ছেলেটাকে কি ভুলে গেছেন চিটাগাং এর মুল সমন্বয়ক?
"খান তালাত মাহমুদ রাফি " যে কিনা একাই ঢাল হিসেবে পুরো চট্টগ্রামকে সামলিয়েছে।
অথচ তাকে নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি নাই. আফসোছ তবে, আমি আমার জায়গা হতে মিডিয়া হয়ে প্রচার করতে চাই রাফিকে। স্যালুট ভাই তোমাকে
আগামির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও।
"খান তালাত মাহমুদ রাফি " যে কিনা একাই ঢাল হিসেবে পুরো চট্টগ্রামকে সামলিয়েছে।
অথচ তাকে নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি নাই. আফসোছ তবে, আমি আমার জায়গা হতে মিডিয়া হয়ে প্রচার করতে চাই রাফিকে। স্যালুট ভাই তোমাকে
আগামির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও।
💯596🔥96❤🔥49❤45🫡24🥰8👏6🆒5
প্রফেসর ইউনুস নিয়ে আজ দুইটা নতুন ঘটনা শুনলাম আমার দুই বন্ধুর কাছে থেকে।
১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।
২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
-- শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।
২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
-- শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
😢378😨7
প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন ৷ এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে ৷ কারন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারনে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহন করা থেকে বিরত থাকতে হবে ৷ আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগনের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে ৷
২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ৷
এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে ৷ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ৷
দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ ৷
-সার্জিস আলম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ৷
এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে ৷ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ৷
দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ ৷
-সার্জিস আলম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🥰352❤82❤🔥24🔥11👏2😍2👌1🤗1
আওয়ামীলীগের হাল ধরতে রাজনীতিতে সক্রিয় হবেন শেখ হাসিনার ছেলে জয়।
😱183😨35❤🔥31💔27🤩25🔥7😢7😍2
এ তো দেখি পলক সাহেবের থেকেও এক হাত উপরে,একেক সময় একেক কথা বলে।
প্রথমে তো বলেছিলো তার মা বা তার পরিবারের কিছু যায় আসে না।এখন আবার কোথায় এতো ইন্ধন পাচ্ছে...!?
প্রথমে তো বলেছিলো তার মা বা তার পরিবারের কিছু যায় আসে না।এখন আবার কোথায় এতো ইন্ধন পাচ্ছে...!?
🤩127🌚64😱14😐11🆒8⚡2😢2🏆2