News Zone
১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস। বাকি ১৬ জন উপদেষ্টা হলেন- ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ…
অন্তর্বর্তীকালীন সরকার
প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম
©
প্রধান উপদেষ্টা : ড. মুহাম্মদ ইউনূস
উপদেষ্টা:
১. সালেহ উদ্দিন আহমেদ
২. ড. আসিফ নজরুল
৩. আদিলুর রহমান খান
৪. হাসান আরিফ
৫. তৌহিদ হোসেন
৬. সৈয়দা রেজওয়ানা হাসান
৭. মো. নাহিদ ইসলাম
৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন-
১০. সুপ্রদিপ চাকমা
১১. ফরিদা আখতার
১২. বিধান রঞ্জন রায়
১৩. আ.ফ.ম খালিদ হাসান
১৪. নুরজাহান বেগম
১৫. শারমিন মুরশিদ
১৬. ফারুকী আযম
©
🥰182❤21🔥15💔7👏5🎉5👌5❤🔥2
অন্তর্বতীকালীন সরকারের ১৭ জনের মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকছেন ২ জন।
১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ সজিব ভূইয়া
সূত্র - Jamuna tv
১. নাহিদ ইসলাম
২. আসিফ মাহমুদ সজিব ভূইয়া
সূত্র - Jamuna tv
🔥303❤🔥18🥰11❤8🫡7😍5🆒3💔2
একটা ছবি দেখেই বিচারে নেমে যাবেন না।
আগে যাচাই করবেন ছবিটা ঘটনার সাথে সামঞ্জস্য কিনা।
অনেক ভাবে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হবে।
কমনসেন্স ইউজ করবেন
ধন্যবাদ
বুঝতে পারেন নাই? বুঝে নেন - https://www.facebook.com/share/p/SUqiqdnP5Xigk7QC/?mibextid=oFDknk
আগে যাচাই করবেন ছবিটা ঘটনার সাথে সামঞ্জস্য কিনা।
অনেক ভাবে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানো হবে।
কমনসেন্স ইউজ করবেন
ধন্যবাদ
বুঝতে পারেন নাই? বুঝে নেন - https://www.facebook.com/share/p/SUqiqdnP5Xigk7QC/?mibextid=oFDknk
👏76🔥12💯9❤7😁4💔3😭3🆒1
শপথ গ্রহণ করলেন অন্তর্বর্তী কালীন মাননীয় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস
😍154❤38❤🔥10🔥4🥰3👏2🤗2
ডক্টর ইউনূস পুরো বক্তৃতায় একবারও বলেননি, "আমি নোবেল পুরস্কার পেয়েছি, আমি অলিম্পিক লরেল পেয়েছি, আমি অলিম্পিকে মশাল বহন করেছি, আমি প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছি, কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছি, আমি এই করেছি, আমি সেই করেছি।"
তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার, তা-ও সংক্ষিপ্ত করার পরে। এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি।
গেম অফ থ্রোন্সে, টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।" আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন। তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না—তাঁর কাজই তা বলে দেয়।
© Arafat Anjum Khan
তাঁর সিভি ৪৫ পৃষ্ঠার, তা-ও সংক্ষিপ্ত করার পরে। এত অসংখ্য অর্জন থাকা সত্ত্বেও, জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তিনি নিজেকে নিয়ে একটি কথাও বলেননি, কিংবা নিজের সাফল্য নিয়ে গর্বও করেননি।
গেম অফ থ্রোন্সে, টাইউইন ল্যানিস্টার বলেছিল, "Any man who must say, "I am the king" is no true king"।" আজ ডক্টর ইউনূস এই সত্য প্রমাণ করলেন। তাঁর নিজের সাফল্য নিজে প্রচার করতে হয় না—তাঁর কাজই তা বলে দেয়।
© Arafat Anjum Khan
❤347🔥34❤🔥15💯7👏3👌3💘3🥰2
দুই সমন্বয়ক উপদেষ্টা পরিষদে থাকায় অনেকে বেশ সমালোচনা করছেন দেখছি৷ আমি আমার প্রেক্ষিতে কিছু বলার প্রয়োজন বোধ করছি এ মূহুর্তে।
সত্যি কথা হলো বাংলাদেশে আওয়ামীলীগ এবং বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। কারোর শাসনামলেই দেশ জনগনের প্রত্যাশা পূরন করতে পারেনি। এমতাবস্থায় নতুন একটা রাজনৈতিক দল আসুক সেটা অধিকাংশের চাওয়া। নতুন যে দুই সমন্বয়ক দায়িত্ব নিলেন তারা তরুণ! তাদের সামর্থ্য নিয়ে আশাকরি কারো সন্দেহ থাকার কথা না। তারা সকল ছাত্রকে নিয়ে শক্তিশালী স্বৈরশাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছে তা কোনো রাজনৈতিক দল গত ১৫ বছরেও পারেনি। নতুন রাজনৈতিক দল তৈরী করতে হলে এমন বিচক্ষণ, নেতৃত্ব দিতে জানে এমন প্রতিনিধি প্রয়োজন। নাহিদ,আসিফ এরা হতে পারে একটি ভালো অপশন। তাই পরবর্তী স্টেপের জন্য তাদের অভিজ্ঞতা র জন্য হলেও এটা দরকার ছিল।
আর ২য় যে পয়েন্টটা সেটা হলো তারা কোনোরকম অন্যায়কে প্রশ্রয় দিবেনা বলে আমার বিশ্বাস। তাই ভেতরেও একজন থাকা দরকার যেন এগুলো প্রতিরোধ করা যায়৷ তাই এদের দুজনকে প্রয়োজন ছিল। তারা ছাত্র-জনতার চাহিদা গুলো তুলে ধরতে পারবে।
তবে এটা নিয়ে চাইলে বিতর্ক করা যেতে পারে। বাট পজিটিভলি দেখলে আমার মনে হয় না খুব খারাপ কিছু। যা বললাম এগুলো কেবল আমার মতামত!
সত্যি কথা হলো বাংলাদেশে আওয়ামীলীগ এবং বিএনপি বৃহৎ রাজনৈতিক দল। কারোর শাসনামলেই দেশ জনগনের প্রত্যাশা পূরন করতে পারেনি। এমতাবস্থায় নতুন একটা রাজনৈতিক দল আসুক সেটা অধিকাংশের চাওয়া। নতুন যে দুই সমন্বয়ক দায়িত্ব নিলেন তারা তরুণ! তাদের সামর্থ্য নিয়ে আশাকরি কারো সন্দেহ থাকার কথা না। তারা সকল ছাত্রকে নিয়ে শক্তিশালী স্বৈরশাসকের বিরুদ্ধে যে প্রতিবাদ গড়ে তুলেছে তা কোনো রাজনৈতিক দল গত ১৫ বছরেও পারেনি। নতুন রাজনৈতিক দল তৈরী করতে হলে এমন বিচক্ষণ, নেতৃত্ব দিতে জানে এমন প্রতিনিধি প্রয়োজন। নাহিদ,আসিফ এরা হতে পারে একটি ভালো অপশন। তাই পরবর্তী স্টেপের জন্য তাদের অভিজ্ঞতা র জন্য হলেও এটা দরকার ছিল।
আর ২য় যে পয়েন্টটা সেটা হলো তারা কোনোরকম অন্যায়কে প্রশ্রয় দিবেনা বলে আমার বিশ্বাস। তাই ভেতরেও একজন থাকা দরকার যেন এগুলো প্রতিরোধ করা যায়৷ তাই এদের দুজনকে প্রয়োজন ছিল। তারা ছাত্র-জনতার চাহিদা গুলো তুলে ধরতে পারবে।
তবে এটা নিয়ে চাইলে বিতর্ক করা যেতে পারে। বাট পজিটিভলি দেখলে আমার মনে হয় না খুব খারাপ কিছু। যা বললাম এগুলো কেবল আমার মতামত!
🔥369❤79❤🔥20💯19👌9🕊5😨5🤝5
ছেলেটাকে কি ভুলে গেছেন চিটাগাং এর মুল সমন্বয়ক?
"খান তালাত মাহমুদ রাফি " যে কিনা একাই ঢাল হিসেবে পুরো চট্টগ্রামকে সামলিয়েছে।
অথচ তাকে নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি নাই. আফসোছ তবে, আমি আমার জায়গা হতে মিডিয়া হয়ে প্রচার করতে চাই রাফিকে। স্যালুট ভাই তোমাকে
আগামির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও।
"খান তালাত মাহমুদ রাফি " যে কিনা একাই ঢাল হিসেবে পুরো চট্টগ্রামকে সামলিয়েছে।
অথচ তাকে নিয়ে মিডিয়ায় কোনো মাতামাতি নাই. আফসোছ তবে, আমি আমার জায়গা হতে মিডিয়া হয়ে প্রচার করতে চাই রাফিকে। স্যালুট ভাই তোমাকে
আগামির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাও।
💯596🔥96❤🔥49❤45🫡24🥰8👏6🆒5
প্রফেসর ইউনুস নিয়ে আজ দুইটা নতুন ঘটনা শুনলাম আমার দুই বন্ধুর কাছে থেকে।
১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।
২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
-- শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
১. মাইক্রোসফটের বিল গেটস নিজে গাড়ি ড্রাইভ করে প্রফেসর ইউনুসকে পুরো সিলিকন ভ্যালি শহর দেখিয়েছিলেন।
২. কোর্ট-কাছাড়ির ৮ তলার এজলাশে তাঁকে যখনই হাজিরা দিতে হত সেসময় কোর্ট বিল্ডিং এর লিফট বন্ধ করে দেয়া হত। ৮২ বছরের অশিতিপর এই আসামীকে প্রতিবারই হেঁটে হেঁটে ৮ তলায় যেতে হত। এবং এই ঘটনা নাকি ৪০ বারের মত ঘটেছে।
-- শাকুর মজিদ
নাট্যকার,লেখক,স্থপতি।
😢378😨7
প্রথমেই নাহিদ এবং আসিফকে অভিনন্দন ৷ এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন তেমনি দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগও বটে ৷ কারন অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারনে সামনের ইলেকশনে তাদেরকে অংশগ্রহন করা থেকে বিরত থাকতে হবে ৷ আমি বিশ্বাস করি তারা দুইজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগনের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে ৷
২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ৷
এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে ৷ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ৷
দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ ৷
-সার্জিস আলম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
২০২৪ সালের এই অভ্যুত্থানে অন্যতম বড় অর্জন- বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনে সামনের সারিতে প্রত্যাশা করে ৷
এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে ৷ কেউ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঢেলে সাজাবে আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে ৷
দেশের মানুষ যদি চায়, নিশ্চয় ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ ৷
-সার্জিস আলম
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🥰352❤82❤🔥24🔥11👏2😍2👌1🤗1