News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Hasina’s last hour in Bangladesh…

“This woman is a Cold-Blooded Psychopath”

“She wants to destroy the country by destabilizing it for at least 20-25 years”

“She instructed to release all BNP Jamat Shibir activists”

“She was not even Sorry”

Bah netri bah…. এই সাইকোপ্যাথ থেকে মুক্তি পেয়েও মানুষ বলে "কীসের স্বাধীন হলাম?" 👏🏽

Please, dear brothers and sisters, calm down. Don’t go after each other. We need each other's back to build this nation. For god sake please help each other and protect each other.
😢179💯32😐82🔥2🆒2👏1🏆1
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন।

সোর্স- Bangla News 24
🔥18217😨6
সদ্য নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত বিচারপতি আশফাকুল ইসলাম একজন ফ্যাসিবাদের দোসর,তাকে ছাত্র-নাগরিক প্রত্যাখ্যান করছে।অনতিবিলম্বে সন্ধ্যা ৬ টার মধ্যে সৈয়দ রিফাত হোসেনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে।

ঢাকার সকল ছাত্র নাগরিককে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে মার্চ করার আহ্বান জানানো হচ্ছে।

- হাসনাত আব্দুল্লাহ
সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন
🔥329😨166👏4😐2👌1🌚1🆒1
Media is too big
VIEW IN TELEGRAM
সেনবাগ মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড উত্তর মোহাম্মদপুর গ্রামের দয়ারাম ভূঁইয়া বাড়ির পারিববারিক হিন্দু মন্দিরর নিজেরা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অস্থিতিশীল করার চেষ্টা। ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা।


গুজবে কান না দেই,সত্যকে আপন করে নেই
😱152😐24😢12🌚9😨9🔥6🎉2😍2
ঢামেক, চবি ও শাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ
❤‍🔥19341🔥3👏3🥰2
গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করা করেছে। এ ঘটনায় সেনাসদস্য, সংবাদকর্মী ও স্থানীয়সহ মোট ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় ৩ সেনা সদস্য আহত হয়। এছাড়া ৩ টি অস্ত্র ছিনতাই এবং ২ টি গাড়ী ভাংচুর করা হয়েছে।
💔183😢57😨12🌚4👌3🔥2
১৯৭১-ভেতরে বাইরে.pdf
27.3 MB
লেখক:একে খন্দকার

Join PDFZone: Click Here
🔥32🌚3
News Zone pinned a file
Forwarded from PDF Zone
দেশের ২৫ তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
🔥27336❤‍🔥4👏3
হাইকোর্ট থেকে প্রোমোট করে আপিল বিভাগে এনে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে।

আপিল বিভাগ থেকে বিতর্কিত সবাইকে পদত্যাগ করিয়ে নতুনকরে হাইকোর্ট বিভাগ থেকে যাদেরকে আপিল বিভাগে প্রোমোট করে আজকে আনা হলো, তাদের ভেতর সিনিয়র মোস্ট ব্যক্তি সৈয়দ রেফাত আহমেদ।

জ্যেষ্ঠতার ক্রম অনুসারে তাকেই বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেওয়া হলো।

-Saiyed Abdullah
🔥23737
ষড়যন্ত্র ফাঁস।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের নেপথ্যে কঠিন ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে।

শেখ হাসিনাকে এক্স প্রধান বিচারপতি সিনহা যেভাবে অবৈধ ঘোষণা করতে চেয়েছিলেন ঠিক তেমনি ষড়যন্ত্র করেছিল ওবায়দুল হাসান সহ কয়েকজন।

যে রিপোর্ট এখনো মিডিয়া প্রকাশ করেনি তা নিম্নরূপ:

সজীব ওয়াজেদ জয় এতদিন আপনাদের সাথে 'আমি নাই, মা নাই' বলে বলে হটাৎ গতকাল রয়টার্সকে বলেছে তার মা পদত্যাগ করেননি। এটি একটি পরিকল্পিত ঘোষণা ছিল যা বোঝা গেছে আজ।

সেনাবাহিনীর নিচের দিকের অফিসাররা যদি জনগণের পক্ষে না থাকতো, তাহলে আজকে আরেকটা রক্তের বন্যা বয়ে যেত। আজকেও সেনাবাহিনীর ছোট অফিসাররা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে ছাত্র জনতাকে বাঁচিয়েছে।

আজকে একটা ক্যু এর প্ল্যান করেছিল জয় এবং আরাফাত। কিন্তু সঠিক সময়ে সেনাবাহিনীর গোয়েন্দারা ছাত্রদের কাছে তথ্য ফাঁস করে দেয়। এই তথ্য জানার পরে জুডিশিয়াল ক্যু রুখে দেয় ছাত্ররা।

জয় আরাফাত আর তাদের গাইডদের গোপন প্ল্যান ছিল এইরকম। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রংপুরে আবু সাঈদের বাড়ি পরিদর্শন এবং কবর জিয়ারতের জন্য যাবেন এবং তারপরে উনার হেলিকপ্টার যখন আকাশে থাকবে ঠিক সেই সময়ে হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের বিচারপতিরা ফুল কোর্ট বসিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে।

সাথে সাথে এই ক্যু এর সাথে জড়িত সেনাবাহিনীর ২৫ কর্মকর্তা, চাকুরি থেকে কর্মবিরতিতে থাকা দুর্নীতিবাজ পুলিশের একটি দল রাজধানীতে হট্টগোল শুরু করবে আর শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে চলে আসবেন এবং সাথে সাথে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা মাঠে চলে আসবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান বিচারপতি সরকারের সাথে কোনো আলোচনা না করে হটাৎ ৫৭ বিচারপতিকে জরুরী মিটিংয়ে ডাকেন। স্ক্রলে জরুরি মিটিং ডাকার সংবাদ দেখে দর্শকরাও কনফিউজড হন।

কিন্তু আগে থেকে গোপন খবর পাওয়া ছাত্র জনতা সকাল ৯ টা বাজার আগেই চতুর্দিক থেকে ছুটে এসে হাইকোর্ট ঘেরাও করে। সেনাবাহিনীর সমর্থনে প্রধান বিচারপতি পিছু হটতে বাধ্য হন এবং পালিয়ে থাকেন। মিটিং স্থগিত হয়। ছাত্ররা বিচারপতির বাসা ঘেরাও করে রাখে। সেনাবাহিনী শৃংখলা রক্ষার আবরণে সেখানে ছিলো। পদত্যাগ পত্র সরকারকে দেয়া হয়েছে নিশ্চিত হয়ে ছাত্ররা হাইকোর্ট এবং বাসভবন ত্যাগ করে।

এই ঘটনার সাথে জড়িত আপিল বিভাগের আরো পাঁচজন বিচারপতিকে পদত্যাগ করতে বলা হয়েছে।

Musaddiq Ali Ibne Mohammad
সহ-সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
😱418😢36❤‍🔥3412🔥7👌6🤩4🕊4
All eyes on Gopalganj 🐸


আর্মি তো লাইভ ও করবে না ।😞
ওপারে ভালো থাকিও গোপালগঞ্জ.
🔥317🌚67🫡19😭9👌6😇6🥰2👏2
Night life in Bangladesh is Absolute Cinema 🙂
🔥123💯18😢10🌚10🤩4😍41🆒1
🫶
😐155🌚52🔥48🤩13🫡10🏆8👌3🤝3
এটা ভালো নিউজ এডমিশন ক্যান্ডিডেট দের
জন্য ।
🔥361❤‍🔥24👏9🥰5🤗3
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে।


এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের হেড অফিস ফের দখলের চেষ্টা করলে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এসময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ পাঁচ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।
😢254😭33
যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। 
291😐36❤‍🔥16👏14🌚12💔8😱5🥰1
(সূত্র: প্রথম আলো। লিঙ্ক কমেন্টে)

সংশ্লিষ্ট সূত্র বলছে, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া বাকি স্টেশনে যাত্রী ওঠানামা, টিকিট বিক্রি কিংবা স্বয়ংক্রিয় ভাড়া কেটে রাখার ব্যবস্থা পুরোপুরি অক্ষত আছে। ফলে চাইলে যেকোনো সময় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা সম্ভব।
.
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএমটিসিএলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুই স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ার পর বলা হয়েছিল সাড়ে ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এটা পুরোপুরি রাজনৈতিক হিসাব, এ নিয়ে যাচাই-বাছাই করা হয়নি। দুটি স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুনঃস্থাপনে ৫০ কোটি টাকাও লাগার কথা নয়।

---

কুইজ:

১। আমাদেরকে যে বলা হলো, এক বছরের মধ্যে মেট্রোরেল চালুই করা যাবে না। ভুল শুনলাম নাকি?

২। বাকি ৩০০ কোটি টাকা কার বা কাদের পকেটে যাওয়ার কথা ছিল?


বিস্তারিত
😨138👏15
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ধীরে ধীরে দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।

এখন পর্যন্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়া ক্যাম্পাসগুলো হলো–

১) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)
২) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)
৩) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
৪) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)
৫)বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ৬)নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)
৭) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
৮) শের-এ বাংলা মেডিকেল কলেজ,বরিশাল
৯) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ
১০) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)
১১) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আশা করছি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি থাকবেনা।
🔥25120😢8👏7😐4❤‍🔥1🥰1
নোবিপ্রবি ভিসির জন্য কেক এনেছে শিক্ষার্থীরা!

অবশ্য উনি এখনো ঘুমাচ্ছেন
🔥223🤩39👏9❤‍🔥8🥰6👌4😇4🤝1