News Zone
https://youtu.be/z5oK4cG17kY?si=qMrj72GcheyN1NJR
ভিডিওতে এই comment পেলাম 💥
🔥158😍13😐8👌5💯4🆒2😨1
মেধাবীরা জিতলে জিতে যায় দেশ।
এ বছর ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ১টি রৌপ্যপদক, ১টি ব্রোঞ্জপদক ও ২টি সম্মানসূচক পদক অর্জন বাংলাদেশ দলের অন্যতম সেরা সাফল্য।
পদকজয়ীরা হলো-
রৌপ্যপদক জয়ী- এস.এম আবদুল ফাত্তাহ।
ব্রোঞ্জপদক জয়ী -শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন। সম্মানসূচক পদক জয়ী দুইজন শিক্ষার্থী হলো - মো: আরিফ ইশতিয়াক তাসিন ও মো: গোলাম কিবরিয়া তরফদার।
এ বছর ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ১টি রৌপ্যপদক, ১টি ব্রোঞ্জপদক ও ২টি সম্মানসূচক পদক অর্জন বাংলাদেশ দলের অন্যতম সেরা সাফল্য।
পদকজয়ীরা হলো-
রৌপ্যপদক জয়ী- এস.এম আবদুল ফাত্তাহ।
ব্রোঞ্জপদক জয়ী -শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন। সম্মানসূচক পদক জয়ী দুইজন শিক্ষার্থী হলো - মো: আরিফ ইশতিয়াক তাসিন ও মো: গোলাম কিবরিয়া তরফদার।
🥰227🔥56❤5❤🔥4
কোটা আন্দোলনে জড়িত থাকায় নিজ সহপাঠীকে মারধর করে থানায় দিল ছাত্রলীগ নেতা
😢240💔22😨9🥰1
News Zone
কোটা আন্দোলনে জড়িত থাকায় নিজ সহপাঠীকে মারধর করে থানায় দিল ছাত্রলীগ নেতা
ভাই আর কত দিন এসব দেখতে হবে??
আর পারছি না😢
নিজের দেশকে আর নিজের মনে হচ্ছে না
আর পারছি না😢
নিজের দেশকে আর নিজের মনে হচ্ছে না
😢181💔18💯4👏2😍1
কোটা আন্দোলনে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
❤🔥346🔥39❤21🥰6👏1
পুরা বাংলাদেশে আবার আন্দোলনের গণজোয়ার শুরু!!
মারাত্মক একটা জেনারেশন ভাই।ছেলে-মেয়েগুলো কিছুতেই যেন ভয় পাচ্ছে না। বন্দুকের নলের সামনে ঠাঁই দাড়িয়ে থাকে। ছাত্রলীগ, পুলিশ, বিডিআর, RAB, সেনাবাহিনী এমনকি কারফিউ দিয়েও কিছুতেই তাদের ঘরে ফিরানো গেল না।
আচ্ছা, এর আগে কেউ কি ভাবতে পেরেছিল, মোবাইলে মুখ গুঁজে বসে থাকা জেনারেশনটা নিজের অধিকার ও দেশের মানুষের স্বার্থের জন্য এভাবে লড়াই করতে পারে!!
©
মারাত্মক একটা জেনারেশন ভাই।ছেলে-মেয়েগুলো কিছুতেই যেন ভয় পাচ্ছে না। বন্দুকের নলের সামনে ঠাঁই দাড়িয়ে থাকে। ছাত্রলীগ, পুলিশ, বিডিআর, RAB, সেনাবাহিনী এমনকি কারফিউ দিয়েও কিছুতেই তাদের ঘরে ফিরানো গেল না।
আচ্ছা, এর আগে কেউ কি ভাবতে পেরেছিল, মোবাইলে মুখ গুঁজে বসে থাকা জেনারেশনটা নিজের অধিকার ও দেশের মানুষের স্বার্থের জন্য এভাবে লড়াই করতে পারে!!
©
🔥422❤38❤🔥19🥰5👏4
ঢাবিতে দোয়েল চত্তরের পাশে মোকাররম ভবনের সামনে শিক্ষকরা জড়ো হয়েছেন; শিক্ষার্থীরাও আছেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি শুরু হবে। যারা কাছাকাছি আছেন এখানে জড়ো হন।
🔥248❤24❤🔥12
আজ বিকেলেই খুলে দেওয়া হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক।
—জুনায়েদ আহমেদ পলক
—জুনায়েদ আহমেদ পলক
❤🔥138🤩30😐20👌11😱9😭7🆒3⚡2
রংপুরের ছোট ভাই, (আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতার)
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।
#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
😢282😭41💔25😐16😨14
দেখা মাত্র গুলি করার নির্দেশ আইনের খেলাপ- ইউরোপিয়ান ইউনিয়ন।
🔥209❤🔥16💯12
সিলেট : সুবিদবাজার আন্দোলনকারীদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল দিয়ে হামলা করছে পুলিশ!
😢170💔9🔥5
রাসুল (সা.) ইরশাদ করেছেন,
কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন,
‘শপথ সেই মহান সত্তার! যার হাতে আমার প্রাণ। দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না (তার আগে) মানুষের কাছে এমন সময় আসবে; হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে।
বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ (গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায় হত্যা, বিচারহীনতা ও সত্য-মিথ্যার মিশ্রণ ইত্যাদি)-এর কারণে।’ (মুসলিম, হাদিস : ৩৯০৮)
কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন,
‘কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড-খুনখারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে।’ (বুখারি, হাদিস : ১০৩৬)
সাহাবায়ে কিরাম বললেন, ‘সুবহানাল্লাহ! তখন কি মানুষের বুদ্ধি-বিবেক থাকবে না?’ নবীজি (সা.) বলেন, না।
সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সে-ই সঠিক, আসলে তা নয়।’
(মুসনাদে আহমাদ)
❤83😢45😭7
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।
©TDC
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।
©TDC
🔥206❤🔥10🥰3🏆3❤1
সাস্ট মিছিলের আপডেট:
ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।
সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।
সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
😢205❤🔥6