এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ ৪ আগস্ট বেলা ১১ টা থেকে রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে।
সকাল থেকেই ঢাকার প্রবেশপথ গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১ টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি।
কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো।
- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন
সকাল থেকেই ঢাকার প্রবেশপথ গুলোতে ছাত্র-জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১ টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি।
কর্মসূচি সফল করতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবি, রাজনৈতিক, অরাজনৈতিক নির্বিশেষে আপামর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি।
আমরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন করবো। তবে আঘাত আসলে তা প্রতিহত করার সকল প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান রইলো।
- বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলন
❤🔥134❤10🔥6
গুজব ১: সমন্বয়করা ঢাকা ছেড়ে চলে গেছে।
উত্তর: একজন সমন্বয়কও ঢাকা ছেড়ে যাননি। বরং সবাই কালকের জন্য প্রস্তুত।
গুজব ২: ঢাকা ক্লিয়ার করতে ৭ মিনিট লাগবে।
উত্তর: যদি ৭ মিনিটেই সমাধান হতো, গত ১৫ দিন কি ছাত্রলীগের হাতে ৭ মিনিট ছিলো না? ১৫ দিনেও কন্ট্রোল করা গেল না যে?
গুজব ৩: ভারত আর্মি ঢুকাবে।
উত্তর: ঢুকাক। ভারতীয় আর্মি ছাত্রলীগের পেছন দিয়ে ভরে দেওয়া হবে।
Collected
উত্তর: একজন সমন্বয়কও ঢাকা ছেড়ে যাননি। বরং সবাই কালকের জন্য প্রস্তুত।
গুজব ২: ঢাকা ক্লিয়ার করতে ৭ মিনিট লাগবে।
উত্তর: যদি ৭ মিনিটেই সমাধান হতো, গত ১৫ দিন কি ছাত্রলীগের হাতে ৭ মিনিট ছিলো না? ১৫ দিনেও কন্ট্রোল করা গেল না যে?
গুজব ৩: ভারত আর্মি ঢুকাবে।
উত্তর: ঢুকাক। ভারতীয় আর্মি ছাত্রলীগের পেছন দিয়ে ভরে দেওয়া হবে।
Collected
🔥209❤🔥8🥰5
**দাবি ছিলো দুইটা, মানলেন না- গুলি করলেন।
**দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।
**দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গুলি করলেন।
আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নেন। এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!
Loud And Clear ✊
©️
**দাবি হলো ছয়টা, মানলেন না- গ্রেফতার করলেন।
**দাবি বাড়িয়ে হলো নয়টা, আবার মানলেন না- আবার গুলি করলেন।
আর দাবি বাড়াতে চাই না। বরং কমাইয়া নেন। এখন দাবি মাত্র একটা এক দফা। একটাই শেষ"!
Loud And Clear ✊
©️
❤🔥262🔥27💯13❤4🫡3👌2🏆2
News Zone
থাইল্যান্ড শাখা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি
React দেওয়ানোর জন্যই কর্মী খুঁজে পায় না ,তাই এখন তাদের একমাত্র উপায় গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা
😁159
কেউ প্লিজ গুজবে বিভ্রান্ত হবেনা না। এরা একদম নিঃস্ব হয়ে এখন আওয়ামী /ছাত্র লীগ থেকে গুজব লীগে পরিণত হয়েছে৷ গুজব ছড়ানোটাই এদের কর্মসূচির অংশ। ভয় দেখিয়ে তারা চায় সংগ্রামী ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে। তাদের এই অসৎ পরিকল্পনা কেউ বিশ্বাস করবেন না। তারা মূলত কিছুই করতে পারবে না৷ তারা ১০ জন হলে আমরা ১০০ জন। শুধু সবাই সংঘবদ্ধ হয়ে থাকবো। তাদের এসব কর্মকাণ্ড এটাই নির্দেশ করে যে আমরা বিজয়ের কত কাছে!
❤🔥141💯12🔥7
শুনেন কিছু কথা বলছি।
জীবনে যতো রকমের গুজব শুনেছেন,তার থেকে আজকে বেশি শুনবেন।
ইতিমধ্যে তার প্রমাণ ও পেয়েছেন।
এতজন আহত,এতজন নিহত,অবস্থা খুব খারাপ, এইদিকে যাবেন না
এরকম আরো অনেক কিছু।
সবকিছু জাস্টিফাই না করতে পারলে, দরকারে আমাদের বটে ম্যাসেজ দিবেন,শিউর হয়ে নিবেন।
আপনি হয়তো একটা শেয়ার করছেন,সেটা দেখবে কয়েকশো মানুষ,সেই কয়েকশো মানুষের মধ্যে ১০জন ও সেই ফেইক নিউজ শেয়ার করলে সেটা হয়ে যাবে প্রাণঘাতী অনেক মানুষের জন্য।
আর আজকে যারা যেতে পারবেন না,তারা সঠিক তথ্য দিয়ে সবাইকে সাহায্য করবেন।
একটা জিনিস মনে রাখবেন,১৯৭১ সালে সবাই মুক্তিযুদ্ধে যায়নি,কেউ মুক্তিযোদ্ধাদের খাবার খাইয়েছেন, কেউ তথ্য সরবরাহ করেছেন,কেউ আশ্রয় দিয়েছেন।
প্রতিটি সাহায্য, সাহসিকতাই এনে দিয়েছিলো সেই সফলতা।
আজ এই মাহেন্দ্রক্ষণে সবাইকে আবারো জেগে উঠতে হবে,সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে,মিছিল থেকে কেউ আলাদা হয়ে জমায়েত করবেন না।
একত্রে থাকবেন,একত্রে লড়বেন।
সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
জীবনে যতো রকমের গুজব শুনেছেন,তার থেকে আজকে বেশি শুনবেন।
ইতিমধ্যে তার প্রমাণ ও পেয়েছেন।
এতজন আহত,এতজন নিহত,অবস্থা খুব খারাপ, এইদিকে যাবেন না
এরকম আরো অনেক কিছু।
সবকিছু জাস্টিফাই না করতে পারলে, দরকারে আমাদের বটে ম্যাসেজ দিবেন,শিউর হয়ে নিবেন।
আপনি হয়তো একটা শেয়ার করছেন,সেটা দেখবে কয়েকশো মানুষ,সেই কয়েকশো মানুষের মধ্যে ১০জন ও সেই ফেইক নিউজ শেয়ার করলে সেটা হয়ে যাবে প্রাণঘাতী অনেক মানুষের জন্য।
আর আজকে যারা যেতে পারবেন না,তারা সঠিক তথ্য দিয়ে সবাইকে সাহায্য করবেন।
একটা জিনিস মনে রাখবেন,১৯৭১ সালে সবাই মুক্তিযুদ্ধে যায়নি,কেউ মুক্তিযোদ্ধাদের খাবার খাইয়েছেন, কেউ তথ্য সরবরাহ করেছেন,কেউ আশ্রয় দিয়েছেন।
প্রতিটি সাহায্য, সাহসিকতাই এনে দিয়েছিলো সেই সফলতা।
আজ এই মাহেন্দ্রক্ষণে সবাইকে আবারো জেগে উঠতে হবে,সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে,মিছিল থেকে কেউ আলাদা হয়ে জমায়েত করবেন না।
একত্রে থাকবেন,একত্রে লড়বেন।
সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
দাবি আমাদের ১ টাই
❤🔥185🔥9🫡6❤2👏2🆒1
News Zone
নিউমার্কেট জমায়েত হতে শুরু করেছে ছাত্রজনতা
ইতোমধ্যেই বিপুল ছাত্র -জনতা জমায়েত হয়েছে চট্টগ্রামে।
❤154🔥23😍6💯1