News Zone
৩৪ শে জুলাই (তেসরা আগস্ট) কুমিল্লায় কেউ শহিদ হয়নি। আই রিপিট একজনও শহিদ হয়নি। অযথা কেউ আতঙ্ক/ গুজব ছড়াবেন না। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগ আপনাদের ভয় দেখানোর জন্য গুজব ছড়িয়ে যাচ্ছেন কুমিল্লায় নিশ্চিত করে ২ জন মারা যাওয়ার কথা শোনা গেলেও, কেউ মারা…
ছাত্রলীগের Plan ই হলো আতঙ্ক ছড়ানো
🤬101💯21😨2
একটা গুজব ছড়িয়ে পরেছে যে, ঢাকায় পুরো ৪৬ বিগ্রেড নামানো হয়েছে, গণভবনে থার্ড লেয়ার সিকিউরিটি দেয়া হয়েছে। এসব গুজবে কান দেবেন না।
মূলত ঢাকায় ৪৬ বিগ্রেড আগে থেকেই ডেপ্লয় করা ছিলো, গণভবনেও থার্ড লেয়ার সিকিউরিটি আন্দোলনের শুরু থেকেই ছিলো। নতুন করে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াবেন না। তিনের অধিক সেনা কর্মকর্তা থেকে আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি, নতুন কোন ফোর্স ডেপ্লয় করা হয় নি, বরং কিছু ফোর্স ফেরত গেছে ব্যারাকে, এখন পর্যন্ত নতুন সেনা ডেপ্লয় করার কোন আদেশও নেই।
ফোকাস, ফোকাস এন্ড ফোকাস। এক দফা বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলন চলবে।
শেয়ার করে আতঙ্ক রোগ থেকে সবাইকে মুক্তি দিন।
©
মূলত ঢাকায় ৪৬ বিগ্রেড আগে থেকেই ডেপ্লয় করা ছিলো, গণভবনেও থার্ড লেয়ার সিকিউরিটি আন্দোলনের শুরু থেকেই ছিলো। নতুন করে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াবেন না। তিনের অধিক সেনা কর্মকর্তা থেকে আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি, নতুন কোন ফোর্স ডেপ্লয় করা হয় নি, বরং কিছু ফোর্স ফেরত গেছে ব্যারাকে, এখন পর্যন্ত নতুন সেনা ডেপ্লয় করার কোন আদেশও নেই।
ফোকাস, ফোকাস এন্ড ফোকাস। এক দফা বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলন চলবে।
শেয়ার করে আতঙ্ক রোগ থেকে সবাইকে মুক্তি দিন।
©
💯163❤🔥16🔥9
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন দেউলিয়া হয়ে প্রোপাগাণ্ডার আশ্রয় নিচ্ছে। রিউমার ছড়াইয়া আতঙ্ক সৃষ্টি করতেছে। পুলিশ, সেনাবাহিনী আর নামবে না।আওয়ামিলীগ এখন দেউলিয়া সংগঠন, হাঁকডাক দেবে ওইটুকুই ওদের দৌড়। প্রত্যেকটা পাড়া মহল্লায় আওয়ামিলীগ ছাত্রলীগের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলুন, ওদেরকে এলাকাছাড়া করুন এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে।
🔥190💯11❤🔥5
ছাত্রলীগের সিক্রেট গ্রুপ থেকে প্রাপ্ত তথ্য মতে ক্রিমিনাললীগের সবাইকে অনলাইনে ব্যাপক প্রচারনা ও গুজব ছড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক থানা ও ইউনিটকে তাদের কর্মীদের বাধ্যতামূলক স্ট্যাটাস ও গুজবগুলো ছড়ানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। একি সাথে রাত জেগে সরকারি গুজব ও প্রোপাগান্ডা সেল সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।
এজন্য আজকে হঠাৎই আবার এদের তর্জন গর্জন দেখা যাচ্ছে।
এজন্য আজকে হঠাৎই আবার এদের তর্জন গর্জন দেখা যাচ্ছে।
🔥136🤬27💯7
News Zone
আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন দেউলিয়া হয়ে প্রোপাগাণ্ডার আশ্রয় নিচ্ছে। রিউমার ছড়াইয়া আতঙ্ক সৃষ্টি করতেছে। পুলিশ, সেনাবাহিনী আর নামবে না।আওয়ামিলীগ এখন দেউলিয়া সংগঠন, হাঁকডাক দেবে ওইটুকুই ওদের দৌড়। প্রত্যেকটা পাড়া মহল্লায় আওয়ামিলীগ ছাত্রলীগের বিরুদ্ধে দূর্গ…
এখানে সমন্বয়কের বক্তব্য তুলে ধরা হয়েছে।
আমরা নিজ থেকে কিছু বলি নাই
আমরা নিজ থেকে কিছু বলি নাই
❤105❤🔥7
এই মুহুর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি -
এই মুহুর্তে আমাদের মাঝে ভীতি সৃষ্টির জন্য কার চাচা আর্মিতে,খালু পুলিশে, ভারতের র এর ভিতরের খবর আনছে, এই টাইপের নিউজগুলো গুজবলীগই ছড়ায়। তাই প্লিজ কেউ এসব শেয়ার বা ফরওয়ার্ড করবেন না। আমরা ছাত্ররা এতোদিন পুলিশ, র্যাব, বিজিবি, পুলিশ লীগের বিরুদ্ধে লড়েছি।১৫ জুলাইয়ের পর থেকে লীগ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে থাকতো কিন্তু কেন্দ্র থেকে এমন ঢাক ঢোল মারতো না। আগামীকাল ও সেইম থাকবে, তাদের যা দেখানোর সর্বোচ্চ দেখিয়ে ফেলেছে নতুন আর কেউ নাই।এইটা তাদের সমাবেশ না যে ৩০০ আর ৫০০ টাকা দিয়ে লোক দেখানোর জন্য লোক নিয়ে আসবে। ওদের নেতারা অলরেডি কেউ কেউ পালিয়েছে আর যারা আছে তারাও গর্তে লুকিয়ে যাচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের প্রানের দাবি ১ দফা আদায় করে রাজপথে থেকে সফল হবো ইনশাআল্লাহ।
Abdullah Al Noman
সহ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এই মুহুর্তে আমাদের মাঝে ভীতি সৃষ্টির জন্য কার চাচা আর্মিতে,খালু পুলিশে, ভারতের র এর ভিতরের খবর আনছে, এই টাইপের নিউজগুলো গুজবলীগই ছড়ায়। তাই প্লিজ কেউ এসব শেয়ার বা ফরওয়ার্ড করবেন না। আমরা ছাত্ররা এতোদিন পুলিশ, র্যাব, বিজিবি, পুলিশ লীগের বিরুদ্ধে লড়েছি।১৫ জুলাইয়ের পর থেকে লীগ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে থাকতো কিন্তু কেন্দ্র থেকে এমন ঢাক ঢোল মারতো না। আগামীকাল ও সেইম থাকবে, তাদের যা দেখানোর সর্বোচ্চ দেখিয়ে ফেলেছে নতুন আর কেউ নাই।এইটা তাদের সমাবেশ না যে ৩০০ আর ৫০০ টাকা দিয়ে লোক দেখানোর জন্য লোক নিয়ে আসবে। ওদের নেতারা অলরেডি কেউ কেউ পালিয়েছে আর যারা আছে তারাও গর্তে লুকিয়ে যাচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের প্রানের দাবি ১ দফা আদায় করে রাজপথে থেকে সফল হবো ইনশাআল্লাহ।
Abdullah Al Noman
সহ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥179💯10❤🔥9
এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ ৪ আগস্ট বেলা ১১ টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।
সকাল থেকেই ঢাকার প্রবেশপথ গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১ টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি।
কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো।
- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন
সকাল থেকেই ঢাকার প্রবেশপথ গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১ টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি।
কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো।
- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন
❤🔥134❤10🔥6
গুজব ১: সমন্বয়করা ঢাকা ছেড়ে চলে গেছে।
উত্তর: একজন সমন্বয়কও ঢাকা ছেড়ে যাননি। বরং সবাই কালকের জন্য প্রস্তুত।
গুজব ২: ঢাকা ক্লিয়ার করতে ৭ মিনিট লাগবে।
উত্তর: যদি ৭ মিনিটেই সমাধান হতো, গত ১৫ দিন কি ছাত্রলীগের হাতে ৭ মিনিট ছিলো না? ১৫ দিনেও কন্ট্রোল করা গেল না যে?
গুজব ৩: ভারত আর্মি ঢুকাবে।
উত্তর: ঢুকাক। ভারতীয় আর্মি ছাত্রলীগের পেছন দিয়ে ভরে দেওয়া হবে।
Collected
উত্তর: একজন সমন্বয়কও ঢাকা ছেড়ে যাননি। বরং সবাই কালকের জন্য প্রস্তুত।
গুজব ২: ঢাকা ক্লিয়ার করতে ৭ মিনিট লাগবে।
উত্তর: যদি ৭ মিনিটেই সমাধান হতো, গত ১৫ দিন কি ছাত্রলীগের হাতে ৭ মিনিট ছিলো না? ১৫ দিনেও কন্ট্রোল করা গেল না যে?
গুজব ৩: ভারত আর্মি ঢুকাবে।
উত্তর: ঢুকাক। ভারতীয় আর্মি ছাত্রলীগের পেছন দিয়ে ভরে দেওয়া হবে।
Collected
🔥209❤🔥8🥰5
**দাবি ছিলো দুইটা, মানলেন না- গুলি করলেন।
**দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।
**দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গুলি করলেন।
আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নেন। এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!
Loud And Clear ✊
©️
**দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।
**দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গুলি করলেন।
আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নেন। এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!
Loud And Clear ✊
©️
❤🔥262🔥27💯13❤4🫡3👌2🏆2
News Zone
থাইল্যান্ড শাখা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি
React দেওয়ানোর জন্যই কর্মী খুঁজে পায় না ,তাই এখন তাদের একমাত্র উপায় গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা
😁159
কেউ প্লিজ গুজবে বিভ্রান্ত হবেনা না। এরা একদম নিঃস্ব হয়ে এখন আওয়ামী /ছাত্র লীগ থেকে গুজব লীগে পরিণত হয়েছে৷ গুজব ছড়ানোটাই এদের কর্মসূচির অংশ। ভয় দেখিয়ে তারা চায় সংগ্রামী ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে। তাদের এই অসৎ পরিকল্পনা কেউ বিশ্বাস করবেন না। তারা মূলত কিছুই করতে পারবে না৷ তারা ১০ জন হলে আমরা ১০০ জন। শুধু সবাই সংঘবদ্ধ হয়ে থাকবো। তাদের এসব কর্মকাণ্ড এটাই নির্দেশ করে যে আমরা বিজয়ের কত কাছে!
❤🔥141💯12🔥7