News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
অমানুষের দল
🫡210👏27🔥18💯1614😱6👌5🥰2
আগামীকাল দুপুর ২ টায় বাংলাদেশে পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ ও আগ্রহী ছাত্র-জনতাকে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অবস্থানের আহ্বান থাকবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥16130👌5
গতকাল আমার বন্ধুর সাথে কথা বলছিলাম এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক দের নিয়ে। যারা এখন অনেকাংশেই জাতীয় বীরে পরিণত হয়েছে। তার প্রচন্ড বিচক্ষণ, সাহসী আর মেধাবী! তাদের এই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একদিনে অর্জন করেনি৷ তারা আমাদের মতো স্কুল কলেজে শুধু জিপিএ-৫ এর জন্য দৌড়ায়নি! ভার্সিটিতে শুধু সিজিপিএর জন্যও দৌড়ায় নি। সার্জিসের একটা নাচের ভিডিও বেশ ভাইরাল। আজ বাংলাদেশ টেলিভিশনের একটা বিতর্কতেও তাকে দেখলাম(আগের ভিডিও)! আর এটাই বুঝলাম যারা প্রকৃত মেধাবী তারা শুধু নিজেদের একটা বিষয়ে আবদ্ধ রাখে না! নাচ, গান, বিতর্ক,ক্লাব, ধর্মীয় কাজ, সামাজিক কাজ এসবেও পারদর্শীতা থাকা প্রয়োজন। সত্যি কথা হচ্ছে আমাদের এখানে ৭৫% স্টুডেন্ট কে একটা বড় ময়দানে কথা বলতে দিলে আমাদের হাতপা কাপতে থাকবে। আর একটা কমন ধারনা তো আছেই ‘লোকে কি বলবে’! এখন সময় পরিবর্তনের। চলুন স্বশিক্ষিত হই!
🥰240💯44👌9👏6😨3
আত্মউন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম হলো বই পড়া!! যত বেশি বই পড়বেন নিজের মধ্যে পরিবর্তন খুজে পাবেন। সাথে ধর্মীয় অনুশাসন মেনে চলা আপনাকে নৈতিকতার শিক্ষা দিবে। বিনয়ী হতে সাহায্য করবে। সবচেয়ে জরুরী হলো ‘লোকে কি বলবে’ এ ধারনা প্রত্যাহার করা। কথা বলার চেয়ে শোনাতে বেশি জোর দেওয়া। টকশো গুলো দেখতে পারেন, বা পত্রিকার কলামগুলো পড়তে পারেন। লিখালিখি র চেষ্টা করাও এর অন্তর্ভুক্ত ! সর্বোপরি, আপনাকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না৷ সব জ্ঞানে আলোকিত হতে হবে!
🥰261💯4811❤‍🔥11🆒7👌3👏2😍2
স্বাধীনতার পর প্রথম লেখনি

টুকটাক

দেহের মসৃণ কার্নিষে
হায়নার পিষ্ঠ আঙ্গুলের ছাপ
আজও বিদ্যমান।
বিদ্যমান রয়ে যাবে অবিরত?

© Tahmim
😍114❤‍🔥2213👏52😨2
বিন্দুমাত্র লজ্জা শরম নেই তার
💔253😨39🫡20😱11👏6🕊6😢52
তবে অনেক পুলিশ কর্মস্থলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন
👏208🥰23🔥7
ইমার্জেন্সি হ্যাল্প এলার্ট⚠️
চট্টমেট্রো-দ-১১ ০৬ ৮৩
এই সিএনজি যেখানেই দেখবেন আটকান,
পাচলাইশ হতে একটা মেয়েকে ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন তুলে নিয়ে গেছে!

শেয়ার করে সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য জানিয়ে দিন...
😢263😭29😱12👏2
Update:


সিএনজি টাকে আগ্রাবাদ পাওয়া গেছে। বাট সেখানে মেয়েটি ছিলো না।
😢270😭24😨18💔5🔥3👌2🕊2
মেয়েটাকে অনেকে বলছে পাওয়া গেছে।
পরিপূর্ণ নিউজ পেলে জানানো হবে
😢172👌10
এক বাইকে তিনজন যাচ্ছিল। হ্যালমেট ছাড়া। পোলাপান তিনজনরেই নামায়া ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছে। এক ঘন্টা করতে হবে।

এটাই শাস্তি।

©
👌391🔥9033👏8🥰7😍7❤‍🔥5🤩3
দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস
😍266🔥3724❤‍🔥13🥰4😢3🤩3
দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যাত্রাবাড়ী থানা। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া আসবাবপত্র, যানবাহন। থানার পাহারায় রয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা ঘুরে দেখা গেছে, থানার বাইরেও পড়ে আছে পোড়া যানবাহন। থানার গেটের সামনে বেরিকেড দিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, সঙ্গে আনসার সদস্যরাও।
😭145😢32🥰8💔5
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
🫡194🔥19😢6❤‍🔥5🕊4😭2
RU

অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
❤‍🔥200👏197
❤️❤️
🔥349🫡35❤‍🔥1813🕊2🥰1👏1😐1
Media is too big
VIEW IN TELEGRAM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসের আজকের পুরো ব্রিফিং
🔥18124🥰2😢2👏1👌1😍1
Contribution:1%

Expectation:99%
😢254😨55😭15🫡13🤗10😱87😇2
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকা


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আযম।
🔥14617👌15❤‍🔥8💔3
News Zone
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ…
অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

©
🥰18221🔥15💔7👏5🎉5👌5❤‍🔥2