তারা স্থগিত করলো নাকি student রা বর্জন করলো!!!🫥
HSC '24 batch rocks 👌
HSC '24 batch rocks 👌
🔥261🤩17❤🔥14❤4⚡4🥰2👌2
Daffodil International University এর কোন Student পুলিশের হয়রানির শিকার হলে আইনগত সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন
🔴Barrister Didar U Salam
+8801711838389
🔴 Adv. Riaz
+8801517055148
🔴Barrister Didar U Salam
+8801711838389
🔴 Adv. Riaz
+8801517055148
❤82🔥8🥰6
আমরা যারা দেশে আছি ট্যাক্স/ভ্যাট এড়িয়ে চলার চেষ্টা করবো। শপিং মল কিংবা সুপার বা ডেইলি শপ গুলোতে ২/১ মাস না যাই, নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা কাঁচা বাজার/ মুদি দোকানে মেটাই যেখানে সরকারকে টাকা দিতে হবে না।
দেশের স্বার্থে এগিয়ে আসুন!
©
দেশের স্বার্থে এগিয়ে আসুন!
©
❤🔥188❤21🔥4🥰3👌2🆒2💘2
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তে'জনা
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা সিভিল ড্রেসে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর.....
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ নগরীর বিভিন্ন স্কুল-কলেজ থেকে অংশ নেওয়া শিক্ষার্থীদের জোর করে তুলে নেওয়ার চেষ্টা সিভিল ড্রেসে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর.....
💔135😢36😭7😨3❤🔥2⚡1🔥1
ডিবি হেফাজতে বন্দী ৬ সমন্বয়ক গত ৩২ ঘন্টা ধরে অনশনে। আমি ভাবতাম তোরা নজরুল পড়িসনি! কত ভুল ভাবতাম রে! তোরাই তো একেকটা নজরুল! ৩৯ দিনের অনশনে নজরুল একাই ব্রিটিশ রাজের ভিত্তি নাড়িয়ে দিয়েছিলেন! তোরা তো অগুনতি নজরুল! কে ঠেকায় তোদের!
"উহারা ক'জন, তোরা অগণন! সকল শক্তিধারী!"
©️pritam sir
"উহারা ক'জন, তোরা অগণন! সকল শক্তিধারী!"
©️pritam sir
🔥325❤🔥20❤8🕊3
রাবি অধ্যাপক সালেহ হাসান নকিব স্যারের পোস্ট:
আজ সকাল ১১টা থেকে সাড়ে বারোটা, প্রায় দেড় ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ ছিল। অত্যন্ত সুস্পষ্ট করে যা ঠিক মনে করি তা বলেছি।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এই মুহুর্তে একটি সেল গঠন করা, যেটি গ্রেফতারের শিকার আমাদের প্রত্যেক ছাত্রের পাশে সাথেসাথে গিয়ে দাঁড়াবে। ছাত্রদের যেকোনো হয়রানির বিরুদ্ধে কাজ করবে। ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর কথা দিয়েছেন এটা প্রাতিষ্ঠানিকভাবে আজ-কালের ভেতর চালু হবে। সেকেন্ড পয়েন্ট ছিল, দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সুস্পষ্টভাবে এটা জানিয়ে দেওয়া যে একটি হলেও কোন ছাত্র সংগঠনের নৈরাজ্য চলবে না। একেবারে সাফ কথা। এই পয়েন্টও তারা সম্পূর্নভাবে একমত হয়েছেন।
আমি এখন দেখতে চাই তারা কি করেন। বিশ্ববিদ্যালয়কে বাচাতে হলে তাদের এসব করতেই হবে।
আজ সকাল ১১টা থেকে সাড়ে বারোটা, প্রায় দেড় ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ ছিল। অত্যন্ত সুস্পষ্ট করে যা ঠিক মনে করি তা বলেছি।
আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, এই মুহুর্তে একটি সেল গঠন করা, যেটি গ্রেফতারের শিকার আমাদের প্রত্যেক ছাত্রের পাশে সাথেসাথে গিয়ে দাঁড়াবে। ছাত্রদের যেকোনো হয়রানির বিরুদ্ধে কাজ করবে। ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর কথা দিয়েছেন এটা প্রাতিষ্ঠানিকভাবে আজ-কালের ভেতর চালু হবে। সেকেন্ড পয়েন্ট ছিল, দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং সুস্পষ্টভাবে এটা জানিয়ে দেওয়া যে একটি হলেও কোন ছাত্র সংগঠনের নৈরাজ্য চলবে না। একেবারে সাফ কথা। এই পয়েন্টও তারা সম্পূর্নভাবে একমত হয়েছেন।
আমি এখন দেখতে চাই তারা কি করেন। বিশ্ববিদ্যালয়কে বাচাতে হলে তাদের এসব করতেই হবে।
❤215🥰12❤🔥11🔥8👌3💯2
News Zone
রাবি অধ্যাপক সালেহ হাসান নকিব স্যারের পোস্ট: আজ সকাল ১১টা থেকে সাড়ে বারোটা, প্রায় দেড় ঘন্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর এবং প্রো-ভাইসচ্যান্সেলর মহোদয়ের সাথে আলাপ ছিল। অত্যন্ত সুস্পষ্ট করে যা ঠিক মনে করি তা বলেছি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ…
জানি না কতদূর কি করবে।কেন জানি আর আশ্বাস পাই না...😓
💯63😢33💔10🔥2😭1
একটা মেয়েকে কিভাবে গায়ের ওড়না ধরে এভাবে টানতে পারে পুলিশ এতো মানুষের মধ্যে!
বরিশাল বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষকদের ধিক্কার জানাই! আপনাদের ছাত্রী রাস্ত্রায় লাঞ্চিত হচ্ছে আপনারা ঘরে বসে ভ্যাকেশন ইনজয় করেন?
মানুষ কিভাবে এতো নিষ্ঠুর আর বিবেকহীন হয়, আল্লাহ্।এদের হিদায়াত দাও।
আর মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে,ধিক্কার জানাই।
বরিশাল বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষকদের ধিক্কার জানাই! আপনাদের ছাত্রী রাস্ত্রায় লাঞ্চিত হচ্ছে আপনারা ঘরে বসে ভ্যাকেশন ইনজয় করেন?
মানুষ কিভাবে এতো নিষ্ঠুর আর বিবেকহীন হয়, আল্লাহ্।এদের হিদায়াত দাও।
আর মানুষ ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে,ধিক্কার জানাই।
😢252😭39💔19🥰1
রাজশাহীর কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন -
আইনজীবী টিমঃ
সরকার শাইন মাহমুদ
অ্যাডভোকেট, রাজশাহী জজ কোর্ট
Mobile: 01832123456
অ্যাডভোকেট তাজুল ইসলাম
মোবাইল:+880 1739-079866
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
মোবাইল:+880 1711-945604
অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম
মোবাইল: +8801686668225
অ্যাডভোকেট আলী নাছের খান
মোবাইল:+880 1729-921148
অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ
মোবাইল:+8801321205400
আল মামুন রাসেল
মোবাইল : + 8801732-604603
আইনজীবী টিমঃ
সরকার শাইন মাহমুদ
অ্যাডভোকেট, রাজশাহী জজ কোর্ট
Mobile: 01832123456
অ্যাডভোকেট তাজুল ইসলাম
মোবাইল:+880 1739-079866
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
মোবাইল:+880 1711-945604
অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম
মোবাইল: +8801686668225
অ্যাডভোকেট আলী নাছের খান
মোবাইল:+880 1729-921148
অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ
মোবাইল:+8801321205400
আল মামুন রাসেল
মোবাইল : + 8801732-604603
🔥55❤17❤🔥4⚡2
রাবি আপডেটঃ পরিস্থিতি এখন স্বাভাবিক।
ঘটনার শুরু হয় পুলিশের মিথ্যাচারের মাধ্যমে। সকলকে হেনস্থার মাধ্যমে ক্যাম্পাস থেকে বের করার পর প্রক্টর বলে, শিক্ষার্থীরা নাকি পুলিশের দিকে জুতা ছুড়ে মেরেছে যার কারণে সাদা পোশাকের কিছু গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আটক করার চেষ্টা করেছে। অথচ সাংবাদিক থেকে শুরু করে সেখানে যারা উপস্থিত ছিল সকলেই তখন বলেছে আমরা এমন কিছু দেখি নাই।
তারা ছাত্র সহ শিক্ষকদের গায়েও হাত তুলেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করতে চাইলে শিক্ষকরা বাধা দেন।
শিক্ষার্থীদের মতে, কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার নির্দেশেই সাদা পোশাকের বাহিনীকে ছাত্র-ছাত্রীদের উপরে লেলিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মারধর এবং অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
©
ঘটনার শুরু হয় পুলিশের মিথ্যাচারের মাধ্যমে। সকলকে হেনস্থার মাধ্যমে ক্যাম্পাস থেকে বের করার পর প্রক্টর বলে, শিক্ষার্থীরা নাকি পুলিশের দিকে জুতা ছুড়ে মেরেছে যার কারণে সাদা পোশাকের কিছু গোয়েন্দা সংস্থার লোক তাদেরকে আটক করার চেষ্টা করেছে। অথচ সাংবাদিক থেকে শুরু করে সেখানে যারা উপস্থিত ছিল সকলেই তখন বলেছে আমরা এমন কিছু দেখি নাই।
তারা ছাত্র সহ শিক্ষকদের গায়েও হাত তুলেছে। শিক্ষার্থীদের গ্রেফতার করতে চাইলে শিক্ষকরা বাধা দেন।
শিক্ষার্থীদের মতে, কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টার নির্দেশেই সাদা পোশাকের বাহিনীকে ছাত্র-ছাত্রীদের উপরে লেলিয়ে দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে মারধর এবং অন্যায় ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
©
😢168💔12😐4