News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত আবেদন ও সিলেকশন তারিখ

▪️১ম ধাপের চূড়ান্ত আবেদন চলবে ৯ এপ্রিল দুপুর ১২ টা থেকে ১৫ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত
▪️দ্বিতীয় ধাপের (সিট খালি থাকা সাপেক্ষে) নির্বাচিতদের ফলাফল প্রকাশিত হবে ১৬ এপ্রিল এবং চূড়ান্ত আবেদন শুরু হবে ১৭ এপ্রিল দুপুর ১২ টায়, চলবে ১৯ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
▪️তৃতীয় ধাপের (সিট খালি থাকা সাপেক্ষে) নির্বাচিতদের ফলাফল প্রকাশিত হবে ২৫ এপ্রিল এবং চূড়ান্ত আবেদন চলবে ২৬ এপ্রিল দুপুর ১২ টা থেকে ২৯ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
▪️চতুর্থ ও সর্বশেষ ধাপের (সিট খালি থাকা সাপেক্ষে) নির্বাচিতদের ফলাফল প্রকাশিত হবে ৩০ এপ্রিল এবং চূড়ান্ত আবেদন চলবে ১ মে দুপুর ১২ টা থেকে ২ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

💠 NewsZone
62🔥12🎉7👏1
HSC-22

RU

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৪ মে দুপুর ১২ টা থেকে ১৮ মে রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

💠 NewsZone
89🥰5🔥3😢3👏2🎉1
HSC-22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন পরিসংখ্যান (৯ এপ্রিল পর্যন্ত)

▪️ A ইউনিট - ৫০৩৬০ জন
▪️ B ইউনিট - ৩৩০৫৭ জন
▪️ C ইউনিট - ১১৬৪ জন (বিজ্ঞান), ৩৯৬ জন (মানবিক) ও ১০২১২ জন (ব্যবসায়ে শিক্ষা)
▪️ D ইউনিট - ২৬৩৭১ জন
▪️ B1 উপ-ইউনিট - ২১১৮ জন
▪️ D1 উপ-ইউনিট - ২৩৫০ জন

মোট:
▪️মোট আবেদন করেছে - ১ লাখ ২৭ হাজার ৩৩৮ জন
▪️ফি জমা দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৪৩ জন

💠 NewsZone
👏51😢32🥰5🔥4🎉2
HSC-22

Agri

কৃষি গুচ্ছের দিনক্ষণ, নতুন দায়িত্ব গ্রহণে চেয়ারম্যান ও লিড ইউনিভার্সিটি ঘোষণা সহ যাবতীয় সিদ্ধান্ত গ্রহণে মিটিং অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।

💠 NewsZone
76😢20🥰1
HSC-22

GST

গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে যেতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

তবে তাদের গুচ্ছে রাখতে নির্দেশনা দিতে যাচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা চিঠি আকারে বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠানো হবে।

💠 NewsZone
👏12439😢16🔥10🥰10🎉2
HSC-22

CU

♦️আবেদন করা যাবে ৩০ মার্চ থেকে ১২ এপ্রিল পযর্ন্ত।
♦️আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ এপ্রিল।
♦️পরীক্ষা হবে ১৬-২৫ মে। (চবি ক‍্যাম্পাসে)
♦️ পরীক্ষা দিতে পারবে..
SSC ব‍্যাচ 2019 & 2020
HSC ব‍্যাচ 2021 & 2022
♦️সেকেন্ড টাইম পরীক্ষা যারা দিবে তাদের প্রাপ্ত মার্ক থেকে ৫ মার্ক কর্তন করা হবে।
♦️ পরীক্ষা হবে মোট ১২০ মার্কের, GPA ২০ মার্ক এবং১০০ ভর্তি পরীক্ষায় মার্ক।
♦️পরীক্ষায় প্রতিটি ভুলের জন্য 0.25 করে কাটা যাবে।

⚠️ মানবন্টন

A-ইউনিট
বাংলা -১০
ইংরেজি -১৫
পদার্থ -২৫
রসায়ন -২৫
জীব -২৫
গণিত -২৫
🔴বিঃদ্রঃ - পদার্থ, রসায়ন,জীব ও গণিত থেকে যেকোন ৩ টি বিষয়ের উত্তর করতে হবে।
➡️পাশ মার্ক- ৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক-
বাংলা-৩
ইংরেজি-৪

B ইউনিট
বাংলা -৩০
ইংরেজি -৩০
সাধারণ জ্ঞান -৪০
➡️ পাশ মার্ক-৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক-
বাংলা-৭
ইংরেজি-৬
সাধারণ জ্ঞান -১৩

B1 ইউনিট
বাংলা -২৫
ইংরেজি -২৫
সাধারণ জ্ঞান -৫০
➡️পাশ মার্ক-৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক-
বাংলা-৬
ইংরেজি-৫
সাধারণ জ্ঞান -১৭
উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরেএ ব্যবহারিক পরীক্ষা দিতে হবে।

C ইউনিট-ব্যবসা শিক্ষা
ইংরেজি -৩০
হিসাব বিজ্ঞান -৩৫
ব্যবসানীতি ও প্রয়োগ - ৩৫
➡️পাশ মার্ক -৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক -
ইংরেজি -৮
হিসাব বিজ্ঞান -১২
ব্যবসা নীতি ও প্রয়োগ -১২

(C1) মানবিক বিভাগ
ইংরেজি -৩০
অর্থনীতি -৭০
➡️পাশ মার্ক-৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক -
ইংরেজি - ৮
অর্থনীতি -২৪

(C2) বিজ্ঞান বিভাগ
ইংরেজি -৩০
গণিত -৭০
➡️পাশ মার্ক- ৪০
➡️আলদাভাবে পাশ মার্ক -
ইংরেজি -৮
গণিত -২৪

D ইউনিট
বাংলা -৩০
ইংরেজি -৩০
আই কিউ(IQ) -২০
গণিত/অর্থনীতি /GK -20
➡️পাশ মার্ক-৪০
➡️আলাদাভাবে পাশ মার্ক-
▶️(আইন ও সমাজ বিজ্ঞাব অনুষদ)
বাংলা -১০
ইংরেজি-১০
আই কিউ-৮
গণিত /অর্থনীতি /GK -৭
▶️(অন্যান্য অনুষদ)
বাংলা-৮
ইংরেজি -৮
আই কিউ-৭
গনিত/অর্থনীতি/GK-৭

D1 ইউনিট
বাংলা -৩৫
ইংরেজি -৩০
সাধারণ জ্ঞান -৩৫
➡️পাশ মার্ক -৩৫
▶️এছাড়াও,
ফিল্ড ওয়ার্ক - ২০
এবং খেলাধুলার সনদ -১০

📍 গুরুত্বপূর্ণ তথ্যঃ-

পরীক্ষা হবে ১ ঘন্টায়।
শুধু MCQ
প্রশ্ন থাকবে ১০০ টি। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.০০ করে। অর্থাৎ মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে।


💠 NewsZone
67🔥12🥰3👏2🎉2
HSC-22

DAT

ডেন্টালে প্রতি আসনের
বিপরীতে লড়বে ৬৮ জন!

💠 NewsZone
😢119👏35🔥1211🎉5🥰4🤯2
HSC-22

DAT

আবেদন-৩৭ হাজারের বেশি শিক্ষার্থী।

✓ মোট আসন ৫৪৫টি।

✓ প্রবেশপত্র ডাউনলোড - ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত।

✓ পরীক্ষা- ৫ মে (শুক্রবার)
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।

💠 NewsZone
47😢8
BCS

বিসিএস পরীক্ষার ধরনে পরিবর্তন আনছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা বোর্ডের প্রশ্নের ধরনে এ পরিবর্তন আনা হচ্ছে। মৌখিক পরীক্ষায় দেশের রাজধানী ও মুদ্রার নাম কী-এমন প্রথাগত প্রশ্ন থাকবে না। প্রার্থীর মেধা যাচাই করা যায় এমন প্রশ্ন করা হবে। প্রার্থীর দক্ষতার পাশাপাশি আদর্শ, ব্যক্তিত্ব, বিশ্লেষণ দক্ষতা, আত্মবিশ্বাস, প্রশ্নোত্তর প্রদানের কৌশল, প্রকাশভঙ্গি ও আই কন্ট্রাক্ট দেখা হবে।

-TDC

💠 NewsZone
171🔥20👏20🥰1
HSC-22

BUET

বুয়েটে প্রিলিমিনারি পরীক্ষার জন্য শর্ট লিস্টেড শিক্ষার্থীদের বাকি ফি প্রদান শুরু হয়েছে, আগামী ১৯ মে'র মধ্যে বাকি ফি পরিশোধ করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

💠 NewsZone
26🥰1
HSC-22

MAT

প্রথম ধাপের ভর্তি শেষে সরকারি মেডিকেল কলেজগুলোতে সিট ফাকা ৩৯ টি, মাইগ্রেশন খুব শীঘ্রই

💠 NewsZone
48👏11😢11🥰1
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাইক্রোসফটের ‘নার্সারিং কমিউনিটি’ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট

নোবিপ্রবি সাইবার সেন্টার ও ইন্টারন্যাশনাল কো-অপারেশান ও কোলাবোরেশান অফিসের মাধ্যমে ‘নার্সারিং কমিউনিটি’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের পাঠ্য বিষয়ে আইসিটি অন্তর্ভুক্ত নয় এমন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন ও প্রশিক্ষণ শেষে সহজে চাকরি পেতে পারেন। 

একই সঙ্গে মাইক্রোসফটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সাপোর্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ লাভে সহযোগিতা করা হবে এই প্রশিক্ষণের মাধ্যমে।


💠 NewsZone
🔥6625🥰7
Admission Countdown 03 🕑
আজকের তারিখ ১১ এপ্রিল।

Dental ২৪ দিন বাকি
DU A ৩১ দিন
CU A ৩৫ দিন
BUET প্রিলি ৩৯ দিন
RU ৪৮ দিন
GST A ৫৩ দিন
JU ৬৬ দিন
CKRUET ৬৭ দিন
বুটেক্স ৬৬ দিন
কৃষি গুচ্ছ এখনো জানায়নি (সম্ভাব্য জুলাই এর শুরুতে)

@ TC

💠 NewsZone
😢10852👏7🔥4🥰4🎉3
News Zone
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাইক্রোসফটের ‘নার্সারিং কমিউনিটি’ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট। নোবিপ্রবি সাইবার সেন্টার ও ইন্টারন্যাশনাল…
মাইক্রোসফটের ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে ইতোমধ্যে নোবিপ্রবির ১৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এর মধ্যে ইংরেজি বিভাগের ০৩ জন,বিএমএস বিভাগের ০১ জন, সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগের ০৪ জন, এফটিএনএস বিভাগের ০৩ জন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের ০২ জন শিক্ষার্থী রয়েছেন। শিগগিরই তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

💠 NewsZone
🥰21👏11🔥94🎉3
HSC-22

GST

গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসে।

-ইন্ডিপেন্ডেন্ট টিভি

Link

💠 NewsZone
😢168👏1410🔥2🎉2🥰1
DU

HSC:22

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ হাজার ৭০০ টির বেশি।

আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

💠NewsZone
🔥143🎉3
HSC-22

DU-IT

ঢাবির প্রযুক্তি ইউনিটে ১০ দিনে আবেদন ছাড়িয়েছে ২ হাজার ৬শ

💠NewsZone
26👏5🎉5
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্যার ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিঊন।
😢3787👏5🔥2
45🔥10🎉7👏3🥰2
বাবা ছিলেন জমিদার। লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষ ধনী।

কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔

গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”

আপনার মতো করে আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না।

দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না “ তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না” 💔

আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।


©ফাহাদ আল মুক্তাদির
😢350120🔥10
HSC:22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের তারিখসমূহ -

💠 A ইউনিট - ১ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 B ইউনিট - ৩ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 C ইউনিট - ৫ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 D ইউনিট - ৭ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 B1 উপ-ইউনিট - ৯ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 D1 উপ-ইউনিট - ১০ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠NewsZone
45🔥7👏5