Forwarded from D I H A N ☘
সুক্রোজের দ্রবণ-
Anonymous Quiz
15%
তড়িৎ বিশ্লেষ্য
79%
তড়িৎ অবিশ্লেষ্য
4%
অধাতব পরিবাহী
2%
ইলেকট্রনীয় পরিবাহী
❤5
Forwarded from D I H A N ☘
জৈব যৌগে কার্বন শিকলে কার্বন সংখ্যা হ্রাস করার পদ্ধতি-
Anonymous Quiz
6%
উর্ডজ বিক্রিয়া
6%
কার্বিল অ্যামিন বিক্রিয়া
86%
ডি কার্বোক্রিলেশন বিক্রিয়া
2%
উইলিয়ামসন বিক্রিয়া
❤5
Forwarded from D I H A N ☘
😢14
Forwarded from D I H A N ☘
জৈব যৌগে মৌল শনাক্তকরণের জন্য নিচের কোন পরীক্ষা ব্যাবহৃত হয়?
Anonymous Quiz
15%
আয়ডোফর্ম পরীক্ষা
27%
কাবিল অ্যামিন পরীক্ষা
18%
বেয়ার পরীক্ষা
40%
লেসইন পরীক্ষা
🔥3
Forwarded from D I H A N ☘
😢9
Forwarded from D I H A N ☘
🔥3
Forwarded from D I H A N ☘
🔥8
Forwarded from D I H A N ☘
ঘনমাত্রা প্রকাশের কোন এককটি তাপমাত্রার উপর নির্ভরশীল না
Anonymous Quiz
11%
মোলারিটি
64%
মোলালিটি
10%
নরমালিটি
15%
শতকরা আয়তন
❤4
Forwarded from D I H A N ☘
ppm এর ক্ষেত্রে -
Anonymous Quiz
8%
1ppm = 1g/m^3
46%
1 ppm = 1m g/L
6%
1 ppm = 1μ g/L
8%
1+3
12%
1+2
20%
সবগুলোই সত্য
🔥12
স্কোর??
?/১০
জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে।
- সূরা বাকারা
?/১০
জেনে রেখো, আল্লাহর সাহায্য অতি নিকটে।
- সূরা বাকারা
❤50
D I H A N ☘
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে কোনটির?
খুব মজার ব্যাখা আর শর্টকাট দিয়ে বিষয়টি বুঝাবো।
তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে-
🌸দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে।
🌸দ্রাব্যতা হ্রাস পেতে পারে।
🌸প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পেতে পারে।
আর এই পুরো বিষয়টা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর।
🌸 তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়ঃ
সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ হলো অধিক তাপমাত্রায় দ্রাবক অণুর গতি বৃদ্ধি পায়।ফলে অধিক দ্রব পানিতে দ্রবীভূত হতে পারে।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়ঃ
এটি হলো ব্যতিক্রম।তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এরুপ ঘটে থাকে। অর্থাৎ যেসকল দ্রব পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপের শোষণ ঘটে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
যেমন:Ca(OH)2,Ca(NO3)2,NaOH
এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়ঃ
তুমি যখন উক্ত দ্রবের দ্রবণকে তাপ দিবে তখন দেখবে 32.4° সে. পর্যন্ত এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এর পর দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। Na2SO4.10H2O ক্ষেত্রে এমনটি ঘটে।
কারণ হলো উক্ত তাপমাত্রার পরে দ্রবটি নিরুদিত যায়। অর্থাৎ Na2SO4.10H2O থেকে পানি মুক্ত হয়ে যায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রুপান্তরের কারণে দ্রাব্যতার এরুপ পরিবর্তন ঘটে থাকে।
এখন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কার বাড়ে? এটাতে বেশ কিছু উদাহারন আছে। এটা মনে থাকলে কোনটার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায় সেটা ও চিহ্নিত করতে পারবে অপশন বাদ দিয়ে। এটার জন্য একটা শর্টকাট শেখায় চলো।
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে যাদের তাদের চিহ্নিত করতে পারবো এভাবেঃ
যে যৌগগুলোতে NO₃, K, Cl থাকবে তাদের সবার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়াবে। যেমনঃ
⚡ KNO3 → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ AgNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ Pb(NO3) → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KI → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KCl → দেখো K, Cl দুটোই আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NH4Cl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaCl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
আশাকরি সবাই ব্যাখা + শর্টকাট দুটোই বুঝতে পেরেছেন। এটা আমার নিজের আবিষ্কার করা। তাই একটু অদ্ভুত লাগতেই পারে। আমি এভাবে মনে রাখি বলে শেয়ার করলাম।আপনি যদি এমনিতেই মনে রাখতে পারেন বিশেষ ধন্যবাদদ।
সবাই বুঝতে পারলে জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন।।
@Froozenfire
তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতার তিনটি অবস্থার সৃষ্টি হতে পারে-
🌸দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে।
🌸দ্রাব্যতা হ্রাস পেতে পারে।
🌸প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পেতে পারে।
আর এই পুরো বিষয়টা নির্ভর করে দ্রবের প্রকৃতির উপর।
🌸 তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়ঃ
সাধারণভাবে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে দ্রবের দ্রাব্যতা বৃদ্ধি পায়। এর কারণ হলো অধিক তাপমাত্রায় দ্রাবক অণুর গতি বৃদ্ধি পায়।ফলে অধিক দ্রব পানিতে দ্রবীভূত হতে পারে।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা হ্রাস পায়ঃ
এটি হলো ব্যতিক্রম।তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এরুপ ঘটে থাকে। অর্থাৎ যেসকল দ্রব পানিতে দ্রবীভূত হওয়ার সময় তাপের শোষণ ঘটে তাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
যেমন:Ca(OH)2,Ca(NO3)2,NaOH
এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায়।
🌸তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা প্রথমে বৃদ্ধি পরে হ্রাস পায়ঃ
তুমি যখন উক্ত দ্রবের দ্রবণকে তাপ দিবে তখন দেখবে 32.4° সে. পর্যন্ত এর দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এর পর দ্রাব্যতা হ্রাস পেতে থাকবে। Na2SO4.10H2O ক্ষেত্রে এমনটি ঘটে।
কারণ হলো উক্ত তাপমাত্রার পরে দ্রবটি নিরুদিত যায়। অর্থাৎ Na2SO4.10H2O থেকে পানি মুক্ত হয়ে যায়। সোদক কেলাস থেকে নিরুদিত কেলাসে রুপান্তরের কারণে দ্রাব্যতার এরুপ পরিবর্তন ঘটে থাকে।
এখন পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হলো তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কার বাড়ে? এটাতে বেশ কিছু উদাহারন আছে। এটা মনে থাকলে কোনটার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা হ্রাস পায় সেটা ও চিহ্নিত করতে পারবে অপশন বাদ দিয়ে। এটার জন্য একটা শর্টকাট শেখায় চলো।
তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে যাদের তাদের চিহ্নিত করতে পারবো এভাবেঃ
যে যৌগগুলোতে NO₃, K, Cl থাকবে তাদের সবার তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়াবে। যেমনঃ
⚡ KNO3 → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ AgNO3 → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ Pb(NO3) → দেখো NO3 আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KI → দেখো K আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ KCl → দেখো K, Cl দুটোই আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NH4Cl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
⚡ NaCl → দেখো Cl আছে। তাই শর্টকাট অনুসারে এর তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়বে।
আশাকরি সবাই ব্যাখা + শর্টকাট দুটোই বুঝতে পেরেছেন। এটা আমার নিজের আবিষ্কার করা। তাই একটু অদ্ভুত লাগতেই পারে। আমি এভাবে মনে রাখি বলে শেয়ার করলাম।আপনি যদি এমনিতেই মনে রাখতে পারেন বিশেষ ধন্যবাদদ।
সবাই বুঝতে পারলে জানাবেন, না বুঝতে পারলেও জানাবেন।।
@Froozenfire
🔥41
❤5
Forwarded from D I H A N ☘
কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া?
Anonymous Quiz
6%
NaOH + HCl → NaCl + H₂O
15%
H₂S + Br₂ → S + 2HBr
70%
Cl₂+ 2NaOH → NaCl + NaOCl + H2O
9%
CuSO₄ + 2NH₄OH →Cu(OH)₂ + (NH₄)₂ SO₄
🔥4
🎉4
🔥7
একজন রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 190 mg/dl হলে, mmol/L এককে মান কত? (মে.ভ.প. ১৮-১৯)
Anonymous Quiz
12%
9.56 mmol/L
63%
10.56 mmol/L
18%
8.56 mmol/L
7%
12.56 mmol/L
🔥4
😢5
কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়?
Anonymous Quiz
10%
সাম্যের স্থায়িত্ব
69%
বিক্রিয়ার হার
8%
উভয় দিক থেকে সুগম্যতা
13%
বিক্রিয়ার অসম্পূর্ণতা
❤5
Chemistry Phobia।Exam Mate
কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়?
সাম্যবস্থার বৈশিষ্ট্যঃ
মনে রাখবোঃ
ভূমিকা অসুস্থ।
ভূমিকা= প্রভাবকের ভূমিকাহীনতা
অ=বিক্রিয়ার অসম্পূর্ণতা
সু= উভয় দিক থেকে সুগম্যতা
স্থ = সাম্যের স্থায়িত্ব
মনে রাখবোঃ
ভূমিকা অসুস্থ।
ভূমিকা= প্রভাবকের ভূমিকাহীনতা
অ=বিক্রিয়ার অসম্পূর্ণতা
সু= উভয় দিক থেকে সুগম্যতা
স্থ = সাম্যের স্থায়িত্ব
❤24
🔥6
🔥3