News Zone
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের মাইক্রোসফটের ‘নার্সারিং কমিউনিটি’ প্রোগ্রামের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে মাইক্রোসফট। নোবিপ্রবি সাইবার সেন্টার ও ইন্টারন্যাশনাল…
মাইক্রোসফটের ভার্চুয়াল ইন্টারভিউয়ের মাধ্যমে ইতোমধ্যে নোবিপ্রবির ১৬ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
এর মধ্যে ইংরেজি বিভাগের ০৩ জন,বিএমএস বিভাগের ০১ জন, সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগের ০৪ জন, এফটিএনএস বিভাগের ০৩ জন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের ০২ জন শিক্ষার্থী রয়েছেন। শিগগিরই তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
💠 NewsZone
এর মধ্যে ইংরেজি বিভাগের ০৩ জন,বিএমএস বিভাগের ০১ জন, সমাজবিজ্ঞান বিভাগের ০৩ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগের ০৪ জন, এফটিএনএস বিভাগের ০৩ জন এবং পরিবেশবিজ্ঞান বিভাগের ০২ জন শিক্ষার্থী রয়েছেন। শিগগিরই তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
💠 NewsZone
🥰21👏11🔥9❤4🎉3
বাবা ছিলেন জমিদার। লন্ডন তখন পাশ করা এই ডাক্তার চাইলে ই হতে পারতেন মুকেশ আম্বানি, রতন টাটা, ইলন মাস্ক কিংবা জেফ বেজুসদের মতো পৃথিবীর নাম করা শীর্ষ ধনী।
কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔
গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”
আপনার মতো করে আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না।
দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না “ তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না” 💔
আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।
©ফাহাদ আল মুক্তাদির
কিন্তু তিনি তা হলেন না তিনি হয়ে উঠলেন গরীবের ডাক্তার। এক শার্ট আর এক প্যান্ট পড়া গরীবের জাফর ভাই 💔
গুড বাই “দ্যা গুড ডক্টর জাফর উল্লাহ চৌধুরী”
আপনার মতো করে আর কেউ শহীদ মিনারে ছুটে যাবে না।
দাবী আদায় না হলে বজ্রকন্ঠে এখন আর কেউ বলবে না “ তোমাদের প্রধানমন্ত্রীকে টেলিফোন করে বলো আমি জাফরুল্লাহ চৌধুরী দাবী মেনে না নিলে আমি হুইল চেয়ার নিয়ে একটুও সরবো না” 💔
আল্লাহ আপনাকে জান্নাত নসীব করুন।
©ফাহাদ আল মুক্তাদির
😢350❤120🔥10
HSC:22
CU
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের তারিখসমূহ -
💠 A ইউনিট - ১ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 B ইউনিট - ৩ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 C ইউনিট - ৫ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 D ইউনিট - ৭ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 B1 উপ-ইউনিট - ৯ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 D1 উপ-ইউনিট - ১০ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠NewsZone
CU
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটভিত্তিক প্রবেশপত্র ডাউনলোডের তারিখসমূহ -
💠 A ইউনিট - ১ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 B ইউনিট - ৩ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 C ইউনিট - ৫ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 D ইউনিট - ৭ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 B1 উপ-ইউনিট - ৯ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠 D1 উপ-ইউনিট - ১০ মে থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব পর্যন্ত।
💠NewsZone
❤45🔥7👏5
HSC-22
BUTEX
বুটেক্স ভর্তি আবেদন নিয়ে বিস্তারিত তথ্যসমূহ-
১. বুটেক্সের প্রাথমিক ভর্তি আবেদন মোবাইলের মাধ্যমে করতে হবে। লাগবে টেলিটক সিম। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে।
২. বুটেক্সের প্রাথমিক আবেদন ১২ এপ্রিল (সকাল ১০ টা) থেকে থেকে ১৩ মে (রাত ১১.৫৯ মিনিট) পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি ২০০ টাকা এবং এই টাকা টেলিটক সিমের মাধ্যমেই পে করতে হবে।
৩. শর্ট লিস্ট প্রকাশিত হবে ২৫ মে এবং শর্ট লিস্টেড শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ফি ৮০০ টাকা ২৬ মে থেকে ১০ জুনের মধ্যে টেলিটকের মাধ্যমে পে করতে হবে।
৪. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন প্রকার এমসিকিউ হবে না। মোট নম্বর ২০০।
৫. আবেদন করার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রেই জিপিএ ৫.০০ থাকতে হবে। এবং পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি মিলে ন্যূনতম জিপিএ মোট ১৯ পয়েন্ট থাকতে হবে।
৬. ২০০ নম্বরের মধ্যে পদার্থ,রসায়ন ও গণিত প্রতিটি বিষয় ৬০ নম্বর করে ১৮০ নম্বর এবং ইংরেজি ২০ নম্বর।
৭. প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই হবে।
৮. সাধারণ সায়েন্টিফিক ও নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর (100ms/570ms/ES,FX সিরিজ) ব্যবহার করা যাবে। কোন প্রকার প্রোগ্রামেবল ক্যালকুলেটর এর ব্যবহার করা যাবে না।
৯. ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত User id ও password দিয়ে ছবি ও সিগনেচার আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য http://but.teletalk.com.bd/ তে ব্রাউজ করতে হবে। আবেদনের পুরো প্রক্রিয়া উক্ত ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে।
১০. ছবির সাইজ হবে 300×300 pixel এবং সিগ্নেচার হবে 300×80 pixel এর।
১১. পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন সকাল ৯.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত, মোট ২ ঘন্টা।
১২. ভর্তি পরীক্ষার ফল আগামী ২৬ জুন প্রকাশিত হবে।
💠NewsZone
BUTEX
বুটেক্স ভর্তি আবেদন নিয়ে বিস্তারিত তথ্যসমূহ-
১. বুটেক্সের প্রাথমিক ভর্তি আবেদন মোবাইলের মাধ্যমে করতে হবে। লাগবে টেলিটক সিম। টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে হবে।
২. বুটেক্সের প্রাথমিক আবেদন ১২ এপ্রিল (সকাল ১০ টা) থেকে থেকে ১৩ মে (রাত ১১.৫৯ মিনিট) পর্যন্ত চলবে। প্রাথমিক আবেদন ফি ২০০ টাকা এবং এই টাকা টেলিটক সিমের মাধ্যমেই পে করতে হবে।
৩. শর্ট লিস্ট প্রকাশিত হবে ২৫ মে এবং শর্ট লিস্টেড শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন ফি ৮০০ টাকা ২৬ মে থেকে ১০ জুনের মধ্যে টেলিটকের মাধ্যমে পে করতে হবে।
৪. লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন প্রকার এমসিকিউ হবে না। মোট নম্বর ২০০।
৫. আবেদন করার ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয়ক্ষেত্রেই জিপিএ ৫.০০ থাকতে হবে। এবং পদার্থ, রসায়ন, গণিত ও ইংরেজি মিলে ন্যূনতম জিপিএ মোট ১৯ পয়েন্ট থাকতে হবে।
৬. ২০০ নম্বরের মধ্যে পদার্থ,রসায়ন ও গণিত প্রতিটি বিষয় ৬০ নম্বর করে ১৮০ নম্বর এবং ইংরেজি ২০ নম্বর।
৭. প্রশ্ন বাংলা ও ইংরেজি উভয় ভার্সনেই হবে।
৮. সাধারণ সায়েন্টিফিক ও নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর (100ms/570ms/ES,FX সিরিজ) ব্যবহার করা যাবে। কোন প্রকার প্রোগ্রামেবল ক্যালকুলেটর এর ব্যবহার করা যাবে না।
৯. ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত User id ও password দিয়ে ছবি ও সিগনেচার আপলোড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য http://but.teletalk.com.bd/ তে ব্রাউজ করতে হবে। আবেদনের পুরো প্রক্রিয়া উক্ত ওয়েবসাইটে সম্পন্ন করতে হবে।
১০. ছবির সাইজ হবে 300×300 pixel এবং সিগ্নেচার হবে 300×80 pixel এর।
১১. পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জুন সকাল ৯.৩০ থেকে ১১.৩০ টা পর্যন্ত, মোট ২ ঘন্টা।
১২. ভর্তি পরীক্ষার ফল আগামী ২৬ জুন প্রকাশিত হবে।
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤19😢8🔥6👏2🎉2
HSC:23
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসল শিক্ষা বোর্ডগুলো। নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো
💠NewsZone
আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থেকে সরে আসল শিক্ষা বোর্ডগুলো। নতুন পরিকল্পনা হলো আগামী আগস্টে এই পরীক্ষা শুরু করা হবে। তারই আলোকে নির্বাচনী পরীক্ষাও এক মাস পিছিয়ে ৩০ মে থেকে শুরু হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রঃ প্রথম আলো
💠NewsZone
❤39👏5🔥3🥰3🎉3
HSC-22
GST - ( JnU )
আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ সহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
-TDC
💠NewsZone
GST - ( JnU )
আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব করা হয়েছে। নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ সহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।
-TDC
💠NewsZone
Telegram
News Zone
🔗All Channel link:
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
https://news.1rj.ru/str/confusingQuestions6/6392
🌐website:exammatebd.com
❤69😢45👏17🥰1🎉1
HSC-22
RU
রাবিতে এখন পর্যন্ত তিনটি ইউনিটে আলাদা করে মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখার মোট আবেদন
🔷 এ ইউনিটে মোট আবেদন ৩৫৫৪৯ জন
👉মানবিক শাখা থেকে ২৯০৯৯ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫৩৭২ জন
👉বাণিজ্য শাখা ৯৭৮ জন
🔷 বি ইউনিটে মোট আবেদন ১৬৫৭৫ জন
👉বাণিজ্য শাখা ৯৯৯৩ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫০১৪ জন
👉মানবিক শাখা থেকে ১৫৫৮ জন
🔷 সি ইউনিটে মোট আবেদন ৪০৮৫৪
👉বিজ্ঞান শাখা থেকে ৪০২০৭ জন
👉মানবিক শাখা থেকে ৬০২ জন
👉বাণিজ্য শাখা ৪৫ জন
💠NewsZone
RU
রাবিতে এখন পর্যন্ত তিনটি ইউনিটে আলাদা করে মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং বাণিজ্য শাখার মোট আবেদন
🔷 এ ইউনিটে মোট আবেদন ৩৫৫৪৯ জন
👉মানবিক শাখা থেকে ২৯০৯৯ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫৩৭২ জন
👉বাণিজ্য শাখা ৯৭৮ জন
🔷 বি ইউনিটে মোট আবেদন ১৬৫৭৫ জন
👉বাণিজ্য শাখা ৯৯৯৩ জন
👉বিজ্ঞান শাখা থেকে ৫০১৪ জন
👉মানবিক শাখা থেকে ১৫৫৮ জন
🔷 সি ইউনিটে মোট আবেদন ৪০৮৫৪
👉বিজ্ঞান শাখা থেকে ৪০২০৭ জন
👉মানবিক শাখা থেকে ৬০২ জন
👉বাণিজ্য শাখা ৪৫ জন
💠NewsZone
❤34😢4🔥2👏2❤🔥1