News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

সব বিশ্ববিদ্যালয়ের একটি ভর্তি পরীক্ষা নিতে সোমবার সভা ডেকেছে ইউজিসি, থাকবে ঢাবি বুয়েটও।

💠 NewsZone
🔥76😢2017🎉6
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অর্থরিটি (এনটিএ) গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। বড় বিশ্ববিদ্যালয়গুলোকে এই পদ্ধতিতে নিয়ে আসতে সভা ডেকেছে তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে এই পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে আপাতত কোনো চিন্তাভাবনা করছে না। 


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ বলছে, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী ঢাবি পরিচালিত হয়। তাই আপাতত বিষয়টি নিয়ে তারা ভাবছেন না। আগামী সোমবার (৩ এপ্রিল) যে সভা রয়েছে সেখানে নিজেদের মতামত তুলে ধরবে ঢাবি।

💠NewsZone
25👏7🔥4
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে বাজারে গিয়ে বিপাকে পড়েননি এমন মানুষ কমই আছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি দুর করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত শিক্ষার্থী মিলে তৈরি করেছেন অনলাইন প্লাটফর্ম 'সাধের বাজার'। মোবাইল ফোনে অর্ডার করলেই রান্নার প্রয়োজনীয় বাজার রুমে পৌঁছে দিচ্ছেন তারা।

সাত উদ্যোক্তারা হলেন- আবদুল্লাহ আল মামুন, রাব্বি হাসান রাজন, রিফাত আলী, আরিফ হোসেন, আবু সুফিয়ান, শাহীন আলম ও সুদিপ্ত কুমার সরকার। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


💠NewsZone
131👏19🔥4🥰4🎉3🏆1
HSC-22

DU Technology Unit


আবেদন শুরু : ২ এপ্রিল থেকে
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল

ভর্তি পরীক্ষার ডেট : ১৬ জুন বিকাল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের অধিভুক্ত- ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে বর্তমানে ৭টি কলেজ রয়েছে।

৭ টি প্রতিষ্ঠানের মধ্যেঃ
🔹সরকারি=৩টি ,
🔹বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ=২টি এবং টেক্সটাইল রিলেটেড বেসরকারি কলেজ=২টি

👉কলেজগুলো হলোঃ

🔹সরকারি ৩টিঃ ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ।

🔹বেসরকারি ৪টিঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-(পিপিপি), শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, কে এম হুমায়ুন কবীর ইঞ্জিনিয়ারিং কলেজ,সাইক ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি।

👉আসনঃ

🔹সর্বমোট সিট সংখ্যা-১৫৫৫ টি
🔹এর মধ্যে সরকারিতে- ৪৮০ টি
🔹এবং বেসরকারিতে- ১০৭৫ টি

👉খরচঃ

>> সরকারী কলেজগুলোর খরচ অন্যান্য পাবলিক ভার্সিটির মতই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খরচ আর ময়নসিংহ, ফরিদপুর এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ এই তিনটি সরকারি কলেজের খরচ প্রায় সমান।
বেসরকারিগুলোতে খরচ একটু বেশি।

👉ডিগ্রিঃ

এসব কলেজে বি এস সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী দেয়া হয়। (Engineering, not Honours)

👉সেশনঃ

সেশন জট নেই। সেমিস্টার পদ্ধতিতে ৪ বছরের কোর্স ৮ সেমিস্টারে শেষ করা হয়।

👉ভর্তি হতে হয় কীভবে?

🔹ঢাবি প্রযুক্তি ইউনিটের আলাদা ভর্তি পরীক্ষার মাধ্যমে।
🔹সাবজেক্ট--৪ টি (পদার্থ, রসায়ন, গণিত এবং ইংরেজি)
🔹পরীক্ষা পদ্ধতি--MCQ (Written নেই)
🔹মোট নম্বর--১২০ (পদার্থ = ৩৫, রসায়ন = ৩৫, গণিত = ৩৫ এবং ইংরেজি = ১৫)।
🔹পাস মার্ক--৪৮

👉👉 SSC +HSC থেকে ৮০ মার্ক নিয়ে মেরিট দিবে
SSC মার্ক গননার জন্য = GPA× 10
(সর্বোচ্চ ৫০ মার্ক)
HSC মার্ক গননার জন্য = GPA × 6
(সর্বোচ্চ ৩০ মার্ক)

🔺Calculator Not Allowed

পরীক্ষার স্থানঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান।

👉আবেদন যোগ্যতাঃ
SSC+HSC = 6.5
এবং আলাদাভাবে SSC, HSC-তে GPA-3 করে থাকতে হবে।

>>সেকেন্ড টাইম নেই।

>>রিটেন পরীক্ষা হয় না, শুধু mcq পদ্ধতিতে পরীক্ষা নেয়া হয়

>>কোনো নেগেটিভ মার্কিং নাই।

>> কলেজগুলোতে শুধু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পড়ানো হয়।

>>শুধু সাইন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে।

💠NewsZone
39😢6👏5🎉1
🔥Iftar Pictures around the World💥


©️admission aid
192🥰44🔥7😢4
ℹ️ আগামী রোজার ঈদের ট্রেনের টিকিট কাউন্টারে বিক্রয় করা হবে না। শতভাগ টিকিট বিক্রয় হবে অনলাইনে।

☑️ আগামী ৭ এপ্রিল থেকে দেয়া হবে ঈদের অগ্রিম টিকিট এবং ১৭ এপ্রিল থেকে দেয়া হবে ঈদের ফিরতি টিকিট।

আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের জন্য মৈত্রী এবং মিতালী ট্রেন সেবা বন্ধ থাকবে।

- Bangladesh Railway

💠NewsZone
78👏12🥰4😢1🎉1
HSC-22

DU 7 College

৭ কলেজের ভর্তি পরীক্ষার আবেদন আজ থেকে শুরু।

আবেদন ০২ এপ্রিল ২০২৩ হতে ৩০ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে।
১০০ নাম্বারের পরিক্ষা হবে
১০০ টা এমসিকিউ থাকবে
কোনো নেগেটিভ মার্কিং নেই
আবেদন ফি ৬০০/- (ছয়শত) টাকা
এ বছর অর্থাৎ (২২-২৩) শিক্ষাবর্ষে
সর্বমোট আসন সংখ্যা ২২,৩৪০ টি।

💠NewsZone
50🔥9
HSC-22

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এবং উপাদানকল্পভুক্ত প্রযুক্তি ইউনিট ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আবেদন সম্পর্কে কিছু তথ্যাদি -

১. যারা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন করেছে তাদের নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের মত করে আবেদন করতে হবে না। এক্ষেত্রে শুধু "লগ ইন" অপশনে ক্লিক করে এসএসসি-এইচএসসির রোল, এইচএসসির বোর্ড দিয়ে লগ ইন নির্ধারিত ইউনিটে ক্লিক করে আবেদন ফি জমা দিলেই আবেদন হয়ে যাবে।

২. ৭ কলেজের আবেদনের ক্ষেত্রে "বিজ্ঞান ইউনিট" হলো নির্ধারিত ইউনিট। প্রযুক্তি ইউনিট আলাদা আর বিজ্ঞান ইউনিট আলাদা। প্রযুক্তি ইউনিটকে কোনোভাবেই বিজ্ঞান ইউনিটের সাথে মিক্সাপ করা যাবে না।

৩. মেয়েদের ক্ষেত্রে ৭ কলেজ, প্রযুক্তি ইউনিট, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদনের সুযোগ থাকছে। ছেলেদের ক্ষেত্রে ৭ কলেজ, প্রযুক্তি ইউনিটে আবেদনের সুযোগ থাকছে। গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদনের সুযোগ থাকছে না।

৪. আবেদন আজ বিকাল ৪ টা থেকে শুরু হবে। আবেদন সংক্রান্ত ওয়েবসাইট www.collegeadmission.eis.du.ac.bd। বিকাল ৪ টার পর ওয়েবসাইট ওপেন হবে।

৫. অবশ্যই সার্কুলার দেখে ধীরে সুস্থে আবেদন সম্পন্ন করতে হবে। আর সাত কলেজের প্রতি ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা আর প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের আলাদা আলাদাভাবে ৭০০ টাকা। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি ৭ কলেজ ও প্রযুক্তি ইউনিটে আবেদন করে তবে তাকে ৬০০+৭০০= ১৩০০, কেউ যদি ৭ কলেজ+প্রযুক্তি ইউনিট+গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদন করে তবে ৬০০+৭০০+৭০০= ২০০০ টাকা ফি জমা দিতে হবে।

💠NewsZone
27😢7
Varsity Mate 1.1(Exam Batch)

👉Bangla,English,Gk

🟢Special এ ব্যাচটি যাদের জন্য গুরুত্বপূর্ণ:
DU:B Unit,RU:A Unit,B Unit,CU:B Unit,D Unit,JU:B Unit,C Unit,GST:B Unit.


⚫️Details:Click Here

⚫️Enroll Process:Click Here
4
HSC-22

BSMRMU

শর্টলিস্ট ওয়েবসাইটে দিয়েছে।
সবাই চেক করো

ওয়েবসাইট --> https://bsmrmu.edu.bd/notice_details/eligible-candidates-list-of-undergraduate-admission-test-2022-202364295b2bab905

💠NewsZone
13🔥3👏2🎉2😢1
Interesting Info

চীনে ধারাবাহিকভাবে যখন জন্মহার কমছে, ঠিক তখনই ‘প্রেমে পড়ার’ জন্য শিক্ষার্থীদের এক সপ্তাহের ছুটি দিয়েছে দেশটির ৯টি কারিগরি কলেজ। ‘ভালোবাসা উপভোগের’ জন্য সপ্তাহব্যাপী শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।

💠NewsZone
👏79😢49🔥13🥰135🎉3
এডমিশন এর এই যাত্রায় লাক(ভাগ্য) অনেক বড় একটা ফ্যাক্টর!!ইউ নেভার নো কখন এবং কোথায় ভাগ্য তোমার সাথ দিবে।মেডিকেলে চান্স না পাওয়া ছেলে বা মেয়েটি আজ ঢাকা ডেন্টাল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে পড়ে তার ক্যারিয়ার গড়ছে তাই এই চরম প্রতিযোগিতার মুহুর্তে কোনো সুযোগই হাত ছাড়া করার অবকাশ নেই

আগামীকাল ৩ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ডেন্টাল প্রস্তুতি পরীক্ষা এক মাস ব্যাপি ✴️১০টি মডেল টেস্ট  ✴️১১টি পেপার ফাইনাল+সাব্জেক্ট ফাইনাল এক্সামের মাধ্যমে নিজেকে শেষ বারের মত ঝালিয়ে নিতে যুক্ত হয়ে যাও আমাদের সাথে
✳️যারা মেডিকেলের পর এখন ভার্সিটির জন্যে প্রিপারেশান নিচ্ছ তারাও এর পাশাপাশি ডেন্টাল এর জন্যে একটা এক্সাম ব্যাচে অ্যাড হয়ে যাও।পুরনো পড়াগুলোকে আরেকবার রিভাইস দেয়ার জন্যে আমাদের এক্সাম প্লান গুলো এভাবেই সাজানো হয়েছে যাতে তুমি ভার্সিটির পাশাপাশি অল্প সময় দিয়ে ডেন্টাল এর জন্যেও একটা ওভারঅল প্রিপ্রারেশন নিয়ে রাখতে পার।তাই দেরি না করে আজই যুক্ত হয়ে যাও!

This is Your Moment Don't Let it Go‼️

https://news.1rj.ru/str/Paid_Courses_Exammate/62
14🔥6👏5
কানাডার পার্লামেন্টে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ বিল পাস


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিল পাসের মাধ্যমে কানাডা এখন থেকে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করবে।

💠NewsZone
139🔥15👏15