GK Phobia। Exam Mate – Telegram
GK Phobia। Exam Mate
56.5K subscribers
2.22K photos
19 videos
313 files
1.47K links
Download Telegram
শেখ মুজিবুর রহমান এর পিতা ও মাতা যার বিরুদ্ধে বক্তব্য না দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানকে পরামর্শ দিতেন - শেরে বাংলা একে ফজলুল হকের বিরুদ্ধে।

-মুসলিম লীগ ডিফেন্স কমিটিতে শেখ মুজিবুর রহমান এর পদ ছিল- সেক্রেটারি।

-অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের লেখা ৪টি খাতার সংকলন।  

-রাজনৈতিক জীবনের সূচনার পূর্বে শেখ মুজিবুর রহমান কোন নেতার আদর্শের ভক্ত হয়ে পড়েছিলেন - সুভাষ চন্দ্র বসু।

-শেখ মুজিবুর রহমান প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলের সদস্য হন- -১৯৪৩ সালে।

-ইসলামীয়া কলেজে অধ্যায়নকালে শেখ মুজিবুর রহমান থাকতেন-- বেকার হোস্টেলে। তিনি ছিলেন মানবিক বিভাগের ছাত্র।

-শেখ মুজিবুর রহমান যে দৈনিক কাগজের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলেন - ইত্তেহাদ।

-পাকিস্তান সৃষ্টির পর শেখ মুজিবুর রহমানকে প্রথম জেলে ঢুকানো হয়—১১ মার্চ, ১৯৪৮ সালে এবং মুক্তি পান ১৫ মার্চ, ১৯৪৮ সালে।

-‘দরকার হলে সমানে হাতও চালাতে পারতাম, আর এটা আমার ছোটকাল থেকে বদ অভ্যাসও ছিল’- উক্তিটি শেখ মুজিবুর রহমানের।

-ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় রাষ্ট্রভাষা বাংলা আন্দোলনের ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন - শেখ মুজিবুর রহমান।

-‘জেলের মধ্যে জেল, তাকেই বলে সেল’ উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

-ঢাকা জেলে শেখ মুজিবুর রহমান কাজ করতেন- সুতা কাটার।

-শেখ মুজিবুর রহমান খুলনা জেলে ছিলেন-- প্রায় তিন মাস। তাকে নাকের ভিতর দিয়ে খাওয়ানো হতো ফরিদপুর জেলে।

-‘বালুর দেশের মানুষের মনও বালুর মতো উড়ে বেড়ায় আর পলি মাটির বাংলার মানুষের মনও ঐ রকমই নরম, ঐ রকমই সবুজ’- উক্তিটি-- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

-‘বিদেশে না গেলে নিজের দেশকে ভালোভাবে চেনা কষ্টকর’ শেখ মুজিবুর রহমান উক্তিটি করেন ১৯৫২ সালের চীন সফর শেষে।

-কারাগারের রোজনামচা প্রকাশিত হয়- ফাল্গুন, ১৪২৩মার্চ, ২০১৭; প্রকাশ করে বাংলা একাডেমি প্রকাশক- ড. জালাল আহমেদ।

-কারাগারের রোজনামচা গ্রন্থের প্রচ্ছদ ও গ্রন্থ নকশা করেন– তারিক সুজাত।  

-গ্রন্থস্বত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

-কারাগারের রোচনামচা গ্রন্থের ভূমিকা লিখেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-কারাগারের রোজনামচা বইটির নাম রাখেন শেখ রেহানা।   

-কারাগারের রোজনামচা গ্রন্থটির ইংরেজি শিরোনাম— Prison Diary of Bangabondhu Sheikh Mujibur Rahman ইংরেজি অনুবাদ করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।

-শেখ মুজিবুর রহমান জননিরাপত্তা আইনে গ্রেপ্তার হন ৬ ফেব্রুয়ারি, ১৯৬২ সালে। এবং মুক্তি লাভ করেন- ১৮ জুন, ১৯৬২ সালে।

-শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন-১ মার্চ, ১৯৬৬ সালে।  

-কারাগারের রোজনামচা গ্রন্থটির মূল উৎস—- শেখ মুজিবুর রহমানের লেখা ডাইয়েরী (১৯৬৬-৬৮)।

-১৯৬০ সালে জেলখানায় বসে শেখ মুজিবুর রহমান লেখেন— দুইটি খাতা। যার মধ্যে একটি খাতার শিরোনাম ছিল ‘থালা বাটি কম্বল, জেলখানার সম্বল’ - পরবর্তীতে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) খাতাটি খুঁজে বের করেন।  

-কারাগারের রোজনামচা গ্রন্থটির মূল বিষয়— ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সোপানগুলোর বিভিন্ন দিকের আলোচনা।

-‘জেলের ভিতর অনেক ছোট ছোট জেল আছে’ উক্তিটি শেখ মুজিবুর রহমানের।

-‘মানুষ যখন অমানুষ হয় তখন হিংস্র জন্তুর চেয়েও হিংস্র হয়ে যায়’ উক্তিটি-- শেখ মুজিবুর রহমানের।  

-‘গুড়ার পরে পান্ডা, পাণ্ডার পর নেতা, এই তো হলো নেতার ডেফিনেশন’ শেখ মুজিবুর রহমান এ উক্তিটি করেন নূরুল আমীনকে ইঙ্গিত করে।

-‘ভদ্র লোকের কিল খেয়ে কিল হজম করতে হয়’ উক্তিটি শেখ মুজিবুর রহমানের।

-শেখ মুজিবুর রহমানের বক্তব্য অনুযায়ী জেলখানায় তার সাথে দেখা করে সবচেয়ে বেশি আঘাত পেতেন-- শেখ রাসেল।

-১৯৪৮ সালের কোন তারিখকে ‘বাংলা ভাষা দাবি’ দিবস ঘোষণা করা হয়—১১ মার্চ।

-ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমানসহ আরও কয়েকজনকে বন্দি করে রাখা হয়েছিল- ঢাকা জেলখানার চার নম্বর ওয়ার্ডে।

-জেলখানায় শেখ মুজিবুর রহমান যে ওয়ার্ডে থাকতেন তার নাম সিভিল ওয়ার্ড।

-বাঙালিদের চেয়েও ওদের একতা বেশি শেখ মুজিবুর রহমান ঢাকা জেলখানায় বসে একথা লিখেছেন জেলখানার শত শত কাক সম্পর্কে।

-শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর বক্তব্য অনুযায়ী পাকিস্তানে রাজনৈতিক বন্দিদের মুক্তির আন্দোলন ও জুলুমের প্রথম প্রতিবাদ ছিল-- ১৯৪৯ সালে দিনাজপুর জেলায় ছাত্রবন্দি ও অন্যান্য বন্দির মুক্তির প্রতিবাদে ডাকা ‘জুলুম প্রতিরোধ দিবস’।

-১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান--১৭ জানুয়ারি।

-১৯৪৯ সালের ২৩ জুন যখন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয় তখন শেখ মুজিবুর রহমান ছিলেন- জেলায়খানায়।

- আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তারের পর রাখা হয়-- সেনাবাহিনীর ১৪ ডিভিশন হেডকোয়ার্টারের অফিসার মেসের ১০ নং কক্ষে।
🔥122😱2
-‘পড়েছি পাঠানের হাতে খানা খেতে হবে সাথে’ শেখ মুজিবুর রহমান উক্তিটি করেন— আগরতলা মামলায় সেনানিবাসে বন্দি থাকা অবস্থায়।

-কারাগারের রোজনামচা গ্রন্থে শেখ মুজিবুর রহমান ৬ দফা প্রস্তাব পেশের তারিখ উল্লেখ করেছেন- ১৩ জানুয়ারি, ১৯৬৬ (পৃ, ২১৪)। তবে তাঁর রাজনৈতিক জীবন পরিচয় অংশে ৫ ফেব্রুয়ারি ১৯৬৬ উল্লেখ করা হয়েছে।

-আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়- আর্মি, নেভি ও এয়ার ফোর্স আইনে।

-‘খানে দজ্জাল তো দুনিয়াতে এসেছে, ইমাম মেহেদীর খবর কি?’ শেখ মুজিবুর রহমান জেলখানায় কথাটি বলেছিলেন— ডিআইজি ওবায়দুল্লাকে।

-শেখ মুজিবুর রহমান ১৯৬৮ সাল পর্যন্ত জেলে গিয়েছিলেন- ৫ বার।

-শেখ মুজিবুর রহমানকে ১৯৭১ সালের ২৬ মার্চ গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্যদের বন্দি রাখা হয়— ধানমন্ডির ১৮ নম্বর বাড়িতে।

-কয়েকটি বিরোধী দলের (পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলন নামক ঐক্যজোট) ৬ দফার পরিবর্তে ৮ দফা কর্মসূচিকে শেখ মুজিবুর রহমান, অভিহিত করেছেন - পূর্ব বাংলার লোকদের ধোকা দেওয়ার চেষ্টা হিসেবে।

-শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার নাম ‘বাংলাদেশ’ করেন- ৫ ডিসেম্বর, ১৯৬৯।
12🔥2🎉1
Forwarded from Exam Mate Official (Abstracted Alif)
16🔥6😱1🎉1
Forwarded from GK Phobia। Exam Mate (𝙳𝚘𝚌𝚝𝚘𝚛 𝚂𝚝𝚛𝚊𝚗𝚐𝚎 ۞)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতির জনক #বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ১০০ MCQ প্রশ্ন ও উত্তর সাজিয়ে দেওয়া আছে॥ শুধু শেয়ার নয় পরীক্ষার সময় পড়ে যেতে ভূলনা।এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশী_________
=================================
Kabir Sizer
Senior English Teacher,3Doctors
Ex-English lecturer,S@ifur’s @Tah_shaD
47🔥7😱6🤩5
বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রধান পরিকল্পনাকারী-
Anonymous Quiz
14%
ইয়াহিয়া খান
28%
জুলফিকার আলী ভুট্টো
33%
মেজর টিক্কা খান
25%
মেজর রাও ফরমান আলী
😢3413😱4
22😢4🔥3
15😢12🔥3🎉1
মেজর আবু তাহের কত নং সেক্টর কমান্ডার ছিলেন?
Anonymous Quiz
22%
38%
33%
১১
6%
😢18🤩116🔥4
'বিজয় উল্লাস' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
Anonymous Quiz
21%
খুলনা
25%
রংপুর
34%
যশোর
20%
কুষ্টিয়া
😢30🔥87😱5🤩2
যুদ্ধাপরাধের দায়ে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম কি?
Anonymous Quiz
14%
গোলাম আযম
56%
আবদুল কাদের মোল্লা
16%
নিজাম উদ্দিন
14%
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী
😢248🔥5🤩2
স্বাধীনতার ঘোষণা সংবিধানের কততম সংশোধনীতে সংযোজিত হয় ?
Anonymous Quiz
32%
পঞ্চম
33%
পঞ্চদশ
32%
সপ্তম
2%
পঞ্চাশ
😢1310🔥2
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ধ্রুবতারা' এর পরিচালক কে?
Anonymous Quiz
32%
চাষী নজরুল ইসলাম
34%
গাজী মাজহারুল আনোয়ার
30%
মোরশেদুল ইসলাম
4%
কামরুল হাসান
😢195🤩3🎉1
'তীর হারা এই ঢেউয়ের সাগর' - গানটির কথা ও সুর করেন-
Anonymous Quiz
25%
গোবিন্দ হালদার
37%
আপেল মাহমুদ
17%
আবদুল জব্বার
21%
খান আতাউর রহমান
17😢7🤩4🔥3😱2
😢197😱2🤩1
'দ্য কনসার্ট ফর বাংলাদেশ' হতে সংগৃহীত অর্থ কোন সংস্থার তত্ত্বাবধানে শরণার্থীদের জন্য দিয়ে দেওয়া হয়?
Anonymous Quiz
48%
ইউনেস্কো
28%
ইউনিসেফ
10%
ইউ এন ও
14%
কোনটিই নয়
😢1312🎉1