News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
স্বাধীনতার পর প্রথম লেখনি

টুকটাক

দেহের মসৃণ কার্নিষে
হায়নার পিষ্ঠ আঙ্গুলের ছাপ
আজও বিদ্যমান।
বিদ্যমান রয়ে যাবে অবিরত?

© Tahmim
😍114❤‍🔥2213👏52😨2
বিন্দুমাত্র লজ্জা শরম নেই তার
💔253😨39🫡20😱11👏6🕊6😢52
তবে অনেক পুলিশ কর্মস্থলে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন
👏208🥰23🔥7
ইমার্জেন্সি হ্যাল্প এলার্ট⚠️
চট্টমেট্রো-দ-১১ ০৬ ৮৩
এই সিএনজি যেখানেই দেখবেন আটকান,
পাচলাইশ হতে একটা মেয়েকে ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন তুলে নিয়ে গেছে!

শেয়ার করে সকলকে সতর্ক অবস্থানে থাকার জন্য জানিয়ে দিন...
😢263😭29😱12👏2
Update:


সিএনজি টাকে আগ্রাবাদ পাওয়া গেছে। বাট সেখানে মেয়েটি ছিলো না।
😢270😭24😨18💔5🔥3👌2🕊2
মেয়েটাকে অনেকে বলছে পাওয়া গেছে।
পরিপূর্ণ নিউজ পেলে জানানো হবে
😢172👌10
এক বাইকে তিনজন যাচ্ছিল। হ্যালমেট ছাড়া। পোলাপান তিনজনরেই নামায়া ট্রাফিকের দায়িত্ব পালন করাচ্ছে। এক ঘন্টা করতে হবে।

এটাই শাস্তি।

©
👌391🔥9033👏8🥰7😍7❤‍🔥5🤩3
দেশে ফিরলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস
😍266🔥3724❤‍🔥13🥰4😢3🤩3
দুর্বৃত্তদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যাত্রাবাড়ী থানা। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া আসবাবপত্র, যানবাহন। থানার পাহারায় রয়েছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) যাত্রাবাড়ী থানা ঘুরে দেখা গেছে, থানার বাইরেও পড়ে আছে পোড়া যানবাহন। থানার গেটের সামনে বেরিকেড দিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা, সঙ্গে আনসার সদস্যরাও।
😭145😢32🥰8💔5
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
🫡194🔥19😢6❤‍🔥5🕊4😭2
RU

অবশেষে পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
❤‍🔥200👏197
❤️❤️
🔥349🫡35❤‍🔥1813🕊2🥰1👏1😐1
Media is too big
VIEW IN TELEGRAM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসের আজকের পুরো ব্রিফিং
🔥18124🥰2😢2👏1👌1😍1
Contribution:1%

Expectation:99%
😢254😨55😭15🫡13🤗10😱87😇2
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকা


মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, ড. আ ফ ম খালিদ হোসেন, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ এবং ফারুকী আযম।
🔥14617👌15❤‍🔥8💔3
News Zone
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ…
অন্তর্বর্তীকালীন সরকার

প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস

উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম

©
🥰18221🔥15💔7👏5🎉5👌5❤‍🔥2
অন্তর্বতীকালীন সরকারের ১৭ জনের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন ২ জন।

১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ সজিব ভূইয়া

সূত্র - Jamuna tv
🔥303❤‍🔥18🥰118🫡7😍5🆒3💔2
প্রক্টরসহ ঢাবির সম্পূর্ণ প্রক্টরিয়াল বডির পদত্যাগ
🔥238🫡20💔81
একটা ছবি দেখেই বিচারে নেমে যাবেন না।

আগে যাচাই করবেন ছবিটা ঘটনার সাথে সামঞ্জস্য কিনা।

অনেক ভাবে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হবে।

কমনসেন্স ইউজ করবেন

ধন্যবাদ

বুঝতে পারেন নাই? বুঝে নেন - https://www.facebook.com/share/p/SUqiqdnP5Xigk7QC/?mibextid=oFDknk
👏76🔥12💯97😁4💔3😭3🆒1
শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তী কালীন মাননীয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস
😍15438❤‍🔥10🔥4🥰3👏2🤗2