মূল (Root):
01. প্রধান মূল (Taproot): দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
02. মূলা, গাজর, বীট ইত্যাদি রুপান্তরিত প্রধান মূল।
03. অস্থানিক মূল ( Adventitious root): কেয়া, বট, অশত্থ ইত্যাদি।
04. গুচ্ছমূল (Fibrous root): একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
05. পরাশ্রয়ী মূল (Epiphytic root): অর্কিডের মূল।
01. প্রধান মূল (Taproot): দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
02. মূলা, গাজর, বীট ইত্যাদি রুপান্তরিত প্রধান মূল।
03. অস্থানিক মূল ( Adventitious root): কেয়া, বট, অশত্থ ইত্যাদি।
04. গুচ্ছমূল (Fibrous root): একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
05. পরাশ্রয়ী মূল (Epiphytic root): অর্কিডের মূল।
❤9🔥9😢1
কান্ড (Stem):
01. ফাঁপা কান্ড (Fistular stem): ঘাস গোত্রের (Poaceae) উদ্ভিদে এরুপ কান্ড দেখা যায়।
'Cyperaceae' গোত্রের উদ্ভিদকান্ড তিন কোণবিশিষ্ট হয়ে থাকে এবং 'Lamiaceae' গোত্রের উদ্ভিদকান্ড চার কোণবিশিষ্ট হয়ে থাকে।
02. রাইজোম (Rhizome): ভূ-নিম্নস্থ রুপান্তরিত কান্ড। আদা, হলুদ।
03. টিউবার (Tuber): আলু টিউবার কান্ডের উদাহরণ। মিষ্টি আলু মূলের স্ফীত অংশ, কান্ড নয়।
04. বাল্ব (Bulb): ভূ-নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রুপান্তরিত কান্ড হলো বাল্ব। যেমম- পেঁয়াজ, রসুন।
05. রানার (Runner): থানকুনি।
01. ফাঁপা কান্ড (Fistular stem): ঘাস গোত্রের (Poaceae) উদ্ভিদে এরুপ কান্ড দেখা যায়।
'Cyperaceae' গোত্রের উদ্ভিদকান্ড তিন কোণবিশিষ্ট হয়ে থাকে এবং 'Lamiaceae' গোত্রের উদ্ভিদকান্ড চার কোণবিশিষ্ট হয়ে থাকে।
02. রাইজোম (Rhizome): ভূ-নিম্নস্থ রুপান্তরিত কান্ড। আদা, হলুদ।
03. টিউবার (Tuber): আলু টিউবার কান্ডের উদাহরণ। মিষ্টি আলু মূলের স্ফীত অংশ, কান্ড নয়।
04. বাল্ব (Bulb): ভূ-নিম্নস্থ অতি সংক্ষিপ্ত রুপান্তরিত কান্ড হলো বাল্ব। যেমম- পেঁয়াজ, রসুন।
05. রানার (Runner): থানকুনি।
❤14🔥4
পাতা (Leaf):
01. কান্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয়। একটি আদর্শ পাতার তিনটি অংশ থাকে। যেমনঃ ০১. পত্রমূল (base), ০২. পত্রবৃন্ত (petiole), ০৩. পত্রফলক (lamina).
02. ল্যামিনা (Lamina or leaf blade) বা পত্রফলকঃ পাতার প্রধান অংশ।
01. কান্ডের পর্ব হতে পাতা উৎপন্ন হয়। একটি আদর্শ পাতার তিনটি অংশ থাকে। যেমনঃ ০১. পত্রমূল (base), ০২. পত্রবৃন্ত (petiole), ০৩. পত্রফলক (lamina).
02. ল্যামিনা (Lamina or leaf blade) বা পত্রফলকঃ পাতার প্রধান অংশ।
🔥10❤3
01. সরল পত্র (Simple leaf): আম,জাম কাঁঠাল,জবা।
02. যৌগিক পত্র (Compound leaf): গোলাপ,নিম,লজ্জাবতি,সজিনা,কামীনী।
03. অচূড়পক্ষল যৌগিক পত্র (Paripinnate compound leaf): বাঁদর লাঠি উদ্ভিদের পাতা।
04. সচূড়পক্ষল যৌগিক পত্র (Imparipinnate compound leaf): গোলাপ গাছের পাতা।
05. দ্বিপক্ষল যৌগিক পত্র (Bipinnate compound leaf): কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা।
06. ত্রিপক্ষল যৌগিক পত্র (Tripinnate compound leaf): সজিনার পাতা।
সময় নিয়ে ইংরেজি নামসহ পইড়েন। ইনশাআল্লাহ উপকারে আসবে। 😌
02. যৌগিক পত্র (Compound leaf): গোলাপ,নিম,লজ্জাবতি,সজিনা,কামীনী।
03. অচূড়পক্ষল যৌগিক পত্র (Paripinnate compound leaf): বাঁদর লাঠি উদ্ভিদের পাতা।
04. সচূড়পক্ষল যৌগিক পত্র (Imparipinnate compound leaf): গোলাপ গাছের পাতা।
05. দ্বিপক্ষল যৌগিক পত্র (Bipinnate compound leaf): কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা।
06. ত্রিপক্ষল যৌগিক পত্র (Tripinnate compound leaf): সজিনার পাতা।
সময় নিয়ে ইংরেজি নামসহ পইড়েন। ইনশাআল্লাহ উপকারে আসবে। 😌
❤18🔥5
01. জালিকা শিরাবিন্যাস (Reticulate venation): দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
02. সমান্তরাল শিরাবিন্যাস (Parallel venation): একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
02. সমান্তরাল শিরাবিন্যাস (Parallel venation): একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
❤11🔥4
01. কাঁঠাল ও আনারসঃ অপ্রকৃত ফল (False fruit), যৌগিক ফল (Multiple fruit), সরোসিস (Sorosis)।
02. আমঃ প্রকৃত ফল (True fruit), সরল ফল (Simple fruit), ড্রুপ ফল (Drupe fruit)।
02. আমঃ প্রকৃত ফল (True fruit), সরল ফল (Simple fruit), ড্রুপ ফল (Drupe fruit)।
❤15🔥3
01. প্রকৃত ফল (True fruit): গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। যেমনঃ আম,জাম, লিচু।
02. সরল ফল (Simple fruit): একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। যেমনঃ আম।
02. সরল ফল (Simple fruit): একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। যেমনঃ আম।
❤11🔥5
01. একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান শীর্ষ, ভ্রুণমুকুল পার্শ্বীয়।
02. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রুণমুকুল শীর্ষক।
02. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রুণমুকুল শীর্ষক।
❤13🔥2
🔹সেকেন্ডারি ভাজক টিস্যু (Secondary meristem)/ পার্শ্বীয় ভাজক টিস্যু (Lateral meristem): এদের বিভাজনের ফলে মূল ও কান্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। উদাহরণঃ ইন্টারক্যালারি ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম
❤13🔥2
🔹কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ 01. Mass meristem, 02. Plate meristem, 03. Rib meristem.
🔹মাস ভাজক টিস্যু (Mass meristem): যে ভাজক টিস্যুর কোষবিভাজন সব তলে ঘটে। এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ বর্ধনশীল ভ্রূণ, রেণথলি, এন্ডোস্পার্ম তথা সস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি।
🔹প্লেট ভাজক টিস্যু (Plate meristem): যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো করে সজ্জিত হয়। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ পাতা, বর্ধিষ্ণু বহিঃত্বক।
🔹রিব ভাজক টিস্যু (Rib meristem): যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়। রিব ভাজক টিস্যুর বিভাজনে একসারি কোষের সৃষ্টি হয়। এবং এদের দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়। যেমনঃ বর্ধিষ্ণু মূল ও কান্ডের মজ্জা রশ্মি।
🔹মাস ভাজক টিস্যু (Mass meristem): যে ভাজক টিস্যুর কোষবিভাজন সব তলে ঘটে। এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ বর্ধনশীল ভ্রূণ, রেণথলি, এন্ডোস্পার্ম তথা সস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি।
🔹প্লেট ভাজক টিস্যু (Plate meristem): যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো করে সজ্জিত হয়। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ পাতা, বর্ধিষ্ণু বহিঃত্বক।
🔹রিব ভাজক টিস্যু (Rib meristem): যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়। রিব ভাজক টিস্যুর বিভাজনে একসারি কোষের সৃষ্টি হয়। এবং এদের দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়। যেমনঃ বর্ধিষ্ণু মূল ও কান্ডের মজ্জা রশ্মি।
❤13🔥2😢2
🔹টিস্যুতন্ত্র (Tissue system):
🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system):
(i) এপিডার্মিস বা ত্বক (Epidermis)
(ii) এপিডার্মাল উপবৃদ্ধি (Epidermal appendages)
(iii) এপিডার্মাল রন্ধ্র (Epidermal pore)
🔹ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular or conducting tissue system):
(i) সংযুক্ত (Conjoint)
(ii) অরীয় (Radial)
(iii) কেন্দ্রিক (Concentric)
🔹গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system):
(i) বহিঃস্টিলীয় অঞ্চল (Extrastelar region)
(ii) অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region)
🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system):
(i) এপিডার্মিস বা ত্বক (Epidermis)
(ii) এপিডার্মাল উপবৃদ্ধি (Epidermal appendages)
(iii) এপিডার্মাল রন্ধ্র (Epidermal pore)
🔹ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular or conducting tissue system):
(i) সংযুক্ত (Conjoint)
(ii) অরীয় (Radial)
(iii) কেন্দ্রিক (Concentric)
🔹গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system):
(i) বহিঃস্টিলীয় অঞ্চল (Extrastelar region)
(ii) অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region)
❤13
🔹শল্ক (Scales): পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরণের রোমকে শল্ক বলে। এরা প্রস্বেদনের হার কমায়।
🔹গ্রন্থিরোম বা কোলেটার্স (Grandular hairs or Colleters): বিশেষ ধরণের বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। কোলেটার্স এক ধরণের চকচকে আঁঠালো পদার্থে পূর্ণ থাকে।
🔹থলি (Bladder): পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে।
🔹বরফ উদ্ভিদ নামে পরিচিত Mesembrayanthemum crystallinum-এর ত্বককোষ স্ফীত থলির আকার ধারণ করে। শীতকালে এ পানি বরফে পরিণত হয়।
🔹গ্রন্থিরোম বা কোলেটার্স (Grandular hairs or Colleters): বিশেষ ধরণের বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। কোলেটার্স এক ধরণের চকচকে আঁঠালো পদার্থে পূর্ণ থাকে।
🔹থলি (Bladder): পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে।
🔹বরফ উদ্ভিদ নামে পরিচিত Mesembrayanthemum crystallinum-এর ত্বককোষ স্ফীত থলির আকার ধারণ করে। শীতকালে এ পানি বরফে পরিণত হয়।
❤8
🔹ভাস্কুলার বান্ডলঃ
🔹কেন্দ্রিক (Concentric):
(i) জাইলেম কেন্দ্রিক (Hadrocentric):
⚫️Pteris
⚫️Lycopodium
⚫️Selaginella
(ii) ফ্লোয়েম কেন্দ্রিক (Leptocentric):
⚫️Dracaena
⚫️Yucca
🔹অরীয় (Radial): (পৃথক ব্যাসার্ধে)
⚫️পুষ্পক উদ্ভিদের মূলে
🔹সংযুক্ত (Conjoint): (একই ব্যাসার্ধে)
(i) মুক্ত সমপার্শ্বীয় (Open collateral):
⚫দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড (কুমড়া ব্যতিত)
(ii) বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral):
⚫️একবীজপত্রী উদ্ভিদের কান্ড
🔹সমদ্বিপার্শ্বীয় (Bicollateral): এরা অবশ্যই মুক্ত। মুক্ত বলতে বুঝায় জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম বিদ্যমান। যেমনঃ লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে।
🔹কেন্দ্রিক (Concentric):
(i) জাইলেম কেন্দ্রিক (Hadrocentric):
⚫️Pteris
⚫️Lycopodium
⚫️Selaginella
(ii) ফ্লোয়েম কেন্দ্রিক (Leptocentric):
⚫️Dracaena
⚫️Yucca
🔹অরীয় (Radial): (পৃথক ব্যাসার্ধে)
⚫️পুষ্পক উদ্ভিদের মূলে
🔹সংযুক্ত (Conjoint): (একই ব্যাসার্ধে)
(i) মুক্ত সমপার্শ্বীয় (Open collateral):
⚫দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড (কুমড়া ব্যতিত)
(ii) বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral):
⚫️একবীজপত্রী উদ্ভিদের কান্ড
🔹সমদ্বিপার্শ্বীয় (Bicollateral): এরা অবশ্যই মুক্ত। মুক্ত বলতে বুঝায় জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম বিদ্যমান। যেমনঃ লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে।
❤9🔥5
🔹কান্ডঃ
⚫️কিউটিকল আছে।
⚫️অধঃত্বক উপস্থিত।
⚫️প্রোটোজাইলেম কেন্দ্রে=এন্ডার্ক
(i) একবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বদ্ধ সমপার্শ্বীয়।
(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল সুসজ্জিত। মুক্ত সমপার্শ্বীয়।
🔹মূলঃ
⚫️এককোষী মূলরোম।
⚫️অধঃত্বক অনুপস্থিত।
⚫️প্রোটোজাইলেম পরিধির দিকে=এক্সার্ক
(i) একবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ৬ এর অধিক।
(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ২-৪ টি।
🔹একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অনুপস্থিতসমূহঃ
⚫️পরিচক্র (Pericycle).
⚫️অন্তঃত্বক (Endodermis).
⚫️কান্ডরোম (Stem hairs).
⚫️কিউটিকল আছে।
⚫️অধঃত্বক উপস্থিত।
⚫️প্রোটোজাইলেম কেন্দ্রে=এন্ডার্ক
(i) একবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বদ্ধ সমপার্শ্বীয়।
(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল সুসজ্জিত। মুক্ত সমপার্শ্বীয়।
🔹মূলঃ
⚫️এককোষী মূলরোম।
⚫️অধঃত্বক অনুপস্থিত।
⚫️প্রোটোজাইলেম পরিধির দিকে=এক্সার্ক
(i) একবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ৬ এর অধিক।
(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ২-৪ টি।
🔹একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অনুপস্থিতসমূহঃ
⚫️পরিচক্র (Pericycle).
⚫️অন্তঃত্বক (Endodermis).
⚫️কান্ডরোম (Stem hairs).
❤11
🔹বিভিন্ন প্রকার ডিম্বকঃ
🔹ডিম্বকরন্ধ্র, ডিম্বকনাড়ী, ডিম্বকমূল ইত্যাদি অংশের পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক বিভিন্ন প্রকার হয়ে থাকে।
🔹ঊর্ধ্বমুখী (Orthotropous or Atropous): বিষকাটালি (পানি মরিচ), গোলমরিচ, পান ইত্যাদি। "পাগলের মত উপরে চেয়ে আসে"।😄
🔹অধোমুখী বা নিম্নমুখী (Anatropous): শিম, রেড়ি, ছোলা ইত্যাদি।
🔹পার্শ্বমুখী (Amphitropous): ক্ষুদিপানা, পপি (আফিম)। "ক্ষুদ্র পাপ"
🔹বক্রমুখী (Campylotropous): সরিষা, কালকাসুন্দা। "বক্র সকাল"।
🔹ডিম্বকরন্ধ্র, ডিম্বকনাড়ী, ডিম্বকমূল ইত্যাদি অংশের পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক বিভিন্ন প্রকার হয়ে থাকে।
🔹ঊর্ধ্বমুখী (Orthotropous or Atropous): বিষকাটালি (পানি মরিচ), গোলমরিচ, পান ইত্যাদি। "পাগলের মত উপরে চেয়ে আসে"।😄
🔹অধোমুখী বা নিম্নমুখী (Anatropous): শিম, রেড়ি, ছোলা ইত্যাদি।
🔹পার্শ্বমুখী (Amphitropous): ক্ষুদিপানা, পপি (আফিম)। "ক্ষুদ্র পাপ"
🔹বক্রমুখী (Campylotropous): সরিষা, কালকাসুন্দা। "বক্র সকাল"।
❤8🔥7
🔹পরাগনালিকা ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করলে একে Porogamy বলে। আম, জাম।
🔹পরাগনালিকা ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Chalazogamy বলে। Casuarina-ঝাউ।
🔹পরাগনালিকা ডিম্বকত্বক দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Mesogamy বলে। লাউ, কুমড়া।
🔹অধিকাংশ উদ্ভিদে Porogamy প্রক্রিয়া সংঘটিত হয়।
🔹পরাগনালিকা ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Chalazogamy বলে। Casuarina-ঝাউ।
🔹পরাগনালিকা ডিম্বকত্বক দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Mesogamy বলে। লাউ, কুমড়া।
🔹অধিকাংশ উদ্ভিদে Porogamy প্রক্রিয়া সংঘটিত হয়।
🔥12❤5🎉1
আবৃতবীজী উদ্ভিদে জননাঙ্গ ধারণ করে কোনটি?
Anonymous Quiz
13%
পরাগথলি
34%
পরাগধানি
31%
ফুল
22%
গর্ভথলি
🔥11😢8😱6❤1
😢17❤6🔥2🤩2
শশার ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির?
Anonymous Quiz
8%
Conjoint
26%
Radial
54%
Bicollateral
13%
Collateral
❤13😢12🤩3🔥1
পাটের আঁশ কোন জাতীয় টিস্যু?
Anonymous Quiz
6%
শীর্ষস্থ ভাজক টিস্যু
7%
প্রাইমারি জাইলেম টিস্যু
22%
সেকেন্ডারি জাইলেম টিস্যু
66%
সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু
🔥16😢5😱2❤1🤩1
পরীক্ষা হল এ যাবার আগে সবকিছু নিয়েছেন কিনা আবার দেখে নিবেন | আর অন্তত ১-১:৩০ ঘন্টা আগে বাসা থেকে নামবেন | Hope For the Best ❤️😊
❤36