News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
৬ সমন্বয়কের মুক্তি: আলটিমেটাম শেষে ডিবি কার্যালয়ে যাচ্ছেন বিশিষ্ট নাগরিকরা

Source: The Daily Star
🔥203❤‍🔥1510👏4
'শহীদ আবু সাঈদ' এর স্মরণে নতুন বাংলা ফন্ট উন্মুক্ত করেছে Codepotro.
189🔥23❤‍🔥9🥰3😍2💯1
🔥79
তারা স্থগিত করলো নাকি student রা বর্জন করলো!!!🫥

HSC '24 batch rocks 👌
🔥261🤩17❤‍🔥1444🥰2👌2
Daffodil International University এর কোন Student পুলিশের হয়রানির শিকার হলে আইনগত সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন

🔴Barrister Didar U Salam
+8801711838389

🔴 Adv. Riaz
+8801517055148
82🔥8🥰6
আমরা যারা দেশে আছি ট্যাক্স/ভ্যাট এড়িয়ে চলার চেষ্টা করবো। শপিং মল কিংবা সুপার বা ডেইলি শপ গুলোতে ২/১ মাস না যাই, নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা কাঁচা বাজার/ মুদি দোকানে মেটাই যেখানে সরকারকে টাকা দিতে হবে না।

দেশের স্বার্থে এগিয়ে আসুন!

©
❤‍🔥18821🔥4🥰3👌2🆒2💘2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তে'জনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা সিভিল ড্রেসে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর.....
💔135😢36😭7😨3❤‍🔥21🔥1
জুলাই মাসে হত্যা:250+
আগস্ট মাসে হত্যা:26

So logically শোকের মাস হলো জুলাই
👌13453💯35🔥24❤‍🔥6👏6🤝2🫡2
Forwarded from PDF Zone
মুক্তি পেলেন ৬ সমন্বয়ক
❤‍🔥287🔥3420🥰5🤩4😍41🎉1
আজকের "বাংলাদেশ প্রতিদিন"
❤‍🔥172🔥28😱5😍4😨4👌3🆒1
ডিবি হেফাজতে বন্দী ৬ সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি! কত ভুল ভাবতাম রে! তোরাই তো একেকটা নজরুল! ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন! তোরা তো অগুনতি নজরুল! কে ঠেকায় তোদের!
"উহারা ক'জন, তোরা অগণন! সকল শক্তিধারী!"
©️pritam sir
🔥325❤‍🔥208🕊3
রাবি অধ্যাপক সালেহ হাসান নকিব স্যারের পোস্ট:

আজ সকাল ১১টা থেকে সাড়ে বারোটা, প্রায় দেড় ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ ছিল। অত্যন্ত সুস্পষ্ট করে যা ঠিক মনে করি তা বলেছি।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এই মুহুর্তে একটি সেল গঠন করা, যেটি গ্রেফতারের শিকার আমাদের প্রত্যেক ছাত্রের পাশে সাথেসাথে গিয়ে দাঁড়াবে। ছাত্রদের যেকোনো হয়রানির বিরুদ্ধে কাজ করবে। ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর কথা দিয়েছেন এটা প্রাতিষ্ঠানিকভাবে আজ-কালের ভেতর চালু হবে। সেকেন্ড পয়েন্ট ছিল, দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সুস্পষ্টভাবে এটা জানিয়ে দেওয়া যে একটি হলেও কোন ছাত্র সংগঠনের নৈরাজ্য চলবে না। একেবারে সাফ কথা। এই পয়েন্টও তারা সম্পূর্নভাবে একমত হয়েছেন।
আমি এখন দেখতে চাই তারা কি করেন। বিশ্ববিদ্যালয়কে বাচাতে হলে তাদের এসব করতেই হবে।
215🥰12❤‍🔥11🔥8👌3💯2
116❤‍🔥12🔥5
আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে শিল্পী সমাজও মিশেছে।
🔥110🥰7
একটা মেয়েকে কিভাবে গায়ের ওড়না ধরে এভাবে টানতে পারে পুলিশ এতো মানুষের মধ্যে!

বরিশাল বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষকদের ধিক্কার জানাই! আপনাদের ছাত্রী রাস্ত্রায় লাঞ্চিত হচ্ছে আপনারা ঘরে বসে ভ্যাকেশন ইনজয় করেন?

মানুষ কিভাবে এতো নিষ্ঠুর আর বিবেকহীন হয়, আল্লাহ্।এদের হিদায়াত দাও।

আর মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে,ধিক্কার জানাই।
😢252😭39💔19🥰1
প্রিয় অভিভাবক Syed Reza স্যার হায়েনাদের হাত থেকে তার সন্তান কে ছিনিয়ে নিয়ে এসেছেন। আমাদের পিতা, আমাদের চরম বিপদের ঢাল। দয়া করে সকল পিতারা এগিয়ে আসুন আপনাদের সন্তানদের রক্ষার্থে। 🙏🏻🙏🏻🙏🏻

রাজশাহী বিশ্ববিদ্যালয়
❤‍🔥313🔥2015🥰7😍2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাঁর দায়িত্ব পালনের জন্য সাধুবাদ জানাই।

সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের হয়রানি বন্ধের লক্ষ্যে এই সেল গঠন করা হয়েছে।
165🔥26❤‍🔥6
আমি মুক্তিযুদ্ধ দেখিনি,আজকের আন্দোলন দেখেছি।
😢290😭39💔12😨3🔥21