News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
সোহেল তাজকে নিয়ে আপনাদের অতি আবেগ দেখে খানিকটা কনফিউসড হয়ে যাচ্ছি। খোলাচোখে দেখলে মনে হবে, কত্ত ভালো এবং বোল্ড কথা বলছেন একদম জনতার কাতারে নেমে এসে। বেশকিছু বছর যাবৎ রাজনীতির দুনিয়া নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে, ঘটনার ভেতরের ঘটনা তাই খোঁজার চেষ্টা করি।

গতকাল থেকে পরিস্থিতি অবজার্ভেশন করে আমার দুইটা অনুমান বলি, এই মুহুর্তে দেখবেন ‘মূলত ওদেরই লোক' কিন্তু পাবলিক ইমেজ পুরোপুরি পঁচে-গলে যায় নাই, এমন কিছু মানুষ হঠাৎ একটিভ হচ্ছে। সোহেল তাজ কিংবা সুলতানা কামালের মত কিছু মানুষ, হয়ত এরকম উদাহরণ আরও লম্বা হতে পারে।

এইটাইপ কাজ জাফর ইকবালরা করতো, কিন্তু জাফর ইকবালরা নিজেদের খাসলতের জন্য আগেই সবার কাছে রেড কার্ড খেয়ে বাতিল মালে পরিণত হয়েছে। কাজেই ভালো ভালো কথা বলে মিশে গিয়ে শেষতক বিভ্রান্ত করার সেই ঐতিহাসিক ‘জাফর ইকবালীয় নীতি' বাস্তবায়নে মাঠে নামতে হচ্ছে অন্যদের।

এদের নিয়ে বেশি মাতামাতি কইরেন না তাই। আমি বলছিনা তারা এমন করবেন-ই, জাস্ট অনুমান যে এমনটা হতেও পারে। তারা জেনুইনলি ভালো কাজ করতে চাইলে, করুক। আই উইল এপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ওইযে রাজনীতি নিয়ে পড়াশোনা আর ঘাটাঘাটি করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে এবং হচ্ছে, সেটা হলো রাজনীতির প্যাঁচগোছ আর অলিগলি বহু। সহজসরল লাইনে খোলাচোখে অনেককিছুই দেখা যায় না এখানে। আবার যেটা দেখছেন খোলা চোখে, সেটা আসল দৃশ্য না-ও হতে পারে।

আর আরেকটা ব্যাপার হলো, সিরিয়াস লেভেলে যাদের ইমেজ ডাউন হয়েছে, লাইক ভাতের হোটেল ওয়ালা টাইপ কেউ বা কেউ কেউ, ফর দ্যা টাইম বিঙ, এদেরকেও লোকদেখানোভাবে পাদপ্রদীপের বাইরে নিয়েও যেতে পারে, পদ থেকে সরিয়েও দিতে পারে, বলছিনা যে হবে-ই এমনটা, জাস্ট অনুমান আরকি। এসব দেখেই অনেকে বিগলিত হয়ে যদি ভাবতে বসেন যে এইতো সব সমস্যার সমাধান হয়ে গেলো, তাহলে সেটা হবে প্রচণ্ড পরিমাণ ইম্যাচুরিটির নিদর্শন।

যাইহোক, এইসময়গুলোতে 'জাফর ইকবালীয় নীতি'-তে ভালো মানুষি দেখায়ে কেউ যাতে ভেল্কিবাজি করে পালস ডাইভার্ট না করে— এসব ব্যাপারে সবার সচেতনতা জরুরি।

আপনারা যারা পড়াশোনা করেন ঠিকঠাক, তারা হয়ত জানেন পৃথিবীতে বেশকিছু পলিটিশিয়ান বা অন্য ব্যক্তিদের নামেই কিছু নীতি/ডকট্রিন আছে। বিশেষ করে Political science, International Relations টাইপ সাবজেক্টগুলো যারা পড়াশোনা করেন, তারা আরও ভালো বুঝবেন।
সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে জাফর ইকবাল এবং তার মত লোকদের কাজকে আমি ‘জাফর ইকবালীয় নীতি' হিসাবে পরিচয় করিয়ে দেই।
জাফর ইকবালের প্রতি এটাই আমার অকৃত্রিম ভালোবাসার নিদর্শন

-Saiyed Abdullah
👏152💯16👌155
৩০ জুলাই; আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে!

এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।

হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
316🔥24❤‍🔥15
একটা প্র্যাকটিক্যাল কথা বলি। কাইন্ডলি মনোযোগ দিয়ে শুনিও।

যারা সেকেন্ড টাইমার আছো তারা নিশ্চিয়ই আর্থিক অবস্থা সেরকম না বলেই এদেশে থেকেই আবার চেষ্টা করছো?
যারা বাইরে যাবে তাদের কথা ভিন্ন।

তাই কষ্ট হলেও নিজেকে পড়ার টেবিলে জোর করে হলেও বসায়ো।
একটু হলেও নিজেকে ফ্লো তে রাখিও।

ধন্যবাদ
282😢11👏8❤‍🔥5😍3🥰2🫡2
প্রোফাইল পিকচার লাল দেওয়ার কারণে যদি কারো আইডি পেইজ আনপাবলিশড হয়ে থাকে, তারা নির্দিধায় ইনবক্সে করতে পারেন, বিনা-পারিশ্রমিকে রিকোভার করে দিবো ইনশাআল্লাহ।

-Cyber Civil Service - We Work For Bangladesh
🔥32528❤‍🔥8👌2🥰1
Remember when we used to say a meme, লালটা না কালাটা?

Who could imagine,years later it turns out as a symbol of identity!

এই, লাল হোক শোক পেরিয়ে ঐক্যের প্রতীক ❤️
🔥21337😢10❤‍🔥8💯2
বিকল্প কে?
ক্ষমতাসীন বাদে সবাই পটেনশিয়াল বিকল্প।
সবাই।
নিজেরে এতো ছোট ভাবা বাদ দেন। কেউ বিকল্প খুঁজলে নিজের নাম সাজেস্ট করে দেন।
আমাকে আম্মু বিকালে জিজ্ঞাসা করছে, বিকল্প কে হতে পারে?
আমি বললাম, কেউ না থাকলে আমি আছি।
আম্মু বলে, তোরে কি খুঁজবে কেউ?
-না খুঁজলে বুঝবা বিকল্প আছে। আর খুঁজলে বুঝবা আমি আছি। সিম্পল।

© Kamran Mansur
🔥316❤‍🔥9👏5😍5😐31
আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ
🔥34420💯12👏11👌11❤‍🔥7😍3
হঠাৎ রেমিট্যান্স আসা কমে যাওয়ায় ব্যাংক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে দাম বেশি করে হলেও বৈধভাবে ডলার আনতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।🥲🥲

ডলারের কম দামের কারণে ব্যাংকের মাধ্যমে আসা প্রবাসী আয় যাতে হুন্ডিতে চলে না যায়, সেদিকেও নজর দিতে বলা হয়েছে।🙂🙂

সূত্র:প্রথম আলো
🔥197🤩12❤‍🔥7👏21
যে জায়গায় যে নিউজ পাবেন ধুরুমধারুম শেয়ার দিবেন না।
সত্য না মিথ্যা জানার চেষ্টা করবেন।

এসময় অনেকেই উত্তেজনা সৃষ্টি করতে চাইবে,ডাইভার্ট করতে চাইবে।

আর কোনো পেইজের এডমিন এই গ্রুপে থাকলে দয়া করে বিষয়গুলো মাথায় রাখবেন।

এটা এখন কারো ব্যক্তিস্বার্থে না,দেশের স্বার্থে।

সবাইকে ধন্যবাদ
💯11616🔥6🥰2👌1
আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি
🔥396❤‍🔥49🫡2720👏1👌1😍1
আমরা আমাদের শিক্ষকদের নিয়ে গর্বিত। এমন সাহসী শিক্ষকরাই তো সাহসী যোদ্ধাদের তৈরী করে। একটি সাহসী জাতি তৈরী করেন।
🔥23738🫡19❤‍🔥8🥰3💯3
আমরা 10 MS এর সাপোর্টার না তবে একটা কথা বলবো কেউ গুজব ছড়াবেন না ।
143💯11👏54😐1
যেহেতু আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাই বিপক্ষে না বলি
💯25956❤‍🔥15😐9🫡7🔥3💔2
© channel 24
❤‍🔥295🔥2311🥰4
Supreme Court
342❤‍🔥37🔥28😨2
🔥31850❤‍🔥17👏2
❤‍🔥181🫡23🔥126💯4
একজন ভাবে 'সে' ছাড়া বিকল্প নাই, আরেকজন ভাবে বিকল্প মানেই 'সে'।

©
❤‍🔥166🔥21😐14👌7🫡3😱2
এজন্যই কি তারা আজকে নেমেছিলেন সমর্থনে ?🙂
💔215😢46👏7😐4🫡3🤝1
বর্তমান সময়ে অন্যতম কঠিন কাজ হলো এটি নিয়ন্ত্রণ করতে পারা।

আমরা গুজব নিয়ন্ত্রণে সম্পূর্ণ একটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে চাই

একটি Bot এর মাধ্যমে সকল গুজব check করা যাবে । এখানে শুধু মেসেজ দিলেই হবে বাকি কাজ আমাদের ও বটের

Maximum response time:1 hour

1⃣ফেইক/ irrelevant নিউজের জন্য bot Signal দিবে:

2⃣অনেথটিক নিউজের জন্য bot Signal দিবে:

NB: দরকার না পড়লে এই বটে অযথা মেসেজ দিয়ে লোড না বাড়ানোর অনুরোধ র‌ইলো

🏷যেভাবে কাজ করবে এটি:

User মেসেজ করলে Bot Automatically দক্ষ এডমিনদের কাছে মেসেজ Transfer করে দিবে।
তারপর Admin check করলে আবার bot টি user এর কাছে signal পাঠিয়ে দিবে।


তবে এখনও এটি Public করা হবে না।
News নিয়ে ভালো নলেজ আছে তারা দয়া করে @Exam_mate_official এ যোগাযোগ করবে
তোমরা সাহায্য করতে পারে পারলে 2 দিনের মধ্যেই কার্যক্রম শুরু করতে পারবো ।

ধন্যবাদ
🔥19928😱14🥰9❤‍🔥6💘4