চীন-ভারতের ইঞ্জিনিয়ার দিয়ে বাংলাদেশ ভরে যাবে। চীন-ভারতের লোকজন বাংলাদেশের কর্পোরেট জব করে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাবে।
এটাই তো হওয়ার কথা। এটাই স্বাভাবিক।
ভারতের কোন আইআইটি থেকে কি অস্ত্র উদ্ধার করা হয়? চীনের কোন ইউনিভার্সিটি থেকে কি রামদা উদ্ধার হয়?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র উদ্ধার হয়। আফ্রিকার কোন দেশেও এমন নিউজ পাবেন না।
ভারতের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে স্টুডেন্টরা ইউরোপ-আমেরিকার বাঘা বাঘা ইউনিভার্সিটিতে গিয়ে পোস্টডক করতে পারে। এটা প্রমাণ করে ওদের দেশের গবেষণা এখন বিশ্বের একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে। আমাদের দেশের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ই এখনো সেই স্ট্যান্ডার্ডে পৌঁছুতে পারে নি। অন্য পাবলিক ইউনিভার্সিটির কথা নাই বললাম।
কেন পারে নি? —এর উত্তর আমরা সবাই জানি। কিন্তু সমাধান করবো না। মুখ খুলে নিজেদের দুর্বলতাগুলো মেনে নিয়ে সবাই মিলে আওয়াজ তুলবো না। আমাদের মানসিকতা হলো—যেভাবে চলছে চলুক না।
এটাই তো হওয়ার কথা। এটাই স্বাভাবিক।
ভারতের কোন আইআইটি থেকে কি অস্ত্র উদ্ধার করা হয়? চীনের কোন ইউনিভার্সিটি থেকে কি রামদা উদ্ধার হয়?
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে অস্ত্র উদ্ধার হয়। আফ্রিকার কোন দেশেও এমন নিউজ পাবেন না।
ভারতের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করে স্টুডেন্টরা ইউরোপ-আমেরিকার বাঘা বাঘা ইউনিভার্সিটিতে গিয়ে পোস্টডক করতে পারে। এটা প্রমাণ করে ওদের দেশের গবেষণা এখন বিশ্বের একটা স্ট্যান্ডার্ডে চলে গেছে। আমাদের দেশের বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ই এখনো সেই স্ট্যান্ডার্ডে পৌঁছুতে পারে নি। অন্য পাবলিক ইউনিভার্সিটির কথা নাই বললাম।
কেন পারে নি? —এর উত্তর আমরা সবাই জানি। কিন্তু সমাধান করবো না। মুখ খুলে নিজেদের দুর্বলতাগুলো মেনে নিয়ে সবাই মিলে আওয়াজ তুলবো না। আমাদের মানসিকতা হলো—যেভাবে চলছে চলুক না।
😢218💔36
University of Cambridge থেকে PhD করা ঢাবির সাবেক প্রফেসর এবং ইকোনোমিস্ট পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা হয়েছেন।
গোটা দশেক দেশের অভিজ্ঞতা নিয়ে Wahiduddin স্যার সময়, সুযোগ আর সাপোর্ট পেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উনি কী করতে পারেন, ভাবতেই ঈদের আনন্দ লাগছে!
Hoping for sunshine ☀️
© Tohin
গোটা দশেক দেশের অভিজ্ঞতা নিয়ে Wahiduddin স্যার সময়, সুযোগ আর সাপোর্ট পেলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উনি কী করতে পারেন, ভাবতেই ঈদের আনন্দ লাগছে!
Hoping for sunshine ☀️
© Tohin
❤288🥰22
জানার জন্য বলছি, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন হলো একটি আন্তর্জাতিক সংস্থা যারা সামরিক ও প্রতিরক্ষা খাতে বিভিন্ন দেশের দূর্নীতি পর্যবেক্ষণ করে!
👌122🔥35🆒2
‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।’
- অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ
✅ বিস্তারিত
🛑 Follow NewsZone For more important information
👏136👌18🔥5
পুরোদমে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান; বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি
© Jamuna TV
© Jamuna TV
🔥180🌚20
কুড়িয়ে পাওয়া ১৮ লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা
রাজশাহী নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। পরে ওই টাকা থানায় জমা দেওয়া হয়েছে। টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। এই ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী নগরীর ভদ্রা এলাকার একটি গলির ভেতর ব্যাগভর্তি ১৮ লাখ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। পরে ওই টাকা থানায় জমা দেওয়া হয়েছে। টাকার ব্যাগের সঙ্গে সোনালী রঙের একটি রহস্যজনক ধাতব বস্তু পাওয়া গেছে। এই ধাতব বস্তুটিতে ১৮টি ছিদ্র আছে। পুলিশ বলছে, এই টাকা কোথা থেকে এলো তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
🔥191❤13❤🔥3
‘আল্লাহ যাকে খুশি তাকে সম্মানিত করেন এবং যাকে খুশি তাকে অপদস্থ করেন।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ২৬)
❤273❤🔥16💯15
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৫শ' কোটি ডলারের বেশি আত্মসাৎ করেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। তারা জানায়, মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে তাকে অর্থ-আত্মসাতের সুযোগ করে দেয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম। যাতে মধ্যস্ততা করেন, ভাগ্নি টিউলিপ সিদ্দিক।
দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আশা করা হচ্ছে, এটি পুরোপুরি বাস্তবায়নের পর ২০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল।
এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়, এক হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার এক ব্যাঙ্কের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫শ' কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম।
নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন, টিউলিপ সিদ্দিক।
গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা-মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি।
২০০৯ সালে ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থপাচার করতেন, শেখ হাসিনা।
দেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আশা করা হচ্ছে, এটি পুরোপুরি বাস্তবায়নের পর ২০ শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে, গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি পোর্টাল।
এতে বলা হয়, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়, এক হাজার ২৬৫ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। যাতে মালয়েশিয়ার এক ব্যাঙ্কের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে ৫শ' কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা-রোসাট্রম।
নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এ চুক্তি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ৩০ শতাংশ পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা ও পরিবারের কয়েক সদস্য। ২০১৩ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী হয়েছিলেন, টিউলিপ সিদ্দিক।
গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, সে সময় ঢাকা-মস্কোর বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি।
২০০৯ সালে ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক। যুক্তরাষ্ট্রেও জুমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্পের অভিযোগ, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থপাচার করতেন, শেখ হাসিনা।
😱75🔥9😐9😢8🫡4
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির নাম ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ইতোমধ্যে রূপরেখাও চূড়ান্ত হয়ে গেছে। এখন সেটি বাস্তবায়নের কাজ চলছে।
✅ বিস্তারিত
🛑 Follow NewsZone For more important information
✅ বিস্তারিত
🛑 Follow NewsZone For more important information
❤🔥96🔥15❤2
HSC-23
GST
গুচ্ছের মেরিট দেখার নিয়ম ২ ধাপে -
১. প্রথমে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে ঢুকে student log in অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে।
২. এরপর chrome browser এ যেয়ে https://gstadmission.ac.bd/gst_admission/viewChoiceList এই লিংক পেস্ট করে দিতে হবে।
এরপর তোমাদের চয়েস লিস্ট থেকে ফলাফল দেখতে পারবে।
ধন্যবাদ ❤️
🛑 Follow NewsZone For more important information
GST
গুচ্ছের মেরিট দেখার নিয়ম ২ ধাপে -
১. প্রথমে gstadmission.ac.bd এই ওয়েবসাইটে ঢুকে student log in অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে।
২. এরপর chrome browser এ যেয়ে https://gstadmission.ac.bd/gst_admission/viewChoiceList এই লিংক পেস্ট করে দিতে হবে।
এরপর তোমাদের চয়েস লিস্ট থেকে ফলাফল দেখতে পারবে।
ধন্যবাদ ❤️
🛑 Follow NewsZone For more important information
😢41⚡12❤9❤🔥6🔥2💔2
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার আওয়ামী লীগ সরকার করেনি নিজেদের স্বার্থে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় নিজেদের ফ্ল্যাটে 'টার্গেট কিলিং'-এর শিকার হবার পর গত একযুগ ধরে বিচারের বাণী কেঁদেছে নিরবে নিভৃতে। মেহেরুন রুনি কাজ করতেন এটিএন বাংলায়। সামিট গ্রুপের স্বার্থ বিনষ্ট হবে এমন একটি জ্বালানি বিষয়ক এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করেছিলেন রুনি। কিন্তু এটিএন বাংলায় প্রচারের আগেই তা আটকে দেয় চেয়ারম্যান মাহফুজুর রহমান। ভেতরে বাইরে শুরু হয় তোলপাড়।
এমতাবস্থায় রুনি তাঁর করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙা টেলিভিশনে কর্মরত তাঁর স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ঐদিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই এটিএন বাংলার পরিচালক মাকসুদূর রহমান রঞ্জুকে পাঠায় সাগর-রুনি'র ফ্ল্যাটে। যে কোন মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করতে রঞ্জুর সাথে চুক্তিবদ্ধ হয় ভাড়াটে খুনিরা। যেমন পরিকল্পনা তেমন কাজ। ল্যাপটপ বাজেয়াপ্ত করতে রঞ্জুর ভাড়া করা খুনিরা সফল হলেও নৃশংসভাবে নিহত হন সাগর রুনি দুজনেই। হত্যাকাণ্ডের পরদিন রঞ্জু গ্রেফতার হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনে। তার একদিন পরই দেশ ছেড়ে পালায় রঞ্জু।
অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন দুঃশাসন সহ মেগা মাল্টি লুটপাটের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে পতিত পদচ্যুত ক্ষমতাচ্যুত স্বৈরাচার স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশে ইতোমধ্যে উদিত হয়েছে স্বাধীনতার নতুন লাল সূর্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম ১৮ আগস্ট সাফ জানিয়েছেন,"সাগর রুনি হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন করা হয়েছে, বার বার তার প্রতিবেদনগুলা পেছানো হয়েছে। পুনঃতদন্তের মাধ্যমে আমরা দ্রুত বিচার নিশ্চিত করবো"।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, সাগর-রুনি খুন হবার সময় এটিএন বাংলা এবং মাছরাঙা টেলিভিশনে যারা কাজ করতো, তারা ছাড়াও ঢাকার গণমাধ্যমের মুখচেনা সাংবাদিক এবং সম্পাদক সহ সুপরিচিত অনেকেই অপ্রকাশিত সব সত্যের নিরব স্বাক্ষী। কিন্তু জানের ভয়ে কেউই মুখ খুলেনি আওয়ামী আমলে। সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির আদরের সন্তান মেঘ আজও বিচার পায়নি তাঁর বাবা-মা'র হত্যার। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে আজ বাংলাদেশ। সাগর-রুনি হত্যার বিচার নিয়ে গত এক যুগের রাষ্ট্রীয় প্রহসনের দ্রুত অবসান হোক, এটাই আমাদের রক্তিম প্রত্যাশা।
🇧🇩 মাঈনুল ইসলাম নাসিম
এমতাবস্থায় রুনি তাঁর করা প্রতিবেদনটি প্রকাশের জন্য মাছরাঙা টেলিভিশনে কর্মরত তাঁর স্বামী সাগর সারোয়ারের হাতে তুলে দিলে ঐদিন রাতেই মাহফুজুর রহমান তার ভাই এটিএন বাংলার পরিচালক মাকসুদূর রহমান রঞ্জুকে পাঠায় সাগর-রুনি'র ফ্ল্যাটে। যে কোন মূল্যে সাগরের ল্যাপটপ উদ্ধার করার মিশন সম্পন্ন করতে রঞ্জুর সাথে চুক্তিবদ্ধ হয় ভাড়াটে খুনিরা। যেমন পরিকল্পনা তেমন কাজ। ল্যাপটপ বাজেয়াপ্ত করতে রঞ্জুর ভাড়া করা খুনিরা সফল হলেও নৃশংসভাবে নিহত হন সাগর রুনি দুজনেই। হত্যাকাণ্ডের পরদিন রঞ্জু গ্রেফতার হলেও মাহফুজুর রহমান প্রভাব খাটিয়ে তার ভাইকে ছাড়িয়ে আনে। তার একদিন পরই দেশ ছেড়ে পালায় রঞ্জু।
অন্যায় অবিচার অত্যাচার জুলুম নির্যাতন দুঃশাসন সহ মেগা মাল্টি লুটপাটের বিরুদ্ধে বিপ্লবী ছাত্র জনতার দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানে পতিত পদচ্যুত ক্ষমতাচ্যুত স্বৈরাচার স্বৈরশাসক শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর বাংলাদেশে ইতোমধ্যে উদিত হয়েছে স্বাধীনতার নতুন লাল সূর্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম ১৮ আগস্ট সাফ জানিয়েছেন,"সাগর রুনি হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক, খুবই নির্মম, এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রহসন করা হয়েছে, বার বার তার প্রতিবেদনগুলা পেছানো হয়েছে। পুনঃতদন্তের মাধ্যমে আমরা দ্রুত বিচার নিশ্চিত করবো"।
এদিকে নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে, সাগর-রুনি খুন হবার সময় এটিএন বাংলা এবং মাছরাঙা টেলিভিশনে যারা কাজ করতো, তারা ছাড়াও ঢাকার গণমাধ্যমের মুখচেনা সাংবাদিক এবং সম্পাদক সহ সুপরিচিত অনেকেই অপ্রকাশিত সব সত্যের নিরব স্বাক্ষী। কিন্তু জানের ভয়ে কেউই মুখ খুলেনি আওয়ামী আমলে। সাগর সারোয়ার এবং মেহেরুন রুনির আদরের সন্তান মেঘ আজও বিচার পায়নি তাঁর বাবা-মা'র হত্যার। মেঘে মেঘে অনেক বেলা গড়িয়েছে, নতুন করে স্বাধীন হয়েছে আজ বাংলাদেশ। সাগর-রুনি হত্যার বিচার নিয়ে গত এক যুগের রাষ্ট্রীয় প্রহসনের দ্রুত অবসান হোক, এটাই আমাদের রক্তিম প্রত্যাশা।
🇧🇩 মাঈনুল ইসলাম নাসিম
😢202❤36