News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
আজ থেকে ঠিক ১৫ দিন আগে, পরাক্রমশালী এক নেতা বলেছিলেন, ছাত্রদের প্রতিহত করতে আমার নেতাকর্মীরাই যথেষ্ট।

আর আজ সেই নেতা নিজের নেতাকর্মীর ভুয়া ভুয়া স্লোগান শুনে সভা ছেড়ে পালাইয়া গেলেন। (ওবায়দুল কাদের)

আল্লাহ তাআলা বলেছেন, অহংকার আমার চাদর। এই চাদর নিয়ে কোন মানুষ টানাটানি করলে সে যেমন আখিরাতে লাঞ্ছিত হবে, তেমনি দুনিয়াতেও লাঞ্ছিত হবে।

আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য।
🔥249❤‍🔥18💯16👌4😨41
“তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলো”
🔥345🫡36❤‍🔥19😍8👏6👌42🥰2
একটা মানুষের যখন পতন আসে তখন সবদিক দিয়েই তার ভুল সিদ্ধান্ত শুরু হয়।

আগুন তো জ্বলছিলই,তার মধ্যে ঘি ঢাললেন

#freefahadhossainsir
#justiceforfahadsir
#freeasifmahtabsir
#justiceforasifmahtabsir
🔥193❤‍🔥245
এখন ফেসবুকে যারা ফেসবুক চালু হ‌ওয়া নিয়ে ফালতু আলোচনা করে ইস্যু অন্যদিকে নিয়ে যাবে তাদের সোজা ব্লক করবে ।
🔥129💯22
Chittagong Alert ⚠️‼️

Avoid this place now
Bahaddarhat
Chawkbazar
2 no gate
Muradpur

police student deklei check kore arrest korteche 🚫

বহদ্দারহাট শোলকবহর মুরাদপুর সহ সব জায়গায় মাত্রা অতিরিক্ত পুলিশ। যেসব সিএনজি তে তরুন কেউ বা কোনো ছাত্র আছে অই সিএনজি থামায়ে ওদের ফোন চেক করে এরেস্ট করে নিচ্ছে।
ইভেন মুরাদপুর মোড় আমার ছোট ভাই এ সামনে র‍্যানডম ছেলেপেলের ফোন চেক করতেসে আর যাদের ফোনে আন্দোলন সম্পর্কিত কিছু পাচ্ছে ওদের তুলে নিচ্ছে।

Use local transport like bus
Don't panic be normal
Keep clean your phone

©
😢119💔24😭5
কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে Md Jahangir Alam Shuvo ভাইয়াকে কয়েকজন police অথবা ডিবি এসে ধরে নিয়ে গিয়েছে।
তবে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম,আছি, থাকবো।
এক এক করে হয়তো আমরা সবাই চলে যাবো.....

©Kabbo Vai
😢275🫡84😍2🆒2😭1
পুলিশের হামলায় ঢাবি শিক্ষিকা (লোকপ্রশাসন) শেহরিন মোনামি আহত।
😢287💔17😐4🔥2😭2
কে লাল ডিপি দেয়নাই, কে স্টোরিতে ছবি দিসে এসব নিয়ে মাতামাতির টাইম এখন না। কে কি করবে, সেটা তার পার্সোনাল ম্যাটার। মুক্তিযুদ্ধেও সব বাঙালি অংশ নেয় নাই। এসব বাদ দিয়ে আসল দিকে ফোকাস দেই আমরা।

মনে রাইখেন, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়। যে জেগে থেকেও ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।

©
🔥217❤‍🔥27💯12👏76😢53💘2
সিলেটে কোন শিক্ষার্থী গ্রেফতার হলে অতিশীঘ্রই যোগাযোগ করুন। ইনশাআল্লাহ বিনা খরচে আইনী সহযোগিতা করা হবে।

মোঃ শাহেদ ইকবাল সোহাগ
এডভোকেট,
জজ কোর্ট, সিলেট
মোবাইলঃ 01710-361077
🔥15715❤‍🔥3
বুঝতে পারছেন এখন, পরীক্ষাহীন শিক্ষাব্যবস্থা আনা হল কেন? আপনার সন্তানকে শরীফ থেকে শরিফা হতে শিখানো হচ্ছে কেন? কারণ মেধাবী হলে আপনার সন্তান অধিকার চাইতে শিখবে যেটা শাসকদের জন্যে সবচেয়ে বড় সমস্যা। আপনি আমার থেকে বুদ্ধিমান হলে আপনাকে শাসন করতে খুব কষ্ট হবে আমার..... যে শিক্ষাব্যবস্থা করে রাখসে, আমরা পার পেয়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু ১০ বছর পরের ছেলেপেলেরা মাথা উঁচু করে বলতেও পারবে না যে আমি মেধাবী, আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও…..

ধন্যবাদ
💯266😢3417😭6👏2💔1
জীবনের মায়া বড় নাকি চাকরির মায়া?
এতগুলো শিক্ষার্থীদের মৃত্যুর পরও আপনারা চুপ ছিলেন অথচ আজকে একটা শিক্ষকের গায়ে হাত উঠায় পুরা ছাত্র সমাজ প্রতিবাদে নেমে পড়ল!!
দেখুন না! সামান্য শিক্ষার্থী গুলার জীবনের মায়া কত কম! আপনাদের জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করবে আওয়াজ তুলবে। দেরি হোক তবুও এখনো চুপ করে থাকবেন না!
অন্তত নিজের কলিগের অসম্মান হোক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। মেরুদন্ড গড়ার কারিগর কখনোই মেরুদণ্ডহীন হতে পারে না। 🖤

©
198😢16🔥9❤‍🔥5
যেসব টিচার রা আন্দোলনে নামছে তারা নাকি জামায়াত-শিবিরের!

কোথা থেকে লেইম লজিক পান আপনারা!
কিছুদিন পর নিজের বাপ মাকেও চিনবেন না চাটতে চাটতে

©
😭170😢23💯19🔥6😐6😱3💔1
বহদ্দারহাট, শোলকবহর, মুরাদপুর সহ সব জায়গায় মাত্রা অতিরিক্ত পুলিশ। যেসব সিএনজি তে তরুন কেউ বা কোনো ছাত্র আছে ওই সিএনজি থামায়ে ওদের ফোন চেক করে এরেস্ট করে নিচ্ছে।

Use local transport like bus
Don't panic be normal
Keep clean your phone

আজকের চট্টগ্রাম
সময়:৪:৩০


বি দ্র:
যারা ফেসবুকে বা বিভিন্ন ওয়ালে কোটা সংস্কার আন্দোলন বা সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি করছেন তারা দয়া করে VPN ছাড়া স্যোশাল মিডিয়া ব্যবহার করা গেলেও VPN ছাড়া স্যোশাল মিডিয়া ব্যবহার করবেন না।
কারণ VPN ব্যবহার করে পোস্ট করলে আপনার বর্তমান অবস্থান কোনো ঘাতক শনাক্ত করতে সক্ষম হবে না।

অন্যথায় বিপাকে পড়তে পারেন।
😢120💯16😨3❤‍🔥1💔1
পিও স্যার
👏118😢38😭8👌7😨4🤝3🆒3💔2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বরিশাল আদালত প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলা।
😢182😭49💔14😨3
৪ আগস্ট খুলে দেওয়া হবে সকল(নরসিংদী পৌরসভা ও ১২ টি সিটি কর্পোরেশন বাদে) প্রাথমিক বিদ্যালয়।।

--- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
😱100👏13😐11😢6
শুধু বিশ্ববিদ্যালয়টা খুলে দে🤝
🔥231💯16
🔥1505👌1😐1
বন্দি পাঠশালার শুভ ভাইয়ার পর বাসা থেকে ইয়াসিন ভাইয়া কেও তুলে নিয়ে গেছে। তথ্য টি নিশ্চিত করেছেন সৈকত আবদুল্লাহ ভাইয়া।
😭204😢41💔12😱5😨3
It's Loud and clear!
❤‍🔥364🔥44🫡18😍41
News Zone
It's Loud and clear!
এমন সাহসিকতা নটরডেমিয়ানদের খুবই দরকার। এরাই তো পরে ঢাবি,বুয়েট, ঢামেক সহ সারা বাংলাদেশের প্রতিনিধি হবে।

বিঃদ্রঃ কোনো কলেজকে ছোট করা হয়নি এখানে ।
🔥270❤‍🔥17👏13🫡8👌1😍1🤝1