পুড়ে গেছে প্রশ্ন, ফের স্থগিত এইচএসসি পরীক্ষা
১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
😭156😢43😁36😍16🔥12🫡1🆒1
বিজ্ঞপ্তি :
২৪ ঘন্টার মধ্যে শাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার সহ সাস্টের প্রশাসনিক বডি ও সকল হল প্রভোস্টকে পদত্যাগ করতে হবে।
অন্যথায়, আমরা তাদেরকে ক্যাম্পাসে বয়কট করে চিরজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য করব৷
সমন্বয়ক টিম
শাবিপ্রবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
২৪ ঘন্টার মধ্যে শাবিপ্রবির ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার সহ সাস্টের প্রশাসনিক বডি ও সকল হল প্রভোস্টকে পদত্যাগ করতে হবে।
অন্যথায়, আমরা তাদেরকে ক্যাম্পাসে বয়কট করে চিরজীবনের জন্য বহিষ্কার করতে বাধ্য করব৷
সমন্বয়ক টিম
শাবিপ্রবি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
🔥291❤18😁9👏2👌1
ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দিয়ে মাত্রই জানানো হয়েছে—
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।
-Saiyed Abdullah
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় (GMT+6) দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।
-Saiyed Abdullah
💯212🔥40❤20🥰11😨3🆒2
দেশবাসীর উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের বক্তব্য:
“আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারিনা। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।
অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।”
“আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যাঁরা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারিনা। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।
অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশের সকলকে শান্ত থাকতে সহায়তা করুন।”
❤🔥242❤25🥰14👏6👌3
আমি আমার হিন্দু ভাইদের উপর শ্রদ্ধা রেখেই বলছি,ফেসবুকে কয়েকটা পোস্টে আপনারা সবাই কমেন্ট করছেন এখনের চেয়ে আগেই ভালো ছিল? আগে কি আপনাদের উপর আক্রমন হয়নি কখনো(গত ১৫ বছরে) ?
কতগুলো কমেন্ট দেখে মনে হয় এমন যে এই আন্দোলন করাই উচিত হয় নাই। আন্দোলন করাটাই অপরাধ ছিল।
যারা মুসলিম আছেন তারা আপনাদের শত্রু না। বরং তারা আপনাদের বন্ধুর মতে সাহায্য করতে চাইছে। সত্যি কথা হচ্ছে মুসলিমরা যতটুকু চেষ্টা করছে আপনাদের তার চেয়ে বেশি করা উচিত। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আক্রমন করতে পারবেনা। আর গুজব তো ছড়ানো হচ্ছেই।
একজন আন্দোলনকারী হিসেবে বিশ্বাস করুন যখন দেখছি যে,আপনারা কমেন্টে লিখছেন আগেই তো ভালো ছিল, আমার অন্তরে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটা ভাই/বোন জানে তাদের কতটা প্রানসংশয় ছিল। আমার অনেক হিন্দু ভাই-বোন ও আন্দোলনে ছিলেন। তারাও জানবেন এ বিষয়ে। একটা দেশ মাত্র একটা বড় বিপ্লব পার করে এসেছে৷ একটু তো সময় দিন। আর এত লুটপাট হচ্ছে কারন এখনো সরকার গঠন হয়নি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠে নেই। সব দ্রুত ঠিক হয়ে যাবে আশাকরি।
আমরা সকলে মিলেই তো বাংলাদেশ। আমার ভাইদের এই অর্জনটাকে প্লিজ প্রশ্নবিদ্ধ না করি!
-admin
কতগুলো কমেন্ট দেখে মনে হয় এমন যে এই আন্দোলন করাই উচিত হয় নাই। আন্দোলন করাটাই অপরাধ ছিল।
যারা মুসলিম আছেন তারা আপনাদের শত্রু না। বরং তারা আপনাদের বন্ধুর মতে সাহায্য করতে চাইছে। সত্যি কথা হচ্ছে মুসলিমরা যতটুকু চেষ্টা করছে আপনাদের তার চেয়ে বেশি করা উচিত। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আক্রমন করতে পারবেনা। আর গুজব তো ছড়ানো হচ্ছেই।
একজন আন্দোলনকারী হিসেবে বিশ্বাস করুন যখন দেখছি যে,আপনারা কমেন্টে লিখছেন আগেই তো ভালো ছিল, আমার অন্তরে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটা ভাই/বোন জানে তাদের কতটা প্রানসংশয় ছিল। আমার অনেক হিন্দু ভাই-বোন ও আন্দোলনে ছিলেন। তারাও জানবেন এ বিষয়ে। একটা দেশ মাত্র একটা বড় বিপ্লব পার করে এসেছে৷ একটু তো সময় দিন। আর এত লুটপাট হচ্ছে কারন এখনো সরকার গঠন হয়নি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠে নেই। সব দ্রুত ঠিক হয়ে যাবে আশাকরি।
আমরা সকলে মিলেই তো বাংলাদেশ। আমার ভাইদের এই অর্জনটাকে প্লিজ প্রশ্নবিদ্ধ না করি!
-admin
👌183❤59🥰16😢11🔥6💯6💔4🤩3
যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
👌158👏28🔥24🤩24⚡11🆒7💔6🎉2
৪০০ অতিথির উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে : সেনাপ্রধান
👏245🔥28❤23😍5🥰2
The design was made by Raeid Hosen
বাংলাদেশের মেধা শ*হীদদের জন্যে প্রথম শ*হীদ মিনার তৈরি শুরু করে সেসময় অবরুদ্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ! সেটার একটা খসরা ডিজাইন দেখেই এই 3D মডেলটা বানিয়েছি ।
ডিজাইন এর অনুযায়ী এই স্থাপত্যটি একটি আগুনের শিখা রেপ্লিকেট করে ।
মাঝের অংশটি সাম্য ,বামের অংশটি প্রতিরোধ এবং ডানের অংশটি আন্দোলন রিপ্রেজেন্ট করছে ।
©Hasan Mahmud Sunny
#ju_insiders
বাংলাদেশের মেধা শ*হীদদের জন্যে প্রথম শ*হীদ মিনার তৈরি শুরু করে সেসময় অবরুদ্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ! সেটার একটা খসরা ডিজাইন দেখেই এই 3D মডেলটা বানিয়েছি ।
ডিজাইন এর অনুযায়ী এই স্থাপত্যটি একটি আগুনের শিখা রেপ্লিকেট করে ।
মাঝের অংশটি সাম্য ,বামের অংশটি প্রতিরোধ এবং ডানের অংশটি আন্দোলন রিপ্রেজেন্ট করছে ।
©Hasan Mahmud Sunny
#ju_insiders
🔥437❤57❤🔥16🥰2👌1🏆1
‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা
প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। আজ বুধবার ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। আজ বুধবার ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
❤222😢34🕊10👏3
বাবা-মায়ের অভ্যাসই হলো তারা বাইরে সন্তানকে Defend করে আসবে আর ঘরে এসে উদোম কেলানি বা তীব্র বকা দিবে। আমাদের ড.ইউনুস স্যারও ঠিকই একই কাজ করলো ,কাল ভারতের গণমাধ্যমে বাংলাদেশের জনতাকে ডিফেন্ড করে আসলো। আশা করি দেশে এসে সকল নৈরাজ্য উনি কঠোর হাতে দমন করবেন।সকল অন্যায়ের বিচার তার সময়কালেই শুরু করে দিবেন। কারণ,রাজনৈতিক সরকার আসলে তখন অনেক রাজনৈতিক সমঝোতা হয়ে যায়।
খু*নি হাসিনা সবসময় আমাদের দোষারোপ করত বিদেশে।
আমি চাই আমি আজীবন মনে রাখতে পারি এই সময়কাল সে,আমাদের দেশের প্রধান ড.ইউনুস ছিলো একবছর।সেটা দেশের Golden সময় ছিল। সেই সময়কাল আমি পেয়েছিলাম।
হয়ত ভুলও হতে পারি,Hope for the best.
©Sadab Vai
খু*নি হাসিনা সবসময় আমাদের দোষারোপ করত বিদেশে।
আমি চাই আমি আজীবন মনে রাখতে পারি এই সময়কাল সে,আমাদের দেশের প্রধান ড.ইউনুস ছিলো একবছর।সেটা দেশের Golden সময় ছিল। সেই সময়কাল আমি পেয়েছিলাম।
হয়ত ভুলও হতে পারি,Hope for the best.
©Sadab Vai
❤🔥432❤50🔥16🥰5💔2
আগামীকাল থেকে বিএনসিসির ক্যাডেটরা দেশের শান্তি শৃঙ্খলা ও ট্রাফিক কন্ট্রোলের জন্য অন ইউনিফর্মে ডিউটি করবে।। সবাই নিজ নিজ এলাকায় জানিয়ে দিন।। কেউ কোন সমস্যায় পরলেও বিএনসিসির ক্যাডেটদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট এরিয়ার ক্যাডেটরা তাদের সহোযোগিতায় যথা সম্ভব হাত বাড়িয়ে দিবে।
মুবাশ্বির
ক্যাডেট আন্ডার অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
মুবাশ্বির
ক্যাডেট আন্ডার অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
🔥284❤37❤🔥11
আরেকটি দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি: নুর
Its Clear & Loud
Its Clear & Loud
🔥369❤40💯16🥰1👏1🆒1