Bangla Phobia।Exam Mate – Telegram
Bangla Phobia।Exam Mate
28.4K subscribers
746 photos
13 videos
179 files
568 links
Download Telegram
যারা বুঝছো তারা বাসায় অন্যগুলো প্র্যাক্টিস করো। কোনোটা না বুঝলে আমাকে অবশ্যই জানাবা। বাংলা ফোবিয়ার যেকোনো একটা পোস্টে আমায় মেনশন করলেই হবে।
2
পোলাপান কি অবস্থা। গতকাল তো বাক্য থেকে পদ নির্নয় শিখলাম। চলো আজ শিখবো যদি একটা শব্দ দিয়ে বলে কোন পদ। তখন কিভাবে সহজে সেটাকে চিহ্নিত করবো। তার আগে বলো কেমন আছো।

আমি জানি কেউ উত্তর দিবা না। ধরে নিলাম ভালো আছো।

তাহলে প্র্যাক্টিস শুরু করি
7
সৌন্দর্য কোন পদ?
Anonymous Quiz
65%
বিশেষ্য
33%
বিশেষণ
2%
সর্বনাম
8😢8
সুন্দর কোন পদ?
Anonymous Quiz
22%
বিশেষ্য
76%
বিশেষণ
2%
সর্বনাম
8😱1
দেখো। ধরো তোমার প্রশ্নে একটা শব্দ দেওয়া থাকলো। আমি বোঝানোর জন্য ধরে নিলাম সেটা হলো ‘সুন্দর’। এবার এই শব্দটাকে নিয়ে তোমার মতো করে একটা বাক্য তৈরী করো। ব্যাস কাজ শেষ। এবার গতকালের মতো। যে বাক্যটা গঠন করলে তাকে কি দ্বারা প্রশ্ন করো। উত্তর পেলে বিশেষ্য। আর কেমন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে বিশেষণ।

যেমনঃ আমি ‘সুন্দর’ শব্দটাকে দিয়ে নিজের ইচ্চা অনুসারে একটা বাক্য তৈরী করলাম। সেটা হলো ‘ ফুলটি সুন্দর।’

তাহলে এবার বাক্যটাকে কেমন দ্বারা প্রশ্ন করো তো!!

ফুলটি কেমন?
উত্তর আসে সুন্দর। অথ্যাৎ এটা বিশেষ্য?? মোটেই না!! এটা হলো বিশেষণ। বুঝছো??
13
দরিদ্র ’ কেন পদ?
Anonymous Quiz
41%
বিশেষ্য
59%
বিশেষণ
👏5😢4😱1
দারিদ্রতা ’ কোন পদ?
Anonymous Quiz
73%
বিশেষ্য
27%
বিশেষণ
🔥21🥰1
যারা ভুল করতেছো ভাইয়া -আপুরা। জানাও আমাকে।
কোন জায়গায় বুঝোনি বলো
🔥7
🥰3
😢5👏32😱1
এবার কে কি বাক্য মনে মনে তৈরী করলে সেটাও বলো কমেন্টে। সবার ক্রিয়েটিভিটি দেখতে চায়😊
5😢5🤔2
পরীক্ষায় দেখবা অনেক আসছে এরকম। পারবা তো??
11
আচ্ছা ভাইয়া আপুরা বলো যে নেক্সট কোনটা বুঝালে ভালো হয়? সবাই আলদা টপিকের কথা না বলে একই টপিকের কথা বলবা। যারা রিগুলার তাদের আমি চিনি। তাদের মতামত অগ্রাধিকার দেওয়া হবে😊
17
সমাস; বাংলা ব্যাকরণের সবচেয়ে সহজ অধ্যায়!

শুরু করি?
🔥18😁7
সমাস ভাষাকে কি করে? [জাবিঃ১২-১৩]
Anonymous Quiz
11%
অর্থপূর্ণ
5%
বিস্তৃত
83%
সংক্ষেপ
2%
কোনোটিই নয়
🥰53
সমাস শুধু বাক্যকে সংক্ষেপ করে না; সমাস-
১) একপদীকরণ করে
২)মিলন করে।

যদিও সব কথার মানে একই। তবুও জেনে রাখবো
🔥20🥰1
সিংহ চিহ্নিত আসন =সিংহাসন।

এখানে ‘সিংহ চিহ্নিত আসন’ এই লাইনটাকে বলা হয় ব্যাস বাক্য। এর আরেকটা নাম আছে। বিগ্রহ বাক্য।

আর যে সমান চিহ্নের বাম পাশে শব্দটা দেখছো এটা হলো সমস্ত পদ। এর আরো নাম আছে..
সমাসবদ্ধ পদ, সমাস নিষ্পন্ন পদ।

এগুলো মনে রাখা লাগবে। যাদের দরকারী মনে হয় নোট করো। আর আমাকে টাইপ করার সময় দিও।

এইটুকু বুঝছো?
24
এখন যদি বলে সমাস কত প্রকার?
সমাস আসলে হচ্ছে ৬ প্রকার। কিন্তু নতুন বই অনুসারে ৪ প্রকার। তবে আমরা এখানে ৬ প্রকার শিখবো ইন শা আল্লাহ। তাহলে এই ৬ প্রকার কি কি?
১)দ্বন্দ
২) কর্মধারয়
৩)তৎপুরুষ
৪)বহুব্রীহি
৫)অব্যয়ীভাব
৬)দ্বিগু

এগুলো ছাড়াও আরো দুইটা আছে।
প্রাদি সমাস, নিত্য সমাস
21🎉3
এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখি চলো।
পরপদ প্রাধান্য্য পায় কোন সমাসে?
মনে রাখবো একটা শব্দ-

দ্বিতক

দ্বি- দ্বিগু
ত-তৎপুরুষ
ক-কর্মধারয়।

ভুলবা আর?

আর বলোতো কোন পদে কোন অর্থ প্রাধান্য পায় না? ঠিক ধরেছো! বহুব্রীহি

আর কোন সমাসে দুটা পদই প্রাধান্য পায়?
হ্যা। উত্তর হলো দ্বন্দ
🔥17🥰4🤩1
পরপদ ও পূর্বপদ উভয়ের প্রধান্য আছে কোন সমাসে?[জবিঃ১৩-১৪]
Anonymous Quiz
67%
দ্বন্দ
14%
কর্মধারয়
14%
বহুব্রীহি
5%
তৎপুরুষ
🔥11😁8🥰1