News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
কোটা আন্দোলনে জড়িত থাকায় নিজ সহপাঠীকে মারধর করে থানায় দিল ছাত্রলীগ নেতা
😢240💔22😨9🥰1
News Zone
কোটা আন্দোলনে জড়িত থাকায় নিজ সহপাঠীকে মারধর করে থানায় দিল ছাত্রলীগ নেতা
ভাই আর কত দিন এসব দেখতে হবে‌??

আর পারছি না😢

নিজের দেশকে আর নিজের মনে হচ্ছে না
😢181💔18💯4👏2😍1
কোটা আন্দোলনে আটক ১৭ শিক্ষার্থীকে মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
❤‍🔥346🔥3921🥰6👏1
এবার ‘লাল’ হলো সাবেক সেনাপ্রধান ইকবাল করিমের প্রোফাইল
🔥33545❤‍🔥5😨5😍2
উত্তাল চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ 🤍
🔥323💘6❤‍🔥42
পুরা বাংলাদেশে আবার আন্দোলনের গণজোয়ার শুরু!!

মারাত্মক একটা জেনারেশন ভাই।ছেলে-মেয়েগুলো কিছুতেই যেন ভয় পাচ্ছে না। বন্দুকের নলের সামনে ঠাঁই দাড়িয়ে থাকে। ছাত্রলীগ, পুলিশ, বিডিআর, RAB, সেনাবাহিনী এমনকি কারফিউ দিয়েও কিছুতেই তাদের ঘরে ফিরানো গেল না।

আচ্ছা, এর আগে কেউ কি ভাবতে পেরেছিল, মোবাইলে মুখ গুঁজে বসে থাকা জেনারেশনটা নিজের অধিকার ও দেশের মানুষের স্বার্থের জন্য এভাবে লড়াই করতে পারে!!

©
🔥42238❤‍🔥19🥰5👏4
ঢাবিতে দোয়েল চত্তরের পাশে মোকাররম ভবনের সামনে শিক্ষকরা জড়ো হয়েছেন; শিক্ষার্থীরাও আছেন। কিছুক্ষণের মধ্যেই এখান থেকে "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি শুরু হবে। যারা কাছাকাছি আছেন এখানে জড়ো হন।
🔥24824❤‍🔥12
আজ বিকেলেই খুলে দেওয়া হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক।

—জুনায়েদ আহমেদ পলক
❤‍🔥138🤩30😐20👌11😱9😭7🆒32
রংপুরের ছোট ভাই, (আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতার)
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।

#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
😢282😭41💔25😐16😨14
দেখা মাত্র গুলি করার নির্দেশ আইনের খেলাপ- ইউরোপিয়ান ইউনিয়ন।
🔥209❤‍🔥16💯12
সিলেট : সুবিদবাজার আন্দোলনকারীদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল দিয়ে হামলা করছে পুলিশ!
😢170💔9🔥5
রাসুল (সা.) ইরশাদ করেছেন,

‘শপথ সেই মহান সত্তার! যার হাতে আমার প্রাণ। দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না (তার আগে) মানুষের কাছে এমন সময় আসবে; হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে।
বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ (গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায় হত্যা, বিচারহীনতা ও সত্য-মিথ্যার মিশ্রণ ইত্যাদি)-এর কারণে।’ (মুসলিম, হাদিস : ৩৯০৮)


কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন,
‘কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড-খুনখারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে।’ (বুখারি, হাদিস : ১০৩৬)
সাহাবায়ে কিরাম বললেন, ‘সুবহানাল্লাহ! তখন কি মানুষের বুদ্ধি-বিবেক থাকবে না?’ নবীজি (সা.) বলেন, না।
সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সে-ই সঠিক, আসলে তা নয়।’
(মুসনাদে আহমাদ)
83😢45😭7
বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে ছাত্র-জনতার ঢল।
🔥202❤‍🔥192👏1💘1
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।

©TDC
🔥206❤‍🔥10🥰3🏆31
উত্তাল ময়মনসিংহ। আদালত ঘেরাও
🔥187❤‍🔥213
সাস্ট মিছিলের আপডেট:

ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।

সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
😢205❤‍🔥6
ক্লাস নেওয়ার মাঝখানে ফাহাদ স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়।
😢244😭27💔9😱1😨1
আমাদের অনেকের প্রিয় Fahad Hossain স্যার, Fahad's Tutorial এর স্রষ্টা, উনাকে একটু আগে মিরপুর ১০, চারুলতা থেকে ক্লাস নেওয়ার মাঝখান থেকে আরও ৪জন সহ এরেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেক্ষ্য এখানেও প্রথমে ওনার ফোন চেক করা হয়েছে যা আইন লঙ্ঘন করে। শুরু থেকেই উনি আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশের সকল শিক্ষার্থী যারা উনাকে চিনেন উনার থেকে উপকৃত হয়েছেন সবার প্রতি আহবান জানানো হলো যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

©
😢422😭65😨17😱6😐31
বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম হামলা।
😢204😭29😨3
আমার রক্তাক্ত খণ্ড বিখন্ড হৃদপিণ্ডে করতি আঘাত

কেমনে পারলি আমার শিক্ষকদের গায় দিতে হাত ?
😢174💔18😭16