১. সমাপিকা ক্রিয়া-
যে ক্রিয়াপদ ব্যাবহার করলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন
সাকিব খেলা করছে,
আমি সেদিন বৃষ্টিতে ভিজেছি।
এ বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে।
২. অসমাপিকা ক্রিয়া
যে ক্রিয়াপদ ব্যবহার করলে একটা বাক্যের সম্পূর্ণ
মনোভাব প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন-
সকালে সূর্য উঠলে...
সাকিব হাত মুখ ধুয়ে...
আমরা দুপুরে স্কুলে গিয়ে...
খেয়াল করে দেখো, উপরের তিনটা বাক্যের প্রতিটাতে আমাদের আরো কিছু শোনার ইচ্ছা জাগছে, অথচ আমরা সেটা জানতে পারছি না। যেমন- সকালে সূর্য উঠলে
তারপর কিছু একটা হবে, কিন্তু বাক্যে সেটা বলা নাই।
আবার সাকিব হাত মুখ ধুয়ে তারপর কি করবে, সেটাও বলা হয়নি। তাই উপরের উদাহরণ গুলোতে উঠলে, ধুয়ে, গিয়ে এরা সবাই অসমাপিকা ক্রিয়া।
যে ক্রিয়াপদ ব্যাবহার করলে বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তাকে ক্রিয়াপদ বলে। যেমন
সাকিব খেলা করছে,
আমি সেদিন বৃষ্টিতে ভিজেছি।
এ বছর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশিত হয়েছে।
২. অসমাপিকা ক্রিয়া
যে ক্রিয়াপদ ব্যবহার করলে একটা বাক্যের সম্পূর্ণ
মনোভাব প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন-
সকালে সূর্য উঠলে...
সাকিব হাত মুখ ধুয়ে...
আমরা দুপুরে স্কুলে গিয়ে...
খেয়াল করে দেখো, উপরের তিনটা বাক্যের প্রতিটাতে আমাদের আরো কিছু শোনার ইচ্ছা জাগছে, অথচ আমরা সেটা জানতে পারছি না। যেমন- সকালে সূর্য উঠলে
তারপর কিছু একটা হবে, কিন্তু বাক্যে সেটা বলা নাই।
আবার সাকিব হাত মুখ ধুয়ে তারপর কি করবে, সেটাও বলা হয়নি। তাই উপরের উদাহরণ গুলোতে উঠলে, ধুয়ে, গিয়ে এরা সবাই অসমাপিকা ক্রিয়া।
❤56🔥4
৩. সকর্মক ক্রিয়াঃ
যে ক্রিয়ার কর্ম পদ আছে সেটাই সকর্মক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তবে সেটাই সকর্মক ক্রিয়া। যেমন-
দিহান সারাদিন টিভি দেখে।
যদি প্রশ্ন করি দিহান কি দেখে? উত্তর পাবো টিভি! তাই দেখে হচ্ছে সকর্মক ক্রিয়া।
শিশুরা শরবর বানায়।
শিশুরা কি বানায়? উত্তর হবে শরবত। তাই বানায় হচ্ছে সকর্মক ক্রিয়া।
আমি আজ মা কে একটা শাড়ি দিয়েছি🥰🥰।
কাকে শাড়ি দিয়েছি? উত্তর হবে মা’কে। তাই দিয়েছি হচ্ছে সকর্মক ক্রিয়া।
যে ক্রিয়ার কর্ম পদ আছে সেটাই সকর্মক ক্রিয়া। অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তবে সেটাই সকর্মক ক্রিয়া। যেমন-
দিহান সারাদিন টিভি দেখে।
যদি প্রশ্ন করি দিহান কি দেখে? উত্তর পাবো টিভি! তাই দেখে হচ্ছে সকর্মক ক্রিয়া।
শিশুরা শরবর বানায়।
শিশুরা কি বানায়? উত্তর হবে শরবত। তাই বানায় হচ্ছে সকর্মক ক্রিয়া।
আমি আজ মা কে একটা শাড়ি দিয়েছি🥰🥰।
কাকে শাড়ি দিয়েছি? উত্তর হবে মা’কে। তাই দিয়েছি হচ্ছে সকর্মক ক্রিয়া।
❤44🔥4
৪. অকর্মক ক্রিয়া-
যে ক্রিয়াপদের কোনো কর্ম নেই সেটা অকর্মক ক্রিয়া।
অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না যায় তবে সেটাই অসকর্মক ক্রিয়া। যেমন-
শরীফ হাসে।
এখানে কি হাসে? কাকে হাসে? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই হাসে এখানে অকর্মক ক্রিয়া।
লাবিব লাফায়।
এখানে কি লাফায়? কাকে লাফায়? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই লাফায় এখানে অকর্মক ক্রিয়া।
যে ক্রিয়াপদের কোনো কর্ম নেই সেটা অকর্মক ক্রিয়া।
অর্থাৎ ক্রিয়াকে যদি কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া না যায় তবে সেটাই অসকর্মক ক্রিয়া। যেমন-
শরীফ হাসে।
এখানে কি হাসে? কাকে হাসে? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই হাসে এখানে অকর্মক ক্রিয়া।
লাবিব লাফায়।
এখানে কি লাফায়? কাকে লাফায়? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না, তাই লাফায় এখানে অকর্মক ক্রিয়া।
❤49🔥6
৫. দ্বিকর্মক ক্রিয়া -
কী আর কাকে দিয়ে প্রশ্ন করলে উভয় প্রশ্নের উত্তর একটি বাক্যে উপস্থিত থাকলে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমনঃ
বাবা আমাকে একটি বই কিনে দিলেন।
প্রশ্ন করি। কী কিনে দিলেন? উত্তরঃ বই, কাকে কিনে দিলেন? উত্তরঃ আমাকে।
কয়েকটা উদাহরণ দাও তোমরা।
কী আর কাকে দিয়ে প্রশ্ন করলে উভয় প্রশ্নের উত্তর একটি বাক্যে উপস্থিত থাকলে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমনঃ
বাবা আমাকে একটি বই কিনে দিলেন।
প্রশ্ন করি। কী কিনে দিলেন? উত্তরঃ বই, কাকে কিনে দিলেন? উত্তরঃ আমাকে।
কয়েকটা উদাহরণ দাও তোমরা।
❤52🔥6
তোমরা কি বুঝতেছো? নাকি আমি হুদাই বক বক করতেছি😕
🔥61❤30🥰8🤩1
৬. সমধাতুজ ক্রিয়াঃ
এটা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি চেনার উপায় বলি। চেনার উপায় হলো একটা শব্দের সরাসরি বা একই ধরনের পুনরাবৃত্তি হবে। বুঝো নি তো। আচ্ছা উদাহারণ দিই।
কি খেলাটাই না খেললো আশরাফুল।
এই বাক্যে খেলা শব্দটা দুইবার আসছে লক্ষ্য করো।
খেলা, খেললো। হালকা পরিবর্তিত হয়ে আবার বসছে।
তারপর আরো উদাহরণঃ
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
মায়া কান্না কেঁদোনা তো।
বুঝছো? বুঝলে তোমরা দাও য়েকটা উদাহারন।
এটা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি চেনার উপায় বলি। চেনার উপায় হলো একটা শব্দের সরাসরি বা একই ধরনের পুনরাবৃত্তি হবে। বুঝো নি তো। আচ্ছা উদাহারণ দিই।
কি খেলাটাই না খেললো আশরাফুল।
এই বাক্যে খেলা শব্দটা দুইবার আসছে লক্ষ্য করো।
খেলা, খেললো। হালকা পরিবর্তিত হয়ে আবার বসছে।
তারপর আরো উদাহরণঃ
বেশ এক ঘুম ঘুমিয়েছি।
মায়া কান্না কেঁদোনা তো।
বুঝছো? বুঝলে তোমরা দাও য়েকটা উদাহারন।
❤59
শুনো। আমি অসুস্থ মানুষ। দ্রুত টাইপ করতে হচ্ছে। না হয় তোমরাই বিরক্ত হবে। পড়ে মজা পাবে না। তাই টাইপিং মিস্টেক গুলো ইগনোর কইরো🙂
❤78🥰7🔥3🤩1
৭. প্রযোজক ক্রিয়া-
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলে।
আরেকটু বিস্তারিত বলা যায়, এখানে ক্রিয়া থাকবে একটা, কিন্তু একজন ব্যাক্তি একটা নির্দিষ্ট সময় অপর একজন ব্যাক্তিকে দিয়ে সেই ক্রিয়াটা করাবে। যেমন-
সাপুড়ে সাপ খেলায়।
এখানে সাপ নিজে কাজ করে, অর্থাৎ খেলে। কিন্তু সাপকে পরিচালনা করছে সাপুড়ে। তাই খেলায় হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া।
আবার-
মা শিশুকে চাঁদ দেখায়।
এখানে শিশু নিজে চাঁদ দেখার কাজটা করে, কিন্তু শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে মা।
মনে রাখতে হবে, যে কাজ করাবে তাকে প্রযোজক কর্তা বলে, যে কাজটা করবে, তাকে প্রযোজ্য কর্তা বলে।
আর কাজটিকে প্রযোজক ক্রিয়া বলে।
যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক সম্পাদিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে।
সংস্কৃত ব্যাকরণে একে ণিজন্ত ক্রিয়া বলে।
আরেকটু বিস্তারিত বলা যায়, এখানে ক্রিয়া থাকবে একটা, কিন্তু একজন ব্যাক্তি একটা নির্দিষ্ট সময় অপর একজন ব্যাক্তিকে দিয়ে সেই ক্রিয়াটা করাবে। যেমন-
সাপুড়ে সাপ খেলায়।
এখানে সাপ নিজে কাজ করে, অর্থাৎ খেলে। কিন্তু সাপকে পরিচালনা করছে সাপুড়ে। তাই খেলায় হচ্ছে এখানে প্রযোজক ক্রিয়া।
আবার-
মা শিশুকে চাঁদ দেখায়।
এখানে শিশু নিজে চাঁদ দেখার কাজটা করে, কিন্তু শিশুকে দিয়ে কাজটা করাচ্ছে মা।
মনে রাখতে হবে, যে কাজ করাবে তাকে প্রযোজক কর্তা বলে, যে কাজটা করবে, তাকে প্রযোজ্য কর্তা বলে।
আর কাজটিকে প্রযোজক ক্রিয়া বলে।
❤50🥰6🔥5
Bangla Phobia।Exam Mate
৫. দ্বিকর্মক ক্রিয়া - কী আর কাকে দিয়ে প্রশ্ন করলে উভয় প্রশ্নের উত্তর একটি বাক্যে উপস্থিত থাকলে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমনঃ বাবা আমাকে একটি বই কিনে দিলেন। প্রশ্ন করি। কী কিনে দিলেন? উত্তরঃ বই, কাকে কিনে দিলেন? উত্তরঃ আমাকে। কয়েকটা উদাহরণ দাও তোমরা।
এই রুলসটা আবার পড়ো। আমি একটু ভুল করেছিলাম। ঠিক করে দিয়েছি এখন।
👏12🔥5❤1
যৌগিক ক্রিয়া আর মিশ্র ক্রিয়া একসাথে পড়বো।সবার প্যাচ লাগে এই দুইটাতে। একদম সহজ করে বোঝাবে।
৮. যৌগিক ক্রিয়াঃ
যদি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া থেকে প্রশ্ন হয়, তোমাকে দুইটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে দেখা যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলো যদি দুটোই ক্রিয়া হয় তহালে সেটা হবে যৌগিক ক্রিয়া।
যেমনঃ
☣️সাইরেন বেজে ওঠলো।
☣️ ঘটনাটা শুনে রাখ।
এখানে দেখো। বেজে ওঠলো শব্দের নিচে দাগ দেওয়া আছে। এবং দুটোই ক্রিয়া। তাই এটি যৌগিক ক্রিয়া।
৯. মিশ্র ক্রিয়াঃ
আগের মতো সেইম।।দাগ দেওয়া থাকবে। কিন্তু যৌগিক ক্রিয়ার শর্ত ছিলো দুটাই ক্রিয়া হতে হবে। কিন্তু যদি অন্যপদ+ক্রিয়া থাকে তখন হবে মিশ্র ক্রিয়া।
☣️এখন গেল্লায় যাও।
☣️ আজ আমরা তাজমহল দর্শন করলাম।
☣️ তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
এখানে দেখো অন্যপদের সাথে ক্রিয়াপদ বসছে। তাহলে কি হবে? মিশ্রক্রিয়া।
৮. যৌগিক ক্রিয়াঃ
যদি যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া থেকে প্রশ্ন হয়, তোমাকে দুইটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে। এখন তোমার কাজ হচ্ছে দেখা যে শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলো যদি দুটোই ক্রিয়া হয় তহালে সেটা হবে যৌগিক ক্রিয়া।
যেমনঃ
☣️সাইরেন বেজে ওঠলো।
☣️ ঘটনাটা শুনে রাখ।
এখানে দেখো। বেজে ওঠলো শব্দের নিচে দাগ দেওয়া আছে। এবং দুটোই ক্রিয়া। তাই এটি যৌগিক ক্রিয়া।
৯. মিশ্র ক্রিয়াঃ
আগের মতো সেইম।।দাগ দেওয়া থাকবে। কিন্তু যৌগিক ক্রিয়ার শর্ত ছিলো দুটাই ক্রিয়া হতে হবে। কিন্তু যদি অন্যপদ+ক্রিয়া থাকে তখন হবে মিশ্র ক্রিয়া।
☣️এখন গেল্লায় যাও।
☣️ আজ আমরা তাজমহল দর্শন করলাম।
☣️ তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম।
এখানে দেখো অন্যপদের সাথে ক্রিয়াপদ বসছে। তাহলে কি হবে? মিশ্রক্রিয়া।
❤57🥰8
এখন কথা হলো আরেকটা বাকি। নাম ক্রিয়া/নামধাতু ক্রিয়া। । যেটা আমি পারি না। আর পরীক্ষাও আসে না। কি করবো এখন বলো?🙂
🤔12❤7🥰4👏2
Bangla Phobia।Exam Mate
এখন কথা হলো আরেকটা বাকি। নাম ক্রিয়া/নামধাতু ক্রিয়া। । যেটা আমি পারি না। আর পরীক্ষাও আসে না। কি করবো এখন বলো?🙂
বাদ দাও। যাদের জানার অতিরিক্ত ইচ্ছা থাকবে বইলো। ইমন ভাইকে বলবোনে এটা নিয়ে আলোচনা করতে😴
❤29👏3🥰2
সমুচ্চয়ী অব্যয়ঃ
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
১. সংযোজন অব্যয়ঃ এবং,আর, ও, তথা, তাই, সুতরাং থাকলে তা সংযোজন অব্যয়।
২. বিয়োজক অব্যয়ঃ কিংবা, অথবা,নতুবা, না হয়, নয়তো ইত্যাদি থাকলে বিয়োজক অব্যয়।
৩. সংকোচক অব্যয়ঃ বরং, অথচ, তথাপি ইত্যাদি থাকলে সংকোচক অব্যয়।
উদাহারন নিজেরা দাও। আমার হাতব্যাথা করতেছে🙂
সমুচ্চয়ী অব্যয় তিন প্রকার।
১. সংযোজন অব্যয়ঃ এবং,আর, ও, তথা, তাই, সুতরাং থাকলে তা সংযোজন অব্যয়।
২. বিয়োজক অব্যয়ঃ কিংবা, অথবা,নতুবা, না হয়, নয়তো ইত্যাদি থাকলে বিয়োজক অব্যয়।
৩. সংকোচক অব্যয়ঃ বরং, অথচ, তথাপি ইত্যাদি থাকলে সংকোচক অব্যয়।
উদাহারন নিজেরা দাও। আমার হাতব্যাথা করতেছে🙂
❤50🥰5🔥1
যাদের প্রযোজক ক্রিয়া আর দ্বিকর্মক ক্রিয়া এক করে ফেলতেছো৷ শুনো দ্বিকর্মক ক্রিয়ায় দুটি কর্ম থাকবে।
যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক করান। এখানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।
❤32👏5
বাকিগুলো কাল দিবো। শরীর খারাপ+ মন খারাপ+ ফজরে তাড়াতাড়ি ওঠা লাগে। এমনিতেও ঘুমাতে পারি না৷ বাকিগুলো কাল দিচ্ছি। কেমন🙂
❤48😢1
কেমন লাগলো জানিও। কাল ইনশা আল্লাহ শেষ করিয়ে দিবো। আমার জন্য দোয়া কইরো🙂
❤56
একটা সহজ টপিকস নিয়ে প্যাচ বাধাচ্ছো কেন?
দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম থাকে। যেমন– মা আমাকে ১০টি টাকা দিয়েছে-এই বাক্যে ‘টাকা’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম।
প্রযোজক ক্রিয়া : কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন– শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন।
যদি একদম অসুবিধা হয়, তাহলে প্রযোজকটা মাথায় রাখো। দ্বিকর্মক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি।
দ্বিকর্মক ক্রিয়া : যে ক্রিয়ার দুটি কর্মপদ থাকে, তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দ্বিকর্মক ক্রিয়ার একটি মুখ্য কর্ম ও একটি গৌণকর্ম থাকে। যেমন– মা আমাকে ১০টি টাকা দিয়েছে-এই বাক্যে ‘টাকা’ মুখ্যকর্ম এবং ‘আমাকে’ গৌণকর্ম।
প্রযোজক ক্রিয়া : কর্তার যে ক্রিয়া অন্যকে দিয়ে করানো বোঝায় তাকে প্রযোজক ক্রিয়া বলে। যেমন– শিক্ষক ছাত্রকে অংক দেখাচ্ছেন।
যদি একদম অসুবিধা হয়, তাহলে প্রযোজকটা মাথায় রাখো। দ্বিকর্মক থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসেনি।
❤39🥰2🔥1