News Zone
থাইল্যান্ড শাখা ছাত্রলীগের সভাপতি ও সহ-সভাপতি
React দেওয়ানোর জন্যই কর্মী খুঁজে পায় না ,তাই এখন তাদের একমাত্র উপায় গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করা
😁159
কেউ প্লিজ গুজবে বিভ্রান্ত হবেনা না। এরা একদম নিঃস্ব হয়ে এখন আওয়ামী /ছাত্র লীগ থেকে গুজব লীগে পরিণত হয়েছে৷ গুজব ছড়ানোটাই এদের কর্মসূচির অংশ। ভয় দেখিয়ে তারা চায় সংগ্রামী ছাত্র-জনতাকে দমিয়ে রাখতে। তাদের এই অসৎ পরিকল্পনা কেউ বিশ্বাস করবেন না। তারা মূলত কিছুই করতে পারবে না৷ তারা ১০ জন হলে আমরা ১০০ জন। শুধু সবাই সংঘবদ্ধ হয়ে থাকবো। তাদের এসব কর্মকাণ্ড এটাই নির্দেশ করে যে আমরা বিজয়ের কত কাছে!
❤🔥141💯12🔥7
শুনেন কিছু কথা বলছি।
জীবনে যতো রকমের গুজব শুনেছেন,তার থেকে আজকে বেশি শুনবেন।
ইতিমধ্যে তার প্রমাণ ও পেয়েছেন।
এতজন আহত,এতজন নিহত,অবস্থা খুব খারাপ, এইদিকে যাবেন না
এরকম আরো অনেক কিছু।
সবকিছু জাস্টিফাই না করতে পারলে, দরকারে আমাদের বটে ম্যাসেজ দিবেন,শিউর হয়ে নিবেন।
আপনি হয়তো একটা শেয়ার করছেন,সেটা দেখবে কয়েকশো মানুষ,সেই কয়েকশো মানুষের মধ্যে ১০জন ও সেই ফেইক নিউজ শেয়ার করলে সেটা হয়ে যাবে প্রাণঘাতী অনেক মানুষের জন্য।
আর আজকে যারা যেতে পারবেন না,তারা সঠিক তথ্য দিয়ে সবাইকে সাহায্য করবেন।
একটা জিনিস মনে রাখবেন,১৯৭১ সালে সবাই মুক্তিযুদ্ধে যায়নি,কেউ মুক্তিযোদ্ধাদের খাবার খাইয়েছেন, কেউ তথ্য সরবরাহ করেছেন,কেউ আশ্রয় দিয়েছেন।
প্রতিটি সাহায্য, সাহসিকতাই এনে দিয়েছিলো সেই সফলতা।
আজ এই মাহেন্দ্রক্ষণে সবাইকে আবারো জেগে উঠতে হবে,সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে,মিছিল থেকে কেউ আলাদা হয়ে জমায়েত করবেন না।
একত্রে থাকবেন,একত্রে লড়বেন।
সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
জীবনে যতো রকমের গুজব শুনেছেন,তার থেকে আজকে বেশি শুনবেন।
ইতিমধ্যে তার প্রমাণ ও পেয়েছেন।
এতজন আহত,এতজন নিহত,অবস্থা খুব খারাপ, এইদিকে যাবেন না
এরকম আরো অনেক কিছু।
সবকিছু জাস্টিফাই না করতে পারলে, দরকারে আমাদের বটে ম্যাসেজ দিবেন,শিউর হয়ে নিবেন।
আপনি হয়তো একটা শেয়ার করছেন,সেটা দেখবে কয়েকশো মানুষ,সেই কয়েকশো মানুষের মধ্যে ১০জন ও সেই ফেইক নিউজ শেয়ার করলে সেটা হয়ে যাবে প্রাণঘাতী অনেক মানুষের জন্য।
আর আজকে যারা যেতে পারবেন না,তারা সঠিক তথ্য দিয়ে সবাইকে সাহায্য করবেন।
একটা জিনিস মনে রাখবেন,১৯৭১ সালে সবাই মুক্তিযুদ্ধে যায়নি,কেউ মুক্তিযোদ্ধাদের খাবার খাইয়েছেন, কেউ তথ্য সরবরাহ করেছেন,কেউ আশ্রয় দিয়েছেন।
প্রতিটি সাহায্য, সাহসিকতাই এনে দিয়েছিলো সেই সফলতা।
আজ এই মাহেন্দ্রক্ষণে সবাইকে আবারো জেগে উঠতে হবে,সাহায্যর হাত বাড়িয়ে দিতে হবে,মিছিল থেকে কেউ আলাদা হয়ে জমায়েত করবেন না।
একত্রে থাকবেন,একত্রে লড়বেন।
সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
দাবি আমাদের ১ টাই
❤🔥185🔥9🫡6❤2👏2🆒1
News Zone
নিউমার্কেট জমায়েত হতে শুরু করেছে ছাত্রজনতা
ইতোমধ্যেই বিপুল ছাত্র -জনতা জমায়েত হয়েছে চট্টগ্রামে।
❤154🔥23😍6💯1
Forwarded from Nursing Mate
বিক্ষোভে উত্তাল ঢাকা, রাজপথে লাখ-লাখ মানুষ | Quota Movement |
লাইভ দেখুন:
https://www.facebook.com/share/v/TNUAUjm17GPyvK3T/?mibextid=qi2Omg
লাইভ দেখুন:
https://www.facebook.com/share/v/TNUAUjm17GPyvK3T/?mibextid=qi2Omg
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
😍77🔥4
প্রিয় দেশবাসী,
আমরা আজ গণ অবস্থান করতে চেয়েছিলাম। কিন্তু আজই ছাত্রজনতার মহা অভ্যুত্থান হবে। সারাদেশের মানুষ রাজপথে নেমেছে। আপনারা সবাই রেডি? ইতিমধ্যেই সারাদেশে অলিগলিতে সাধারণ জনতা পাহারা বসিয়েছে। প্রিয় দেশবাসী আপনারা সবাই নেমে আসুন।
মা,বোন,শিক্ষক,ছাত্র,দিনমজুর, কর্মকর্তা-কর্মচারী, কেউ ঘরে বসে থাকবেন না। আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়ো ছাত্র-শিক্ষক-জনতার অভ্যুত্থান হবে। আমাদের দাবি এখন একটাই পদত্যাগ। আমরা এই রাষ্ট্র সংস্কার করবো, সুতরাং শিক্ষার্থীদের আন্দোলন মনে করে বাসায় বসে থাকবেন না। আপনাদের কেউ কিছু বলবে না, বাধা এলেই গণপ্রতিরোধ গড়তে হবে। এই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে কিছু আগাছা পরিষ্কার করতে হলে আপনারা তাও করুন। আপনারা এখনই নেমে আসুন।
গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী,
সমন্বয়ক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
বাংলাদেশ
আমরা আজ গণ অবস্থান করতে চেয়েছিলাম। কিন্তু আজই ছাত্রজনতার মহা অভ্যুত্থান হবে। সারাদেশের মানুষ রাজপথে নেমেছে। আপনারা সবাই রেডি? ইতিমধ্যেই সারাদেশে অলিগলিতে সাধারণ জনতা পাহারা বসিয়েছে। প্রিয় দেশবাসী আপনারা সবাই নেমে আসুন।
মা,বোন,শিক্ষক,ছাত্র,দিনমজুর, কর্মকর্তা-কর্মচারী, কেউ ঘরে বসে থাকবেন না। আজ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়ো ছাত্র-শিক্ষক-জনতার অভ্যুত্থান হবে। আমাদের দাবি এখন একটাই পদত্যাগ। আমরা এই রাষ্ট্র সংস্কার করবো, সুতরাং শিক্ষার্থীদের আন্দোলন মনে করে বাসায় বসে থাকবেন না। আপনাদের কেউ কিছু বলবে না, বাধা এলেই গণপ্রতিরোধ গড়তে হবে। এই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনে কিছু আগাছা পরিষ্কার করতে হলে আপনারা তাও করুন। আপনারা এখনই নেমে আসুন।
গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী,
সমন্বয়ক,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,
বাংলাদেশ
🔥226❤🔥26
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বগুড়ার রাজপথ ছাত্র-জনতার দখলে।
🔥136❤🔥12