News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে এক আবেদনের মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের সব বিষয়ের পছন্দক্রম দিতে পারবেন ভর্তিচ্ছুরা। প্রতিটি ইউনিটে পৃথক পৃথক আবেদনের পূর্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি।


বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১৪ অক্টোবর) বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক বিভাগের সব বিষয়ের জন্য আবেদন করতে পারবেন, সেই অনুসারে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা একটি আবেদনের মাধ্যমে বাণিজ্য ও মানবিক দুই বিভাগের বিষয়ের জন্যই আবেদন করতে পারবে।

-The Daily Campus
22🔥3🥰1
ব্রেকিং নিউজ

❇️ জিপিএ মার্ক থাকার সম্ভাবনা ১০ তা কালকে নিশ্চিত করা হবে।
- জবি উপাচার্য

❇️ ২০২২-২৩ শিক্ষাবর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে না। এককভাবে পরীক্ষা নিবে এবং সেকেন্ড টাইম সুযোগ দিতে চাচ্ছে না জবি।।
😁2614😢9👏3🥰1🤔1
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। আবেদনের সময় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট সাজেস্ট করা হবে।

উদাহারণ দিয়ে যবিপ্রবি উপাচার্য বলেন, ধরুণ একজন শিক্ষার্থী গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর পেয়েছেন। এই নম্বরে সে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা তার সামনে তুলে ধরা হবে। এখন পরবর্তী সিদ্ধান্ত ওই শিক্ষার্থী নিজেই নেবে। সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। আর আত্মবিশ্বাসী না হলে সম্ভাব্য সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে।
30😢13👏2
গুচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি গুলোর সার সংক্ষেপ-



🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং এবং পিওর সাবজেক্ট দিবে না -
✔️যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
✔️বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
✔️বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়
✔️জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়



🟩গণিত ছাড়া ইঞ্জিনিয়ারিং দিবে না কিন্তু পিওর দিবে- বরিশাল বিশ্ববিদ্যালয়



🟩গণিত এবং জীব বিজ্ঞান ছাড়া সকল সাবজেক্ট দিবে- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।



🔵🟢জিপিএ এর উপর নম্বর থাকছেনা- যবিপ্রবি, মাভাবিপ্রবি, বেরোবি,ববি।

🟠🟣জিপিএ নম্বর ৩০ থাকছে - জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

🟣🟠জিপিএ নম্বর ১০০ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।


#collected
16👏2
গুগলে জাবির নতুন পদচারণা!

অভিনন্দন মির নশীন জাহান আপু! বিশ্বেসেরা এই টেক জায়ান্টে জাহাঙ্গীরনগরের ইতিহাসে প্রথম মেয়ে হিসেবে অফার পাওয়ার জন্য শুভকামনা। এর পূর্বে তিনি থাইল্যান্ডের ব্যাংকক শহরে অ্যাগোডার এসোসিয়েট সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। প্রবলেম সলভিংয়ে প্রচন্ড ভালোবাসা এই মেধাবী মানুষটার সর্বোচ্চ Code forces রেটিং ১৮৯২!

বাংলাদেশের হাতেগোণা ৪-৫ জন মেয়ে গুগলারের মাঝে আরেক নতুন পালক যুক্ত হলো তার এই অর্জনে। তিনি ২০১৬-২০২১ পর্যন্ত জাহাঙ্গীরনগর আইআইটির ৪৫ তম ব্যাচে পড়াশোনা করেছেন।
63🥰7🎉5
Solar System Birthday Cake
🔥39🤩137😁4🥰2
গুচ্ছের যে বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৩০০ টাকা গুনতে হবে -

✳️স্থাপত্য, সংগীত, নাট্যকলা, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ফিল্ম এন্ড টেলিভিশন, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ, চারুকলা (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং, ভাস্কর্য প্রভৃতি)

⚠️ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
🥰7🤯2🔥1👏1😢1
KU_Admission_2021_22 (1) (1).pdf
164.2 KB
✳️ HSC-21: GST (KU)

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার প্রকাশিত
🥰17😢8
বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোল্ট্রান মারা গেছেন

বিস্তারিত : tinyurl.com/2q4evf3h
😢44🤯5
ফাইজা আক্তার বয়স ৬ বছর।তিন, চার দিনের ভেতর থাকে ঢাকায় নিয়ে যেতে হবে। বর্তমানে লালমনিরহাট ও রংপুর থেকে তাকে কোন ঔষধ আর দেওয়া হয় নি। গত মাসে খেলতে গিয়ে আগুনে পুড়ে যায় ।। তার বাবা অক্ষম তার চিকিৎসা খরচ বহন করতে। বর্তমানে তার ব্লাডে infection দেখা দিয়েছে ও ক্ষতস্থানে ঘা হয়ে গিয়ে হাড় অবদি পৌঁছেছে । অসহনীয় যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছে ফাইজা 😔😔 তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। তাও খুব দ্রুত নিয়ে যেতে হবে

বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ এই বাচ্চার কষ্ট লাঘব করতে পারে আমাদের সহযোগিতা। যে যার অবস্থান থেকে সাহায্য করুন ৫০,১০০,৫০০। যা পারি আমরা সাহায্য করি শেয়ার /কপি করে পোষ্ট করার অনুরোধ রইলো।

-সাহায্য পাঠানোর ঠিকানাঃ-
বিকাশ নগদ, রকেট (পার্সোনাল)
বিকাশ 01724605020

মুমূর্ষু শিশুর ঠিকানা
নাম - ফাইজা আক্তার
পিতা- রায়হান মিয়া
মাতা- মনি বেগম
গ্রাম - বানিনগর
ইউনিয়ন - কাকিনা
থানা - কালীগঞ্জ
জেলা - লালমনিরহাট
😢68
Hsc-21:GST
PSTU
ম্যাথ দাগানো ছাড়া ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিবে না পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এখনে ইঞ্জিনিয়ারিং সিএসই সাবজেক্টটি রয়েছে।

সোর্স-ওয়েবসাইটে ইলিজিবল সাবজেক্ট দেখা যাচ্ছে।
🔥9😢3
MBSTU Admission Circular 21-22 Final.pdf
141.5 KB
💥MBSTU Update (HSC-21)

গুচ্ছ জিএসটি ভুক্ত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (MBSTU) ভর্তি আবেদনের চূড়ান্ত সার্কুলার প্রকাশিত
6🔥4
Hsc-21:GST
IU
ওয়েবসাইট প্রস্তুত।
ম্যাথ না দাগিয়েও পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং ও সকল পিওর সাবজেক্ট।। থাকছে না কোনো গনিতে শর্ত | সবাই ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগিন করে দেখে নিতে পারবেন Eligible Subject List
27🔥2
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর রাখা হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা না হলেও জবি ভর্তিতে জিপিএ নম্বর রাখা হয়েছিল। এ বছর তিনটি বিষয়ের ওপর এইচএসএসসি পরীক্ষা হওয়ায় অধিক সংখ্যক জিপিএ-৫ পেয়েছে। তাই ভর্তিতে জিপিএ নম্বর না রাখার বিষয়ে অনেকেই মত দিয়েছেন। তবে মূল ভর্তি কমিটির সদস্যরা জিপিএর ওপর নম্বর রাখার পক্ষে মত দিয়েছেন।

ওই সূত্র আরও জানায়, জবি ভর্তির খুঁটিনাটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল রোববার বিকাল ৩টায় বৈঠকে বসবে ভর্তি কমিটির সদস্যরা। সভায় জিপিএ নম্বর রাখা না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় জিপিএর ওপর নম্বর রাখার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে ওই সূত্র।

এ প্রসঙ্গে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল দুপুর তিনটায় আমাদের একটা মিটিং রয়েছে। মিটিং এর পরে এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত আমরা অফিসিয়ালি জানিয়ে দেব।

জবির ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় নিয়ে কাল সভা করা হবে। সভা শেষে আগামীকালই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

©️ ডেইলি ক্যাম্পাস
7🤔2
'পাইথাকয়া লাংমা’, যার বাংলা অর্থ করলে দাড়ায় ‘অসমাপ্ত আত্মজীবনী’। কথাটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম নৃগোষ্ঠী ত্রিপুরা জাতির 'ককবরক' ভাষার। কক অর্থ মানুষ আর বরক অর্থ ভাষা। চিনের ইয়াংসি ও হোয়াংহো নদীর উৎসস্থলে জন্ম নেয়া এ ভাষায় বর্তমানে ত্রিপুরা জনগোষ্ঠীর ৩৬ টি গোত্রের ভাবপ্রকাশের মাধ্যম। এছাড়াও গারো, কোচ, হাজং ইত্যাদি জনগোষ্ঠীর ভাষাও একই শ্রেণিভুক্ত বলে জানা যায়।


আর এ ভাষাতেই দীর্ঘ দুইবছরের প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী যুবরাজ দেববর্মা। যুবরাজের জন্ম সিলেট জেলার শ্রীমঙ্গলের ডলুছড়া ত্রিপুরাপল্লীতে।
🔥17🥰4😁4
22 GST Universities and their Website Links (HSC-21)

1.Jagannath University
www.jnu.ac.bd

2.Shahjalal University of Science & Technology
www.sust.edu

3.Islamic University
www.iu.ac.bd

4.Khulna University
www.ku.ac.bd

5.Cumilla University
www.cou.ac.bd

6.Barishal University
www.bu.ac.bd

7.Begum Rokeya University
www.brur.ac.bd

8.Jatiya Kabi Kazi Nazrul Islam University
www.jkkniu.edu.bd

9.Noakhali Science & Technology University
www.nstu.edu.bd

10.Patuakhali Science And Technology University
www.pstu.ac.bd

11.Mawlana Bhashani Science & Technology University
www.mbstu.ac.bd

12.Hajee Mohammad Danesh Science & Technology University
www.hstu.ac.bd

13.Rabindra University, Bangladesh
www.rub.ac.bd

14.Jessore University of Science & Technology
www.just.edu.bd

15.Pabna University of Science and Technology
www.pust.ac.bd

16.Rangamati Science and Technology University
www.rmstu.edu.bd

17.Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
www.bsmrstu.edu.bd

18.Sheikh Hasina University
www.shu.edu.bd

19.Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University
www.bdu.ac.bd

20.Bangamata Sheikh Fazilatunnesa Mujib Science and Technology University
www.bsfmstu.ac.bd

21.Bangabandhu Sheikh Mujibur Rahman University
www.bsmru.ac.bd

22.Chandpur Science and Technology University
www.cstu.ac.bd 💫 #Collected
9🔥1😢1
২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর ২০ নম্বর রাখা হতে পারে। আজ এ বিষয়ে আমাদের একটি সভা রয়েছে। সভায় জিপিএ নম্বরসহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আশা করছি এবারও জিপিএর ওপর নূন্যতম একটি নম্বর থাকবে। তবে সভা শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলা যাবে না। -জবি উপাচার্য
13🔥4