ঢাবির কলা অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. আব্দুল বাছির।
পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত কারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনানো হয়।
©
পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত কারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিবাদে এই ডিনকে পদত্যাগের পর বসিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শুনানো হয়।
©
👏189🔥39❤26👌4🆒4💯3😭3
রাবিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান...
আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার ফিশারিজ বিভাগের অধ্যাপক Md Yeamin Hossain স্যারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক Kanak Pk স্যার এবং আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান স্যার। এছাড়াও গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রোভার স্কাউটস, মোরাল প্যারেন্টিং পরিবার, বাঁধনের একদল সেচ্ছাসেবী সহ প্রায় দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার ফিশারিজ বিভাগের অধ্যাপক Md Yeamin Hossain স্যারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক Kanak Pk স্যার এবং আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান স্যার। এছাড়াও গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রোভার স্কাউটস, মোরাল প্যারেন্টিং পরিবার, বাঁধনের একদল সেচ্ছাসেবী সহ প্রায় দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
🔥121❤🔥20👌3😍3👏2😐1
News Zone
রাবিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান... আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার ফিশারিজ বিভাগের অধ্যাপক Md Yeamin Hossain স্যারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক Kanak Pk স্যার এবং আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান…
আরো সময় অতিবাহিত হলে ইনশা আল্লাহ্ পুরো বাংলাদেশ পরিষ্কার করবে আমাদের Gen Z
Hope for the best 🍀
Hope for the best 🍀
🔥143❤19💯6⚡5😐4😍3
চারিদিকে থই থই জলে ডুবে আছে নোয়াখালী। ভাল নেই সেখানকার একটিও প্রাণ
Pray for Noakhali.
Pray for Noakhali.
😢213😨12😭6🤩4
মাত্র দশদিনে ছাত্রদের আপনি ভুল ধরছেন এবং প্রকাশ্যে তা বলতে পারছেন। মানে এই দেশ স্বাধীন হয়েছে, তা প্রমাণিত হলো। কারণ গত ১৫ বছর ধরে আপনার মুখ বন্ধ ছিলো। আপনি সমালোচনা করতে পারেননি, সেই মুরোদ হয়নি।
এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।
আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয়। আগে পা চাটতেন, এখন আবেগ চাটছেন!!
©
এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।
আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয়। আগে পা চাটতেন, এখন আবেগ চাটছেন!!
©
🔥225❤🔥18💯11😐4🆒4⚡2🌚1
"রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইপ লাইন ধরে। আর সেই পাইপ লাইনটা সামিটের ফার্নেস ওয়েলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবাহের কাজে ব্যবহৃত হতো, বিদ্যুৎ তৈরি হতো তিতাস থেকে পাওয়া গ্যাসে, সামিটকে হাসিনা বিল দিত ফার্নেস ওয়েল থেকে তৈরি বিদ্যুৎ এর মূল্য।
আর সেই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভারতেও গ্যাস পাচার করতো, ভারতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই হাসিনা গ্যাস দেয়া শুরু করে।"
-অমি হাসান
✅ বিস্তারিত
😱169😢38😨12😐4