😢5👏3❤2😱1
এবার কে কি বাক্য মনে মনে তৈরী করলে সেটাও বলো কমেন্টে। সবার ক্রিয়েটিভিটি দেখতে চায়😊
❤5😢5🤔2
আচ্ছা ভাইয়া আপুরা বলো যে নেক্সট কোনটা বুঝালে ভালো হয়? সবাই আলদা টপিকের কথা না বলে একই টপিকের কথা বলবা। যারা রিগুলার তাদের আমি চিনি। তাদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে😊
❤17
সমাস; বাংলা ব্যাকরণের সবচেয়ে সহজ অধ্যায়!
শুরু করি?
শুরু করি?
🔥18😁7
🥰5❤3
সমাস শুধু বাক্যকে সংক্ষেপ করে না; সমাস-
১) একপদীকরণ করে
২)মিলন করে।
যদিও সব কথার মানে একই। তবুও জেনে রাখবো
১) একপদীকরণ করে
২)মিলন করে।
যদিও সব কথার মানে একই। তবুও জেনে রাখবো
🔥20🥰1
সিংহ চিহ্নিত আসন =সিংহাসন।
এখানে ‘সিংহ চিহ্নিত আসন’ এই লাইনটাকে বলা হয় ব্যাস বাক্য। এর আরেকটা নাম আছে। বিগ্রহ বাক্য।
আর যে সমান চিহ্নের বাম পাশে শব্দটা দেখছো এটা হলো সমস্ত পদ। এর আরো নাম আছে..
সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ।
এগুলো মনে রাখা লাগবে। যাদের দরকারী মনে হয় নোট করো। আর আমাকে টাইপ করার সময় দিও।
এইটুকু বুঝছো?
এখানে ‘সিংহ চিহ্নিত আসন’ এই লাইনটাকে বলা হয় ব্যাস বাক্য। এর আরেকটা নাম আছে। বিগ্রহ বাক্য।
আর যে সমান চিহ্নের বাম পাশে শব্দটা দেখছো এটা হলো সমস্ত পদ। এর আরো নাম আছে..
সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ।
এগুলো মনে রাখা লাগবে। যাদের দরকারী মনে হয় নোট করো। আর আমাকে টাইপ করার সময় দিও।
এইটুকু বুঝছো?
❤24
এখন যদি বলে সমাস কত প্রকার?
সমাস আসলে হচ্ছে ৬ প্রকার। কিন্তু নতুন বই অনুসারে ৪ প্রকার। তবে আমরা এখানে ৬ প্রকার শিখবো ইন শা আল্লাহ। তাহলে এই ৬ প্রকার কি কি?
১)দ্বন্দ
২) কর্মধারয়
৩)তৎপুরুষ
৪)বহুব্রীহি
৫)অব্যয়ীভাব
৬)দ্বিগু
এগুলো ছাড়াও আরো দুইটা আছে।
প্রাদি সমাস, নিত্য সমাস
সমাস আসলে হচ্ছে ৬ প্রকার। কিন্তু নতুন বই অনুসারে ৪ প্রকার। তবে আমরা এখানে ৬ প্রকার শিখবো ইন শা আল্লাহ। তাহলে এই ৬ প্রকার কি কি?
১)দ্বন্দ
২) কর্মধারয়
৩)তৎপুরুষ
৪)বহুব্রীহি
৫)অব্যয়ীভাব
৬)দ্বিগু
এগুলো ছাড়াও আরো দুইটা আছে।
প্রাদি সমাস, নিত্য সমাস
❤21🎉3
এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখি চলো।
পরপদ প্রাধান্য্য পায় কোন সমাসে?
মনে রাখবো একটা শব্দ-
দ্বিতক
দ্বি- দ্বিগু
ত-তৎপুরুষ
ক-কর্মধারয়।
ভুলবা আর?
আর বলোতো কোন পদে কোন অর্থ প্রাধান্য পায় না? ঠিক ধরেছো! বহুব্রীহি
আর কোন সমাসে দুটা পদই প্রাধান্য পায়?
হ্যা। উত্তর হলো দ্বন্দ
পরপদ প্রাধান্য্য পায় কোন সমাসে?
মনে রাখবো একটা শব্দ-
দ্বিতক
দ্বি- দ্বিগু
ত-তৎপুরুষ
ক-কর্মধারয়।
ভুলবা আর?
আর বলোতো কোন পদে কোন অর্থ প্রাধান্য পায় না? ঠিক ধরেছো! বহুব্রীহি
আর কোন সমাসে দুটা পদই প্রাধান্য পায়?
হ্যা। উত্তর হলো দ্বন্দ
🔥17🥰4🤩1
পরপদ ও পূর্বপদ উভয়ের প্রধান্য আছে কোন সমাসে?[জবিঃ১৩-১৪]
Anonymous Quiz
67%
দ্বন্দ
14%
কর্মধারয়
14%
বহুব্রীহি
5%
তৎপুরুষ
🔥11😁8🥰1
যে সমাসে পরপদ প্রধান তাকে বলে-
[ঢাবিঃ০০-০১,১৯-১২০]
[ঢাবিঃ০০-০১,১৯-১২০]
Anonymous Quiz
12%
কর্মধারয়
10%
তৎপুরুষ
20%
দ্বিগু
5%
বহুব্রীহি
53%
ক+খ+গ
😁14❤7🤔5🥰3🔥1
❤8😁7😢2
Forwarded from PDF Zone
📌Medical and Dental Preparation By Exam Mate X Phobia Series
📚Previous 10 Year Medical and Dental Question Solving Program(With Explanations)
👉Link: https://news.1rj.ru/str/ConfusingQuestions17/4
❗️NB:এভাবে গত 10 বছরের Question Chapter Wise Solve করানো হবে
ধন্যবাদ
📚Previous 10 Year Medical and Dental Question Solving Program(With Explanations)
👉Link: https://news.1rj.ru/str/ConfusingQuestions17/4
❗️NB:এভাবে গত 10 বছরের Question Chapter Wise Solve করানো হবে
ধন্যবাদ
❤1