বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান আমাজনে পরিবেশ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (বর্জ্য-ব্যবস্থাপনা) হিসেবে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ছাত্র মনি মোহন মণ্ডল। তিনি Environmental Science Discipline এর ছাত্র ছিলেন।
৪ অক্টোবর থেকেই আমাজনের পরিবেশ ও সাসটেইনেবিলিটি বিভাগে জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে কাজ করবেন তিনি।
৪ অক্টোবর থেকেই আমাজনের পরিবেশ ও সাসটেইনেবিলিটি বিভাগে জার্মানির কাইজারস্লাউটার্ন শহরে কাজ করবেন তিনি।
❤65👏6😁4🔥3🤔1
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ অপারেশন কার্যক্রম পরিচালনাকালে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, আহত ১
০৩ অক্টোবর ২০২২ তারিখ (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারি) এবং সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।
০৩ অক্টোবর ২০২২ তারিখ (সোমবার) সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ স্থানীয় সময় রাত ৮টা ৩৫ ঘটিকায় (বাংলাদেশ সময় ০৪ অক্টোবর ০১৩৫ ঘটিকা) জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এর অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী শান্তিরক্ষীদের একটি গাড়ী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে পতিত হয়। এতে ০৩ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত এবং একজন গুরুতর আহত হন। নিহত শান্তিরক্ষীরা হলেন সৈনিক জসিম উদ্দিন (বয়স ৩১, গ্রামঃ কাটিঙ্গা, থানাঃ বিজয়নগর, জেলাঃ ব্রাহ্মনবাড়িয়া), সৈনিক জাহাংগীর আলম (বয়স ২৬, গ্রামঃ দক্ষিণ টিট পাড়া, থানাঃ ডিমলা, জেলাঃ নিলফামারি) এবং সৈনিক শরিফ হোসেন (বয়স ২৬, গ্রামঃ বাড়াক রুয়া, থানাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হন। শাহাদাৎবরণকারী সেনাসদস্যদের মৃতদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।
জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।
😢73❤9👏5
📌 HSC-22: RU
রাবিতে আগামী বছর সেকেন্ড টাইম থাকার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় নি, একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত।
রাবিতে আগামী বছর সেকেন্ড টাইম থাকার বিষয়ে ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় নি, একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত।
😢46
ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন নবম শ্রেণির ছাত্রী ইফরাত জানাম ইশান।
পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনকালে ইশান জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশের মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান। যার মাধ্যমে নতুন প্রজন্ম একটি স্বপ্নের বাংলাদেশ পাবে।
পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালনকালে ইশান জেলা পুলিশকে নারীবান্ধব পুলিশের মডেল হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানান। যার মাধ্যমে নতুন প্রজন্ম একটি স্বপ্নের বাংলাদেশ পাবে।
🥰31😁12🔥11🤯7👏6
এডমিন পোস্টটা এপ্রুভ করবেন আশা করি।জুনিয়রদের নিরাপত্তার বিষয় এটি।
যারা যারা ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি হয়েছেন বা ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যে কিছু সতর্কবার্তা।
৩ টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেই ভয়াবহ র্যাগ খাওয়ার প্রস্তুতি নিয়ে যান।বিশেষ করে যদি হলে থাকেন তাইলে রাত ১/২ টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে বড়ভাইদের বিনোদন দেয়ার মনমানসিকতা নিয়ে রাখবেন।হল তো ফরিদপুর বা ময়মনসিংহ এ প্রথম বছর পাবেন না।এজন্য মেসে থাকা লাগবে।তবে হলে ডাক পরবে সমস্যা নাই।অদ্ভুত অদ্ভুত রুলসও দেয়া হবে।যেগুলো মেনে চলার মত না হলেও মানতে হবে এন্ড যদি ১০০% মেনেও চলেন তাও খুটে খুটে দোষ বের করে হেনস্থা করা হবে।মানসিকভাবেই আপনাকে শেষ করে দিবে ১ম বছর।
আর বরিশালে হল পাবেন এন্ড কলেজটা এমন জায়গায় যে আশেপাশে কোনো মেস নাই।তাই শিউর থাকেন রাতে আপনাদের হেনস্থা করা হবে।ভর্তির সময় যাবেন সিনিয়দের ব্যাবহারে মুগ্ধ হয়ে যাবেন বাট ভর্তির পরই দেখবেন আসল রুপ।অলরেডি আপনাদের ইমিডিয়েট সিনিয়ররা সেই রুপ দেখানোর প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও হলে মাদক সেবন,অস্ত্রপাতি নিয়ে মহড়া,রাজনৈতিক ক্যাচাল আছেই।প্রমান স্বরুপ ইনবক্সে লিংক দিচ্ছি দেখে নিন।
আমি এই ৩ কলেজের একটার স্টুডেন্ট।আর কোনো তথ্য দিবোনা কারন আমার সমস্যা হবে।শুধু আপনাদের সচেতন করলাম।
অনেক সিনিয়ররা এখন এখানে এসে বলবে এসব মিথ্যা ওদের প্রতিষ্ঠানে কোনো র্যাগ নাই হ্যান ত্যান।
ভাই আপনাদের কাছে মিথ্যা বলে আমার কি লাভ?আমি জাস্ট আপনাদের সচেতন করলাম।তাও যদি বিশ্বাস না হয় ভর্তি হবার পর নিজেই মিলায়ে নিয়েন আমি সত্য বললাম নাকি মিথ্যা....
#Collected
বিস্তারিত - https://www.facebook.com/groups/AAPathshala/permalink/7999225266816627/
যারা যারা ঢাবির প্রযুক্তি ইউনিটে ভর্তি হয়েছেন বা ভর্তির প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যে কিছু সতর্কবার্তা।
৩ টা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেই ভয়াবহ র্যাগ খাওয়ার প্রস্তুতি নিয়ে যান।বিশেষ করে যদি হলে থাকেন তাইলে রাত ১/২ টা পর্যন্ত দাঁড়িয়ে থেকে বড়ভাইদের বিনোদন দেয়ার মনমানসিকতা নিয়ে রাখবেন।হল তো ফরিদপুর বা ময়মনসিংহ এ প্রথম বছর পাবেন না।এজন্য মেসে থাকা লাগবে।তবে হলে ডাক পরবে সমস্যা নাই।অদ্ভুত অদ্ভুত রুলসও দেয়া হবে।যেগুলো মেনে চলার মত না হলেও মানতে হবে এন্ড যদি ১০০% মেনেও চলেন তাও খুটে খুটে দোষ বের করে হেনস্থা করা হবে।মানসিকভাবেই আপনাকে শেষ করে দিবে ১ম বছর।
আর বরিশালে হল পাবেন এন্ড কলেজটা এমন জায়গায় যে আশেপাশে কোনো মেস নাই।তাই শিউর থাকেন রাতে আপনাদের হেনস্থা করা হবে।ভর্তির সময় যাবেন সিনিয়দের ব্যাবহারে মুগ্ধ হয়ে যাবেন বাট ভর্তির পরই দেখবেন আসল রুপ।অলরেডি আপনাদের ইমিডিয়েট সিনিয়ররা সেই রুপ দেখানোর প্রস্তুতি নিচ্ছে।
এছাড়াও হলে মাদক সেবন,অস্ত্রপাতি নিয়ে মহড়া,রাজনৈতিক ক্যাচাল আছেই।প্রমান স্বরুপ ইনবক্সে লিংক দিচ্ছি দেখে নিন।
আমি এই ৩ কলেজের একটার স্টুডেন্ট।আর কোনো তথ্য দিবোনা কারন আমার সমস্যা হবে।শুধু আপনাদের সচেতন করলাম।
অনেক সিনিয়ররা এখন এখানে এসে বলবে এসব মিথ্যা ওদের প্রতিষ্ঠানে কোনো র্যাগ নাই হ্যান ত্যান।
ভাই আপনাদের কাছে মিথ্যা বলে আমার কি লাভ?আমি জাস্ট আপনাদের সচেতন করলাম।তাও যদি বিশ্বাস না হয় ভর্তি হবার পর নিজেই মিলায়ে নিয়েন আমি সত্য বললাম নাকি মিথ্যা....
#Collected
বিস্তারিত - https://www.facebook.com/groups/AAPathshala/permalink/7999225266816627/
😢25🥰3❤1
এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এরা নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে 20 থেকে 24টি ডিম পাড়ে। এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে।
"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"
আল_কুরআন
সূরা (আর_রহমান 55:13)
"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"
আল_কুরআন
সূরা (আর_রহমান 55:13)
❤106🔥1👏1
Reminder
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত উত্তর না করলে পাওয়া যাবে না পদার্থ,রসায়ন, গণিত ও পরিসংখ্যান বিষয়।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত উত্তর না করলে পাওয়া যাবে না পদার্থ,রসায়ন, গণিত ও পরিসংখ্যান বিষয়।
❤15🔥8😢1
বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন । কে সেই ব্যক্তি?
"নাজিম উদ্দিন" স্যার😊
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে বেরিয়েছে ছেলেটি। পাশ করেই অংশ নিলেন বিসিএস পরীক্ষায়। নিজের পরিশ্রম আর একাগ্রতার ফল হিসেবে প্রথম হন (১০ম) বিসিএস পরীক্ষায়। কিন্তু সবাইকে অবাক করে প্রথম হয়েও সেই ছেলেটি চাকরিতে যোগদান করলো না। পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবারও বিসিএস ভাইভাতে উপস্থিত! ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না ?”
উত্তরে নাজিম উদ্দিন স্যার জানালেন, ‘আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন, তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি ।
তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন ?”
উত্তরে নাজিম উদ্দিন স্যার যা জানালেন তাতে বোর্ডকর্তাদের চক্ষু চড়কগাছ । নাজিম উদ্দিন স্যারের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।
এতক্ষণ যা পড়লেন তার কিছুই গল্প নয়, বাস্তব সত্যি । আর সেই নাজিম উদ্দিন স্যার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ ।
আর হ্যাঁ, তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন। কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।
বাংলাদেশের ইতিহাসে এই একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন কিন্তু তিনি নিজেকে সেলিব্রিটি ঘোষণা করেননি। যাকে-তাকে তাচ্ছিল্য করেননি।
কারণ তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী"
©collected
"নাজিম উদ্দিন" স্যার😊
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে বেরিয়েছে ছেলেটি। পাশ করেই অংশ নিলেন বিসিএস পরীক্ষায়। নিজের পরিশ্রম আর একাগ্রতার ফল হিসেবে প্রথম হন (১০ম) বিসিএস পরীক্ষায়। কিন্তু সবাইকে অবাক করে প্রথম হয়েও সেই ছেলেটি চাকরিতে যোগদান করলো না। পরবর্তীতে ১২তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবারও বিসিএস ভাইভাতে উপস্থিত! ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখল এই ছেলে ১০ম বিসিএস পরীক্ষায় প্রথম মেধাস্থানে ছিল।
বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “জনাব, নাজিম উদ্দিন, আপনি কেন আগেরবার প্রথম হয়েও সিভিল সার্ভিসে যোগদান করলেন না ?”
উত্তরে নাজিম উদ্দিন স্যার জানালেন, ‘আগেরবার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ার পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন, তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেন নি ।
তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলেন, “এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন ?”
উত্তরে নাজিম উদ্দিন স্যার যা জানালেন তাতে বোর্ডকর্তাদের চক্ষু চড়কগাছ । নাজিম উদ্দিন স্যারের সরল উত্তর, “আসলে আমি একটু যাচাই করে দেখলাম, আমার সেই মেধা আর প্রস্তুতি ঠিক আছে কিনা”।
এতক্ষণ যা পড়লেন তার কিছুই গল্প নয়, বাস্তব সত্যি । আর সেই নাজিম উদ্দিন স্যার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রফেসর নাজিম উদ্দিন ভূঁইয়া, এফসিএমএ ।
আর হ্যাঁ, তিনি দ্বিতীয় বারেও বিসিএস পরীক্ষায় প্রথম হন। কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন।
বাংলাদেশের ইতিহাসে এই একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন কিন্তু তিনি নিজেকে সেলিব্রিটি ঘোষণা করেননি। যাকে-তাকে তাচ্ছিল্য করেননি।
কারণ তিনি জানতেন, “যিনি যত বেশি জ্ঞানী, তিনি তত বেশি বিনয়ী"
©collected
❤91🔥8👏7