দোষ যার বা যাদেরই হোক ভাই এভাবে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ আছে!!!!
আমাদের অনেক স্টুডেন্ট,স্বেচ্ছাসেবক গণভবনের জিনিসপত্র গিয়ে ফেরত দিয়ে আসছে।সেটাও একটা ভালো দিক।শুধু সমালোচনা করে ২টা পোস্ট দিয়েই আপনার দায়িত্ব নাগরিক হিসেবে শেষ হয়ে যায় না।
আমার মা বলে একসাথে অনেক বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই।দেশের সব মানুষ সমান না,একরকম ভাবার কারণও দেখি না।কারণ সবাই একই আদর্শে বা পরিবেশে বড় হয়নি।
তাই আসুন যাই হয়ে যাক,সবাই সম্মিলিতভাবে কাজ করি।সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি, অন্তত যারা করছে তাদের সাপোর্ট করি।
আমাদের অনেক স্টুডেন্ট,স্বেচ্ছাসেবক গণভবনের জিনিসপত্র গিয়ে ফেরত দিয়ে আসছে।সেটাও একটা ভালো দিক।শুধু সমালোচনা করে ২টা পোস্ট দিয়েই আপনার দায়িত্ব নাগরিক হিসেবে শেষ হয়ে যায় না।
আমার মা বলে একসাথে অনেক বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই।দেশের সব মানুষ সমান না,একরকম ভাবার কারণও দেখি না।কারণ সবাই একই আদর্শে বা পরিবেশে বড় হয়নি।
তাই আসুন যাই হয়ে যাক,সবাই সম্মিলিতভাবে কাজ করি।সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি, অন্তত যারা করছে তাদের সাপোর্ট করি।
❤174💯32
সংসদ ভবনে গণকববের সন্ধানে যা পাওয়া গেল। যমুনা টিভি, কালবেলাসহ আমরা কয়েকজন সাংবাদিক কিছুক্ষণ আগে সংসদ ভবনের পেছনে গণকবরের সন্ধানে গিয়ে কিছু বই খাতা পেয়েছি। এবং গন্ধ পেয়েছি।
বই খাতা- বই খাতা গুলোতে ২/৩ জনের নাম পেয়েছি। তারমধ্যে ১ জনের মোবাইল নাম্বার পেয়েছি যার নাম নাইমুর রহমান। নাম্বারে কল দিয়ে জানতে পারি তিনি সংসদ ভবনের কর্মচারী তার ছেলের নাম নাইমুর রহমান। তাদের বাসায় ভাংচুর করা হয়েছে এবং ছেলের বই খাতা সবকিছু নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বই খাতা গুলো কেউ ফেলে রেখে গেছে।
গন্ধ- আমরা একটা গন্ধ পেয়েছি। তবে আমরা কোনো কবরের সন্ধান পাই নাই। আর যে গন্ধ টা পাওয়া যাচ্ছে সেটা নির্দিষ্ট কোনো জায়গা থেকেও আসছে না। ধারণা করা হচ্ছে কোনো মৃত প্রাণীর গন্ধ হতে পারে।
সুতরাং সংসদ ভবনে গণকববের সন্ধান বিষয়টা গুজব।
Akram Hossain
Daily Kalbela
বই খাতা- বই খাতা গুলোতে ২/৩ জনের নাম পেয়েছি। তারমধ্যে ১ জনের মোবাইল নাম্বার পেয়েছি যার নাম নাইমুর রহমান। নাম্বারে কল দিয়ে জানতে পারি তিনি সংসদ ভবনের কর্মচারী তার ছেলের নাম নাইমুর রহমান। তাদের বাসায় ভাংচুর করা হয়েছে এবং ছেলের বই খাতা সবকিছু নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বই খাতা গুলো কেউ ফেলে রেখে গেছে।
গন্ধ- আমরা একটা গন্ধ পেয়েছি। তবে আমরা কোনো কবরের সন্ধান পাই নাই। আর যে গন্ধ টা পাওয়া যাচ্ছে সেটা নির্দিষ্ট কোনো জায়গা থেকেও আসছে না। ধারণা করা হচ্ছে কোনো মৃত প্রাণীর গন্ধ হতে পারে।
সুতরাং সংসদ ভবনে গণকববের সন্ধান বিষয়টা গুজব।
Akram Hossain
Daily Kalbela
❤235😱23🫡7💯3😐3
সংসদ ভবন থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
Do appreciate it guys
Do appreciate it guys
❤408🔥32🫡23❤🔥18🥰15👏11😐6💯2
আমরা অনেকে এখনো স্বাধীনতা নিয়ে পড়ে আছি।
ছবি শেয়ার করছি,পোস্ট দিচ্ছি,কাউকে টিটকারি মারছি।
কিন্তু এদিকে আজ পুরো বাংলাদেশে টোকাইরা সব লুট করছে,আমাদের দেশের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমন স্বাধীনতার জন্য কি এতোগুলো বীর তাদের জীবন দিয়েছিলো!
আসুন,প্রতিহত করি তাদের।
এ দেশ আমাদের;মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সবার
ছবি শেয়ার করছি,পোস্ট দিচ্ছি,কাউকে টিটকারি মারছি।
কিন্তু এদিকে আজ পুরো বাংলাদেশে টোকাইরা সব লুট করছে,আমাদের দেশের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
এমন স্বাধীনতার জন্য কি এতোগুলো বীর তাদের জীবন দিয়েছিলো!
আসুন,প্রতিহত করি তাদের।
এ দেশ আমাদের;মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সবার
❤🔥253❤45😢31🔥14💯13🤝5
Army Exchange: 01769010000
কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
❤98🔥7🥰5
মৌলভীবাজার কালীবাড়িতে কোনো আগুন দেওয়া হয় নি। এটা টোটালি রিউমার।
ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কোনো আক্রমণ হয় নি। সেখানে মুসলমান আর হিন্দুদের যৌথ টিম পাহারা দিচ্ছে।
ফেনীতে আক্রমণ হয়েছে দুইজন আওয়ামীলীগ নেতার বাসায়, এর অন্তত একটাতে আগুন দেওয়া হয়েছে। তবে বাঁশপাড়া দূর্গামন্দিরে আগুন দেওয়ার নিউজ ফেইক।
লোহাগড়ার চুনতি-তে মৌলভীরা মাঠে নেমেছে হিন্দুদের মন্দির আর বড়ুয়াপাড়া পাহারা দেওয়ার জন্য।
নোয়াখালীতে মন্দিরে আক্রমণের সময় দুই ছাত্রলীগকর্মী ধরা খেয়েছে।
সিলেটের রামকৃষ্ণ এবং বলরাম মন্দিরে কোনো আক্রমণ হয়নি। নিউজ ফেইক।
রায়েরবাজারের কালীমন্দির ও আখরা মন্দির সেইফ। আক্রমণের নিউজ ভূয়া।
নবাবগঞ্জ শিব মন্দির সেইফ। ঋষিপাড়া মন্দির সেইফ।
হাটহাজারী কালীমন্দিরে কোনো আক্রমণ হয় নি। ফেইক নিউজ। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে।
চটগ্রামের ঘোষাইলঘাঙ্গা, রহমতগঞ্জের মন্দিরে আক্রমণ হয় নি।
নোয়াখালী শহরের সকল মন্দির পাহারা দেওয়ার কাজ করছে ছাত্রশিবির (ইয়েস ইউ হিয়ার্ড ইট রাইট)।
শেখ হাসিনা উত্তরপ্রদেশে। ভা*রতের জাতীয় নিরাপত্তা সচিব জয়শংকরের সাথে নেতাদের মিটিং চলছে। সামনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সমূহ সম্ভাবনা আছে। কলকাঠি কোথা থেকে নাড়া হবে সেটার একটা হিন্ট দিয়ে রাখলাম।
©
ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কোনো আক্রমণ হয় নি। সেখানে মুসলমান আর হিন্দুদের যৌথ টিম পাহারা দিচ্ছে।
ফেনীতে আক্রমণ হয়েছে দুইজন আওয়ামীলীগ নেতার বাসায়, এর অন্তত একটাতে আগুন দেওয়া হয়েছে। তবে বাঁশপাড়া দূর্গামন্দিরে আগুন দেওয়ার নিউজ ফেইক।
লোহাগড়ার চুনতি-তে মৌলভীরা মাঠে নেমেছে হিন্দুদের মন্দির আর বড়ুয়াপাড়া পাহারা দেওয়ার জন্য।
নোয়াখালীতে মন্দিরে আক্রমণের সময় দুই ছাত্রলীগকর্মী ধরা খেয়েছে।
সিলেটের রামকৃষ্ণ এবং বলরাম মন্দিরে কোনো আক্রমণ হয়নি। নিউজ ফেইক।
রায়েরবাজারের কালীমন্দির ও আখরা মন্দির সেইফ। আক্রমণের নিউজ ভূয়া।
নবাবগঞ্জ শিব মন্দির সেইফ। ঋষিপাড়া মন্দির সেইফ।
হাটহাজারী কালীমন্দিরে কোনো আক্রমণ হয় নি। ফেইক নিউজ। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে।
চটগ্রামের ঘোষাইলঘাঙ্গা, রহমতগঞ্জের মন্দিরে আক্রমণ হয় নি।
নোয়াখালী শহরের সকল মন্দির পাহারা দেওয়ার কাজ করছে ছাত্রশিবির (ইয়েস ইউ হিয়ার্ড ইট রাইট)।
শেখ হাসিনা উত্তরপ্রদেশে। ভা*রতের জাতীয় নিরাপত্তা সচিব জয়শংকরের সাথে নেতাদের মিটিং চলছে। সামনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সমূহ সম্ভাবনা আছে। কলকাঠি কোথা থেকে নাড়া হবে সেটার একটা হিন্ট দিয়ে রাখলাম।
©
🔥167❤22😢16