News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
সব খাতেই আওয়ামীলীগ নিজেদের উন্নয়নের স্বাক্ষর রেখে গেছে🫶
😢185😨20😱4
হাসিনা-নওফেলসহ ৮৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা
🔥256👏2415❤‍🔥2💯1
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সব ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা
👌231❤‍🔥44👏12🔥8🕊7😱41💯1
তিনি এখনো বেঁচে আছেন❤️
❤‍🔥34267😢40😍10🔥9🥰9😱2
পিশাচ হাসিনা থেকে মুক্তি পেয়েছেন মানে এই না যে সুশীলবাণী শোনা থেকে মুক্তি পেয়েছেন। মুসা আ. ফিরাউনের হাত থেকে জাতিকে উদ্ধার করলেন, তারপর কি শুনলেন?

তুমি আসার আগেও আমরা নির্যাতিত হয়েছি, তুমি এসেছে পরেও নির্যাতিত হচ্ছি

[সূরা আরাফ:১২৯]

"EmOn sAdhiNoTai kI chEyechiLaM" লীগ সব যুগেই থাকবে

©️Divine Reminder
🔥215💯26🥰5👌2
শুধুমাত্র বিনোদনের জন্য🥱
🤣240🌚114😐14🔥5😭2😨2
গতবছর অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য সংযোজন-ভুল সংশোধন এবং ষষ্ঠ শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের নতুন করে সংযোজনের সুযোগ দিচ্ছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামীকাল রবিবার (১৮ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হবে। চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়টি জানিয়ে ইতোমধ্যে বোর্ডের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং সংযুক্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সুযোগ পাচ্ছে।


🛑 Follow NewsZone For more important information
🔥76❤‍🔥7
Dhaka Evercare Hospital এখানো নিশ্চিত করে জানাতে পারে নাই

সুতরাং এখন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা উচিত।
😨129😐21🤣9💯6🫡2
News Zone
Dhaka Evercare Hospital এখানো নিশ্চিত করে জানাতে পারে নাই সুতরাং এখন আতঙ্কিত না হয়ে সতর্ক থাকা উচিত।
আমরা এটা গুজব বলছি না ।
তবে নিশ্চিত না হয়ে এসব Post করা উচিত না ‌।
👌72💯14
এটি গুজব,তাই এসব Post করা থেকে বিরত থাকুন
🔥118❤‍🔥23
This bag has my daughter in it .

Father from #Gaza in 2024
😢358💔51😭7
Welcome গিরগিটি TV
🌚302🥰14
Ok :)
🌚263😐46😨2
চীন-ভারতের ইঞ্জিনিয়ার দিয়ে বাংলাদেশ ভরে যাবে। চীন-ভারতের লোকজন বাংলাদেশের কর্পোরেট জব করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে।
এটাই তো হওয়ার কথা। এটাই স্বাভাবিক।

ভারতের কোন আইআইটি থেকে কি অস্ত্র উদ্ধার করা হয়? চীনের কোন ইউনিভার্সিটি থেকে কি রামদা উদ্ধার হয়?

বাংলাদেশের বিশ্ববিদ‍্যালয় থেকে অস্ত্র উদ্ধার হয়। আফ্রিকার কোন দেশেও এমন নিউজ পাবেন না।

ভারতের বিশ্ববিদ‍্যালয়ে পিএইচডি করে স্টুডেন্টরা ইউরোপ-আমেরিকার বাঘা বাঘা ইউনিভার্সিটিতে গিয়ে পোস্টডক করতে পারে। এটা প্রমাণ করে ওদের দেশের গবেষণা এখন বিশ্বের একটা স্ট‍্যান্ডার্ডে চলে গেছে। আমাদের দেশের বুয়েট, ঢাকা বিশ্ববিদ‍্যালয়ই এখনো সেই স্ট‍্যান্ডার্ডে পৌঁছুতে পারে নি। অন‍্য পাবলিক ইউনিভার্সিটির কথা নাই বললাম।

কেন পারে নি? —এর উত্তর আমরা সবাই জানি। কিন্তু সমাধান করবো না। মুখ খুলে নিজেদের দুর্বলতাগুলো মেনে নিয়ে সবাই মিলে আওয়াজ তুলবো না। আমাদের মানসিকতা হলো—যেভাবে চলছে চলুক না।
😢218💔36
University of Cambridge থেকে PhD করা ঢাবির সাবেক প্রফেসর এবং ইকোনোমিস্ট পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা হয়েছেন।

গোটা দশেক দেশের অভিজ্ঞতা নিয়ে Wahiduddin স্যার সময়, সুযোগ আর সাপোর্ট পেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উনি কী করতে পারেন, ভাবতেই ঈদের আনন্দ লাগছে!

Hoping for sunshine ☀️

© Tohin
288🥰22
রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ৫০০ কোটি ডলার আত্মসাৎ শেখ হাসিনার: গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন


Link
😐225👌19😱5💔5
জানার জন্য বলছি, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন হলো একটি আন্তর্জাতিক সংস্থা যারা সামরিক ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন দেশের দূর্নীতি পর্যবেক্ষণ করে!
👌122🔥35🆒2
প্রাণ রক্ষায় সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নিয়েছিলেন, জানাল আইএসপিআর
😱137😐19
‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।’

- অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ

বিস্তারিত

🛑 Follow NewsZone For more important information
👏136👌18🔥5
শহিদ শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ

স্বৈরাচার পতনের পর পুনরায় শুরু হলো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা। দেশের স্বার্থে তার এই আত্মত্যাগ বাংলাদেশ আজীবন মনে রাখবে।

শহিদ শফিক উদ্দিন আহম্মেদ আহনাফ বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন।

©Cu Insiders
😢276😭35💔7
পুরোদমে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান; বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি

© Jamuna TV
🔥180🌚20