News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
এর মাধ্যমে টেলিগ্রামেও এড এর মাধ্যমে টাকা আয় করা সম্ভব হবে ।
😐42😭15🔥9🤷‍♂7👏3
💥RU C Unit Shift-1 Questions with Solutions (HSC-23)

©Joykoli
🕊12❤‍🔥2
💥RU C Unit Shift-2 Questions with Solutions (HSC-23)

©Joykoli
👌13🕊6😨6😢4
গতকাল ঢাকার প্রায় ৭০০ ছেলে মেয়ে রাবির পরীক্ষা মিস করতে বসেছিলো। কারণ, ধূমকেতুর লোকো রাস্তাতেই ফেইল করে বসে।

এমন পরিস্থিতি অনেক নিয়োগ পরীক্ষার সময়ও হয়েছে। বহু ছেলে মেয়ে জাস্ট ট্রেনের টাইমলি না পৌঁছানোর কারণে পরীক্ষা দিতে পারে নাই।

বাট এবারের পরিস্থিতিটা একটু আলাদাই ছিলো।

এবারের ট্রেন রেল মহাপরিচালক নিজে মনিটর করতেসিলেন রাজশাহী থেকে। এবং ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই তিনি ফোন করেন রাবির ভিসিকে। অনুরোধ করে পরীক্ষা দেড় ঘন্টা পিছাইয়া দেন।

বাট, এখন নষ্ট ট্রেন ঠিক করে দেড় ঘন্টায় রাজশাহী পৌঁছানোর উপায় কী?

ঐ সময় চিলাহাটি থেকে ঢাকার দিকে যাচ্ছিলো চিলাহাটি এক্সপ্রেস। উনি দ্রুতযানের লোকো খুলে ধূমকেতুতে লাগাইয়া তখনই ট্রেন চালানোর ব্যবস্থা করেন। এরপর পরে স্টপেজ বাতিল করে টানা ট্রেন চালাইয়া আইনা ট্রেন থামান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে। ৭০০ থেকে ৮০০ ছেলেমেয়ে পরীক্ষায় বসার সুযোগ পায়।

আগেই বলেছি, এইসব ঘটনা নতুন না। আগেও ঘটেছে। প্রতিবারই স্টুডেন্টদের পরামর্শ দেওয়া হয়েছে আগে আসতে। কতৃপক্ষ কোন দায় নেয়নি কখনও।

বাট এবারই প্রথম কতৃপক্ষ নিজে দায়িত্ব নিয়ে ছাত্রদের পেইনটা নিজের উপর নিয়েছেন। প্রেশার নিয়ে, দায়িত্ব নিয়ে এতোগুলো স্টুডেন্টের স্বপ্ন বাঁচিয়ে দিয়েছেন।

অথচ চাইলে তিনিও দায় এড়াইয়া বলতে পারতেন, যে ছাত্রদের দোষ। তারা আগে বের হয়নি কেন? উনি সেটা বলেননি।

বেশিরভাগ সময়ই আমি সরকারি অফিসারদের সমালোচনা করেছি, হয়রানির স্বীকার হয়ে তাদের বিরুদ্ধে বলেছি। ভালো কথা কমই লেখা হয়েছে।

আমি সেই ভালো কথাটা আজকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাপরিচালক অসীম কুমারকে বলতে চাই। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।

সরকারি কর্মকর্তাদের লিমিটেশন অনেক, আমরা জানি। তারা সিস্টেমের বাইরে যেতে পারেন না, সেইটাও জানি। বাট চাইলে তারা মানুষকে হেল্প করতে পারেন। চাইলেই একটু সহজ ওয়েতে অনেককিছুই ম্যানেজ করে ফেলতে পারেন, সেইটার সবচেয়ে বড় প্রমাণ জনাব অসীম কুমার তালুকদার।

- সাদিকুর রহমান খান

-Admission informer
🔥237142🫡31🥰14❤‍🔥12
জাবি D ইউনিটের সংশোধিত ফলাফল প্রকাশিত। মেরিট পরিবর্তন হয়নি। সাবজেক্ট ভিত্তিক মার্ক চেঞ্জ হয়েছে
😐55🤷‍♂28😭16😢6👏4🤯3🕊3💔2👌1🆒1
D-Unit-Male-Merit-Corrected.pdf
2.6 MB
JU D Unit Update

Correction Result
🤷‍♂8😢4👌2
💥💥
👏14250😱25🔥21😐12😢5❤‍🔥4💯3🕊2👌1🍓1
News Zone
💥💥
এমনটা বাংলাদেশেও ঘটবে

প্যারালাল ইউনিভার্সে
💔51😢21🫡9😐8💯5❤‍🔥3🤷‍♂2🤩2😭1
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর কত পজিশনে কোন সাবজেক্ট পেয়েছিল তার লিস্ট!
(Biotechnology এর জায়গায় Biochemistry হবে)

বি.দ্র. গতবারের কাটমার্কের সাথে এবারের কাটমার্ক মিলবে না। কত পজিশনে কোন সাবজেক্ট পেয়েছে তা দেখে একটা ধারণা পাওয়া যাবে যে কত পজিশন থাকলে কোন সাবজেক্ট আসবে😊 রেজাল্ট দেওয়ার পর কাজে লাগবে হয়তো লিস্ট টা।

©MD Shaptarshi
🔥30😭125🤷‍♂5🥰1
Exam Mate Special Folder:

📌Link:https://news.1rj.ru/str/addlist/7OSW5uOTVrsyZGY1
👏104
আজ প্রকাশিত হতে পারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল।
😭17361😨21🤷‍♂20👌13💔9🥰5🤝4😢3😍3😱2
116👏7🥰6🔥5🕊5😭4