News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
আজ বিকেলেই খুলে দেওয়া হবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক।

—জুনায়েদ আহমেদ পলক
❤‍🔥138🤩30😐20👌11😱9😭7🆒32
রংপুরের ছোট ভাই, (আবু সাঈদের হত্যা মামলায় গ্রেফতার)
মো: আলফি শাহরিয়ার মাহিম
বয়স:১৬বছর ১০মাস
শ্রেণি: একাদশ (এইচএসসি ২৫)
কলেজ আইডি: 17660
বিদ্যালয়: পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর।

#আলফিশাহরিয়ারমাহিমেরমুক্তিচাই
#We_want_justice
😢282😭41💔25😐16😨14
দেখা মাত্র গুলি করার নির্দেশ আইনের খেলাপ- ইউরোপিয়ান ইউনিয়ন।
🔥209❤‍🔥16💯12
সিলেট : সুবিদবাজার আন্দোলনকারীদের উপর রাবার বুলেট ও টিয়ারশেল দিয়ে হামলা করছে পুলিশ!
😢170💔9🔥5
রাসুল (সা.) ইরশাদ করেছেন,

‘শপথ সেই মহান সত্তার! যার হাতে আমার প্রাণ। দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না (তার আগে) মানুষের কাছে এমন সময় আসবে; হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর নিহত ব্যক্তি জানবে না তাকে কেন হত্যা করা হয়েছে।
বলা হলো, সেটা কিভাবে হবে? তিনি বলেন, হারাজ (গুজব, হুজুগ, বিবেকহীনতা, মূর্খতা, নির্বুদ্ধিতা, অন্যায় হত্যা, বিচারহীনতা ও সত্য-মিথ্যার মিশ্রণ ইত্যাদি)-এর কারণে।’ (মুসলিম, হাদিস : ৩৯০৮)


কিয়ামতের আগে বিবেকহীন মানুষ বেড়ে যাবে। এ বিষয়ে হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন,
‘কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে, ভূমিকম্প বেশি হবে, সময় সংকীর্ণ হয়ে যাবে, ফিতনা প্রকাশ হবে, হত্যাকাণ্ড-খুনখারাবি বেড়ে যাবে, সম্পদের আধিক্য হবে।’ (বুখারি, হাদিস : ১০৩৬)
সাহাবায়ে কিরাম বললেন, ‘সুবহানাল্লাহ! তখন কি মানুষের বুদ্ধি-বিবেক থাকবে না?’ নবীজি (সা.) বলেন, না।
সে সময় মানুষ বিবেকশূন্য হয়ে যাবে এবং মনে করবে সে-ই সঠিক, আসলে তা নয়।’
(মুসনাদে আহমাদ)
83😢45😭7
বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে ছাত্র-জনতার ঢল।
🔥202❤‍🔥192👏1💘1
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের

সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রনেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা।

©TDC
🔥206❤‍🔥10🥰3🏆31
উত্তাল ময়মনসিংহ। আদালত ঘেরাও
🔥187❤‍🔥213
সাস্ট মিছিলের আপডেট:

ক্যাম্পাস থেকে সুবিদবাজার যাওয়ার পর সুবিদবাজার পয়েন্টে পুলিশ বলছে মিছিল আটকাবে না, যেতে। পয়েন্ট পার হয়ে বেতার এর আগ পর্যন্ত গিয়েছে এরপর ছাত্রলীগ হামলা করেছে। ইট পাটকেল মারা শুরু করেছে আর পিছন থেকে পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুঁড়েছে। সবাই আলাদা আলাদা হয়ে কোর্ট পয়েন্টে যাওয়ার চেষ্টা করছে। সেখানেও অনেক পুলিশ আর বিজিবি।

সুবিদবাজার এর আশেপাশে যারা আছেন নিরাপদে সরে গেলে ভালো হবে। আজকে কোর্টের সামনে অবস্থান করতে পারবেন না, সেখানে অলরেডি প্রচুর পুলিশ। চৌহাট্টা থেকে আম্বরখানার দিকে পুলিশ নেই ওইদিকে সরে যান।
😢205❤‍🔥6
ক্লাস নেওয়ার মাঝখানে ফাহাদ স্যারকে তুলে নিয়ে যাওয়া হয়।
😢244😭27💔9😱1😨1
আমাদের অনেকের প্রিয় Fahad Hossain স্যার, Fahad's Tutorial এর স্রষ্টা, উনাকে একটু আগে মিরপুর ১০, চারুলতা থেকে ক্লাস নেওয়ার মাঝখান থেকে আরও ৪জন সহ এরেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেক্ষ্য এখানেও প্রথমে ওনার ফোন চেক করা হয়েছে যা আইন লঙ্ঘন করে। শুরু থেকেই উনি আমাদের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। দেশের সকল শিক্ষার্থী যারা উনাকে চিনেন উনার থেকে উপকৃত হয়েছেন সবার প্রতি আহবান জানানো হলো যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

©
😢422😭65😨17😱6😐31
বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম হামলা।
😢204😭29😨3
আমার রক্তাক্ত খণ্ড বিখন্ড হৃদপিণ্ডে করতি আঘাত

কেমনে পারলি আমার শিক্ষকদের গায় দিতে হাত ?
😢174💔18😭16
আজ থেকে ঠিক ১৫ দিন আগে, পরাক্রমশালী এক নেতা বলেছিলেন, ছাত্রদের প্রতিহত করতে আমার নেতাকর্মীরাই যথেষ্ট।

আর আজ সেই নেতা নিজের নেতাকর্মীর ভুয়া ভুয়া স্লোগান শুনে সভা ছেড়ে পালাইয়া গেলেন। (ওবায়দুল কাদের)

আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার চাদর। এই চাদর নিয়ে কোন মানুষ টানাটানি করলে সে যেমন আখিরাতে লাঞ্ছিত হবে, তেমনি দুনিয়াতেও লাঞ্ছিত হবে।

আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।
🔥249❤‍🔥18💯16👌4😨41
“তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলো”
🔥345🫡36❤‍🔥19😍8👏6👌42🥰2
একটা মানুষের যখন পতন আসে তখন সবদিক দিয়েই তার ভুল সিদ্ধান্ত শুরু হয়।

আগুন তো জ্বলছিলই,তার মধ্যে ঘি ঢাললেন

#freefahadhossainsir
#justiceforfahadsir
#freeasifmahtabsir
#justiceforasifmahtabsir
🔥193❤‍🔥245
এখন ফেসবুকে যারা ফেসবুক চালু হ‌ওয়া নিয়ে ফালতু আলোচনা করে ইস্যু অন্যদিকে নিয়ে যাবে তাদের সোজা ব্লক করবে ।
🔥129💯22
Chittagong Alert ⚠️‼️

Avoid this place now
Bahaddarhat
Chawkbazar
2 no gate
Muradpur

police student deklei check kore arrest korteche 🚫

বহদ্দারহাট শোলকবহর মুরাদপুর সহ সব জায়গায় মাত্রা অতিরিক্ত পুলিশ। যেসব সিএনজি তে তরুন কেউ বা কোনো ছাত্র আছে অই সিএনজি থামায়ে ওদের ফোন চেক করে এরেস্ট করে নিচ্ছে।
ইভেন মুরাদপুর মোড় আমার ছোট ভাই এ সামনে র‍্যানডম ছেলেপেলের ফোন চেক করতেসে আর যাদের ফোনে আন্দোলন সম্পর্কিত কিছু পাচ্ছে ওদের তুলে নিচ্ছে।

Use local transport like bus
Don't panic be normal
Keep clean your phone

©
😢119💔24😭5
কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে Md Jahangir Alam Shuvo ভাইয়াকে কয়েকজন police অথবা ডিবি এসে ধরে নিয়ে গিয়েছে।
তবে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম,আছি, থাকবো।
এক এক করে হয়তো আমরা সবাই চলে যাবো.....

©Kabbo Vai
😢275🫡84😍2🆒2😭1
পুলিশের হামলায় ঢাবি শিক্ষিকা (লোকপ্রশাসন) শেহরিন মোনামি আহত।
😢287💔17😐4🔥2😭2