News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
রাত জেগে কুমিল্লা নগরীর শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়ী মন্দির পাহাড়ায় রয়েছেন আমাদের মুসলিম ভাইয়েরা।

সবাই এগিয়ে আসুন
❤‍🔥33941👏14🫡8🔥6😨3💯2🥰1
নোয়াখালী
🔥14915❤‍🔥8
Army Exchange: 01769010000

কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
98🔥7🥰5
মৌলভীবাজার কালীবাড়িতে কোনো আগুন দেওয়া হয় নি। এটা টোটালি রিউমার।

ফরিদপুরের রামকৃষ্ণ মিশনে কোনো আক্রমণ হয় নি। সেখানে মুসলমান আর হিন্দুদের যৌথ টিম পাহারা দিচ্ছে।

ফেনীতে আক্রমণ হয়েছে দুইজন আওয়ামীলীগ নেতার বাসায়, এর অন্তত একটাতে আগুন দেওয়া হয়েছে। তবে বাঁশপাড়া দূর্গামন্দিরে আগুন দেওয়ার নিউজ ফেইক।

লোহাগড়ার চুনতি-তে মৌলভীরা মাঠে নেমেছে হিন্দুদের মন্দির আর বড়ুয়াপাড়া পাহারা দেওয়ার জন্য।

নোয়াখালীতে মন্দিরে আক্রমণের সময় দুই ছাত্রলীগকর্মী ধরা খেয়েছে।

সিলেটের রামকৃষ্ণ এবং বলরাম মন্দিরে কোনো আক্রমণ হয়নি। নিউজ ফেইক।

রায়েরবাজারের কালীমন্দির ও আখরা মন্দির সেইফ। আক্রমণের নিউজ ভূয়া।

নবাবগঞ্জ শিব মন্দির সেইফ। ঋষিপাড়া মন্দির সেইফ।

হাটহাজারী কালীমন্দিরে কোনো আক্রমণ হয় নি। ফেইক নিউজ। হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দিচ্ছে।

চটগ্রামের ঘোষাইলঘাঙ্গা, রহমতগঞ্জের মন্দিরে আক্রমণ হয় নি।

নোয়াখালী শহরের সকল মন্দির পাহারা দেওয়ার কাজ করছে ছাত্রশিবির (ইয়েস ইউ হিয়ার্ড ইট রাইট)।

শেখ হাসিনা উত্তরপ্রদেশে। ভা*রতের জাতীয় নিরাপত্তা সচিব জয়শংকরের সাথে নেতাদের মিটিং চলছে। সামনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগার সমূহ সম্ভাবনা আছে। কলকাঠি কোথা থেকে নাড়া হবে সেটার একটা হিন্ট দিয়ে রাখলাম।

©
🔥16722😢16
News Zone pinned «Army Exchange: 01769010000 কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।»
Details: Click Here


Gen Z
🔥26715❤‍🔥8🥰5
বুঝতে পারছেন!

দেশ কি স্বাধীন নাকি হুমকির মুখে ইচ্ছেস্বরূপ ফেলা হচ্ছে
😢253💔14
এটা সেইফ রাখেন
🔥54
দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। দয়া করে বিজয় উল্লাস থামান।শেখের বেটি কি প্লান করছে জানলে ঘুম হারাম হয়ে যাবে।

সংসদে সব আগে থেকেই ভাংগা ছিল। এত ইম্পর্টান্ট ফাইলের ড্রয়ারে চাবি লাগানোই ছিল। গনভবনে এত ইজিলি ঢুকতে পারলো কিভাবে মানুষ? গৃহযুদ্ধ বাধায় দিয়ে গেছে। আওয়ামীলীগের এক নেতার নির্দেশে আজকে পুলিশ আর্মির উপর গুলি করছে। ক্যান ইউ ইমাজিন?
কুইক তত্ত্বাবধায়ক সরকার গঠিত না হলে ,এই অবস্থার সর্বোচ্চ সুবিধা নেবে ভারত। অলরেডি কাউন্টার ক্যু এর হুমকি চলতেছে। দয়া করে এলাকাভিত্তিক ভাবে দাংগা হাংগামা বন্ধের চেষ্টা করুম। নাহলে আন্তর্জাতিক ভাবে আমরা গৃহযুদ্ধ বিবেচনায় ঝামেলায় পড়তে যাচ্ছি। ভারতকে এই সুযোগ কখনই দেয়া যাবেনা। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার চেষ্টা করুন। উল্লাস পরে করবোনি

©
❤‍🔥312😢70😨39💯137😱4🥰2🫡2
🔥30653💯15🫡9❤‍🔥6😐4😨3