News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

BSMRMU

💠 NewsZone
10😢4
HSC-22

RU

💠 NewsZone
31😢10🔥3
👏40🎉2515🔥15🥰7😢4
HSC-22

CU

চবি A ইউনিটে ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান পেতে হলে চমেক কর্তৃক শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে

💠 NewsZone
👏93🔥31😢2616🥰3🎉2
HSC-22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে ফুল সিলেবাসে

💠 NewsZone
😢157👏4013🔥13🥰1
News Update for all

🔶 অ্যাডমিশন রিলেটেড সকল নিউজ টেলিগ্রামে পেতে আজই জয়েন হয়ে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে

🔸চ্যানেল--> NewsZone

🔷 অ্যাডমিশন রিলেটেড সকল নিউজ  টেলিগ্রামের পাশাপাশি ফেসবুকে পেতে চাও? সেটাও পারবে

🔹ফেইসবুক পেইজ-> Exam Mate

🔺অফিসিয়াল ওয়েবসাইট ও কিন্তুু আছে।
জানা আছে তো তোমাদের?


🔻 ওয়েবসাইট-> Exam Mate
9🥰3
HSC-22

সকাল থেকে একটা তথ্য ফেসবুকে ঘুরছে, সেটা হলো আগামী বছর একক পরীক্ষা গ্রহণে গঠিত হবে NTA। আর এই পরীক্ষা গ্রহণে আগামী সোমবার একটা মিটিং ডেকেছে ইউজিসি। এখন প্রশ্ন হলো NTA কি? এটা কিভাবে কি হবে? আসুন জেনে নেয়া যাক।

- NTA ধারণাটা মূলত ভারতের কেন্দ্রীয় ভর্তি থেকে এসেছে। ভারতে NTA এর পূর্ণরূপ হচ্ছে National Testing Agency। অর্থাৎ ভারতের যত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো মূলত একটি পরীক্ষার অধীনে আনার জন্য ভারতের শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি-ভারত এবং ইউনিয়ন কাউন্সিল অব মিনিস্টারস, ভারতের উদ্যোগে NTA গঠিত হয়। NTA-India এর অধীনে মূলত ৬ টি কেন্দ্রীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষাগুলো হলো -

🔴 JEE Test - Joint Entrance Examination [এটা মূলত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা]

🟠 NEET UG - National Eligibility cum Entrance Test - Undergraduate [এটা মূলত ভারতের সকল মেডিকেল কলেজ-ডেন্টাল কলেজের জন্য একক ভর্তি পরীক্ষা]

🔵 CMAT - Common Management Admission Test

🟡 NET - National Eligibility Test [এটা মূলত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ভর্তি পরীক্ষা]

🟣 CUET - Common University Entrance Test [এটি মূলত ভারতের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা]

🟤 GPAT - Graduated Pharmacy Aptitude Test [এটি মূলত মাস্টার্স লেভেলে M.Pharm করবে যারা তাদের জন্য]

AIAPGET - All India Post Graduate Entrance Test [মূলত মাস্টার্স লেভেলে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ভর্তি হবে তাদের জন্য কেন্দ্রীয় একক ভর্তি পরীক্ষা]

ভারতে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেয়ার প্রয়াস থেকে ২০১৭ সালে NTA প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একক ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। একক ভর্তি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে ভারতের NTA এর আদলে বাংলাদেশেও National Testing Authority (NTA) গঠনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

Collected & Rearranged

💠 NewsZone
👏4521🔥10😢3
HSC-22

ভর্তি পরীক্ষা

সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা নিতে গঠন হবে এনটিএ

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১০:০৫ AM সব বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষার উদ্যোগ নিয়েছে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নিতে গঠন করা হবে ন্যাশনাল টেস্টিং অথোরিটি (এনটিএ)। শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এদিকে সব বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত সভা ডেকেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নীতি-নির্ধারণী পর্যায়ের এ সভা আগামী সোমবার অনুষ্ঠিত হবে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এনটিএ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছেন, এ ধরনের অথোরিটি হলে তা অবশ্যই খুব ভালো হতে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে। সব দেশে এটি একটি নিয়মে চলে। শুধু আমাদের দেশে বিচ্ছৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে। এমন অথোরিটি হলে এটি শৃঙ্খলার মধ্যে আসবে।

ইউজিসির দেওয়া বিশ্ববিদ্যালয়ে একক আওতাভুক্ত ভর্তি পরীক্ষা সংক্রান্ত নীতি-নির্ধারণী সভার বিষয়ে চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী দীপু মনির সভাপতিত্বে গত সোমবার পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের পরিচালন নীতি ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা হয়েছে।

সভায় আগামী বছর থেকে সব বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে এনটিএ (ন্যাশনাল টেস্টিং অথোরিটি) গঠন করা হবে। ইউজিসিকে এ বিষয়ে উদ্যোগ নিতে হবে বলে জানানো হয়েছে।

সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রীর সভাপতিত্বে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যদের উপস্থিতিতে নীতি-নির্ধারণী সভা সোমবার অনুষ্ঠিত হবে। এতে শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবও উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ শনিবার (১ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সভার বিষয়ে এখনো কিছু জানি না

💠 NewsZone
🔥4919👏10
HSC-22

সব বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা নিতে সোমবার সভা ডেকেছে ইউজিসি, থাকবে ঢাবি বুয়েটও।

💠 NewsZone
🔥76😢2017🎉6
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অর্থরিটি (এনটিএ) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বড় বিশ্ববিদ্যালয়গুলোকে এই পদ্ধতিতে নিয়ে আসতে সভা ডেকেছে তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এই পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে আপাতত কোনো চিন্তাভাবনা করছে না। 


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বলছে, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাবি পরিচালিত হয়। তাই আপাতত বিষয়টি নিয়ে তারা ভাবছেন না। আগামী সোমবার (৩ এপ্রিল) যে সভা রয়েছে সেখানে নিজেদের মতামত তুলে ধরবে ঢাবি।

💠NewsZone
25👏7🔥4
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাজারে গিয়ে বিপাকে পড়েননি এমন মানুষ কমই আছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি দুর করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থী মিলে তৈরি করেছেন অনলাইন প্লাটফর্ম 'সাধের বাজার'। মোবাইল ফোনে অর্ডার করলেই রান্নার প্রয়োজনীয় বাজার রুমে পৌঁছে দিচ্ছেন তারা।

সাত উদ্যোক্তারা হলেন- আবদুল্লাহ আল মামুন, রাব্বি হাসান রাজন, রিফাত আলী, আরিফ হোসেন, আবু সুফিয়ান, শাহীন আলম ও সুদিপ্ত কুমার সরকার। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


💠NewsZone
131👏19🔥4🥰4🎉3🏆1
HSC-22

DU Technology Unit


আবেদন শুরু : ২ এপ্রিল থেকে
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল

ভর্তি পরীক্ষার ডেট : ১৬ জুন বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত- ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে বর্তমানে ৭টি কলেজ রয়েছে।

৭ টি প্রতিষ্ঠানের মধ্যেঃ
🔹সরকারি=৩টি ,
🔹বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ=২টি এবং টেক্সটাইল রিলেটেড বেসরকারি কলেজ=২টি

👉কলেজগুলো হলোঃ

🔹সরকারি ৩টিঃ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।

🔹বেসরকারি ৪টিঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি।

👉আসনঃ

🔹সর্বমোট সিট সংখ্যা-১৫৫৫ টি
🔹এর মধ্যে সরকারিতে- ৪৮০ টি
🔹এবং বেসরকারিতে- ১০৭৫ টি

👉খরচঃ

>> সরকারী কলেজগুলোর খরচ অন্যান্য পাবলিক ভার্সিটির মতই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ আর ময়নসিংহ, ফরিদপুর এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটি সরকারি কলেজের খরচ প্রায় সমান।
বেসরকারিগুলোতে খরচ একটু বেশি।

👉ডিগ্রিঃ

এসব কলেজে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয়। (Engineering, not Honours)

👉সেশনঃ

সেশন জট নেই। সেমিস্টার পদ্ধতিতে ৪ বছরের কোর্স ৮ সেমিস্টারে শেষ করা হয়।

👉ভর্তি হতে হয় কীভবে?

🔹ঢাবি প্রযুক্তি ইউনিটের আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে।
🔹সাবজেক্ট--৪ টি (পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি)
🔹পরীক্ষা পদ্ধতি--MCQ (Written নেই)
🔹মোট নম্বর--১২০ (পদার্থ = ৩৫, রসায়ন = ৩৫, গণিত = ৩৫ এবং ইংরেজি = ১৫)।
🔹পাস মার্ক--৪৮

👉👉 SSC +HSC থেকে ৮০ মার্ক নিয়ে মেরিট দিবে
SSC মার্ক গননার জন্য = GPA× 10
(সর্বোচ্চ ৫০ মার্ক)
HSC মার্ক গননার জন্য = GPA × 6
(সর্বোচ্চ ৩০ মার্ক)

🔺Calculator Not Allowed

পরীক্ষার স্থানঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান।

👉আবেদন যোগ্যতাঃ
SSC+HSC = 6.5
এবং আলাদাভাবে SSC, HSC-তে GPA-3 করে থাকতে হবে।

>>সেকেন্ড টাইম নেই।

>>রিটেন পরীক্ষা হয় না, শুধু mcq পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়

>>কোনো নেগেটিভ মার্কিং নাই।

>> কলেজগুলোতে শুধু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পড়ানো হয়।

>>শুধু সাইন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।

💠NewsZone
39😢6👏5🎉1
🔥Iftar Pictures around the World💥


©️admission aid
192🥰44🔥7😢4