News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-22

MAT

প্রথম ধাপের ভর্তি শেষে সরকারি মেডিকেল কলেজগুলোতে সিট ফাকা ৩৯ টি, মাইগ্রেশন খুব শীঘ্রই

💠 NewsZone
48👏11😢11🥰1
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাইক্রোসফটের ‘নার্সারিং কমিউনিটি’ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট

নোবিপ্রবি সাইবার সেন্টার ও ইন্টারন্যাশনাল কো-অপারেশান ও কোলাবোরেশান অফিসের মাধ্যমে ‘নার্সারিং কমিউনিটি’ প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শেষবর্ষের শিক্ষার্থীদের মধ্যে যাদের পাঠ্য বিষয়ে আইসিটি অন্তর্ভুক্ত নয় এমন শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে এই প্রশিক্ষণের আয়োজন করা হবে, যাতে শিক্ষার্থীরা গ্রাজুয়েশন ও প্রশিক্ষণ শেষে সহজে চাকরি পেতে পারেন। 

একই সঙ্গে মাইক্রোসফটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে সাপোর্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ লাভে সহযোগিতা করা হবে এই প্রশিক্ষণের মাধ্যমে।


💠 NewsZone
🔥6625🥰7
Admission Countdown 03 🕑
আজকের তারিখ ১১ এপ্রিল।

Dental ২৪ দিন বাকি
DU A ৩১ দিন
CU A ৩৫ দিন
BUET প্রিলি ৩৯ দিন
RU ৪৮ দিন
GST A ৫৩ দিন
JU ৬৬ দিন
CKRUET ৬৭ দিন
বুটেক্স ৬৬ দিন
কৃষি গুচ্ছ এখনো জানায়নি (সম্ভাব্য জুলাই এর শুরুতে)

@ TC

💠 NewsZone
😢10852👏7🔥4🥰4🎉3
News Zone
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাইক্রোসফটের ‘নার্সারিং কমিউনিটি’ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট। নোবিপ্রবি সাইবার সেন্টার ও ইন্টারন্যাশনাল…
মাইক্রোসফটের ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে ইতোমধ্যে নোবিপ্রবির ১৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এর মধ্যে ইংরেজি বিভাগের ০৩ জন,বিএমএস বিভাগের ০১ জন, সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগের ০৪ জন, এফটিএনএস বিভাগের ০৩ জন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের ০২ জন শিক্ষার্থী রয়েছেন। শিগগিরই তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

💠 NewsZone
🥰21👏11🔥94🎉3
HSC-22

GST

গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মে মাসে।

-ইন্ডিপেন্ডেন্ট টিভি

Link

💠 NewsZone
😢168👏1410🔥2🎉2🥰1
DU

HSC:22

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ১ হাজার ৭০০ টির বেশি।

আবেদন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

💠NewsZone
🔥143🎉3
HSC-22

DU-IT

ঢাবির প্রযুক্তি ইউনিটে ১০ দিনে আবেদন ছাড়িয়েছে ২ হাজার ৬শ

💠NewsZone
26👏5🎉5
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী স্যার ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিঊন।
😢3787👏5🔥2
45🔥10🎉7👏3🥰2
বাবা ছিলেন জমিদার। লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষ ধনী।

কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔

গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”

আপনার মতো করে আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না।

দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না “ তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না” 💔

আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।


©ফাহাদ আল মুক্তাদির
😢350120🔥10
HSC:22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের তারিখসমূহ -

💠 A ইউনিট - ১ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 B ইউনিট - ৩ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 C ইউনিট - ৫ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 D ইউনিট - ৭ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 B1 উপ-ইউনিট - ৯ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠 D1 উপ-ইউনিট - ১০ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।

💠NewsZone
45🔥7👏5
HSC-22

BUTEX

বুটেক্স ভর্তি আবেদন নিয়ে বিস্তারিত তথ্যসমূহ-

১. বুটেক্সের প্রাথমিক ভর্তি আবেদন মোবাইলের মাধ্যমে করতে হবে। লাগবে টেলিটক সিম। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে।

২. বুটেক্সের প্রাথমিক আবেদন ১২ এপ্রিল (সকাল ১০ টা) থেকে থেকে ১৩ মে (রাত ১১.৫৯ মিনিট) পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি ২০০ টাকা এবং এই টাকা টেলিটক সিমের মাধ্যমেই পে করতে হবে।

৩. শর্ট লিস্ট প্রকাশিত হবে ২৫ মে এবং শর্ট লিস্টেড শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ফি ৮০০ টাকা ২৬ মে থেকে ১০ জুনের মধ্যে টেলিটকের মাধ্যমে পে করতে হবে।

৪. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন প্রকার এমসিকিউ হবে না। মোট নম্বর ২০০।

৫. আবেদন করার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রেই জিপিএ ৫.০০ থাকতে হবে। এবং পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি মিলে ন্যূনতম জিপিএ মোট ১৯ পয়েন্ট থাকতে হবে।

৬. ২০০ নম্বরের মধ্যে পদার্থ,রসায়ন ও গণিত প্রতিটি বিষয় ৬০ নম্বর করে ১৮০ নম্বর এবং ইংরেজি ২০ নম্বর।

৭. প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই হবে।

৮. সাধারণ সায়েন্টিফিক ও নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর (100ms/570ms/ES,FX সিরিজ) ব্যবহার করা যাবে। কোন প্রকার প্রোগ্রামেবল ক্যালকুলেটর এর ব্যবহার করা যাবে না।

৯. ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত User id ও password দিয়ে ছবি ও সিগনেচার আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য http://but.teletalk.com.bd/ তে ব্রাউজ করতে হবে। আবেদনের পুরো প্রক্রিয়া উক্ত ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে।

১০. ছবির সাইজ হবে 300×300 pixel এবং সিগ্নেচার হবে 300×80 pixel এর।

১১. পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন সকাল ৯.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত, মোট ২ ঘন্টা।

১২. ভর্তি পরীক্ষার ফল আগামী ২৬ জুন প্রকাশিত হবে।

💠NewsZone
19😢8🔥6👏2🎉2
সবার জন্য ঈদের সালামি। 💵

কেউ ধাক্কা ধাক্কি করবেনা নেওয়ার সময়

💠NewsZone
😢109👏34🥰2813🎉11🔥3🤯1
HSC:22

CU

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনে ভর্তি আবেদন দুই দিন বাড়ানো হয়েছে।

💠NewsZone
35👏16🥰4🎉2🔥1😢1
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান।
123👏37🔥15🥰6🎉5😢4
HSC:23

আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসল শিক্ষা বোর্ডগুলো। নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো


💠NewsZone
39👏5🔥3🥰3🎉3
110🥰11🔥2🎉1
HSC-22

GST - ( JnU )

আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ  সহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি। 

-TDC

💠NewsZone
69😢45👏17🥰1🎉1
HSC:22

GST


গুচ্ছের আবেদন যোগ্যতা বাড়ানো হয়েছে।

✳️মানবিক: ৭.০০ (ন্যূনতম ৩.০০)
✳️বাণিজ্য: ৭.৫০ (ন্যূনতম ৩.৫০)
✳️বিজ্ঞান: ৮.০০ (ন্যূনতম ৩.৫০)

💠NewsZone
69👏15😢15🔥5🎉4
45😢7👏4🔥2🥰2🎉2