HSC:23
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসল শিক্ষা বোর্ডগুলো। নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো
💠NewsZone
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসল শিক্ষা বোর্ডগুলো। নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো
💠NewsZone
❤39👏5🔥3🥰3🎉3
HSC-22
GST - ( JnU )
আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ সহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
-TDC
💠NewsZone
GST - ( JnU )
আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ সহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
-TDC
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤69😢45👏17🥰1🎉1
HSC-22
RU
রাবিতে এখন পর্যন্ত তিনটি ইউনিটে আলাদা করে মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখার মোট আবেদন
🔷 এ ইউনিটে মোট আবেদন ৩৫৫৪৯ জন
👉মানবিক শাখা থেকে ২৯০৯৯ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫৩৭২ জন
👉বাণিজ্য শাখা ৯৭৮ জন
🔷 বি ইউনিটে মোট আবেদন ১৬৫৭৫ জন
👉বাণিজ্য শাখা ৯৯৯৩ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫০১৪ জন
👉মানবিক শাখা থেকে ১৫৫৮ জন
🔷 সি ইউনিটে মোট আবেদন ৪০৮৫৪
👉বিজ্ঞান শাখা থেকে ৪০২০৭ জন
👉মানবিক শাখা থেকে ৬০২ জন
👉বাণিজ্য শাখা ৪৫ জন
💠NewsZone
RU
রাবিতে এখন পর্যন্ত তিনটি ইউনিটে আলাদা করে মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখার মোট আবেদন
🔷 এ ইউনিটে মোট আবেদন ৩৫৫৪৯ জন
👉মানবিক শাখা থেকে ২৯০৯৯ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫৩৭২ জন
👉বাণিজ্য শাখা ৯৭৮ জন
🔷 বি ইউনিটে মোট আবেদন ১৬৫৭৫ জন
👉বাণিজ্য শাখা ৯৯৯৩ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫০১৪ জন
👉মানবিক শাখা থেকে ১৫৫৮ জন
🔷 সি ইউনিটে মোট আবেদন ৪০৮৫৪
👉বিজ্ঞান শাখা থেকে ৪০২০৭ জন
👉মানবিক শাখা থেকে ৬০২ জন
👉বাণিজ্য শাখা ৪৫ জন
💠NewsZone
❤34😢4🔥2👏2❤🔥1
এক নজরে গুচ্ছ সংক্রান্ত তথ্য (২০২২-২৩)
১. আবেদন শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
২. আবেদন যোগ্যতা ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের ১ পয়েন্ট করে বাড়ানো হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের জিপিএ অপরিবর্তিত থাকছে।
৩. বিভাগ পরিবর্তন ইউনিটে আবেদন ও পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের জন্য নির্ধারিত আবেদন যোগ্যতা (বিজ্ঞান-৮.০০, ব্যবসায়ে শিক্ষা-৭.৫০ এবং মানবিক-৭.০০) প্রযোজ্য হবে।
৪. আবেদন ফি (ব্যক্তিগত মতামত) সম্ভাব্য ১০০০ টাকা নির্ধারণ করতে পারে। আর নাইলে ১৫০০ টাকা নির্ধারণ হতে পারে।
এছাড়াও বাকি ইনফোগুলো সামনে জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধন্যবাদ ❤️
©️Admission Informer
💠NewsZone
১. আবেদন শুরু হবে ১৫ এপ্রিল থেকে, চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
২. আবেদন যোগ্যতা ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের ১ পয়েন্ট করে বাড়ানো হয়েছে। তবে বিজ্ঞান বিভাগের জিপিএ অপরিবর্তিত থাকছে।
৩. বিভাগ পরিবর্তন ইউনিটে আবেদন ও পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান, ব্যবসায়ে শিক্ষা ও মানবিক বিভাগের জন্য নির্ধারিত আবেদন যোগ্যতা (বিজ্ঞান-৮.০০, ব্যবসায়ে শিক্ষা-৭.৫০ এবং মানবিক-৭.০০) প্রযোজ্য হবে।
৪. আবেদন ফি (ব্যক্তিগত মতামত) সম্ভাব্য ১০০০ টাকা নির্ধারণ করতে পারে। আর নাইলে ১৫০০ টাকা নির্ধারণ হতে পারে।
এছাড়াও বাকি ইনফোগুলো সামনে জানা যাবে। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে।
ধন্যবাদ ❤️
©️Admission Informer
💠NewsZone
❤67😢7🔥3👏2🥰1
News Zone
HSC-22 IU ইবিতে ভর্তি আবেদন ফি ৩০০ টাকা+সাবজেক্ট প্রতি ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। 💠NewsZone
বি ইউনিটে কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদের অধীন ডিপার্টমেন্ট আছে ১৪ টি।
এর মানে ৫০ টাকা করে ১৪*৫০=৭০০ টাকা। আর ফরমের আরও ৩০০ টাকা। মানে বি ইউনিটে আবেদন করতে সর্বমোট ১০০০ টাকা লাগবে।
একইভাবে 'এ' ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ১২ টি বিভাগ রয়েছে।
তাহলে ১২*৫০=৬০০+৩০০=৯০০ টাকা।
'সি' ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ৬ টি বিভাগ রয়েছে।
৬*৫০=৩০০+৩০০=৬০০ টাকা।
'ডি' ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদে বর্তমানে ৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
৪*৫০=২০০+৩০০ =৫০০ টাকা।
এর মানে ৫০ টাকা করে ১৪*৫০=৭০০ টাকা। আর ফরমের আরও ৩০০ টাকা। মানে বি ইউনিটে আবেদন করতে সর্বমোট ১০০০ টাকা লাগবে।
একইভাবে 'এ' ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ১২ টি বিভাগ রয়েছে।
তাহলে ১২*৫০=৬০০+৩০০=৯০০ টাকা।
'সি' ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন ৬ টি বিভাগ রয়েছে।
৬*৫০=৩০০+৩০০=৬০০ টাকা।
'ডি' ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদে বর্তমানে ৪ টি ডিপার্টমেন্ট রয়েছে।
৪*৫০=২০০+৩০০ =৫০০ টাকা।
❤30🔥6🥰1👏1🎉1
Alarming News For All
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে উপজেলাভিত্তিক যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আগামীকাল রাজধানীসহ দেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হতে পারে। রাজধানীতে তা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে উপজেলাভিত্তিক যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আগামীকাল রাজধানীসহ দেশের একাধিক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হতে পারে। রাজধানীতে তা ৪১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
😢103🔥7❤1
HSC-22
IU
জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশিত হবে
💠NewsZone
IU
জুনের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, পরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশিত হবে
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
👏35❤6