News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
স্মারক লিপি দেওয়ার সময় রাবি কর্তৃপক্ষ জানিয়েছে রাবিতে সেকেন্ড টাইম থাকতেছে না!

বিস্তারিত - https://www.facebook.com/groups/399582812268890/permalink/444588191101685/?app=fbl
😢32
আমি পিএইচডি, পোস্টডক করার পর মনে হলো পরিবারের সঙ্গে থাকব। ২০১৬ সালের দিকে ভাবলাম বাংলাদেশে গিয়ে সেটল করব। তখন পাঁচ মাস দেশে এসে বেশ চেষ্টা করি। সে সময়ে আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কলও পাইনি। আমি হয়তো ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইনি কিন্তু পিএইচডি বা পাবলিকেশন রয়েছে, তাতে আমি যেকোনো ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কল পাওয়ার যোগ্যতা রাখি। আমি হতাশ হয়ে আবার দেশের বাইরে চলে আসি। এটা শুধু আমার গল্প না, সবার। এটা একটা অনুভূতি। এতে কি আমি হারালাম, নাকি দেশ হারাল? আমি এখানে গ্রিন কার্ড পেয়েছি। এখানে যে গবেষণা করছি সেটার সুবিধা এ দেশ পাবে। সেটা বাংলাদেশ পেতে পারত। এখন হয়তো বাংলাদেশী উল্লেখ করেই বাংলাদেশ খুশি হচ্ছে। কিন্তু এই অবদানটা বাংলাদেশও পেতে পারত। অর্থনীতি আর গবেষণার ক্ষেত্রে কখনো রাজনীতি যুক্ত হওয়া ঠিক নয়। সেটা দেশকে বুঝতে হবে।


বদরুল আলম বনি: সিনিয়র সায়েন্টিস্ট, বায়োটেক কোম্পানি,

ম্যাসাচুসেটস স্টেট।
😢6438
যাদের সন্দেহ ছিলো ৫০০ টাকা দিয়ে ২২ টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে নাকি আলাদা আলাদা ৫০০ করে টাকা লাগবে তাদের জন্য এটি।

মাভাবিপ্রবি,যবিপ্রবি তারা তাদের সার্ভার রেডি করছে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে,প্রতিটি ইউনিটের জন্য ৫০০ করে টাকা লাগবে। মানে ৩ ইউনিটে করতে চাইলে ১৫০০ টাকা লাগবে একটা বিশ্ববিদ্যালয়ের জন্যই।

আরেকটা কথা গতবছর মাভাবিপ্রবি তে বিজ্ঞান এর ওরা ৫০০ টাকা দিয়েই ৩ ইউনিটে আবেদন করতে পেরেছিলো কিন্তু এইবার পৃথক পৃথক ভাবে ৫০০ করে টাকা নিচ্ছে।

#Collected
😢40🤯6🔥32👏2
51🤯25😢2🥰1🤔1
শিক্ষার্থীদের দাবির বিষয়টি নিয়ে দ্যা ডেইলি ক্যাম্পাস কথা বলেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিনের সাথে। নিচে অধ্যাপক ফরিদ উদ্দিনের সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু তুলে ধরা হলো-.

দ্যা ডেইলি ক্যাম্পাস: শুরুতে এক আবেদনের কথা বলা হলেও পৃথক পৃথক আবেদনের সিদ্ধান্ত নেওয়া হলো। এর কারণ কী?
অধ্যাপক ফরিদ উদ্দিন: আমরা কখনোই বলিনি একটি আবেদন করতে হবে। আমরা শুরু থেকেই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে পৃথক পৃথক আবেদনের কথা বলেছি। এক আবেদনের যে কথা বলা হচ্ছে এটি কোথা থেকে আসলো সেটি আমার জানা

দ্যা ডেইলি ক্যাম্পাস: পৃথক পৃথক আবেদন নিয়ে গত শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের আপত্তি ছিল। তাহলে এবার শিক্ষার্থীদের কষ্ট কতটা লাঘব হলো?
অধ্যাপক ফরিদ উদ্দিন: এবার শিক্ষার্থীদের অনেক কষ্টই লাঘব হয়েছে। তারা নিজ জেলায় পরীক্ষা দিতে পেরেছে। এছাড়া এবার কেবলমাত্র একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই চলবে। গতবারের মতো এক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে না। ৫ হাজার টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করতে পারবেন। সামগ্রিকভাবে শিক্ষার্থীদের অনেক লাভ হয়েছে।

দ্যা ডেইলি ক্যাম্পাস: গত শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের অভিযোগ ছিল, এই শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। আগামী শিক্ষাবর্ষেও কি শিক্ষার্থীদের অভিযোগ থাকবে?
অধ্যাপক ফরিদ উদ্দিন: দেখুন গুচ্ছ অনেক বড় পরীক্ষা। তিন লাখের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ফলে অভিযোগ থাকবেই। অভিযোগ না থাকলেই বরং সমস্যা। অভিযোগ উঠবে সেগুলো আমরা বসে সমাধানের চেষ্টা করবো।

দ্যা ডেইলি ক্যাম্পাস: আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ফরিদ উদ্দিন: দ্যা ডেইলি ক্যাম্পাসকেও ধন্যবাদ।


🌎NewsZone
😁30😢13👏3🤔3🤯3
শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. রায়ান সাদী ও তার মালিকানাধীন ‘টেভোজেন বায়ো’। ক্যান্সার ও ভাইরাসের বিরুদ্ধে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের জন্য তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ডা. সাদীর বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রুপপুরে। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৪০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা-বিজ্ঞানে লিডারশিপ এবং ইয়েল ইউনিভার্সিটিতে হেলথ পলিসি এবং অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য বিষয়ক উচ্চ পর্যায়ের টিমের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ডা. রায়ান। বর্তমানে তিনি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ এশিয়ার ৫১ দেশের চিকিৎসা-সেবা সহজলভ্য করা নিয়ে কাজ করছেন।
89🔥9👏7😁6🤔3🤯2🎉1🤩1
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সব মিলিয়ে ২৭ জন নোবেল পেয়েছেন। এই বিশ্ববিদ্যালয়ের নোবেলজয়ীর সংখ্যাই সবচেয়ে বেশি।
38🤔6👏1
বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আমাজনে পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (বর্জ্য-ব্যবস্থাপনা) হিসেবে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র মনি মোহন মণ্ডল। তিনি Environmental Science Discipline এর ছাত্র ছিলেন।
৪ অক্টোবর থেকেই আমাজনের পরিবেশ ও সাসটেইনেবিলিটি বিভাগে জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে কাজ করবেন তিনি।
65👏6😁4🔥3🤔1
5🤔2
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, আহত ১

০৩ অক্টোবর ২০২২ তারিখ (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন  সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারি) এবং সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।
😢739👏5
" বিশ্ব শিক্ষক দিবস "- এ ফোবিয়া সিরিজের পক্ষ থেকে সকল শিক্ষকদের প্রতি রইলো শ্রদ্ধা ও সম্মান।
71🥰5🔥2👏1🎉1
📌 HSC-22: RU

রাবিতে আগামী বছর সেকেন্ড টাইম থাকার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় নি, একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত।
😢46
আবেদন ফি নিয়ে আন্দোলন করলে গুচ্ছ ছেড়ে দিব: জবি উপাচার্য
💁বিস্তারিত
😁75👏9🤯7
ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন নবম শ্রেণির ছাত্রী ইফরাত জানাম ইশান।

পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনকালে ইশান জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশের মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান। যার মাধ্যমে নতুন প্রজন্ম একটি স্বপ্নের বাংলাদেশ পাবে।
🥰31😁12🔥11🤯7👏6
এডমিন পোস্টটা এপ্রুভ করবেন আশা করি।জুনিয়রদের নিরাপত্তার বিষয় এটি।

যারা যারা ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি হয়েছেন বা ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যে কিছু সতর্কবার্তা।

৩ টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেই ভয়াবহ র‍্যাগ খাওয়ার প্রস্তুতি নিয়ে যান।বিশেষ করে যদি হলে থাকেন তাইলে রাত ১/২ টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে বড়ভাইদের বিনোদন দেয়ার মনমানসিকতা নিয়ে রাখবেন।হল তো ফরিদপুর বা ময়মনসিংহ এ প্রথম বছর পাবেন না।এজন্য মেসে থাকা লাগবে।তবে হলে ডাক পরবে সমস্যা নাই।অদ্ভুত অদ্ভুত রুলসও দেয়া হবে।যেগুলো মেনে চলার মত না হলেও মানতে হবে এন্ড যদি ১০০% মেনেও চলেন তাও খুটে খুটে দোষ বের করে হেনস্থা করা হবে।মানসিকভাবেই আপনাকে শেষ করে দিবে ১ম বছর।

আর বরিশালে হল পাবেন এন্ড কলেজটা এমন জায়গায় যে আশেপাশে কোনো মেস নাই।তাই শিউর থাকেন রাতে আপনাদের হেনস্থা করা হবে।ভর্তির সময় যাবেন সিনিয়দের ব্যাবহারে মুগ্ধ হয়ে যাবেন বাট ভর্তির পরই দেখবেন আসল রুপ।অলরেডি আপনাদের ইমিডিয়েট সিনিয়ররা সেই রুপ দেখানোর প্রস্তুতি নিচ্ছে।

এছাড়াও হলে মাদক সেবন,অস্ত্রপাতি নিয়ে মহড়া,রাজনৈতিক ক্যাচাল আছেই।প্রমান স্বরুপ ইনবক্সে লিংক দিচ্ছি দেখে নিন।

আমি এই ৩ কলেজের একটার স্টুডেন্ট।আর কোনো তথ্য দিবোনা কারন আমার সমস্যা হবে।শুধু আপনাদের সচেতন করলাম।

অনেক সিনিয়ররা এখন এখানে এসে বলবে এসব মিথ্যা ওদের প্রতিষ্ঠানে কোনো র‍্যাগ নাই হ্যান ত্যান।

ভাই আপনাদের কাছে মিথ্যা বলে আমার কি লাভ?আমি জাস্ট আপনাদের সচেতন করলাম।তাও যদি বিশ্বাস না হয় ভর্তি হবার পর নিজেই মিলায়ে নিয়েন আমি সত্য বললাম নাকি মিথ্যা....



#Collected


বিস্তারিত - https://www.facebook.com/groups/AAPathshala/permalink/7999225266816627/
😢25🥰31