Biology Phobia।Exam Mate – Telegram
Biology Phobia।Exam Mate
30.6K subscribers
1.48K photos
21 videos
228 files
1.05K links
Download Telegram
01. সরল পত্র (Simple leaf): আম,জাম কাঁঠাল,জবা।

02. যৌগিক পত্র (Compound leaf): গোলাপ,নিম,লজ্জাবতি,সজিনা,কামীনী।

03. অচূড়পক্ষল যৌগিক পত্র (Paripinnate compound leaf): বাঁদর লাঠি উদ্ভিদের পাতা।

04. সচূড়পক্ষল যৌগিক পত্র (Imparipinnate compound leaf): গোলাপ গাছের পাতা।

05. দ্বিপক্ষল যৌগিক পত্র (Bipinnate compound leaf): কৃষ্ণচূড়া বৃক্ষের পাতা।

06. ত্রিপক্ষল যৌগিক পত্র (Tripinnate compound leaf): সজিনার পাতা।

সময় নিয়ে ইংরেজি নামসহ পইড়েন। ইনশাআল্লাহ উপকারে আসবে। 😌
18🔥5
01. জালিকা শিরাবিন্যাস (Reticulate venation): দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।

02. সমান্তরাল শিরাবিন্যাস (Parallel venation): একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য।
11🔥4
01. কাঁঠাল ও আনারসঃ অপ্রকৃত ফল (False fruit), যৌগিক ফল (Multiple fruit), সরোসিস (Sorosis)।

02. আমঃ প্রকৃত ফল (True fruit), সরল ফল (Simple fruit), ড্রুপ ফল (Drupe fruit)।
15🔥3
01. প্রকৃত ফল (True fruit): গর্ভাশয় থেকে উৎপন্ন হয়। যেমনঃ আম,জাম, লিচু।

02. সরল ফল (Simple fruit): একটি পুষ্প হতে একটি মাত্র ফল উৎপন্ন হয়। যেমনঃ আম।
11🔥5
01. একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান শীর্ষ, ভ্রুণমুকুল পার্শ্বীয়।

02. দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান পার্শ্বীয় এবং ভ্রুণমুকুল শীর্ষক।
13🔥2
🔹সেকেন্ডারি ভাজক টিস্যু (Secondary meristem)/ পার্শ্বীয় ভাজক টিস্যু (Lateral meristem): এদের বিভাজনের ফলে মূল ও কান্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। উদাহরণঃ ইন্টারক্যালারি ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম
13🔥2
🔹কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়। যথাঃ 01. Mass meristem, 02. Plate meristem, 03. Rib meristem.

🔹মাস ভাজক টিস্যু (Mass meristem): যে ভাজক টিস্যুর কোষবিভাজন সব তলে ঘটে। এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ বর্ধনশীল ভ্রূণ, রেণথলি, এন্ডোস্পার্ম তথা সস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি।

🔹প্লেট ভাজক টিস্যু (Plate meristem): যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো করে সজ্জিত হয়। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। যেমনঃ পাতা, বর্ধিষ্ণু বহিঃত্বক।

🔹রিব ভাজক টিস্যু (Rib meristem): যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়। রিব ভাজক টিস্যুর বিভাজনে একসারি কোষের সৃষ্টি হয়। এবং এদের দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়। যেমনঃ বর্ধিষ্ণু মূল ও কান্ডের মজ্জা রশ্মি।
13🔥2😢2
🔹টিস্যুতন্ত্র (Tissue system):

🔹এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র (Epidermal tissue system):

(i) এপিডার্মিস বা ত্বক (Epidermis)
(ii) এপিডার্মাল উপবৃদ্ধি (Epidermal appendages)
(iii) এপিডার্মাল রন্ধ্র (Epidermal pore)

🔹ভাস্কুলার টিস্যুতন্ত্র (Vascular or conducting tissue system):

(i) সংযুক্ত (Conjoint)
(ii) অরীয় (Radial)
(iii) কেন্দ্রিক (Concentric)

🔹গ্রাউন্ড টিস্যুতন্ত্র (Ground tissue system):

(i) বহিঃস্টিলীয় অঞ্চল (Extrastelar region)

(ii) অন্তঃস্টিলীয় অঞ্চল (Intrastelar region)
13
🔹শল্ক (Scales): পাতলা ঝিল্লি সদৃশ বিশেষ ধরণের রোমকে শল্ক বলে। এরা প্রস্বেদনের হার কমায়।

🔹গ্রন্থিরোম বা কোলেটার্স (Grandular hairs or Colleters): বিশেষ ধরণের বহুকোষী ট্রাইকোমকে কোলেটার্স বলে। কোলেটার্স এক ধরণের চকচকে আঁঠালো পদার্থে পূর্ণ থাকে।


🔹থলি (Bladder): পানি ধারক এবং প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে।

🔹বরফ উদ্ভিদ নামে পরিচিত Mesembrayanthemum crystallinum-এর ত্বককোষ স্ফীত থলির আকার ধারণ করে। শীতকালে এ পানি বরফে পরিণত হয়।
8
🔹ভাস্কুলার বান্ডলঃ

🔹কেন্দ্রিক (Concentric):
(i) জাইলেম কেন্দ্রিক (Hadrocentric):

⚫️Pteris
⚫️Lycopodium
⚫️Selaginella

(ii) ফ্লোয়েম কেন্দ্রিক (Leptocentric):

⚫️Dracaena
⚫️Yucca

🔹অরীয় (Radial): (পৃথক ব্যাসার্ধে)

⚫️পুষ্পক উদ্ভিদের মূলে

🔹সংযুক্ত (Conjoint): (একই ব্যাসার্ধে)

(i) মুক্ত সমপার্শ্বীয় (Open collateral):

দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ড (কুমড়া ব্যতিত)

(ii) বদ্ধ সমপার্শ্বীয় (Closed collateral):

⚫️একবীজপত্রী উদ্ভিদের কান্ড


🔹সমদ্বিপার্শ্বীয় (Bicollateral): এরা অবশ্যই মুক্ত। মুক্ত বলতে বুঝায় জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম বিদ্যমান। যেমনঃ লাউ, কুমড়া, শশা ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে।
9🔥5
🔹কান্ডঃ

⚫️কিউটিকল আছে।
⚫️অধঃত্বক উপস্থিত।
⚫️প্রোটোজাইলেম কেন্দ্রে=এন্ডার্ক

(i) একবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। বদ্ধ সমপার্শ্বীয়।

(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডঃ ভাস্কুলার বান্ডল সুসজ্জিত। মুক্ত সমপার্শ্বীয়।


🔹মূলঃ

⚫️এককোষী মূলরোম।
⚫️অধঃত্বক অনুপস্থিত।
⚫️প্রোটোজাইলেম পরিধির দিকে=এক্সার্ক

(i) একবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ৬ এর অধিক।

(ii) দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলঃ ভাস্কুলার বান্ডল ২-৪ টি।

🔹একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অনুপস্থিতসমূহঃ

⚫️পরিচক্র (Pericycle).
⚫️অন্তঃত্বক (Endodermis).
⚫️কান্ডরোম (Stem hairs).
11
🔹বিভিন্ন প্রকার ডিম্বকঃ

🔹ডিম্বকরন্ধ্র, ডিম্বকনাড়ী, ডিম্বকমূল ইত্যাদি অংশের পারস্পরিক অবস্থান অনুযায়ী ডিম্বক বিভিন্ন প্রকার হয়ে থাকে।

🔹ঊর্ধ্বমুখী (Orthotropous or Atropous): বিষকাটালি (পানি মরিচ), গোলমরিচ, পান ইত্যাদি। "পাগলের মত উপরে চেয়ে আসে"।😄

🔹অধোমুখী বা নিম্নমুখী (Anatropous): শিম, রেড়ি, ছোলা ইত্যাদি।

🔹পার্শ্বমুখী (Amphitropous): ক্ষুদিপানা, পপি (আফিম)। "ক্ষুদ্র পাপ"

🔹বক্রমুখী (Campylotropous): সরিষা, কালকাসুন্দা। "বক্র সকাল"।
8🔥7
🔹পরাগনালিকা ডিম্বকরন্ধ্র পথে ডিম্বকে প্রবেশ করলে একে Porogamy বলে। আম, জাম।

🔹পরাগনালিকা ডিম্বকমূল দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Chalazogamy বলে। Casuarina-ঝাউ।

🔹পরাগনালিকা ডিম্বকত্বক দিয়ে ডিম্বকে প্রবেশ করলে একে Mesogamy বলে। লাউ, কুমড়া।

🔹অধিকাংশ উদ্ভিদে Porogamy প্রক্রিয়া সংঘটিত হয়।
🔥125🎉1
আবৃতবীজী উদ্ভিদে জননাঙ্গ ধারণ করে কোনটি?
Anonymous Quiz
13%
পরাগথলি
34%
পরাগধানি
31%
ফুল
22%
গর্ভথলি
🔥11😢8😱61
বীজকে পুষ্টি দান করে কোনটি?
Anonymous Quiz
14%
টেগমেন
23%
ফল
54%
ট্যাপেটাম
9%
ফলত্বক
😢176🔥2🤩2
শশার ভাস্কুলার বান্ডেল কোন প্রকৃতির?
Anonymous Quiz
8%
Conjoint
26%
Radial
54%
Bicollateral
13%
Collateral
13😢12🤩3🔥1
পরীক্ষা হল এ যাবার আগে সবকিছু নিয়েছেন কিনা আবার দেখে নিবেন | আর অন্তত ১-১:৩০ ঘন্টা আগে বাসা থেকে নামবেন | Hope For the Best ❤️😊
36
লিচু যেমন খেতে ভালো ,এর আছে তেমন বিপদও, বিশেষত বাচ্চাদের জন্য।

লিচুতে মিথাইলিন সাইক্লোপ্রপাইল গ্লাইসিন (methylenecylopropylglycine-MCPG) নামে অ্যামিনো অ্যাসিড/টক্সিন থাকে যা রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে ফলাফল হাইপোগ্লাইসেমিয়া ও মৃত্যু।

তাই যেসব বাচ্চা Undernourished তাদের অতিরিক্ত লিচু খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে এবং বাচ্চাদের খালিপেটে লিচু খাওয়াতে নিষেধ করতে হবে। খাবার খাওয়ার পরে লিচু খাবে।

#mediaim

সকলের কাছে পৌঁছে দেই তথ্য ও সতর্ক থাকার অনুরোধ করি।
.
.
লিচু_বিভ্রাট🤲🏻
😱168🔥2😢2
Forwarded from Bangla Phobia।Exam Mate (𝚃𝚑𝚎 𝚒𝚗𝚟𝚒𝚜𝚒𝚋𝚕𝚎 𝚘𝚗𝚎'𝚜 ⚡️)
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামী রবিবার (১২ জুন) প্রকাশ করা হবে | বিজ্ঞপ্তি প্রকাশের তিনদিন পর ১৫ জুন থেকে আবেদন শুরু হবে।
DU-A Unit Question.pdf
2.6 MB
কোনো প্রশ্নে প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন।🤲🏻