News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
আমি আমার হিন্দু ভাইদের উপর শ্রদ্ধা রেখেই বলছি,ফেসবুকে কয়েকটা পোস্টে আপনারা সবাই কমেন্ট করছেন এখনের চেয়ে আগেই ভালো ছিল? আগে কি আপনাদের উপর আক্রমন হয়নি কখনো(গত ১৫ বছরে) ?

কতগুলো কমেন্ট দেখে মনে হয় এমন যে এই আন্দোলন করাই উচিত হয় নাই। আন্দোলন করাটাই অপরাধ ছিল।

যারা মুসলিম আছেন তারা আপনাদের শত্রু না। বরং তারা আপনাদের বন্ধুর মতে সাহায্য করতে চাইছে। সত্যি কথা হচ্ছে মুসলিমরা যতটুকু চেষ্টা করছে আপনাদের তার চেয়ে বেশি করা উচিত। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কেউ আক্রমন করতে পারবেনা। আর গুজব তো ছড়ানো হচ্ছেই।

একজন আন্দোলনকারী হিসেবে বিশ্বাস করুন যখন দেখছি যে,আপনারা কমেন্টে লিখছেন আগেই তো ভালো ছিল, আমার অন্তরে প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া প্রতিটা ভাই/বোন জানে তাদের কতটা প্রানসংশয় ছিল। আমার অনেক হিন্দু ভাই-বোন ও আন্দোলনে ছিলেন। তারাও জানবেন এ বিষয়ে। একটা দেশ মাত্র একটা বড় বিপ্লব পার করে এসেছে৷ একটু তো সময় দিন। আর এত লুটপাট হচ্ছে কারন এখনো সরকার গঠন হয়নি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠে নেই। সব দ্রুত ঠিক হয়ে যাবে আশাকরি।

আমরা সকলে মিলেই তো বাংলাদেশ। আমার ভাইদের এই অর্জনটাকে প্লিজ প্রশ্নবিদ্ধ না করি!

-admin
👌18359🥰16😢11🔥6💯6💔4🤩3
Bangladesh army helpline
123🫡8
যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে তিনি এখন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন।
👌158👏28🔥24🤩2411🆒7💔6🎉2
👏451🔥106❤‍🔥27🫡218💯7😨5👌4
৪০০ অতিথির উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ৮টায় শপথগ্রহণ অনুষ্ঠিত হবে : সেনাপ্রধান
👏245🔥2823😍5🥰2
The design was made by Raeid Hosen

বাংলাদেশের মেধা শ*হীদদের জন্যে প্রথম শ*হীদ মিনার তৈরি শুরু করে সেসময় অবরুদ্ধ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ! সেটার একটা খসরা ডিজাইন দেখেই এই 3D মডেলটা বানিয়েছি ।

ডিজাইন এর অনুযায়ী এই স্থাপত্যটি একটি আগুনের শিখা রেপ্লিকেট করে ।
মাঝের অংশটি সাম্য ,বামের অংশটি প্রতিরোধ এবং ডানের অংশটি আন্দোলন রিপ্রেজেন্ট করছে ।

©Hasan Mahmud Sunny

#ju_insiders
🔥43757❤‍🔥16🥰2👌1🏆1
‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন মাইকেল চাকমা

প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা মাইকেল চাকমা। আজ বুধবার ইউপিডিএফ এ তথ্য জানিয়ে বলেছে, রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফের সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধদশা থেকে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরের দিকে চট্টগ্রামের একটি স্থানে তাঁকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়।
222😢34🕊10👏3
অপমানিত হয়ে ক্ষমতা ছাড়ার চেয়ে নিজ দায়িত্বে পদত্যাগ করায় ভালো যারা উক্ত পদের জন্য উপযুক্ত নন।
🔥303❤‍🔥2217👏9💯5👌2🥰1
বাবা-মায়ের অভ্যাসই হলো তারা বাইরে সন্তানকে Defend করে আসবে আর ঘরে এসে উদোম কেলানি বা তীব্র বকা দিবে। আমাদের ড.ইউনুস স্যারও ঠিকই একই কাজ করলো ,কাল ভারতের গণমাধ্যমে বাংলাদেশের জনতাকে ডিফেন্ড করে আসলো। আশা করি দেশে এসে সকল নৈরাজ্য উনি কঠোর হাতে দমন করবেন।সকল অন্যায়ের বিচার তার সময়কালেই শুরু করে দিবেন। কারণ,রাজনৈতিক সরকার আসলে তখন অনেক রাজনৈতিক সমঝোতা হয়ে যায়।

খু*নি হাসিনা সবসময় আমাদের দোষারোপ করত বিদেশে।

আমি চাই আমি আজীবন মনে রাখতে পারি এই সময়কাল সে,আমাদের দেশের প্রধান ড.ইউনুস ছিলো একবছর।সেটা দেশের Golden সময় ছিল। সেই সময়কাল আমি পেয়েছিলাম।

হয়ত ভুলও হতে পারি,Hope for the best.

©Sadab Vai
❤‍🔥43250🔥16🥰5💔2
আগামীকাল থেকে বিএনসিসির ক্যাডেটরা দেশের শান্তি শৃঙ্খলা ও ট্রাফিক কন্ট্রোলের জন্য অন ইউনিফর্মে ডিউটি করবে।। সবাই নিজ নিজ এলাকায় জানিয়ে দিন।। কেউ কোন সমস্যায় পরলেও বিএনসিসির ক্যাডেটদের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। নির্দিষ্ট এরিয়ার ক্যাডেটরা তাদের সহোযোগিতায় যথা সম্ভব হাত বাড়িয়ে দিবে।

মুবাশ্বির
ক্যাডেট আন্ডার অফিসার
ঢাকা বিশ্ববিদ্যালয় কন্টিনজেন্ট
🔥28437❤‍🔥11
আরেকটি দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি: নুর


Its Clear & Loud
🔥36940💯16🥰1👏1🆒1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ভারতীয় টিভিতে বাংলাদেশীদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা।
🔥29450❤‍🔥6🥰6😢3💯3😭3
এটা সম্ভব হলে মোদি আর শেখ হাসিনাকে একসাথে বনবাসে পাঠিয়ে দেওয়া উচিত
🫡390👏28🔥23👌22😍19💯16🤗7🆒5
★★ টিসি ব্রেকিং ★★

জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত....


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

আবাসিক হলে সীট বরাদ্দ- ১৭ আগষ্ট
আবাসিক হল খোলা- ১৮ আগষ্ট
বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু- ১৯ আগষ্ট

© Tuhin's Content

-Aesthetic CU
189❤‍🔥19🔥9💯2
দেশের পথে ড. মোঃ ইউনুস ; সরকার গঠন আগামীকাল। আগামীকাল রাত ৮ ঘটিকায় শপথ গ্রহন করবেন তিনি।

সোর্সঃ Jamuna TV
206❤‍🔥26🔥9🥰4👏1👌1🆒1
CU


চবির ক্লাস শুরু- ১৯ আগষ্ট।

আবাসিক হলে সিটের আবেদন করা যাবে ১০-১৪ আগষ্ট পর্যন্ত।

আসন বরাদ্দ হবে ১৭ আগষ্ট।

হল খুলবে- ১৮ আগষ্ট।

*অনলাইনে আবেদন করা যাবে ১০০ টাকা ফি দিয়ে। যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা লাগবে না।

*রেজাল্ট ও বাড়ির দূরত্ব বিবেচনায় আসন বরাদ্দ দেওয়া হবে।
*হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার হবে।

*যাদের জিনিসপত্র হলে রয়েছে তারা সেগুলো নিতে পারবেন।

৫৫২তম জরুরী সিন্ডিকেট সভার সিদ্ধান্ত।

যারা আগে একবার আবেদন করছে, তাদের আবেদনের প্রয়োজন নেই। এছাড়া অনলাইন আবেদন ফর্ম ছাড়া হবে।

Source: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
❤‍🔥1111🏆1
❤‍🔥417🔥3216👏9👌8🤩5🥰4💯3
দেশের অনেক জায়গায় দুষ্কৃতিকারীরা আগুন লাগিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে। তাই এই সময়ে আমাদের ফায়ার সার্ভিসের যোগাযোগ আপডেট রাখা উচিত।

Fire service url : https://fireservice.gov.bd/

Division wise : https://drive.google.com/drive/folders/10Mgqol7mFACTgGn7F3e0WdRNyVNrjOds

সবাই নিজ দায়িত্ব নিজেদের অঞ্চলের ফায়ার সার্ভিসের নাম্বার গুলো সেইভ রাখবেন!
💯10416😭6