দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এইচএসসিতে যে বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন বেশি থাকতে পারে।
- অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির
( স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক )
- অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির
( স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক )
❤41😢4👏2
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে কেন্দ্রীয় মেধাতালিকা তৈরির কথা থাকলেও সেটি করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো যে পৃথক পৃথক মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুচ্ছের ভর্তি আবেদন চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করবে। আবেদনগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠানোর পর তারা সেটি যাচাই করে দেখবে। ৭ নভেম্বর ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, প্রথমে কেন্দ্রীয়ভাবে মেরিট লিস্ট তৈরির কথা থাকলেও নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি। তারা বলছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর নম্বর রাখছে না। আবার অনেক বিশ্ববিদ্যালয় জিপিএর নম্বর রাখছে। যে বিশ্ববিদ্যালয়গুলো জিপিএর ওপর নম্বর রাখছে সেগুলোর নম্বরের ক্ষেত্রেও অসামঞ্জস্যতা রয়েছে। ফলে কোনো ভাবেই কেন্দ্রীয় ভর্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।
নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রথমে কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা তৈরি করতে চেয়েছিলাম। তবে জিপিএ নম্বর রাখা না রাখাসহ আরও বেশ কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমাদের আবেদনগ্রহণ চলবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো যে মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর রাখছে আবার অনেকগুলো রাখছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাইগ্রেশনে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে এই উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
Details
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুচ্ছের ভর্তি আবেদন চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করবে। আবেদনগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠানোর পর তারা সেটি যাচাই করে দেখবে। ৭ নভেম্বর ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, প্রথমে কেন্দ্রীয়ভাবে মেরিট লিস্ট তৈরির কথা থাকলেও নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি। তারা বলছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর নম্বর রাখছে না। আবার অনেক বিশ্ববিদ্যালয় জিপিএর নম্বর রাখছে। যে বিশ্ববিদ্যালয়গুলো জিপিএর ওপর নম্বর রাখছে সেগুলোর নম্বরের ক্ষেত্রেও অসামঞ্জস্যতা রয়েছে। ফলে কোনো ভাবেই কেন্দ্রীয় ভর্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।
নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রথমে কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা তৈরি করতে চেয়েছিলাম। তবে জিপিএ নম্বর রাখা না রাখাসহ আরও বেশ কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমাদের আবেদনগ্রহণ চলবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো যে মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর রাখছে আবার অনেকগুলো রাখছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাইগ্রেশনে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে এই উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
Details
😁29🔥4🤩1
প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। বুধবার (১২ অক্টোবর) ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে সংস্থাটি। তাতে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই দেশের কোন বিশ্ববিদ্যালয়।
⛔ বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সাতটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
⏩ শীর্ষ অবস্থান করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা ছয় বছর ধরে শীর্ষস্থানে রয়েছে।
⛔ শীর্ষ ১০এ রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, ইয়েল ইউনিভার্সিটি এবং ইমপেরিয়াল কলেজ ,লন্ডন।
⏩ বাংলাদেশে-
❇️প্রথম- ঢাকা বিশ্ববিদ্যালয় ( ৬০১ থেকে ৮০০ এর মধ্যে)
❇️ দ্বিতীয় - বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি
❇️ তৃতীয় - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
❇️ চতুর্থ - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)।
⚠️দেশের হয়ে তালিকায় থাকা বাকী প্রতিষ্ঠানগুলো তালিকার শেষের ১২০১ থেকে ১৫০০ এর মাঝে কোনোরকম অবস্থান টিকিয়ে রেখেছে। আর বাংলাদেশের অন্য ১০টি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের নাম থাকলেও তাদের কেনো আন্তর্জাতিক অবস্থান নেই
⛔ বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সাতটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
⏩ শীর্ষ অবস্থান করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা ছয় বছর ধরে শীর্ষস্থানে রয়েছে।
⛔ শীর্ষ ১০এ রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, ইয়েল ইউনিভার্সিটি এবং ইমপেরিয়াল কলেজ ,লন্ডন।
⏩ বাংলাদেশে-
❇️প্রথম- ঢাকা বিশ্ববিদ্যালয় ( ৬০১ থেকে ৮০০ এর মধ্যে)
❇️ দ্বিতীয় - বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি
❇️ তৃতীয় - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
❇️ চতুর্থ - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)।
⚠️দেশের হয়ে তালিকায় থাকা বাকী প্রতিষ্ঠানগুলো তালিকার শেষের ১২০১ থেকে ১৫০০ এর মাঝে কোনোরকম অবস্থান টিকিয়ে রেখেছে। আর বাংলাদেশের অন্য ১০টি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের নাম থাকলেও তাদের কেনো আন্তর্জাতিক অবস্থান নেই
😁22😢10❤6🤯5👏4
🔶এক সাথে গুচ্ছের সাতটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য -
🟩যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-
⭕ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গণিতে ৭ পেতে হবে।
⭕ফলিত বিজ্ঞান অনুষদের সাবজেক্ট পেতে বায়োলজিতে ১০ পেতে হবে।
⭕বায়োলজিক্যাল সাবজেক্ট পেতে বায়োলজিতে ৪০% নম্বর পাওয়া লাগবে।
⭕সাইন্স ফ্যাকাল্টি (পিওর) সাবজেক্ট পেতে গণিতে ৫ পেতে হবে।
⭕গণিত পেতে গণিতে ৬ পেতে হবে।
⭕বিবিএ সাবজেক্ট পেতে হিসাব বিজ্ঞান এবং ব্যাবসা সংগঠন ও ব্যাবস্থাপনায় ১২.৫ এবং ইংরেজিতে ৫ পেতে হবে।
⭕ইংরেজি পেতে বিজ্ঞান থেকে ইংরেজিতে ১০,মানবিক থেকে ১৪ এবং ব্যবসা শিক্ষা থেকে ৬ পেতে হবে।
🟩বরিশাল বিশ্ববিদ্যালয়-
➡️ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিএসই পেতে পদার্থ বিজ্ঞানে ০৭ এবং গণিতে ৬ পেতে হবে।
➡️জীব বিজ্ঞানের সাবজেক্ট পেতে বায়োলজিতে ০৭ পেতে হবে।
বায়োকেমিস্ট্রি পেতে -০৭ পেতে হবে।
➡️মানবিক থেকে ইংরেজি পেতে ইংরেজিতে ১৪ পেতে হবে।
➡️বিজ্ঞান বিভাগ থেকে গ্রুপ পরিবর্তন এর সুযোগ রয়েছে।
বিজ্ঞান থেকে বাংলা পেতে পরীক্ষায় বাংলায় ০৭ পেতে হবে।
ইংরেজি পেতে পরীক্ষায় ইংরেজিতে ১০ পেতে হবে।
🟩বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়-
গণিত উত্তর করা বাধ্যতামূলক এবং গণিতে নেগেটিভ মার্ক থাকা যাবে না।
🟩মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকছে না সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন নম্বর।
🔴গণিত+জীব বিজ্ঞান উত্তর করলে- ইঞ্জিনিয়ারিং,লাইফ সাইন্স,এবং বিজ্ঞান অনুষদ সকল সাবজেক্টের জন্য বিবেচিত হবে।
🔵শুধু জীব বিজ্ঞান উত্তর করলে লাইফ সাইন্সের সাবজেক্টের জন্য বিবেচিত হবে।
🟢শুধু গণিত উত্তর করলে ইঞ্জিনিয়ারিং এবং সাইন্স অনুষদের সাবজেক্ট এর জন্য বিবেচিত হবে।
🟢কোনো সাবজেক্টে ১ নম্বরের কম থাকলে আবেদন করা যাবে না।
অর্থাৎ গণিত উত্তর ব্যতীত পাওয়া যাবে না ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট।
🟩জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-
⭕সিএসই পেতে গণিতে -০৭ পেতে হবে এবং পদার্থ বিজ্ঞানে ০৭ পেতে হবে।
⭕EEE পেতে গণিতে এবং পদার্থ বিজ্ঞানে-০৭ করে পেতে হবে. এবং রসায়নে ০৫ পেতে হবে।
⭕পরিবেশ বিজ্ঞান পেতে -পরীক্ষায় গণিত উত্তর করা বাধ্যতামূলক।
⭕পরিসংখ্যান পেতে-গণিতে ০৫ পেতে হবে।
🔴 যেকোনো বিভাগ থেকে বাংলা পেতে বাংলায় ৫০% নম্বর পেতে হবে।
🔴ইংরেজি পেতে ইংরেজিতে ৬০% নম্বর পেতে হবে
🔴আইন পেতে বি এবং সি ইউনিট থেকে ইংরেজিতে যথাক্রমে ১৫ এবং ৬ পেতে হবে।
জিপিএতে থাকছে ৩০ নম্বর।
🟩বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-
⭕গণিত ব্যাতিত পাওয়া যাবে না সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্ট
⭕কলা অনুষদের ইংরেজি সাবজেক্ট পেতে সাইন্স থেকে ইংরেজিতে ১০,মানবিক থেকে ১০ এবং ব্যবসা শিক্ষা থেকে ০৫ পেতে হবে।
🟠বিবিএ সাবজেক্ট এর জন্য কোনো শর্ত নেই
🟠জিপিএতে কোনো নম্বর থাকছে না।
🟩নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -
⭕ ইঞ্জিনিয়ারিং ও সাইন্স অনুষদের সাবজেক্ট পেতে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে।
⭕ ফার্মেসি এবং ওশানোগ্রাফি পেতে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে।
⭕ লাইফ সাইন্সের সাবজেক্টের জন্য উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
🟩যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-
⭕ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গণিতে ৭ পেতে হবে।
⭕ফলিত বিজ্ঞান অনুষদের সাবজেক্ট পেতে বায়োলজিতে ১০ পেতে হবে।
⭕বায়োলজিক্যাল সাবজেক্ট পেতে বায়োলজিতে ৪০% নম্বর পাওয়া লাগবে।
⭕সাইন্স ফ্যাকাল্টি (পিওর) সাবজেক্ট পেতে গণিতে ৫ পেতে হবে।
⭕গণিত পেতে গণিতে ৬ পেতে হবে।
⭕বিবিএ সাবজেক্ট পেতে হিসাব বিজ্ঞান এবং ব্যাবসা সংগঠন ও ব্যাবস্থাপনায় ১২.৫ এবং ইংরেজিতে ৫ পেতে হবে।
⭕ইংরেজি পেতে বিজ্ঞান থেকে ইংরেজিতে ১০,মানবিক থেকে ১৪ এবং ব্যবসা শিক্ষা থেকে ৬ পেতে হবে।
🟩বরিশাল বিশ্ববিদ্যালয়-
➡️ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিএসই পেতে পদার্থ বিজ্ঞানে ০৭ এবং গণিতে ৬ পেতে হবে।
➡️জীব বিজ্ঞানের সাবজেক্ট পেতে বায়োলজিতে ০৭ পেতে হবে।
বায়োকেমিস্ট্রি পেতে -০৭ পেতে হবে।
➡️মানবিক থেকে ইংরেজি পেতে ইংরেজিতে ১৪ পেতে হবে।
➡️বিজ্ঞান বিভাগ থেকে গ্রুপ পরিবর্তন এর সুযোগ রয়েছে।
বিজ্ঞান থেকে বাংলা পেতে পরীক্ষায় বাংলায় ০৭ পেতে হবে।
ইংরেজি পেতে পরীক্ষায় ইংরেজিতে ১০ পেতে হবে।
🟩বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়-
গণিত উত্তর করা বাধ্যতামূলক এবং গণিতে নেগেটিভ মার্ক থাকা যাবে না।
🟩মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থাকছে না সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন নম্বর।
🔴গণিত+জীব বিজ্ঞান উত্তর করলে- ইঞ্জিনিয়ারিং,লাইফ সাইন্স,এবং বিজ্ঞান অনুষদ সকল সাবজেক্টের জন্য বিবেচিত হবে।
🔵শুধু জীব বিজ্ঞান উত্তর করলে লাইফ সাইন্সের সাবজেক্টের জন্য বিবেচিত হবে।
🟢শুধু গণিত উত্তর করলে ইঞ্জিনিয়ারিং এবং সাইন্স অনুষদের সাবজেক্ট এর জন্য বিবেচিত হবে।
🟢কোনো সাবজেক্টে ১ নম্বরের কম থাকলে আবেদন করা যাবে না।
অর্থাৎ গণিত উত্তর ব্যতীত পাওয়া যাবে না ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট।
🟩জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-
⭕সিএসই পেতে গণিতে -০৭ পেতে হবে এবং পদার্থ বিজ্ঞানে ০৭ পেতে হবে।
⭕EEE পেতে গণিতে এবং পদার্থ বিজ্ঞানে-০৭ করে পেতে হবে. এবং রসায়নে ০৫ পেতে হবে।
⭕পরিবেশ বিজ্ঞান পেতে -পরীক্ষায় গণিত উত্তর করা বাধ্যতামূলক।
⭕পরিসংখ্যান পেতে-গণিতে ০৫ পেতে হবে।
🔴 যেকোনো বিভাগ থেকে বাংলা পেতে বাংলায় ৫০% নম্বর পেতে হবে।
🔴ইংরেজি পেতে ইংরেজিতে ৬০% নম্বর পেতে হবে
🔴আইন পেতে বি এবং সি ইউনিট থেকে ইংরেজিতে যথাক্রমে ১৫ এবং ৬ পেতে হবে।
জিপিএতে থাকছে ৩০ নম্বর।
🟩বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-
⭕গণিত ব্যাতিত পাওয়া যাবে না সাইন্স এবং ইঞ্জিনিয়ারিং অনুষদের সাবজেক্ট
⭕কলা অনুষদের ইংরেজি সাবজেক্ট পেতে সাইন্স থেকে ইংরেজিতে ১০,মানবিক থেকে ১০ এবং ব্যবসা শিক্ষা থেকে ০৫ পেতে হবে।
🟠বিবিএ সাবজেক্ট এর জন্য কোনো শর্ত নেই
🟠জিপিএতে কোনো নম্বর থাকছে না।
🟩নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -
⭕ ইঞ্জিনিয়ারিং ও সাইন্স অনুষদের সাবজেক্ট পেতে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে।
⭕ ফার্মেসি এবং ওশানোগ্রাফি পেতে হলে উচ্চমাধ্যমিকে অবশ্যই গণিত এবং জীববিজ্ঞান থাকতে হবে।
⭕ লাইফ সাইন্সের সাবজেক্টের জন্য উচ্চমাধ্যমিকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে।
❤19🔥3🥰3
২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তি প্রক্রিয়া দুই ধাপে শেষ হবে। প্রথম ধাপে প্রাথমিক ভর্তি ও প্রয়োজনীয় মাইগ্রেশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পরিচালিত হবে। দ্বিতীয় ধাপে ভর্তিচ্ছুরা যে বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির জন্য নির্বাচিত হবেন—সেখানে সশরীরে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশের সবগুলো জাতীয় দৈনিকে এ সংক্রন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে গুচ্ছভুক্ত কেন্দ্রীয় ভর্তি কমিটি। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) দেশের সবগুলো জাতীয় দৈনিকে এ সংক্রন্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে গুচ্ছভুক্ত কেন্দ্রীয় ভর্তি কমিটি। দুই ধাপে ভর্তি ও মাইগ্রেশন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গুচ্ছ ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত হবে।
🤯22👏1
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে এক আবেদনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের সব বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রতিটি ইউনিটে পৃথক পৃথক আবেদনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক বিভাগের সব বিষয়ের জন্য আবেদন করতে পারবেন, সেই অনুসারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্যই আবেদন করতে পারবে।
-The Daily Campus
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক বিভাগের সব বিষয়ের জন্য আবেদন করতে পারবেন, সেই অনুসারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্যই আবেদন করতে পারবে।
-The Daily Campus
❤22🔥3🥰1
News Zone
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে এক আবেদনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের সব বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রতিটি ইউনিটে পৃথক পৃথক আবেদনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা…
সহজ কথায় বলতে গেলে,
1 University = 3 Unit = 500 tk
1 University = 3 Unit = 500 tk
❤21🔥10
ব্রেকিং নিউজ
❇️ জিপিএ মার্ক থাকার সম্ভাবনা ১০ তা কালকে নিশ্চিত করা হবে।
- জবি উপাচার্য
❇️ ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে না। এককভাবে পরীক্ষা নিবে এবং সেকেন্ড টাইম সুযোগ দিতে চাচ্ছে না জবি।।
❇️ জিপিএ মার্ক থাকার সম্ভাবনা ১০ তা কালকে নিশ্চিত করা হবে।
- জবি উপাচার্য
❇️ ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে না। এককভাবে পরীক্ষা নিবে এবং সেকেন্ড টাইম সুযোগ দিতে চাচ্ছে না জবি।।
😁26❤14😢9👏3🥰1🤔1
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে।
উদাহারণ দিয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, ধরুণ একজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেয়েছেন। এই নম্বরে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা তার সামনে তুলে ধরা হবে। এখন পরবর্তী সিদ্ধান্ত ওই শিক্ষার্থী নিজেই নেবে। সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর আত্মবিশ্বাসী না হলে সম্ভাব্য সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।
উদাহারণ দিয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, ধরুণ একজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেয়েছেন। এই নম্বরে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা তার সামনে তুলে ধরা হবে। এখন পরবর্তী সিদ্ধান্ত ওই শিক্ষার্থী নিজেই নেবে। সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর আত্মবিশ্বাসী না হলে সম্ভাব্য সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।
❤30😢13👏2
News Zone
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে। উদাহারণ দিয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, ধরুণ একজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায়…
এটা কি ভালো হলো নাকি খারাপ?!
আপনাদের মতামত তা দেনতো
আপনাদের মতামত তা দেনতো
❤10🔥1
⭕গুচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি গুলোর সার সংক্ষেপ-
🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট দিবে না -
✔️যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
✔️বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
✔️জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং দিবে না কিন্তু পিওর দিবে- বরিশাল বিশ্ববিদ্যালয়
🟩গণিত এবং জীব বিজ্ঞান ছাড়া সকল সাবজেক্ট দিবে- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
🔵🟢জিপিএ এর উপর নম্বর থাকছেনা- যবিপ্রবি, মাভাবিপ্রবি, বেরোবি,ববি।
🟠🟣জিপিএ নম্বর ৩০ থাকছে - জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
🟣🟠জিপিএ নম্বর ১০০ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
#collected
🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট দিবে না -
✔️যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
✔️বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
✔️জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং দিবে না কিন্তু পিওর দিবে- বরিশাল বিশ্ববিদ্যালয়
🟩গণিত এবং জীব বিজ্ঞান ছাড়া সকল সাবজেক্ট দিবে- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
🔵🟢জিপিএ এর উপর নম্বর থাকছেনা- যবিপ্রবি, মাভাবিপ্রবি, বেরোবি,ববি।
🟠🟣জিপিএ নম্বর ৩০ থাকছে - জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।
🟣🟠জিপিএ নম্বর ১০০ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
#collected
❤16👏2
গুগলে জাবির নতুন পদচারণা!
অভিনন্দন মির নশীন জাহান আপু! বিশ্বেসেরা এই টেক জায়ান্টে জাহাঙ্গীরনগরের ইতিহাসে প্রথম মেয়ে হিসেবে অফার পাওয়ার জন্য শুভকামনা। এর পূর্বে তিনি থাইল্যান্ডের ব্যাংকক শহরে অ্যাগোডার এসোসিয়েট সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রবলেম সলভিংয়ে প্রচন্ড ভালোবাসা এই মেধাবী মানুষটার সর্বোচ্চ Code forces রেটিং ১৮৯২!
বাংলাদেশের হাতেগোণা ৪-৫ জন মেয়ে গুগলারের মাঝে আরেক নতুন পালক যুক্ত হলো তার এই অর্জনে। তিনি ২০১৬-২০২১ পর্যন্ত জাহাঙ্গীরনগর আইআইটির ৪৫ তম ব্যাচে পড়াশোনা করেছেন।
অভিনন্দন মির নশীন জাহান আপু! বিশ্বেসেরা এই টেক জায়ান্টে জাহাঙ্গীরনগরের ইতিহাসে প্রথম মেয়ে হিসেবে অফার পাওয়ার জন্য শুভকামনা। এর পূর্বে তিনি থাইল্যান্ডের ব্যাংকক শহরে অ্যাগোডার এসোসিয়েট সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রবলেম সলভিংয়ে প্রচন্ড ভালোবাসা এই মেধাবী মানুষটার সর্বোচ্চ Code forces রেটিং ১৮৯২!
বাংলাদেশের হাতেগোণা ৪-৫ জন মেয়ে গুগলারের মাঝে আরেক নতুন পালক যুক্ত হলো তার এই অর্জনে। তিনি ২০১৬-২০২১ পর্যন্ত জাহাঙ্গীরনগর আইআইটির ৪৫ তম ব্যাচে পড়াশোনা করেছেন।
❤63🥰7🎉5
গুচ্ছের যে বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৩০০ টাকা গুনতে হবে -
✳️স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)
⚠️ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
✳️স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)
⚠️ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
🥰7🤯2🔥1👏1😢1
KU_Admission_2021_22 (1) (1).pdf
164.2 KB
✳️ HSC-21: GST (KU)
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত
🥰17😢8
বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন
বিস্তারিত : tinyurl.com/2q4evf3h
বিস্তারিত : tinyurl.com/2q4evf3h
😢44🤯5