News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মসূচি
🔥396❤‍🔥49🫡2720👏1👌1😍1
আমরা আমাদের শিক্ষকদের নিয়ে গর্বিত। এমন সাহসী শিক্ষকরাই তো সাহসী যোদ্ধাদের তৈরী করে। একটি সাহসী জাতি তৈরী করেন।
🔥23738🫡19❤‍🔥8🥰3💯3
আমরা 10 MS এর সাপোর্টার না তবে একটা কথা বলবো কেউ গুজব ছড়াবেন না ।
143💯11👏54😐1
যেহেতু আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাই বিপক্ষে না বলি
💯25956❤‍🔥15😐9🫡7🔥3💔2
© channel 24
❤‍🔥295🔥2311🥰4
Supreme Court
342❤‍🔥37🔥28😨2
🔥31850❤‍🔥17👏2
❤‍🔥181🫡23🔥126💯4
একজন ভাবে 'সে' ছাড়া বিকল্প নাই, আরেকজন ভাবে বিকল্প মানেই 'সে'।

©
❤‍🔥166🔥21😐14👌7🫡3😱2
এজন্যই কি তারা আজকে নেমেছিলেন সমর্থনে ?🙂
💔215😢46👏7😐4🫡3🤝1
বর্তমান সময়ে অন্যতম কঠিন কাজ হলো এটি নিয়ন্ত্রণ করতে পারা।

আমরা গুজব নিয়ন্ত্রণে সম্পূর্ণ একটি ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে চাই

একটি Bot এর মাধ্যমে সকল গুজব check করা যাবে । এখানে শুধু মেসেজ দিলেই হবে বাকি কাজ আমাদের ও বটের

Maximum response time:1 hour

1⃣ফেইক/ irrelevant নিউজের জন্য bot Signal দিবে:

2⃣অনেথটিক নিউজের জন্য bot Signal দিবে:

NB: দরকার না পড়লে এই বটে অযথা মেসেজ দিয়ে লোড না বাড়ানোর অনুরোধ র‌ইলো

🏷যেভাবে কাজ করবে এটি:

User মেসেজ করলে Bot Automatically দক্ষ এডমিনদের কাছে মেসেজ Transfer করে দিবে।
তারপর Admin check করলে আবার bot টি user এর কাছে signal পাঠিয়ে দিবে।


তবে এখনও এটি Public করা হবে না।
News নিয়ে ভালো নলেজ আছে তারা দয়া করে @Exam_mate_official এ যোগাযোগ করবে
তোমরা সাহায্য করতে পারে পারলে 2 দিনের মধ্যেই কার্যক্রম শুরু করতে পারবো ।

ধন্যবাদ
🔥19928😱14🥰9❤‍🔥6💘4
কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলার সময় কোন পরিস্থিতিতে সরকার কারফিউ জারি করতে বাধ্য হয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ‘কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যে ডিমান্ড ছিল, তার সব মেনে নেয়ার পরও সহিংসতা থামেনি। তাই বাধ্য হয়েই কারফিউ জারি করে সরকার।’
🔥68😐48👏16😨15💔4👌3🥰1
ডিআইআইটির শিক্ষার্থী মাসরুরের সন্ধান চেয়ে আজ বিকেল ৩টায় ডিআরইউয়ের সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডাকার কথা ছিল।
😢125💔25😭5
পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিদ্ধান্ত নেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

‘আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার চলছে তা প্রতিরোধে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্যবস্থা নেবেন।
👏72😐27💘4😨3🕊1🆒1
তাও কি একটুও হাত কাঁপে না!!!! বিবেকে বাধা দেয় না??
😢116💔11😭7❤‍🔥4🔥2👏1😨1
‘সরকারের কথা শুনছে না মেটা’ - পলক
🫡164😍27🔥19👏12👌8😐4🎉3💔3
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার পতনে ১১ দফা ঘোষনা দিয়েছেন।

Source- ATN News and Jamuna TV
🔥399❤‍🔥39🫡15💯7😐6🥰4👏3😍3
News Zone
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার পতনে ১১ দফা ঘোষনা দিয়েছেন। Source- ATN News and Jamuna TV
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১১ দফা দাবি জানিয়েছে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
😐108🔥40❤‍🔥13🫡12😱3👏2👌2
সাদা দলের ১১ দফা দাবি হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

২. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ।

৩. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা।

৪. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা।

৫. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে শিক্ষার্থীসহ শত শত মানুষ হত্যায় জড়িত ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের’ চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সঙ্গে এ হামলায় আহত সবার সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা।

৬. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্তসাপেক্ষে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।

৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতার করা সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি প্রদান।

৮. শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের গ্রেফতার ও হয়রানি না করা।

৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ ৮ দফা দাবি দ্রুত ব্যস্তবায়ন করে সংকটের সমাধান করা।

১০. তদন্ত ছাড়াই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেশাজীবীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকদের গণগ্রেফতার ও রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা।

১১. জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সংবাদ সম্মেলনের শুরুতেই সারা দেশে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সোর্স:যুগান্তর
🔥326❤‍🔥2510🫡6😱5👌3🆒3