত তো?

টপিকসঃ পদপ্রকরণ (সর্বনাম, অব্যয়, ক্রিয়া)
62
ওকে। চলো শুরু করি। সর্বনাম দিয়ে শুরু করি। ছোট টপিকস। তেমন একটা আসে না জাস্ট পড়ে রাখবো
32
বিশেষ্য বা Noun (নাম) এর পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমনঃ

☀️দিহান খারাপ ছেলে,
সে খারাপ ছেলে

এখানে দিহান  বিশেষ্যের পরিবর্তে সে বসানো যায়,
তাই সে হচ্ছে সর্বনাম।
49🥰5😱2🤩1
বাংলাভাষায় প্রায় ১০ ধরনের সর্বনাম পদ আছে,
এগুলো হলো-

☣️ ব্যাক্তিবাচক বা পুরুষবাচক : আমি, আমরা, তুমি,তোমরা তোমার, সে, তারা, তাহারা, তিনি, এ, এরা, ও,ওরা।
☣️আত্নবাচক : স্বয়ং, নিজে, খোদ, আপনি।
☣️ সামীপ্যবাচক বা নির্দেশক : এ, এটি, এরা, ইহারা,
ইনি, এটি, উনি।
☣️ দুরত্ব বাচক : ঐ, ঐসব
☣️ সাকল্যবাচক : সব, সকল
☣️প্রশ্নবাচক : কে, কি, কী, কোন, কাহার, কার, কিসে।
☣️ অনির্দিষ্টতা জ্ঞাপক : কোনো, কেহ, কেউ, কিছু
☣️ ব্যাতিহারিক : ব্যাতিহার মানে হলো কর্তা দুটো আর ক্রিয়া একটা। যেমন- আপনা আপনি, নিজে নিজে,আপসে, পরস্পর
☣️ সংযোগজ্ঞাপক : যে, যিনি, যাঁহা, যাহার
☣️ অন্যদিবাচক : অন্য, অপর, পর
53🔥1
সর্বনাম এইটুকু পড়লেই হবে। আর দরকার নেই।

এইটুকু আগের টাইপ করা ছিলো। এখন অপেক্ষা করো। বাকিগুলা টাইপ করা নেই।
41
বাক্যে থাকা যে পদের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ কোনো ব্যাক্তি বা যন্ত্র যখন কাজ করে, তখন সেই কাজ করাটাকে ক্রিয়াপদ বলে।
যেমন-
রাকিব চিঠি লিখছে
সাজিদ বই পড়ছে
এখানে, লিখছে এবং পড়ছে দ্বারা দুটো কাজ করাকে বোঝাচ্ছে, আর এই কাজ দুটো করছে দুজন ব্যাক্তি। তাই এরা ক্রিয়াপদ।
একটা বাক্যের মধ্যে ক্রিয়াপদ মূল অংশ, কেননা ক্রিয়াপদ ছাড়া কখনো কোনো বাক্য সম্পূর্ণ হয় না। যদি আমরা বলি-
আমি আজকে...
তুমি প্রতিদিন...
উপরের দুটো কিন্তু কোনো বাক্য হয়নি, কারণ এখানে কোনো ক্রিয়াপদ নেই বলে আমরা বুঝতে পারছি না কিসের ভাব এখানে প্রকাশ করছে।
49🔥6👏2
☣️ ক্রিয়াপদের প্রকারভেদ

দুইভাবে ক্রিয়াপদকে ভাগ করা যায়।

একভাবে – দুই প্রকার
সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া

আরেকভাবে – ৮ প্রকার।
☣️অকর্মক ক্রিয়া
☣️সকর্মক ক্রিয়া
☣️দ্বিকর্মক ক্রিয়া
☣️সমধাতুজ কর্ম ক্রিয়া
☣️নামধাতু ক্রিয়া
☣️প্রযোজক ক্রিয়া
☣️যৌগিক ক্রিয়া
☣️মিশ্র ক্রিয়া
এবার আমরা প্রতিটা ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত জানবো! হালকা কঠিন লাগতে পারে। না বুঝলে জানিও
49🔥2
১. সমাপিকা ক্রিয়া-

যে ক্রিয়াপদ ব্যাবহার করলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন

সাকিব খেলা করছে,
আমি সেদিন বৃষ্টিতে ভিজেছি।
এ বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে।

২. অসমাপিকা ক্রিয়া

যে ক্রিয়াপদ ব্যবহার করলে একটা বাক্যের সম্পূর্ণ
মনোভাব প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন-
সকালে সূর্য উঠলে...
সাকিব হাত মুখ ধুয়ে...
আমরা দুপুরে স্কুলে গিয়ে...

খেয়াল করে দেখো, উপরের তিনটা বাক্যের প্রতিটাতে আমাদের আরো কিছু শোনার ইচ্ছা জাগছে, অথচ আমরা সেটা জানতে পারছি না। যেমন- সকালে সূর্য উঠলে
তারপর কিছু একটা হবে, কিন্তু বাক্যে সেটা বলা নাই।
আবার সাকিব হাত মুখ ধুয়ে তারপর কি করবে, সেটাও বলা হয়নি। তাই উপরের উদাহরণ গুলোতে উঠলে, ধুয়ে, গিয়ে এরা সবাই অসমাপিকা ক্রিয়া।
56🔥4
৩. সকর্মক ক্রিয়াঃ

যে ক্রিয়ার কর্ম পদ আছে সেটাই সকর্মক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তবে সেটাই সকর্মক ক্রিয়া। যেমন-

দিহান সারাদিন টিভি দেখে।

যদি প্রশ্ন করি দিহান কি দেখে? উত্তর পাবো টিভি! তাই দেখে হচ্ছে সকর্মক ক্রিয়া।

শিশুরা শরবর বানায়।
শিশুরা কি বানায়? উত্তর হবে শরবত। তাই বানায় হচ্ছে সকর্মক ক্রিয়া।

আমি আজ মা কে একটা শাড়ি দিয়েছি🥰🥰

কাকে শাড়ি দিয়েছি? উত্তর হবে মা’কে। তাই দিয়েছি হচ্ছে সকর্মক ক্রিয়া।
44🔥4
৪. অকর্মক ক্রিয়া-

যে ক্রিয়াপদের কোনো কর্ম নেই সেটা অকর্মক ক্রিয়া।
অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না যায় তবে সেটাই অসকর্মক ক্রিয়া। যেমন-
শরীফ হাসে।
এখানে কি হাসে? কাকে হাসে? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই হাসে এখানে অকর্মক ক্রিয়া।

লাবিব লাফায়।

এখানে কি লাফায়? কাকে লাফায়? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই লাফায় এখানে অকর্মক ক্রিয়া।
49🔥6
৫. দ্বিকর্মক ক্রিয়া -

কী আর কাকে দিয়ে প্রশ্ন করলে উভয় প্রশ্নের উত্তর একটি বাক্যে উপস্থিত থাকলে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমনঃ

বাবা আমাকে একটি বই কিনে দিলেন।
প্রশ্ন করি। কী কিনে দিলেন? উত্তরঃ বই, কাকে কিনে দিলেন? উত্তরঃ আমাকে।

কয়েকটা উদাহরণ দাও তোমরা।
52🔥6
তোমরা কি বুঝতেছো? নাকি আমি হুদাই বক বক করতেছি😕
🔥6130🥰8🤩1
৬. সমধাতুজ ক্রিয়াঃ

এটা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি চেনার উপায় বলি। চেনার উপায় হলো একটা শব্দের সরাসরি বা একই ধরনের পুনরাবৃত্তি হবে। বুঝো নি তো। আচ্ছা উদাহারণ দিই।

কি খেলাটাই না খেললো আশরাফুল।

এই বাক্যে খেলা শব্দটা দুইবার আসছে লক্ষ্য করো।
খেলা, খেললো। হালকা পরিবর্তিত হয়ে আবার বসছে।

তারপর আরো উদাহরণঃ

বেশ এক ঘুম ঘুমিয়েছি।
মায়া কান্না কেঁদোনা তো।

বুঝছো? বুঝলে তোমরা দাও য়েকটা উদাহারন।
59
শুনো। আমি অসুস্থ মানুষ। দ্রুত টাইপ করতে হচ্ছে। না হয় তোমরাই বিরক্ত হবে। পড়ে মজা পাবে না। তাই টাইপিং মিস্টেক গুলো ইগনোর কইরো🙂
78🥰7🔥3🤩1
৭. প্রযোজক ক্রিয়া-

যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলে।

আরেকটু বিস্তারিত বলা যায়, এখানে ক্রিয়া থাকবে একটা, কিন্তু একজন ব্যাক্তি একটা নির্দিষ্ট সময় অপর একজন ব্যাক্তিকে দিয়ে সেই ক্রিয়াটা করাবে। যেমন-
সাপুড়ে সাপ খেলায়।
এখানে সাপ নিজে কাজ করে, অর্থাৎ খেলে। কিন্তু সাপকে পরিচালনা করছে সাপুড়ে। তাই খেলায় হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া।

আবার-

মা শিশুকে চাঁদ দেখায়।
এখানে শিশু নিজে চাঁদ দেখার কাজটা করে, কিন্তু শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে মা।

মনে রাখতে হবে, যে কাজ করাবে তাকে প্রযোজক কর্তা বলে, যে কাজটা করবে, তাকে প্রযোজ্য কর্তা বলে।
আর কাজটিকে প্রযোজক ক্রিয়া বলে।
50🥰6🔥5
বুঝতেছো?
56🔥6🥰3
যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া একসাথে পড়বো।সবার প্যাচ লাগে এই দুইটাতে। একদম সহজ করে বোঝাবে।

৮. যৌগিক ক্রিয়াঃ
যদি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া থেকে প্রশ্ন হয়, তোমাকে দুইটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে দেখা যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলো যদি দুটোই ক্রিয়া হয় তহালে সেটা হবে যৌগিক ক্রিয়া।
যেমনঃ
☣️সাইরেন বেজে ওঠলো
☣️ ঘটনাটা শুনে রাখ

এখানে দেখো। বেজে ওঠলো শব্দের নিচে দাগ দেওয়া আছে। এবং দুটোই ক্রিয়া। তাই এটি যৌগিক ক্রিয়া।


৯. মিশ্র ক্রিয়াঃ

আগের মতো সেইম।।দাগ দেওয়া থাকবে। কিন্তু যৌগিক ক্রিয়ার শর্ত ছিলো দুটাই ক্রিয়া হতে হবে। কিন্তু যদি অন্যপদ+ক্রিয়া থাকে তখন হবে মিশ্র ক্রিয়া।

☣️এখন গেল্লায় যাও
☣️ আজ আমরা তাজমহল দর্শন করলাম।
☣️ তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।

এখানে দেখো অন্যপদের সাথে ক্রিয়াপদ বসছে। তাহলে কি হবে? মিশ্রক্রিয়া।
57🥰8
এতটুকু ক্লিয়ার?
46👏4🔥1