News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
ময়মনসিংহ
🔥1717
গুজব Detected

কেন্দ্রীয় ৬ সমন্বয়ক কতৃক ৭ দিনের জন্য আন্দোলন প্রত্যাহারের ঘটনাটি সত্য নয়।
136🔥14
👌117❤‍🔥1512🔥7
বরিশাল
🔥178❤‍🔥212
Media is too big
VIEW IN TELEGRAM
সাতক্ষীরা
🔥125❤‍🔥10
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
অস্ত্র হাতে কিছু কুকুর।

এখন কুমিল্লায়
💔99😢49😐5🔥3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আইডি হ্যাক হওয়া ও আন্দোলনের গতিপথ নিয়ে  সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিবৃতি।
🔥146❤‍🔥2010
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
টাঙ্গাইল
🔥117❤‍🔥5💯5
লাশের উপর দাঁড়িয়ে কোনো কনসার্ট নয়

শহীদ মিনার 
রবীন্দ্র সরোবর

সবাই শহীদ মিনারে যাচ্ছে। সমন্বয়কেরাও সবাইকে শহীদ মিনারে ডাকছেন।  সেখানে আলাদা করে রবীন্দ্র সরোবরে কেন? কেন জনশক্তিকে ভাগ করা হচ্ছে? দুর্বল করার জন্য? মনোযোগ ঘোরানোর জন্য?
❤‍🔥2158
প্রিয় বীর চট্টলাবাসী,
সবাই নিজ নিজ অবস্থান থেকে শত্রুদের আক্রমণকে রুখে দেবার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আজ বিকেল ৩ টায় নিউমার্কেট চলে আসুন।
কেউ আঘাত করার চেষ্টা করলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করবেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
খান তালাত মাহমুদ রাফি
🔥1685
এবার সমন্বয়ক ৪৯ জন, সহ-সমন্বয়ক ১০৯
🔥261❤‍🔥16🥰53
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
প্রেস বিজ্ঞপ্তিঃ
৩রা আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্মমভাবে চালানো গণহত্যার বিচার, গণহত্যায় দায়ীদের পদত্যাগ এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে ১৫৮ সদস্য বিশিষ্ট সমন্বয়ক টিম গঠন করা হলো।

বার্তাপ্রেরকঃ
রিফাত রশিদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥151❤‍🔥125🥰4
যখন আমরা ডিবি অফিসে বন্দি ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়া যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম।

আপোষহীনতার মূল্য যদি মৃত্যুও হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি। ছাত্র-নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি।


আসিফ মাহমুদ
সমন্বয়ক
🔥322❤‍🔥196
Pray for Cumilla!!!

ওপেন ফায়ার হচ্ছে,ইতিমধ্যে হতাহতের নিউজ ও পাওয়া গেছে
😢230😭42😨6❤‍🔥2
জরুরি অবস্থা ও সরকারের সাথে আলোচনা প্রসঙ্গে—

১৯শে জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়।

ছাত্রজনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল৷ সরকার দমন-পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারো জন্যই পরিণতি ভালো হবে না।

পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দফতরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সে পরিকল্পনা সফল হয়নি।

আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না৷ নিরাপত্তা বাহিনীকেও এরজন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা বাহিনীকে এর দায়ভার নিতে হবে।  

তবে রক্ত ঝড়লে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা ন্যায়বিচার ও জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে চাই।

গণজোয়ার তৈরি হয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন, প্রোপাগাণ্ডা ও ষড়যন্ত্র করে এ আন্দোলন থামানো যাবে না।

জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র-নাগরিক মেনে নিবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।

খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসারও সুযোগ আর নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেইড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আখতার হোসেন, আরিফ সোহেলসহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাবো না।

নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান থাকবে খুনি সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র-নাগরিকের পাশে থাকুন। সরকার জনগণের বিপক্ষে দাঁড়ালে সেই সরকারের হুকুম শুনতে আপনারা আর বাধ্য নন। ছাত্রদের সাথে মিছিলে যোগ দিন। আমরা পুলিশ নয়, হুকুমের আসামীকে কাঠগড়ায় দাঁড়া করাতে চাই। নিরাপত্তা বাহিনীকে মিছিলে যোগদানের আহ্বান থাকবে।

সবাই শান্তিপূর্ণভাবে আজকের বিক্ষোভ ও আগামীকাল থেকে অসহযোগ কর্মসূচী সফল করুন।

"বাংলাদেশের জনগণ,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের অভিভাবক,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের শিক্ষকেরা,
নেমে আসুন, নেমে পড়ুন"

"বাংলাদেশের শ্রমিকেরা
নেমে আসুন, নেমে পড়ুন"

মো. নাহিদ ইসলাম,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🫡207🔥42❤‍🔥146🥰2