News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
কে লাল ডিপি দেয়নাই, কে স্টোরিতে ছবি দিসে এসব নিয়ে মাতামাতির টাইম এখন না। কে কি করবে, সেটা তার পার্সোনাল ম্যাটার। মুক্তিযুদ্ধেও সব বাঙালি অংশ নেয় নাই। এসব বাদ দিয়ে আসল দিকে ফোকাস দেই আমরা।

মনে রাইখেন, ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায়। যে জেগে থেকেও ঘুমের ভান করে তাকে জাগানো যায় না।

©
🔥217❤‍🔥27💯12👏76😢53💘2
সিলেটে কোন শিক্ষার্থী গ্রেফতার হলে অতিশীঘ্রই যোগাযোগ করুন। ইনশাআল্লাহ বিনা খরচে আইনী সহযোগিতা করা হবে।

মোঃ শাহেদ ইকবাল সোহাগ
এডভোকেট,
জজ কোর্ট, সিলেট
মোবাইলঃ 01710-361077
🔥15715❤‍🔥3
বুঝতে পারছেন এখন, পরীক্ষাহীন শিক্ষাব্যবস্থা আনা হল কেন? আপনার সন্তানকে শরীফ থেকে শরিফা হতে শিখানো হচ্ছে কেন? কারণ মেধাবী হলে আপনার সন্তান অধিকার চাইতে শিখবে যেটা শাসকদের জন্যে সবচেয়ে বড় সমস্যা। আপনি আমার থেকে বুদ্ধিমান হলে আপনাকে শাসন করতে খুব কষ্ট হবে আমার..... যে শিক্ষাব্যবস্থা করে রাখসে, আমরা পার পেয়ে যাবো ইনশাআল্লাহ, কিন্তু ১০ বছর পরের ছেলেপেলেরা মাথা উঁচু করে বলতেও পারবে না যে আমি মেধাবী, আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও…..

ধন্যবাদ
💯266😢3417😭6👏2💔1
জীবনের মায়া বড় নাকি চাকরির মায়া?
এতগুলো শিক্ষার্থীদের মৃত্যুর পরও আপনারা চুপ ছিলেন অথচ আজকে একটা শিক্ষকের গায়ে হাত উঠায় পুরা ছাত্র সমাজ প্রতিবাদে নেমে পড়ল!!
দেখুন না! সামান্য শিক্ষার্থী গুলার জীবনের মায়া কত কম! আপনাদের জন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করবে আওয়াজ তুলবে। দেরি হোক তবুও এখনো চুপ করে থাকবেন না!
অন্তত নিজের কলিগের অসম্মান হোক এটা নিশ্চয়ই আপনি চাইবেন না। মেরুদন্ড গড়ার কারিগর কখনোই মেরুদণ্ডহীন হতে পারে না। 🖤

©
198😢16🔥9❤‍🔥5
যেসব টিচার রা আন্দোলনে নামছে তারা নাকি জামায়াত-শিবিরের!

কোথা থেকে লেইম লজিক পান আপনারা!
কিছুদিন পর নিজের বাপ মাকেও চিনবেন না চাটতে চাটতে

©
😭170😢23💯19🔥6😐6😱3💔1
বহদ্দারহাট, শোলকবহর, মুরাদপুর সহ সব জায়গায় মাত্রা অতিরিক্ত পুলিশ। যেসব সিএনজি তে তরুন কেউ বা কোনো ছাত্র আছে ওই সিএনজি থামায়ে ওদের ফোন চেক করে এরেস্ট করে নিচ্ছে।

Use local transport like bus
Don't panic be normal
Keep clean your phone

আজকের চট্টগ্রাম
সময়:৪:৩০


বি দ্র:
যারা ফেসবুকে বা বিভিন্ন ওয়ালে কোটা সংস্কার আন্দোলন বা সম্পর্কিত বিষয় নিয়ে লেখালেখি করছেন তারা দয়া করে VPN ছাড়া স্যোশাল মিডিয়া ব্যবহার করা গেলেও VPN ছাড়া স্যোশাল মিডিয়া ব্যবহার করবেন না।
কারণ VPN ব্যবহার করে পোস্ট করলে আপনার বর্তমান অবস্থান কোনো ঘাতক শনাক্ত করতে সক্ষম হবে না।

অন্যথায় বিপাকে পড়তে পারেন।
😢120💯16😨3❤‍🔥1💔1
পিও স্যার
👏118😢38😭8👌7😨4🤝3🆒3💔2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বরিশাল আদালত প্রাঙ্গণে নারী শিক্ষার্থীদের উপর পুলিশের ন্যাক্কারজনক হামলা।
😢182😭49💔14😨3
৪ আগস্ট খুলে দেওয়া হবে সকল(নরসিংদী পৌরসভা ও ১২ টি সিটি কর্পোরেশন বাদে) প্রাথমিক বিদ্যালয়।।

--- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
😱100👏13😐11😢6
শুধু বিশ্ববিদ্যালয়টা খুলে দে🤝
🔥231💯16
🔥1505👌1😐1
বন্দি পাঠশালার শুভ ভাইয়ার পর বাসা থেকে ইয়াসিন ভাইয়া কেও তুলে নিয়ে গেছে। তথ্য টি নিশ্চিত করেছেন সৈকত আবদুল্লাহ ভাইয়া।
😭204😢41💔12😱5😨3
It's Loud and clear!
❤‍🔥364🔥44🫡18😍41
News Zone
It's Loud and clear!
এমন সাহসিকতা নটরডেমিয়ানদের খুবই দরকার। এরাই তো পরে ঢাবি,বুয়েট, ঢামেক সহ সারা বাংলাদেশের প্রতিনিধি হবে।

বিঃদ্রঃ কোনো কলেজকে ছোট করা হয়নি এখানে ।
🔥270❤‍🔥17👏13🫡8👌1😍1🤝1
গুজব Detected!

এমন কোনো সংবাদ DBC News প্রকাশ করে নাই।
😨10525😐17😢13❤‍🔥9
বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহয় শহিদ মীর মুগ্ধকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা প্রকাশ করেছে FIVERR. এইমাত্র তারা তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে Fiverr Family এর পক্ষ থেকে শোকবার্তা জানায়!
🔥201😢669🫡9❤‍🔥6💔3😭2
নটরডেমের পর এইচ এস সি পরীক্ষা বর্জনের বার্তা দিলো ঢাকা কলেজ, ভিকারুননিসা নূন কলেজ, রাজউক উত্তরা, বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীরা। তথ্য: short stories
🔥253❤‍🔥20👏5
হারুনের করা Scripted বিবৃতি

কথাটা কি মিলে গেছে?

দেখা যাক শেষ পরিণতি কি হয়
🔥1678😇2
🔥139
📌 আগামীকালের কর্মসূচি - "Remembering Our Heroes"

সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল (০১.০৮.২০২৪) রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি - "Remembering our Heroes."

কর্মসূচি পালণে করণীয় :
১। নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ;
২। শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ;
৩। শহীদদের নিয়ে গল্প/ ফিকশন লিখা;
৪। চিত্রাংকন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরী, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
৫। ক্যাম্পাস ও এলাকা ভিত্তিক জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানানো এবং সাংস্কৃতিক আয়োজন (পথনাটক/মঞ্চনাটক/প্রতিবাদী গানের আসর/মাইম) ইত্যাদি কর্মসূচি আয়োজন করা।

শহীদদের স্মরণে উপরের যেকোনো কন্টেন্ট/লেখা লিখে নিম্নোক্ত হ্যাশট্যাগ ব্যবহার করে অনলাইনে ও অফলাইনে প্রচার করা।
#JulyMassacre
#RememberingOurHeroes
🔥18922😐5🎉4