News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
রাবিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান...

আজ ১৯ আগস্ট ২০২৪, সোমবার ফিশারিজ বিভাগের অধ্যাপক Md Yeamin Hossain স্যারের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানের আয়োজন করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফোকলোর বিভাগের অধ্যাপক Kanak Pk স্যার এবং আরবী বিভাগের অধ্যাপক মতিউর রহমান স্যার। এছাড়াও গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা, রোভার স্কাউটস, মোরাল প্যারেন্টিং পরিবার, বাঁধনের একদল সেচ্ছাসেবী সহ প্রায় দেড় শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
🔥121❤‍🔥20👌3😍3👏2😐1
দায়িত্বে অবহেলা, বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের জন্য একমাত্র দায়ী স্বৈরাচারী পরিচালককে অবাঞ্ছিত ঘোষণা।
❤‍🔥119
😢303😭102💔19💯4❤‍🔥1
চারিদিকে থই থই জলে ডুবে আছে নোয়াখালী। ভাল নেই সেখানকার একটিও প্রাণ
Pray for Noakhali.
😢213😨12😭6🤩4
👌1403
মাত্র দশদিনে ছাত্রদের আপনি ভুল ধরছেন এবং প্রকাশ্যে তা বলতে পারছেন। মানে এই দেশ স্বাধীন হয়েছে, তা প্রমাণিত হলো। কারণ গত ১৫ বছর ধরে আপনার মুখ বন্ধ ছিলো। আপনি সমালোচনা করতে পারেননি, সেই মুরোদ হয়নি।

এখন যেহেতু সেই মুরোদ হয়েছে, মানে বুঝতে হবে আপনার এই মুরোদটাই ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই এই স্বাধীনতাকে সম্মান করুন এবং দেশ গড়তে সাহায্য করুন।

আপনি কেমন স্বাধীনতা চেয়েছিলেন তা জানতে কেউ আগ্রহী নয়। আগে পা চাটতেন, এখন আবেগ চাটছেন!!

©
🔥225❤‍🔥18💯11😐4🆒42🌚1
"রুনি যে ভিডিও প্রতিবেদন করেছিল, সেই ভিডিওতে একটা সুড়ঙ্গ দেখা যায়, সেই সুড়ঙ্গপথ দিয়ে রুনি হেঁটে যাচ্ছে বিশাল একটা পাইপ লাইন ধরে। আর সেই পাইপ লাইনটা সামিটের ফার্নেস ওয়েলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস সরবাহের কাজে ব্যবহৃত হতো, বিদ্যুৎ তৈরি হতো তিতাস থেকে পাওয়া গ্যাসে, সামিটকে হাসিনা বিল দিত ফার্নেস ওয়েল থেকে তৈরি বিদ্যুৎ এর মূল্য।

আর সেই ভিডিওর সবচেয়ে ভয়ঙ্কর যে তথ্যটি ছিল, তাহলো সেই সুড়ঙ্গ পথে সেই সময়ে ভারতের দিকেও পাইপ লাইন ছিল। সেই পাইপ লাইন দিয়ে ভারতেও গ্যাস পাচার করতো, ভারতে আনুষ্ঠানিক ভাবে কাগজে কলমে গ্যাস দেয়ার বহু বছর আগে থেকেই হাসিনা গ্যাস দেয়া শুরু করে।"

-অমি হাসান



বিস্তারিত
😱169😢38😨12😐4
এইচএসসি ২০২৪ এর নতুন রুটিন বাতিল!

-শিক্ষা সচিব

বিস্তারিত
😢136🫡20😐14🤩10💔6
কেউ একটু ঘুম থেকে উঠান
🌚296😐216🆒54😨4🤩3
রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
🔥225👏27❤‍🔥10🫡7🏆2😱1👌1
Forwarded from PDF Zone
আমি মেজর ডালিম বলছি.pdf
2.3 MB
বাংলাদেশের ইতিহাসের না বলা সত্যকে জানুন

Join PDFZone: Click Here
❤‍🔥44🔥6😐6
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান যাতে বিদেশে যেতে না পারেন, সে জন্য পুলিশের বিশেষ শাখাকে (স্পেশাল ব্রাঞ্চ) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চিঠিতে উল্লেখ করা হয়, তাকসিম এ খানের বিরুদ্ধে ঢাকা ওয়াসায় বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট এবং অবৈধ নিয়োগ–বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলমান।

প্রথম আলো
🔥109❤‍🔥6💯4
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয়ে নতুন কিছু নির্দেশনা দিতে পারে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ নির্দেশনা এলে পিএসসির সব কর্মকাণ্ডে গতি বাড়বে বলে মনে করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি ৪৬তম বিসিএসসহ তিন নিয়োগ পরীক্ষার তথ্য চেয়েছে অন্তর্বর্তী সরকার।


আশা করি,সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
❤‍🔥11812
বিগত আওয়ামী লীগ সরকারের ৪১ জন মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
🔥114👏8👌8
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুকুল আহমেদের ওপর নির্যাতন চালানোর দায়ে দুজনের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।


ওই দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অষ্টম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিদ মঞ্জু ও সিহাব উদ্দিন। এই দুজন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

একই অভিযোগে ইংরেজি বিভাগের দশম ব্যাচের আরেক শিক্ষার্থী আহাদ খানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
🔥108👏10👌7💯2😐2